Bank Written Preparation: Math, Focus Writing এবং Translation
Bank Written Preparation নেয়ার পূর্বে‘ পড়িলেই পাস, না পড়িলেই ফেল’- এই তাবিজের জোরে আপনি হয় তো প্রিলি উৎরে গেছেন এবং সামনে হাজির ভয়ংকর রিটেন। যেখানে একটা হ্যান্ডসাম মার্কস পেলে চাকরি প্রায় নিশ্চিত। ২০০ মার্কস!
এই ২০০ মার্কসের এই Written Preparation এর মূল অংশ হচ্ছে, Math, Focus Writing(বাংলা/ইংরেজি) এবং Translation। ক্ষেত্রবিশেষে,Comprehension।
মূলত, প্রিলি ছিল আপনাকে ভবিষ্যতের ব্যাংকার হিসেবে রিটেন পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ করে দেয়া। আপনার ভাইভায় ডাক এবং চাকরি পাওয়ার সম্ভাব্যতা নিশ্চিত করবে রিটেনে পাওয়া মার্কস। তাই বাসায়, হোস্টেলে, মেসে, বেলা বোস, রঞ্জনা, নীরা, বনলতা সেন, Audrey Hepburn এর ভালবাসা জড়ানো কোলে- মোটকথা, যেখানেই সুযোগ পাবেন, Written Preparation এর জাবর কাটতে থাকবেন। কে কী বলল, কী ভাবল- অত দেখার বা শোনার সময় আপনার নেই। নিজের মাঝে ডুবে যান ভবিষ্যতে স্বপ্নের ক্যারিয়ার নিয়ে ভেসে ওঠার জন্য।
Bank Written Preparation: Math
Bank Written Preparation: Focus Writing
Bank Written Preparation: Translation
Bank Written Preparation: সবথেকে যা প্রয়োজনীয়
আপনার সীমাবদ্ধতা আপনিই ভাল জানেন। আমি যতই ‘কা, কা’ করি – কাজ হবে না। দেশ এখনও সবটুকু নষ্টদের দখলে চলে যায়নি। আপনার সবথেকে বড় শত্রু আপনার চারপাশে থাকা নেগেটিভ ক্যারেক্টারগুলো। মাথা থেকে Negative সব চিন্তাকে ‘Good Bye’ বলে ঝেড়ে ফেলুন। হয় এখনি, নয় তো কখনই নয়- এই হোক জীবনের Motto।
Bank Written Preparation: শেষ কথা
আরও পড়তে ক্লিক করুন:
bcs written syllabus সাথে bank: কী পড়ব, কোথা থেকে কতটুকু
সোনালী ব্যাংক সিনিয়র অফিসার-২০১৮ সম্সপূর্ণ সমাধান
sonali bank senior-officer question : ২৮১টি(বাছাইকৃত)
চর্যাপদ (charyapada): যেভাবে পড়া উচিত
bank job circular: total preparation
bcs written syllabus সাথে bank: কী পড়ব, কোথা থেকে কতটুকু
লাল নীল দীপাবলি: ফাকি দিতে হলে যা পড়বেন-০১
Translation: BB Officer(General) Written-2018
AUST রিটেন এক্সামের জন্য যে স্পেস রাখে ম্যাথের জন্য সেখানে স্টেপ বাই স্টেপ তো দূরে থাক, শর্টকাটে করতেও স্পেস-সংকটে পড়তে হয়।
I need all written exam questions by AUST.Found only math part.But I need English, Bangla focus writing, translation etc.