bcs written syllabus সাথে প্রিলি ও bank preparation:
কী পড়ব, কোথা থেকে পড়ব, কতটুকু পড়ব
bcs written syllabus pdf লিখে গুগলে সার্চ দিলেই আপনি সিলেবাসটা পেয়ে যাবেন। পেয়ে যাবেন মোটামুটিভাবে কী পড়তে হবে। শুধু পাবেন না কোথা থেকে পড়তে হবে এবং কতটুকু পড়তে হবে। লেখাটা এবিষয়েই।
যেহেতু ০৬/০৭/২০১৮ তে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক এডির প্রিলি এবং পরবর্তীতে combined senior officerসহ অন্যান্য ব্যাংকের প্রিলি অনুষ্ঠিত হবে এবং বেশিরভাগ ক্ষেত্রেই প্রশ্নকর্তা হচ্ছে- Arts Faculty, DU তাই Arts Faculty, DU এর প্রশ্নের আদলে সনাতন দা‘র আড্ডায় ১৫টি ব্যাংক প্রিলি মডেল টেস্টের আয়োজন করা হয়েছে।
Arts Faculty, DU এর প্রশ্নের আদলে করা মডেল টেস্ট এর প্রশ্ন দেখতে ও ডাউনলোড করতে ক্লিক করুন।
bcs written syllabus আপনার সার্বিক preparation
সনাতন দা’র আড্ডাতে bcs written syllabus কে পিএসসি এর বিগত ১০ থেকে ৩৮তম বিসিএস এবং ব্যাংকের প্রিলি ও রিটেনের আলোকে একটা কম্বাইন্ড syllabus প্রস্তুত করা হয়েছে। সিলেবাসটা সাজানো হয়েছে এমনভাবে যাতে আপনার বিগত বছরগুলোর বিশেষ করে, ১০ থেকে ৩৮তম bcs question and answer(বাছাই করা)সহ এর সাথে রিলেটেড বিষয়গুলোর কতটুকু পড়তে হবে তা পেয়ে যাবেন, সেইসাথে কাভার হয়ে যাবে আপনার bcs written syllabus। শুধু তাই নয়, ব্যাংকসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি আপনার সনাতন দা’র আড্ডা থেকেই ফুলপ্রুফ হয়ে যাবে। মূলকথা হচ্ছে, preparation সবসময় নিতে হবে রিটেনের, যাতে প্রিলি এমনিই হয়ে যায়। তো কষ্ট করে একবার বিসিএস রিটেনের প্রিপারেশন নিবেন এরপর শুধু পরীক্ষা দিবেন আর টিকবেন।
বিশেষভাবে স্মরণযোগ্য, এই সিলেবাসটির লিংকগুলো প্রতিনিয়ত আপডেট করা হবে। তাই সাথে সাথেই নোটিফিকেশন পাওয়ার জন্য মন চাইলে নোটিফিকেশন subscribe করে নিতে পারেন।
আগে Marks Distribution টা দেখে নিন
ক্রম | বিষয় | মার্কস |
১ | বাংলা (ভাষা ও সাহিত্য)(বিস্তারিত নিচে দেখুন) | ৩৫ |
২ | ইংরেজী(ভাষা ও সাহিত্য) (বিস্তারিত নিচে দেখুন) | ৩৫ |
৩ | গাণিতিক যুক্তি | ১৫ |
৪ | মানসিক দক্ষতা | ১৫ |
৫ | বাংলাদেশ বিষয়াবলী | ৩০ |
৬ | আন্তর্জাতিক বিষয়াবলী | ২০ |
৭ | ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা | ১০ |
৮ | বিজ্ঞান | ১৫ |
৯ | কম্পিউটার ও তথ্য প্রযুক্তি | ১৫ |
১০ | নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন | ১০ |
২০০ |
কোথা থেকে কী পড়বেন, কতটুকু পড়বেন: বাংলা
কোথা থেকে পড়বেন
