বাংলা প্রবাদ ও প্রবচন বাংলা বাগভঙ্গির এক অপরিহার্য উপাদান । দৈনন্দিন জীবনে কথোপকথনে, হালকা সরস ধরনের রম্য রচনায় বাংলা প্রবাদ ও প্রবচন এর ব্যবহার একেবারে ডাল-ভাত হয়ে গেছে। বেশির ভাগ বাংলা প্রবাদ ও প্রবচন এর জন্ম বাঙালির মুখে মুখে। বাংলায় বহুল প্রচলিত প্রবাদের কিছু উদাহরণ: ‘অতি লোভে তাঁতি নষ্ট’, ‘আপনি বাঁচলে বাপের নাম’, ‘উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে, এক টিলে দুই পাখি মারা’ ইত্যাদি। অন্যদিকে, বিশিষ্ট বাঙালি কবি-লেখকদের রচিত অনেক বাক্য বাংলা ভাষায় প্রবচনের রূপ নিয়েছে। যেমন-
বাংলা প্রবাদ ও প্রবচন Example
১. ‘চোরা না শুনে ধর্মের কাহিনি৷’ (কাশীরাম দাস)
২. ‘জামাতা ভাগিনা যম আপনার নয়।‘( মুকুন্দরাম চক্রবর্তী)
৩. ‘কড়িতে বাঘের দুধ মিলে। (ভারতচন্দ্র রায়গুণাকর)
পোস্টটি রেগুলার আপডেট করা হবে।
বোল্ড করা প্রবাদ ও প্রবচন এর উৎস ও সারমর্ম পাওয়া যাবে।
বিসিএস বাংলা দ্বিতীয় পত্র রিটেনে বাংলা প্রবাদ ও প্রবচন এর উৎস এবং ক্ষেত্রবিশেষে উহার ব্যাখ্যা দিতে বলা হয়। নিন্মে ৬৬টি গুরুত্বপূর্ণ বাংলা প্রবাদ ও প্রবচন এর উৎস মানে পেছনের গল্পকে একটু ছেটে এবং exam এ লেখার জন্য sum and substance তৈরি করে দেয়া হল। বাংলা প্রবাদ ও প্রবচন গুলো নেয়া হয়েছে সমর পাল এর বই থেকে। প্রতিটি বাংলা প্রবাদ ও প্রবচন এর নামের উপর ক্লিক করলেই পেয়ে যাবেন তার উৎস ও সারমর্ম।
পূর্বে ব্যাংক ও বিসিএস এ আসা গুরুত্বপূর্ণ বাগধারা শেয়ার করা হয়েছে।
বাংলা প্রবাদ ও প্রবচন
ক্রম | বাংলা প্রবাদ ও প্রবচন | ক্রম | বাংলা প্রবাদ ও প্রবচন |
১ | অকাল কুষ্মাণ্ড | ৩৪ | পাততাড়ি গুটানো |
২ | অগস্ত্যযাত্রা | ৩৫ | পোয়া বারো |
৩ | অতি দর্পে হত লঙ্কা | ৩৬ | ফপর দালালি |
৪ | অতি লোভে তাঁতি নষ্ট | ৩৭ | ফেউ লাগা |
৫ | অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট | ৩৮ | বিদুরের খুদ |
৬ | অন্ধের হাতি দেখা | ৩৯ | ভস্মে ঘি ঢালা |
৭ | অল্পবিদ্যা ভয়ঙ্করী | ৪০ | ভাগের মা গঙ্গা পায় না |
৮ | আষাঢ়ে গল্প | ৪১ | ভানুমতির খেল |
৯ | কংসমামা | ৪২ | ভিজা বিড়াল |
১০ | কড়ায় গণ্ডায় | ৪৩ | ভীষ্মের প্রতিজ্ঞা |
১১ | কালনেমির লঙ্কাভাগ | ৪৪ | ভুশুণ্ডি কাক |
১২ | খয়ের খাঁ | ৪৫ | মগের মুলুক |
১৩ | গদাই লশকরি চাল | ৪৬ | মাছি মারা কেরানি |
১৪ | গোকুলের ষাড় | ৪৭ | মাছের মায়ের পুত্রশোক |
১৫ | গোঁফ খেজুরে | ৪৮ | মান্ধাতার আমল |
১৬ | ঘুঁটে পোড়ে, গোবর হাসে | ৪৯ | মারের ওপর ওষুধ নাই |
১৭ | চিত্রগুপ্তের খাতা | ৫০ | যক্ষের ধন বা কুবেরের ধন |
১৮ | চেনা বামুনের পৈতা লাগে না | ৫১ | যত দোষ নন্দ ঘোষ |
১৯ | চোরে চোরে মাসতুতো ভাই | ৫২ | রাবণের চিতা |
২০ | ছকড়া নকড়া | ৫৩ | লঙ্কাকাণ্ড |
২১ | জগা খিচুড়ি | ৫৪ | লাগে টাকা দেবে গৌরীসেন |
২২ | ঠুটো জগন্নাথ | ৫৫ | লেফাফাদুরস্ত |
২৩ | ঢাকের বায়া | ৫৬ | শনির দশা |
২৪ | ঢাল নাই তলোয়ার নাই নিধিরাম সর্দার | ৫৭ | শাঁখের করাত |
২৫ | দক্ষযজ্ঞ ব্যাপার | ৫৮ | শাপে বর |
২৬ | দশচক্রে ভগবান ভূত | ৫৯ | শিখণ্ডী খাড়া করা |
২৭ | ধনুর্ভঙ্গ পণ | ৬০ | শিবরাত্রির সলতে |
২৮ | ধর্মপুত্র যুধিষ্ঠির | ৬১ | শুভঙ্করের ফাঁকি |
২৯ | ধর্মের ষাঁড় | ৬২ | শ্যাম রাখি কি কুল রাখি |
৩০ | ধান ভানতে শিবের গীত | ৬৩ | সরফরাজি চাল |
৩১ | ধুন্ধুমার কাণ্ড | ৬৪ | সস্তার তিন অবস্থা |
৩২ | পরশুরামের কুঠার | ৬৫ | সাক্ষীগোপাল |
৩৩ | পরের ধনে পোদ্দারি | ৬৬ | হরি ঘোষের গোয়াল |
বিসিএস বাংলা প্রবাদ ও প্রবচন, বাংলা প্রবাদ ও প্রবচন ডাউনলোড, বাংলা প্রবাদ ও প্রবচন পিডিএফ, বাংলা প্রবাদ ও প্রবচন লিস্ট
1 Comment
Add a Comment