bangladesh bank assistant director preli preparation নিয়ে লেখার জন্য আমার মত এক অকিঞ্চনকে আপনাদের মধ্য থেকে প্রচুর মেসেজ এসেছে। সবারই এক রা- ভাই, bangladesh bank assistant director preli preparation নিয়ে আপনার মুখটা একটু খোলেন। আসছে ৬জুলাই, ২০১৮ তে অনুষ্ঠিতব্য bangladesh bank assistant director এর প্রিলি নিয়ে কিছু কথা