Combined 8 Bank Senior Officer Exam by AUST : ০৩ মে, ২০১৯ তারিখে শেষ হয়ে গেছে বিসিএস প্রিলি ৪১। চারিদিকে এখন কাট মার্কস, ভুল ধরাধরি আর আশা-নিরাশার দোলাচল। Combined 8 Bank Senior Officer Exam এর ডেট ক্যালেন্ডারের গায়ে জ্বলজ্বল করে জ্বলছে। জানান দিচ্ছে যে, ১০ মে, ২০১৯ তারিখে ভাগ্য বদলাবার একটা সুযোগ দিচ্ছি।