বাগধারা
বাগধারা বাংলা ব্যাকরণের বাক্যতত্ত্ব বা পদক্রমের একটা আলোচ্য বিষয়। বাগধারা কে ইংরেজি Idioms এর সাথে তুলনা করা যায়। বাগধারা কে আমরা সহজে বোঝার জন্য সুন্দরী ট্যারা রমনীর সাথে তুলনা করতে পারি।
আপনি ভাবছেন যে রমনীটি আপনার দিকে তাকিয়ে আছে, আসলে তাকিয়ে আছে আপনার বন্ধুর দিকে। একইভাবে একটি বা কয়েকটি শব্দ বাক্যে একসঙ্গে ব্যবহৃত হয়ে নিজেদের সাধারণ অর্থ প্রকাশ না করে বিশেষ একটি অর্থ প্রকাশ করে। যেমন ধরুন,
এই বাজারে একটা চাকরি পাওয়া ছেলের হাতের মোয়া নয়, বরং, অমাবস্যার চাঁদ।
এখানে ‘ছেলের হাতের মোয়া’ ও ‘অমাবস্যার চাঁদ’ তাদের নিজস্ব অর্থ হারিয়ে যথাক্রমে ‘সহজলভ্য’ ও ‘দুর্লভ বস্তু’ বোঝাচ্ছে। তাই এগুলো বাগধারা। ছোট্ট করে বলতে গেলে, আক্ষরিক অর্থ ছাপিয়ে যখন কোনো শব্দ বা শব্দগুচ্ছ বিশেষ অর্থ প্রকাশ করে, তখন তাকে বাগধারা বা বিশিষ্টার্থক শব্দ বলে।
বাগধারা এর প্রয়োজনীয়তা
মনে হতে পারে, বাগধারার প্রয়োজনীয়তা শুধু পরীক্ষার খাতায়। আসলে তা নয়। বাগধারা আমাদের প্রিয় বাংলা ভাষার এক অমূল্য সম্পদ। একটা সাধারণ শব্দ একটা বাক্যে যে অর্থ প্রকাশ করে সেস্থলে যদি একই অর্থবোধক একটা বাগধারা এর সফল ব্যবহার করা যায় তাহলে বাক্যটার মান ও ওজন তো বাড়েই; সেইসাথে বক্তার বা লেখকের সৃজনশীলতা এবং মেধা ও মননের পরিচয় ফুটে ওঠে।
আপনি যদি কোন রচনা, Focus Writing বা Creative Writing এ ভাল করতে চান বা ভাল মার্কস পেতে চান তাহলে আপনার লেখায় অবশ্যই উপযুক্ত বাগধারা এর সফল প্রয়োগ ঘটাতে হবে।
যেহেতু ব্যাংক ও বিসিএসসহ বিভিন্ন নিয়োগ পরীক্ষায় বাগধারা থেকে প্রশ্ন আসে। এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে, এগুলো রিপিট হয়। এই পোস্টে বিভিন্ন পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ ৩৬০টি বাগধারা ১২০টি করে ৩ভাগে বর্ণক্রমানুসারে অর্থসহ দেওয়া হল।
বাগধারা প্রথম অংশ
ক্রম | বাগধারা | অর্থ |
১ | অকাল কুষ্মাণ্ড | অপদার্থ,অকেজো |
২ | অকূল পাথার | ভীষণ বিপদ |
৩ | অক্কা পাওয়া | মারা যাওয়া |
৪ | অগস্ত্য যাত্রা | চির দিনের জন্য প্রস্থান |
৫ | অগাধ জলের মাছ | খুব চালাক, সুচতুর ব্যক্তি |
৬ | অগ্নিপরীক্ষা | কঠিন পরীক্ষা |
৭ | অগ্নিশর্মা | নিরতিশয় ক্রুদ্ধ, ক্ষিপ্ত |
৮ | অতি চালাকের গলায় দড়ি | বেশি চাতুর্যর পরিণাম |
৯ | অতি লোভে তাঁতি নষ্ট | লোভে ক্ষতি |
১০ | অথৈ জলে পড়া | খুব বিপদে পড়া |
১১ | অদৃষ্টের পরিহাস | ভাগ্যের নিষ্ঠুরতা |
১২ | অনধিকার চর্চা | সীমার বাইরে পদক্ষেপ |