***বিগত বছরগুলোর বিসিএস বাংলা বিষয়ক প্রশ্ন ও সমাধান(বাছাইকৃত)
১। মাধ্যমিক বাংলা ব্যাকরণ(৯ম-১০ম শ্রেণী)
২। বাগধারা- সমর পাল
৩। বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- সৌমিত্র শেখর
৪। লাল নীল দীপাবলি- হুমায়ূন আজাদ (যা পড়বেন)
৫। যে কোন গাইড বই
ক্যাটাগরি | যা পড়বেন | ||
প্রিলি(বিসিএস ও ব্যাংক) | রিটেন | ||
১. ভাষা | যা সম্পর্কে জানতে হবে | হ্যান্ডনোট অাপলোড করা হবে।
| |
ভাষা ও শব্দের শ্রেণিবিভাগ *** | বাক্যশুদ্ধি, প্রয়োগ-অপপ্রয়োগ*** | ||
পদ | বানান | ||
ধ্বনি ও বর্ণ*** | বিপরীত শব্দ | ||
প্রত্যয় | সন্ধি বিচ্ছেদ*** | ||
বাক্য | সমার্থক শব্দ | ||
এক কথায় প্রকাশ*** | পারিভাষিক শব্দ*** | ||
২. সাহিত্য | ১. প্রাচীন যুগ(চর্যাপদ) | হ্যান্ডনোট অাপলোড করা হবে | |
২. মধ্যযুগ | |||
যা সম্পর্কে জানতে হবে | |||
শ্রীকৃষ্ণকীর্তন কাব্য | মুসলিম সাহিত্য | ||
মঙ্গলকাব্য | অনুবাদ সাহিত্য | ||
বৈষ্ণব পদাবলী | গীতিকা | ||
৩. আধুনিক যুগ: জন্ম-মৃত্যু তারিখ/সাল, স্থান, উল্লেখযোগ্য রচনা, ছদ্মনাম/উপাধি, রচনাবলী, প্রাপ্ত পুরষ্কার, সম্পাদিত পত্র-পত্রিকার নাম, পত্রিকার ধরন, উল্লেখ্যযোগ্য গ্রন্থ, পুরষ্কারপ্রাপ্ত গ্রন্থ ইত্যাদি) | |||
যাদের সম্পর্কে বেশি জানতে হবে | |||
১. আখতারুজ্জামান ইলিয়াস*** | ২৪. ফররুখ আহমদ | ||
২. আবু ইসহাক | ২৫. বঙ্কিমচন্দ্র চট্রপাধ্যায় | ||
৩. আবু জাফর ওবায়দুল্লাহ | ২৬. বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন | ||
৪. আবুল মনসুর আহমদ | ২৭. মাইকেল মধূসুদন দত্ত | ||
৫. আব্দুল্লাহ আল মামুন | ২৮. মানিক বন্দোপাধ্যায় | ||
৬. আল ফজল | ২৯. মীর মশাররফ হোসেন | ||
৭. আল মাহমুদ | ৩০. মুনীর চৌধুরী | ||
৮. আলাউদ্দিন আল আজাদ | ৩১. রবীন্দ্রনাথ ঠাকুর | ||
৯. আহসান হাবীব | ৩২. শওকত ওসমান | ||
১০. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর | ৩৩. শরৎচন্দ্র চট্রোপাধ্যায় | ||
১১. কাজী নজরুল ইসলাম | ৩৪. শামসুর রহমান | ||
১২. কাজী মোতাহার হোসেন | ৩৫. সিকান্দার আবু জাফর | ||
১৩. কায়কোবাদ | ৩৬. সুকান্ত ভট্রাচার্য | ||
১৪. গোলাম মোস্তফা | ৩৭. সুফিয়া কামাল | ||
১৫. জসীম উদ্দিন | ৩৮. সেলিনা হোসেন | ||
১৬. জাহানারা ইমাম | ৩৯. সেলিম আল দিন | ||
১৭. জীবনানন্দ দাশ | ৪০. সৈয়দ ওয়ালিউল্লাহ | ||
১৮. তারাশঙ্কর বন্দোপাধ্যায় | ৪১. সৈয়দ মুজতবা আলি | ||
১৯. দীনবন্ধু মিত্র | ৪২. হাসান আজিজুল হক | ||
২০. দ্বিজেন্দ্রলাল রায় | ৪৩. হাসান হাফিজুর রহমান | ||
২১. নির্মলেন্দু গুণ | ৪৪. হুমায়ুন আজাদ | ||
২২. প্যারীচাঁদ মিত্র | ৪৫. হুমায়ুন আহমদ | ||
