প্রকৃতি ও প্রত্যয় সঠিকভাবে নির্ণয় করার জন্য ব্যাংক ও বিসিএস এর প্রিলিতে কিছু মার্কস বরাদ্দ থাকে। কিন্তু সত্য হল এই যে, প্রকৃতি ও প্রত্যয় এর নিয়ম-কানুন গলাধকরণ করে খুব বেশিদূর এগোনো যায় না। প্রকৃতি ও প্রত্যয় থেকে মার্কস তোলার সহজ উপায় হচ্ছে নগেনের মত ভ্যাজর ভ্যাজর করে মুখস্ত করা। তা না হলে পরীক্ষাতে যে প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় করতে দেবে তা দেখে চন্দ্রবদনখানি ‘ফুলদানিতে জল দিয়া ভিজাইয়া রাখা বাসিফুলের মত’ (বিলাসী, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়) হয়ে যাবে। একটু কষ্ট করে, বেশি না, ২২২ টার মত hIGHLY cLASSIFIED কিছু প্রকৃতি ও প্রত্যয় মুখস্ত করে রাখলে বা কয়েকবার মন লাগিয়ে পড়ে গেলে লাভ বই লস নাই।