দুই নৌকায় পা না দিলেও চাকরির বাজারের সার্বিক অবস্থায় আপনার দীর্ঘমেয়াদী বেকারত্বের সম্ভাবনাটাও অমূলক হয়ে দাড়ায় না। Bank BCS Preliminary Preparation এর জন্য কি পড়তে হবে, কিভাবে পড়তে হবে, Bank BCS Preliminary Preparation একসাথে নেয়া সম্ভব কি-না ইত্যাদি প্রশ্নের শেষ নেই। সকল প্রশ্নের উত্তর হচ্ছে- হ্যাঁ সম্ভব।