Creative Writing or Focus Writing Techniques
ব্যাংকের রিটেন পরীক্ষার ক্ষেত্রে focus Writing or Creative Writing এক দ্বিধার নাম। কীভাবে লিখব ও কতটুকু লিখব- এই গ্যাড়াকলে পড়ে অনেককেই হাপিত্যেশ করতে দেখেছি। সবগুলো ম্যাথ কারেক্ট করেছে কিন্তু ভাইভার ডাক পায়নি এরকম যেমন আছে, সেরকম আছে মাত্র ১/২টা ম্যাথ কারেক্ট করে ভাইভার ডাক পেয়েছে।
এই ডাক পাওয়ার মানে হচ্ছে ম্যাথ বাদে বাকি অংশে সে ‘খেল’ দেখিয়ে দিয়েছে। এই বিষয়ক ইনবক্সে যে মেসেজগুলো পাই তার একটা হচ্ছে-
ভাইয়া, focus writing এর জন্য বাজারে কোন বই আছে কি?
উত্তর হচ্ছে- না ভাই, নাই। তাহলে? তাহলে যা করা যায় তা হচ্ছে, আপনার এতকাল ধরে চলতে থাকা তথ্য-উপাত্ত, জ্ঞান-গরিমা, analytical ability, প্রেজেন্টেশন সবকিছুকে কাজে লাগিয়ে একটা ‘মোয়া’ বানিয়ে নাক উঁচু স্যারের সামনে ‘ধপ’ করে ফেলে দিতে হবে। স্যার পড়বে আর মার্কস দিবে; মার্কস দিবে আর পড়বে।
এই ‘মোয়া’ বানানোর জন্য আপনাকে সৈয়দ মুজতবা আলী বা হুমায়ুন আহমেদ হতে হবে না, হতে হবে না তথ্য-উপাত্তের সাবমেরিন। শুধু মগজে থাকা তথ্য-উপাত্তের ডিঙি নৌকাটাকে অ্যানালিটিক্যালি বাইতে পারলেই চলবে।
প্রথমেই আসি- focus Writing or Creative Writing কী এবং প্রশ্ন প্যাটার্নে।
তাহলে কীভাবে শুরু করব
Introduction: আপনি গল্পের ছলে শুরু করতে পারেন, পারেন কোন উক্তি দিয়ে অথবা সম্পূর্ণ বিপরীত কোন স্টেটমেন্ট দিয়ে। যেমন ধরুন- ‘ঢাকা শহরে ট্রাফিক জ্যামের উপকারিতা অনেক- এ বিষয়ে আপনার অভিমত কী?’এই প্রশ্নে আপনার অভিমত হচ্ছে, উপকারিতা। তাহলে আপনি শুরু করতে পারেন এভাবে-
Body: এই অংশে আপনার অভিমতকে/ভাল-মন্দকে প্রতিষ্ঠিত করার জন্য Supporting Details, Examples, Chart, Tables ব্যবহার করুন। কমপক্ষে একটি টেবিল দিন। বেশি না লিখে টেবিলের ডাটাকে Analysis করে দিন। যদি টপিকের সাথে সামঞ্জস্যপূর্ণ কোন টেবিল তৈরি করা না যায়, তাহলে একটা জেনারেল টেবিল তৈরি করে দিন।
এই টেবিলে ডাটা হিসেবে আপনার রাইটিংয়ের Key Pointগুলো উল্লেখ করে দিন। পয়েন্ট আকারে না লিখে প্যারা আকারে লিখুন। সেই প্যারার চুম্বক অংশটুকুই দুই-একটা শব্দে Key Point। টেবিলটাকে বসিয়ে দিন খাতার ডানপাশে একটা বক্সে। বাম পাশ দিয়ে ঝড়ের বেগে আপনার কালো কালির কলমের লাঙ্গল চালিয়ে যান। মনে করুন, আপনার মগজে বিশটা পয়েন্ট পায়চারি করছে। আপনি বিশটা আলোচনা করার সুযোগ পাবেন না। ৫/৭টি আলোচনা করে বাকিগুলোকে টেবিলে পিন-আপ করে দিন। প্যারাগুলোতে আর আলাদা করে শিরোনাম দেয়ার প্রয়োজন নাই। কেননা, সেটা আগেই টেবিলে চলে গেছে। এটা একটা সিচুয়েশনাল টেকনিক। আপনি যে ‘চালু মাল’ এবং আপনার মেধাকে ‘সেল’ করার যথেষ্ট মেধা আপনার আছে- সেটা বোঝানোর জন্য।
Conclusion: আপনি Body অংশে একেবারে ফাটিয়ে দিয়েছেন। To the Point এ বিশ্লেষণ করেছেন কিন্তু Conclusion দেননি। অর্থাৎ সিদ্ধান্তটাকে মার্ক করেননি। আপনি আসলে অর্ধেক লিখেছেন। বোতলে আপনি তরল পদার্থ ভরেছেন বর্ষায় নদীর ভরা যৌবনের মত কিন্তু মুখটা না আটকিয়ে উপুড় করে ধরেছেন। মার্কস পড়ে যাবে ভাই। আপনাকে অবশ্যই Conclusion দিয়ে টাইট ফিটিং করে দিতে হবে। আসলে কর্তৃপক্ষ চায় ভবিষ্যতের ব্যাংকাররা কতটা অ্যানালিটিক্যাল, কতটা Decisive এবং কতটা লজিক্যাল ডিসিশান নিতে পারে। যদি Conclusion এ নতুন কিছু লিখতে না পারেন তাহলে Introduction এর Themeটাকে ঝেড়ে দিয়ে আসুন।
দাদা এখানে কি পয়েন্ট দিয়ে লিখবো?
Dada, you should have given a sample that depicts this writing. Another thing that really bother me is what do you actually mean by general table with key points. Could you provide us with a vivid pdf sample with the theory applied.
Thanks. Could you please write a sample for this type of writing?
Yes
খাদ্যে ভেজালের কারণ ও প্রতিকার নিয়ে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে পত্র লিখুন। sir please let me know the answer