BCS Exam Date পড়েছে ০৩ মে, ২০১৯। তাহলে সনাতন দা’র আড্ডায় পরিচালিত A 10 Day Crush Program এর পর ২৭ তারিখ থেকে ০২ তারিখ অর্থাৎ, BCS Exam Date ৩ তারিখের আগ পর্যন্ত আপনি কী করবেন এবং পরীক্ষার হলে কী করবেন??? সনাতন দা’র আড্ডায় পরিচালিত A 10 Day Crush Program এর মাধ্যমে নিজেকে build up করুন 40 BCS Preliminary -র জন্য।