ধ্বনি ও বর্ণ: গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী ও আলোচনা
ধ্বনি ও বর্ণ বাংলা ব্যাকরণ এর একটি অতি গুরুত্বপূর্ণ অধ্যায়। ধ্বনি ও বর্ণ থেকে বিভিন্ন competitive পরীক্ষায় প্রশ্ন থাকেই। তাই এই পোস্টে ধ্বনি ও বর্ণ বিষয়ে ৯ম-১০ম শ্রেণির বাংলা ব্যাকরণ ও সৌমিত্র শেখর থেকে একটা খিচুড়ি তৈরি করে দেয়া হল। ধ্বনি ও বর্ণ এই আলোচনাটা ধ্বনি থেকে শুরু করা হল।