বাংলা বাগভঙ্গির এক অপরিহার্য উপাদান হচ্ছে বাংলা প্রবাদ ও প্রবচন। দৈনন্দিন জীবনে কথোপকথনে, হালকা সরস ধরনের রম্য রচনায় বাংলা প্রবাদ ও প্রবচন এর ব্যবহার ডাল-ভাত হয়ে গেছে। বেশির ভাগ বাংলা প্রবাদ ও প্রবচন এর জন্ম বাঙালির মুখে মুখে। বাংলায় বহুল প্রচলিত প্রবাদের কিছু উদাহরণ: ‘অতি লোভে তাঁতি নষ্ট’, ‘আপনি বাঁচলে বাপের নাম’।