তৃতীয় অংশ
বিভিন্ন ব্যাংকে নিয়োগের প্রিলি পরীক্ষায় Word Meaning আসবেই। বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে, এই Wordগুলো বিগত বছরগুলোর Word Meaning থেকেই কমন পড়ে। তাই এই Wordগুলো যদি অর্থসহ মুখস্ত করে রাখা যায় তাহলে ৫মার্কসহ বোনাস হিসেবে Synonym, Antonym ও Fill in the Gap থেকে আরো কিছু মার্কস নিজের ঝুলিতে যুক্ত করা যায়। এই পোস্টে ৯ ভাগে ৯৩৬টি Word অর্থসহ Alphabetically দেয়া হল। এই শব্দগুলো সম্পর্কে সম্যক ধারণা না নিয়ে হলে যাবেন না। আপনি প্রয়োজনে pdf লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন।
তৃতীয় অংশ
ক্রম | ইংরেজি শব্দ | বাংলা অর্থ |
২০১ | Curved | বক্ররেখা |
২০২ | Cynic | যে সর্বদা অপরের ভূল ধরে |
২০৩ | Cynical | নৈরাশ্যবাদী |
২০৪ | Darken | অন্ধকার করা |
২০৫ | Dealings | আচরণ |
২০৬ | Dearth | স্বল্পতা |
২০৭ | Debacle | ধ্বংস হওয়া/পতন হয়ে যাওয়া |
২০৮ | Debonair | সদা হাসি খুশি |
২০৯ | Debris | ধ্বংসাবশেষ |
২১০ | Decay | ক্ষয় হওয়া |
২১১ | Deceived | প্রতারিত হওয়া বা করা |
২১২ | Deceptive | প্রতারণামূলক |
২১৩ | Defame | মানহানি |
২১৪ | Defensible | টিকানো বা টিকিয়ে রাখা যায় এমন |
২১৫ | Deflect | ঘুরে যাওয়া |
২১৬ | Defy | বাধা দেয়া |
২১৭ | Deleterious | ক্ষতিকর/অনিষ্টকর |
২১৮ | Delicate | কোমল,উপাদেয় |
২১৯ | Delirious | বিকারগ্রস্থ |
২২০ | Delusive | ভ্রান্তি |
২২১ | Demagogue | জননেতা |
২২২ | Demise | মৃত্যু |
২২৩ | Demobilize | সামরিক দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া |
২২৪ | Demolish | চূর্ণ করা |
২২৫ | Demonstrative | প্রমাণদায়ক |
২২৬ | Demur | আপত্তি/আশংকা প্রকাশ করা |
২২৭ | Denigration | দুর্নাম |
২২৮ | Deny | দৃঢ়ভাবে কোন কিছু অস্বীকার করা |
২২৯ | Depart | স্থান ত্যাগ করা |
২৩০ | Deprecate | নিন্দা করা |
২৩১ | Derrick | ভার উত্তোলন যন্ত্র |
২৩২ | Desolation | নির্জন |
২৩৩ | Despair | হতাশ |
২৩৪ | Destitute | দরিদ্র |
২৩৫ | Destruction | ধ্বংস |
২৩৬ | Desultory | নিয়মশৃংখলাহীন |
২৩৭ | Deter | নিরুৎসাহিত করা |
২৩৮ | Devious | আঁকাবাঁকা |
২৩৯ | Devoid | বর্জিত |
২৪০ | Diagnosis | রোগ নির্ণয় |
২৪১ | Dictator | একনায়ক |
২৪২ | Dilemma | উভয়সংকট |
২৪৩ | Dilettante | অপটুকর্মী |
২৪৪ | Discarded | বাদ দেয়া |
২৪৫ | Discern | দৃশ্যমান হওয়া |
২৪৬ | Discontented | অসন্তুষ্ট,অতৃপ্ত |
২৪৭ | Discordant | শ্রুতিকটু |
২৪৮ | Discover | আবিষ্কার করা |
২৪৯ | Disgraceful | বাজে/অসুন্দর |
২৫০ | Disinterested | নির্লিপ্ত |
২৫১ | Disparage | কাউকে ছোট /তুচ্ছ করা |
২৫২ | Disparity | বৈসাদৃশ্য |
২৫৩ | Dispatch | কারো উদ্দেশে কোন কিছু পাঠানো |
২৫৪ | Disperse | ছত্রভঙ্গ |
২৫৫ | Disputation /Argument | বিতর্ক |
২৫৬ | Dissipate | দূর করা/অপচয় করা |
২৫৭ | Distasteful | অপছন্দনীয় |
২৫৮ | Distract | বিভ্রান্ত করা |
২৫৯ | Distraught | অত্যধিক বিমর্ষ |
২৬০ | Divergence | কেন্দ্রচ্যুতি |
২৬১ | Diversion | গতিপরিবর্তন,অপসারণ |
২৬২ | Divine | স্বর্গীয় |
২৬৩ | Docile | ভদ্র |
২৬৪ | Doctrine | মতবাদ |
২৬৫ | Dotage | ভীমরতি |
২৬৬ | Drowsiness | আলস্য |
২৬৭ | Dubiousness | অনিশ্চয়তা |
২৬৮ | Duffer | নির্বোধ লোক |
২৬৯ | Easygoing | সহজে মেনে নেয়া |
২৭০ | Effeminacy | মেয়েলী স্বভাব |
২৭১ | Effusive | উচ্ছ্বাস প্রবণ |
২৭২ | Egoistic | স্বার্থপর |
২৭৩ | Elated | অত্যন্ত আনন্দিত |
২৭৪ | Elective | নির্বাচক |
২৭৫ | Electorate | নির্বাচকমন্ডলী |
২৭৬ | Electrify | উত্তেজিত করা |
২৭৭ | Elegy | শোকগাঁথা |
২৭৮ | Elevate | উত্তোলন করা,উন্নীত করা |
২৭৯ | Elocution | বাচনভঙ্গি |
২৮০ | Elusiveness | বুঝতে বা স্মরণ করতে কষ্টকর এমন |
২৮১ | Embezzlement | অর্থ আত্মসাৎ |
২৮২ | Emigrant | দেশান্তরী |
২৮৩ | Empirical | গবেষণামূলক |
২৮৪ | Emulation | অনুকরণীয় |
২৮৫ | Enamoured | প্রেমমুগ্ধ |
২৮৬ | Encomium | উচ্চ প্রশংসা |
২৮৭ | Encumber | পথরোধ করা |
২৮৮ | Encyclopedia | বিশ্বকোষ |
২৮৯ | Endurable | সহনীয়/টেকসই |
২৯০ | Enduring | স্থায়ী |
২৯১ | Engross | সবসময় কাজে লেগে থাকা |
২৯২ | Enhance | বৃদ্ধি করা |
২৯৩ | Enigmatic/Puzzling | বিভ্রান্তিকর |
২৯৪ | Enlarge | দীর্ঘায়িত করা |
২৯৫ | Entertain | আপ্যায়ন |
২৯৬ | Enthralling | বিমুগ্ধ |
২৯৭ | Entrepreneur | উদ্যোক্তা |
২৯৮ | Enunciate | উচ্চারন করা |
২৯৯ | Epicurean | ইন্দ্রিয় সুখে বিশ্বাসী |
৩০০ | Episodic | অনিয়মিত |