১৩ | অনুরোধে ঢেঁকি গেলা | অনুরোধে দুরূহ কাজ সম্পন্ন করতে সম্মতি দেয়া |
১৪ | অন্ধকার দেখা | দিশেহারা হয়ে পড়া |
১৫ | অন্ধকারে ঢিল মারা | আন্দাজে কাজ করা |
১৬ | অন্ধের নড়ি | একমাত্র অবলম্বন |
১৭ | অন্ধের যষ্ঠি | একমাত্র অবলম্বন |
১৮ | অমাবস্যার চাঁদ | দুর্লভ বস্তু |
১৯ | অমৃতে অরুচি | দামি জিনিসের প্রতি বিতৃষ্ণা |
২০ | অরণ্যে রোদন | নিষ্ফল আবেদন |
২১ | অর্ধচন্দ্র | গলা ধাক্কা |
২২ | অর্ধচন্দ্র দেওয়া | গলা ধাক্কা দিয়ে দেয়া |
২৩ | অল্পবিদ্যা ভয়ংকরী | সামান্য বিদ্যার অহংকার |
২৪ | অষ্টরম্ভা | ফাঁকি |
২৫ | অহিনকুল সম্বন্ধ | ভীষণ শত্রুতা |
২৬ | আকাশ কুসুম | অসম্ভব কল্পনা |
২৭ | আকাশ থেকে পড়া | অপ্রত্যাশিত |
২৮ | আকাশ পাতাল | প্রভেদ প্রচুর ব্যবধান |
২৯ | আকাশ ভেঙে পড়া | ভীষণ বিপদে পড়া |
৩০ | আকাশে তোলা | অতিরিক্ত প্রশংসা করা |
৩১ | আকাশের চাঁদ | আকাঙ্ক্ষিত বস্তু |
৩২ | আকাশের চাঁদ হাতে পাওয়া | দুর্লভ বস্তু প্রাপ্তি |
৩৩ | আক্কেল গুড়ুম | হতবুদ্ধি, স্তম্ভিত |
৩৪ | আক্কেল সেলামি | নির্বুদ্ধিতার দণ্ড |
৩৫ | আগুন নিয়ে খেলা | ভয়ঙ্কর বিপদ |
৩৬ | আগুনে ঘি ঢালা | রাগ বাড়ানো |
৩৭ | আঙুল ফুলে কলাগাছ | অপ্রত্যাশিত ধনলাভ, হঠাৎ বড়লোক হওয়া |
৩৮ | আটকপালে | হতভাগ্য |
৩৯ | আঠার আনা | সমূহ সম্ভাবনা |
৪০ | আঠার মাসের বছর | দীর্ঘসূত্রিতা |
৪১ | আদা জল খেয়ে লাগা | প্রাণপণ চেষ্টাকরা |
৪২ | আদায় কাঁচকলায় | তিক্ত সম্পর্ক, শত্রুতা |
৪৩ | আমড়া কাঠের ঢেঁকি | অপদার্থ |
৪৪ | আমতা আমতা করা | ইতস্তত করা, দ্বিধা করা |
৪৫ | আলালের ঘরের দুলাল | অতি আদরে নষ্ট পুত্র |
৪৬ | আষাঢ়ে গল্প | আজগুবি কেচ্ছা |
৪৭ | আহ্লাদে আটখানা | খুব খুশি |
৪৮ | ইঁচড়ে পাকা | অকালপক্ব |
৪৯ | ইঁদুর কপালে | নিতান্ত মন্দভাগ্য |
৫০ | ইতর বিশেষ | পার্থক্য |
৫১ | ইলশে গুঁড়ি | গুড়ি গুড়ি বৃষ্টি |
৫২ | উজানে কৈ | সহজলভ্য |
৫৩ | উড়নচন্ডী | অমিতব্যয়ী |
৫৪ | উড়ে এসে জুড়ে বসা | অনধিকারীর অধিকার |
৫৫ | উড়ো চিঠি | বেনামি পত্র |
৫৬ | উত্তম মধ্যম | প্রহার |
৫৭ | উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে | একের দোষ অন্যের ঘাড়ে চাপানো |
৫৮ | উভয় সংকট | দুই দিকেই বিপদ |
৫৯ | উলু বনে মুক্ত ছড়ানো | অপাত্রে/অস্থানে মূল্যবান দ্রব্য প্রদান |
৬০ | ঊনপঞ্চাশ বায়ু | পাগলামি |
৬১ | ঊনপাঁজুড়ে | অপদার্থ |
৬২ | এক ক্ষুরে মাথা মুড়ানো | একই স্বভাবের, একই দলভুক্ত |
৬৩ | এক চোখা | পক্ষপাতিত্ব,পক্ষপাতদুষ্ট |
