কেউ নতুন চাকরি পেলে ‘মাঞ্জা’ শব্দটা একটা নতুন মাত্রা পায়। সনাতন দা ও নতুন চাকরি পেয়েছে। প্রবেশনারী অফিসার, উত্তরা ব্যাংক। সে কী ভাব! এদিকে সনাতন দা’র ভাব বাড়ে, অন্যদিকে ব্যাংক কর্তৃপক্ষ পোস্টিংয়ের কলকাঠি নাড়ে। দিন পনেরো মোহাম্মদপুর টু মতিঝিল। উত্তরা ব্যাংকের হেড অফিস। ভাবখানা এমন যে,সেইমাপের কর্মকর্তা হয়ে গেছে।