অকাল কুষ্মাণ্ডের অর্থ অকালে বা অসময়ে উৎপন্ন কুমড়ার মত অকেজো, ক্ষতিকর মানুষ। মহাভারতের কাহিনী অনুসারে, শতপুত্রের মা হবার বরপ্রাপ্ত গান্ধারীর বিয়ে হয় পান্ডুপুত্র ধৃতরাষ্ট্রের সাথে। ব্যাসদেবের নৈপূন্যতায় এক মাংসপিণ্ড থেকে জন্ম হল ১০০টি পুত্র ও দুঃশলা নামে এক কন্যার। অকালজাত এই একশ পুত্রকে অকাল কুষ্মাণ্ড বলা হয়।