সত্য বলতে কী, ‘দাদা, কী হল’ ‘আর দাদা, হল কী’ আমাদের দৈনন্দিন জীবনে ১০৪ডিগ্রি জ্বরের মত জড়িয়ে আছে। এমনিতেই হুজুগে বাঙ্গালী হিসেবে আমাদের খুব সুনাম আছে। ‘কুকুরের লেজ বাঁকা কেন, অমুক সাহেব জবাব চাই’ বলে আমরা যেমন মাঠ গরম করতে পারি তেমনি জাতীয় জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মুখে কুলুপ এঁটে থাকতে পারি।
স্বভাব যায় না ম’লে। জটলা দেখে পাশের জনকে জিজ্ঞেস করতে পারি- দাদা, কী হল? উত্তর পছন্দ না হলে তিনহাত লম্বা লেজ পশ্চাৎদেশে ঢুকিয়ে দিয়ে হনুমানের মত মুখ ভেংচিয়ে অক্লেশে পিঠটান দিতে পারি। আমাদের অহেতুক কৌতুহল এত বেশি যে, ‘কৌতুহল’ শব্দটা নিজেই কৌতুহলী হয়ে জিজ্ঞেস করে বসে, দাদা, হল কী!
কৌতুহলের দাবীর কাছে পরাস্ত হয়ে যে ঘটনা ঘটে-
মালিবাগের এক খোলা ম্যানহোল। কুচকুচে কালো তরল পদার্থে থইথই করছে। পলিথিনে ভরপুর। রাস্তার উপর উন্নয়নের সাইনবোর্ড ঝুলিয়ে পয়ঃনিষ্কাশনের কার্যক্রম চলছে। একজন কোদাল দিয়ে ময়লা তুলে রাস্তার উপরে জমা করছে। হঠাৎ করেই পথচারীদের একজন অতি কৌতুহলী হয়ে একটু দুরে দাড়িয়ে গভীর মনোযোগের সাথে বোঝার চেষ্টা করছে- হচ্ছেটা কী? তাকে দেখে আরেকজন এল। তারপর আরেকজন এল। আসতে আসতে ম্যানহোল ঘিরে মোটামুটিভাবে গোলাকৃতির এক মজমা তৈরি হয়ে গেল। শুধু সাপগুলো আর ওষুধ বিক্রি করতে বাকি। এ ওকে জিজ্ঞেস করে, ‘দাদা, কী হল!’ এ ওর ঘাড়ের উপর দিয়ে দেখার চেষ্টা করে – হচ্ছেটা কী!
হচ্ছে কী! হচ্ছে তর মাথা। হালার পুত বাপের জন্মে কোনদিন ম্যানহোলের ময়লা দেখিসনি! প্যান্টটা খুলে আন্ডারওয়্যার পরে নেমে যা না! ক্লাস সেভেনের ‘এসো নিজে করি’- হয়ে যাবে।
ফুটপাত দিয়ে চলার সময় এক ফাজিল ছোকরার ইচ্ছে হল, পাবলিককে একটু ঘোল খাইয়ে দি। যেই ইচ্ছে, সেই পরিকল্পনা। রাস্তা থেকে কয়েকটা পাথর তুলে সাদা কাগজে মুড়ে রেখে দিল। এবার হাটু ভেঙ্গে বসে একদৃষ্টিতে ওই কাগজের পোটলার দিকে তাকিয়ে থাকলো। ঘটনা কিন্তু ঘটে গেছে। কৌতুহলী পথচারীদের মধ্যে কৌতুহল লোভের মত চকচক করে উঠলো। একে এক ছোকরাকে ঘিরে নিউটনিও চিন্তাক্লিষ্ট পাবলিক জড়ো হতে লাগলো। এ ওকে শুধোয়, দাদা, কী হল! ছোকরা মনে মনে হাসে। দিয়েছি শালা পাবলিকের মাথায় আড়াই প্যাচ ঢুকিয়ে।
কী হল! কিচ্ছু হয়নি দাদা। কাগজের মধ্যে পাথর রেখে দেখলাম পাবলিক কী করে। দে দৌড়!!!
English dOt Bank বইয়ের প্রাপ্তিস্থান ও মন্তব্য।
অথবা,
কুরিয়ারে পেতে ফোন করুন: ০১৭০১ ৬৬ ৫৫ ৫০, ০১৭০১ ৬৬ ৫৫ ৫৩
[এটা আপনাদের সাথে আমার আড্ডাস্থল। এখানে আমি মন খুলে কথা বলি। পোস্টটি শেয়ার করুন, কমেন্টে শেয়ার করুন আপনার সমস্যা। সমাধান পেয়ে যাবেন। পরবর্তী পোস্ট পেতে ‘সনাতন দা’ কে ক্লিক করে ফলো করে রাখতে পারেন।]