একই বা সমার্থক নামের গ্রন্থ ও রচয়িতা : একই বা সমার্থক নামের গ্রন্থ ও রচয়িতা নিয়ে মাঝে মাঝে আমাদের সমস্যায় পড়ে যেতে হয়। কোন গ্রন্থটি কার রচনা বা অপশনে যতগুলো নাম দেয়া থাকে তা আমাদের ধাঁধায় ফেলে দেয়। এই একই বা সমার্থক নামের গ্রন্থ ও রচয়িতা নিয়েই আমাদের আজকের পোস্ট।