Do’s and Don’ts : Translation for Bank and BCS সম্পর্কে মুখ খোলার আগেই বলে রাখছি- সে বাপু আপনার বিসিএস হোক আর ব্যাংকই হোক, একটা হ্যান্ডসাম মার্কস বরাদ্দ থাকে অনুবাদে।এই লেখায় Do’s and Don’ts : Translation for Bank and BCS মানে অনুবাদ সম্পর্কে কিছুটা ধারণা দেয়া যায় কি-না দেখি।