8 Bank Combined Written Exam Preparation: ৮ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান( ৬ব্যাংক+২আর্থিক প্রতিষ্ঠান) এ সিনিয়র অফিসার নিয়োগের জন্য যে রিটেনটা মহাসমারোহে অনুষ্ঠিত হয়েছিল তার রেজাল্টে ‘ঘাপলা’ নামক শব্দের আবির্ভাবের কারণে বাতিল করেছে ব্যাংকার্স সিলেকশন কমিটি। এজন্য ব্যাংকার্স সিলেকশন কমিটিকে সাদুবাদ জানাই। এটাই তাদের স্বচ্ছতার একটা প্রমাণ। তবে ব্যক্তিগত নির্দোষ অভিমত রিটেন পরীক্ষাটা বাতিলযোগ্য হলে প্রিলিকে ধোঁয়া তুলসিপাতা বলা খুবই কঠিন। তারপরও নাই ম্যাটারনাল আঙ্কেলের চেয়ে ব্লাইন্ড ম্যাটারনাল আঙ্কেল অনেক ভাল।
আরও ভাল হয়েছে যারা সরফরাজি করে প্রিলি ঠেঙিয়ে রিটেন পেরিয়ে ভাইভায় যাওয়ার পাঁয়তারা করেছিল প্রকৃত যোগ্যকে ফাঁকি দিয়ে, তাদের মাথায় বৃহৎ নীল আকাশ অবলীলায় ভেঙ্গে পড়েছে। তাদের ‘কসবার ওই নীল দেয়ালের ঘর’ এ এক পোঁচ কালি লেপে দিয়েছে ব্যাংকার্স সিলেকশন কমিটি।
তবে ব্যাংকার্স সিলেকশন কমিটির এই সিদ্ধান্তে লাভের পাল্লা ভারী হয়েছে তাদের যাদের রিটেন খারাপ হয়েছিল। দাদা ভাই, দিদি ভাই, একটা সুযোগ পেয়েছেন- Golden Opportunity নয়, একেবারে Platinum Opportunity. ধরতে পারলেই বাজিমাত!
8 Bank Combined Written Exam Written: পরীক্ষা হবে ২আগস্ট, ২০১৯।
এখন দেখার বিষয়,
১। দ্বিতীয়বার রিটেনের জন্য আপনার প্রিপারেশন আছে কতটুকু?
২। কি কি পড়বেন?
৩। কতটুকু পড়বেন?
৪। কোথা থেকে পড়বেন?
8 Bank Combined Written Exam দ্বিতীয়বার দেয়ার জন্য আপনার প্রিপারেশন আছে কতটুকু?
যেহেতু 8 Bank Combined Written Exam পরীক্ষাটা আবার হবে এবং একই প্রতিষ্ঠান AUST সেহেতু পরীক্ষা একটু টাফ হওয়ার পসিবিলিটি থেকেই যায়। হিসেব করে দেখুন গত পরীক্ষায় আপনি কি কি উত্তর করে আসতে পারেননি। অংক কয়টা পারেননি এবং কোন টাইপের অংক পারেননি। Problem Identification শেষ। স্মরণ রাখা দরকার যে, ম্যাথ রিটেনে টেকার জন্য নির্জলা কিছু মার্কস এনে দেয়। তাই এদিকটায় আপনাকে জোর দিতেই হবে। AUST খুবই পছন্দ করে নিম্নোক্ত বিষয় থেকে ম্যাথ দিতে।
8 Bank Combined Written Exam Mathematics কি কি পড়বেন?
নিচের টপিকগুলো সলভ করবেন-
১। Time & Speed
২। Time & work + Pipe Cistern
৩। Partnership
৪। Mixture
উপরের ৪টি বিষয়ের সব নিয়ম-কানুন ঝাঝড়া করে ফেলতে হবে। যারা কষ্ট করতে ইচ্ছুক নয়, তাদের জন্য একটা বিকল্প আছে। সেটা হচ্ছে- গেঞ্জি গায়ে লুঙ্গি পড়ে গায় বাতাস লাগিয়ে বেড়ানো। আর যারা Promising তারা উপরের ৪টি বিষয় ছাড়াও নিচের টপিকগুলোকেও একহাত দেখিয়ে দিন।
