শফিক আর দশজনের মত খুবই সাধারণ একজন মধ্যবয়সী দু’পেয়ে জীব। জনাকয়েক সাধু-সন্যাসী ব্যতিরেকে, শফিককে চেনে না এই তল্লাটে এমন কেউ নাই। এমনকি এই ঢাকা শহরে নাই। তার মানে এই নয় যে, শফিক একজন উঁচুদরের লোক। অথবা, শফিকের নামের আগে কিছু ভয়ংকর চরিত্র প্রকাশক বিশেষণ রয়েছে।