২৩. প্রমথ চৌধুরী | ৪৬. হুমায়ুন কবির | ||
কোথা থেকে কী পড়বেন, কতটুকু পড়বেন: English
কোথা থেকে পড়বেন
১। English For Competitive Exam
২। COMMON MISTAKE by T.J Fitikidges
৩। A Passage to English Language & Grammar
৪। যে কোন গাইড বই
যা পড়বেন | রিটেন | |
প্রিলি(বিসিএস ও ব্যাংক) | ||
যা সম্পর্কে জানতে হবে | হ্যান্ডনোট অাপলোড করা হবে | |
Synonyms | Antonyms | |
One Word Substitution | Spellings | |
Parts of speech | Corrections | |
idioms and phrases | Right forms of Verbs | |
যে সময়কাল সম্পর্কে জানতে হবে(Only BCS) | ||
Elizabethan | ||
Romantic | ||
Victorian | ||
যাদের সম্পর্কে বেশি জানতে হবে(Only BCS) | ||
Alexander Pope | P B Shelley | |
Christopher Marlowe | Rudyard Kipling | |
Edmund Spenser | S.T. Coleridge | |
G. B. Shaw | Sir Walter Scott | |
Jane Austen | Tennyson | |
John Keats | W. B. Yeats | |
John Milton | William Shakespeare | |
Jonathon Swift | William Wordsworth |
কোথা থেকে কী পড়বেন, কতটুকু পড়বেন: গাণিতিক যুক্তি
গাণিতিক যুক্তি | যা পড়বেন | যেখান থেকে পড়বেন | |
১. পাটিগণিত | বাস্তব সংখ্যা | ||
লসাগু ও গসাগু | |||
শতকরা | |||
সুদকষা | |||
লাভ-ক্ষতি | |||
অনুপাত-সমানুপাত | |||
২. বীজগণিত | বীজগাণিতিক সূত্রাবলী | ||
বহুপদী উৎপাদক | |||
সরল ও দ্বিপদী সমীকরণ | |||
সরল ও দ্বিপদী অসমতা | |||
সরল সহসমীকরণ | |||
সূচক ও লগারিদম | |||
সমান্তর ধারা | |||
গুণোত্তর ধারা | |||
সেট | |||
বিন্যাস ও সমাবেশ | |||
পরিসংখ্যান ও সম্ভাব্যতা | |||
৩. জ্যামিতি | রেখা | ||
কোণ | |||
ত্রিভূজ | |||
চতুর্ভূজ | |||
পিথাগোরাসের উপপাদ্য | |||
বৃত্ত | |||
পরিমিতি |
tnx
tnx
tnx
প্রাচীন যুগ (চর্যাপদ) লিংক ওপেন হচ্ছে না দাদা।
লিংকটি ঠিক করে দেয়া হয়েছে
অনেক ধন্যবাদ দাদা <3
Play store e apnader app khuje passi na. App er link ta dile valo hoy.
ওয়েবসাইটে একদম উপরে ডাউনলোড অ্যাপস লেখা আছে। ওখান থেকে ডাউনলোড করে ইন্সটল করতে হবে।
thanks….
দাদা,বিসিএস এর অন্য সাব্জেক্ট গুলোর সাজেশন আপলোড করলে উপকৃত হব।
আপনার সাজেশনের অপেক্ষাতে আছি।
your app is not available in play store..plz gv the link…
Thanks dada
ভাই ব্যাংকের প্রিলি এর সিলেবাস( সহ কোন কোন বই পড়তে হবে) দিলে খুব বেশি উপকার হতো।
Please, provide me as soon as possible some important MCQ & Written suggestion for Sadharan Bima Corporation exam.
দা এরকম একটা কম্বাইন্ড সাজেশন দেন যাতে কাজ হয়ে যায়