১। Profit loss
২। Percentage
৩। Probability
৪। Mensuration
8 Bank Combined Written Exam এর জন্য কতটুকু পড়বেন?
8 Bank Combined Written Exam এর জন্য AUST কর্তৃক গৃহীত সকল প্রিলি ও রিটেনের ম্যাথ ডিটেইল আকারে করে ফেলুন। শর্টকাট মেথড অ্যাপ্লাই করবেন না। সেই লাইনগুলো বাদ দিন, যে লাইনগুলো বাদ দিলে ম্যাথের কোন ক্ষতি হয় না। আপনার হাতে সময় আছে মাত্র ১৬দিন। ইচ্ছে থাকলে এই ১৬দিনেই প্লানমাফিক এগোলে ভাইভা খুব বেশি দুরে থাকবে না। বিগত প্রশ্নগুলো থেকে বেছে নিন যে, কোন নিয়মগুলো রিপিট হয়েছে। সেগুলোকেই আগে শেষ করুন। এই ১৬দিনের প্রতিদিনই উল্লিখিত ৮টি টপিক থেকে কম করে হলেও ৫৬(৮×৭)টা ম্যাথ করুন। একটা শেষ করে আরেকটা করতে গেলে মক্কা বহুদূর হয়ে যাবে। একযোগে শুরু করুন। একটার সাথে আরেকটা জড়িয়ে যাবে। জট ছাড়াবেন। তাহলেই ম্যাথ শিখবেন। এভাবেই ম্যাথ করবেন ২৮ তারিখ পর্যন্ত। কোন ম্যাথে সমস্যা হলে আগারওয়াল অথবা এক্সামভেডা থেকে নিয়মটা শিখে নিন। প্রাকটিস করুন, প্রাকটিস।
নিচের সবগুলো লিংক থেকে রিটেন ম্যাথ তো করবেনই, প্রিলির শুধু ম্যাথ পার্ট করবেন। অন্য পার্টের দিকে ভুলেও তাকাবেন না।
AUST কর্তৃক গৃহীত সকল প্রিলির লিংক
AUST কর্তৃক গৃহীত সকল রিটেনের লিংক
কম্বাইন্ড সকল ব্যাংক পরীক্ষার প্রিলির লিংক
কম্বাইন্ড সকল ব্যাংক পরীক্ষার রিটেনের লিংক
প্রয়োজনে নিচের লিংকের মত নিজের একটা Suitable Routine করে, কাল থেকে নয়, আজ এবং এখনই শুরু করে দিন।
Combined 8 Bank Senior Officer Exam by AUST : A Five Day Program
ব্যাংক জব মানেই ম্যাথ এবং ইংরেজি। এ দুটো ভাল না পারলে ভাইভা পর্যন্ত যাওয়া আপনার জন্য হবে পূর্ণিমার চাঁদ যেন A big রসগোল্লা, যায় না ধরা, যায় না ছোঁয়া, হায় অল্লাহ! হায় আল্লাহ!
২৯তারিখ থেকে ১তারিখ পর্যন্ত ইংরেজিসহ অন্যান্য বিষয় পড়বেন। সাম্প্রতিক গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে, জলবায়ু ও ব্যাংক সম্পর্কিত বিষয়গুলো সম্পর্কে ইংরেজি ও বাংলাতে তথ্য সংগ্রহ করে ফেলুন। অর্থনৈতিক সমীক্ষা কারেন্ট এডিশান থেকে প্রয়োজনীয় ডাটা নিয়ে টেবিল আগেভাগেই তৈরি করে রাখুন। কমপক্ষে ৩বছরের ডাটা মাথায় রাখার চেষ্টা করুন- বিগত বছর, বর্তমান বছর এবং আগামী বছর(Expected)।
Comprehension নিয়ে কোন টেনশনই করবেন না। ওটা কমন পড়বে না। তবে ৩টা বা ৪টা প্রশ্নের উত্তর আপনি এমনিতেই পারবেন। প্রতিবেদন, আবেদন নিয়মানুযায়ী লিখে যান। অতিরিক্ত ভ্যাজর ভ্যাজর এগুলোতে কম করবেন। কম লিখলে ক্ষতি নাই। তবে ফরম্যাট ঠিক থাকতে হবে। বিশেষ করে, কার কাছে লিখছেন বা পাঠাচ্ছেন, তারিখ, বিষয় ইত্যাদি।
ফোকাস রাইটিং যদি দেখেন যে, কমন পড়ে নাই এবং এ বিষয়ক ন্যুনতম তথ্যও আপনার হেড অফিসে নাই, তাহলে ওর পাছে সময় নষ্ট করে লাভ নাই- গতস্য শোচনা নাস্তি। তবে যাই লিখুন না কেন, বানান ভুল করবেন না। তাহলে সনাতন দা’র বাল্যকালের প্রেমের মত ভাইভা দেয়ার ইচ্ছার অপমৃত্যু ঘটবে। তখন তো আর এসএমএস, ইমেইলের এত চল ছিল না। ডাক্তারকে দেয়া প্যাড সংগ্রহ করতে হত স্বপ্নের নায়িকাকে দু’কলম লেখার জন্য। সে যাই বলেন, চিঠির একটা আলাদা আমেজ আছে। সেই একখানি প্যাডের পাতার শুভ্র জমিনে দাদায় লিখেছিল, ‘আই লাব ইউ .. ‘। বালিকা তখনই লাভ-লোকসানের হিসেব কষে দাদাকে প্যানেলে রেখেছিল। প্যানেল থেকে আর ডাক পড়েনি!!!
Sir, apnake ekta question dite chai solution korar jonno. recent bank question. kibhabe dite pari?
Sir, Mutual Trust Bank er MTO 2019 question ta ache amar kase. apnake solution er jonno kibhabe dite pari?
email me: mohshin.jbl@gmail.com
combined 4 Bank Math solution cai
Hasib vai, kindly email me also… rashed.nstuds@gmail.com
Sir bangladesh bank officer general prili exm r kicho guideline dile khobi opokar hoito…..advance thanks
Sir bb r general officer er kicho guideline dile khobi opokar hoito preperation nite
Thanks dadavai.
AUST N IBA er IT related (ex.Assitant maintenance engineer..Assistant programmer ,IT officer)exam er que gulo ek sathe dile khub upokrito hotam..thanks in advance..