৬৪ | এক বনে দুই বাঘ | প্রবল প্রতিদ্বন্দ্বী |
৬৫ | এক মাঘে শীত যায় না | বিপদ একবারই আসে না, বার বার আসে |
৬৬ | একাদশে বৃহস্পতি | সৌভাগ্যের বিষয় |
৬৭ | এলাহি কাণ্ড | বিরাট আয়োজন |
৬৮ | এলোপাতাড়ি | বিশৃঙ্খলা |
৬৯ | এসপার ওসপার | মীমাংসা |
৭০ | ওজন বুঝে চলা | অবস্থা বুঝে চলা |
৭১ | ওষুধে ধরা | প্রার্থিত ফল পাওয়া |
৭২ | কই মাছের প্রাণ | যা সহজে মরে না |
৭৩ | কচু পোড়া | অখাদ্য |
৭৪ | কচুকাটা করা | নির্মমভাবে ধ্বংস করা |
৭৫ | কচ্ছপের কামড় | যা সহজে ছাড়ে না |
৭৬ | কড়ায় গণ্ডায় | পুরোপুরি |
৭৭ | কত ধানে কত চাল | হিসেব করে চলা |
৭৮ | কথায় চিঁড়ে ভেজা | ফাঁকা বুলিতে কার্যসাধন |
৭৯ | কথার কথা | গুরুত্বহীন কথা |
৮০ | কপাল ফেরা | সৌভাগ্য লাভ |
৮১ | কলম পেষা | কেরানিগিরি |
৮২ | কলুর বলদ | এক টানা খাটুনি |
৮৩ | কাঁচা পয়সা | নগদ উপার্জন |
৮৪ | কাঁঠালের আমসত্ত্ব | অসম্ভব বস্তু |
৮৫ | কাক ভূষণ্ডী | দীর্ঘজীবী |
৮৬ | কাকতাল | আকস্মিক/দৈব যোগাযোগজাত ঘটনা |
৮৭ | কাছা আলগা | অসাবধান |
৮৮ | কাছা ঢিলা | অসাবধান |
৮৯ | কাঠের পুতুল | নির্জীব, অসার |
৯০ | কান খাড়া করা | মনোযোগী হওয়া |
৯১ | কান পাতলা | সহজেই বিশ্বাসপ্রবণ |
৯২ | কান ভাঙানো | কুপরামর্শ দান |
৯৩ | কান ভারি করা | কুপরামর্শ দান |
৯৪ | কানকাটা | নির্লজ্জ |
৯৫ | কাপুড়ে বাবু | বাহ্যিক সাজ |
৯৬ | কুঁড়ের বাদশা | খুব অলস |
৯৭ | কুল কাঠের আগুন | তীব্র জ্বালা |
৯৮ | কূপমণ্ডুক | সীমাবদ্ধ জ্ঞান সম্পন্ন, ঘরকুনো |
৯৯ | কেঁচে গণ্ডুষ | পুনরায় আরম্ভ |
১০০ | কেঁচো খুড়তে সাপ | সামান্য থেকে অসামান্য পরিস্থিতি |
১০১ | কেউ কেটা | গণ্যমান্য |
১০২ | কেতা দুরস্ত | পরিপাটি |
১০৩ | কৈ মাছের প্রাণ | যা সহজে মরে না |
১০৪ | খণ্ড প্রলয় | ভীষণ ব্যাপার |
১০৫ | খয়ের খাঁ | চাটুকার |
১০৬ | খাল কেটে কুমির আনা | বিপদ ডেকে আনা |
১০৭ | গড্ডলিকা প্রবাহ | অন্ধ অনুকরণ |
১০৮ | গণেশ উল্টানো | উঠে যাওয়া,ফেল মারা |
১০৯ | গদাই লস্করি চাল | অতি ধীর গতি,আলসেমি |
১১০ | গরজ বড় বালাই | প্রয়োজনে গুরুত্ব |
১১১ | গরমা গরম | টাটকা |
১১২ | গরিবের ঘোড়া রোগ | অবস্থার অতিরিক্ত অন্যায় ইচ্ছা |
১১৩ | গলগ্রহ | পরের বোঝা স্বরূপ থাকা |
১১৪ | গা ঢাকা দেওয়া | আত্মগোপন |
১১৫ | গাছে কাঁঠাল গোঁফে তেল | প্রাপ্তির আগেই আয়োজন |
১১৬ | গাছে তুলে মই কাড়া | সাহায্যের আশা দিয়ে সাহায্য না করা |
১১৭ | গায়ে কাঁটা দেওয়া | রোমাঞ্চিত হওয়া |
১১৮ | গায়ে ফুঁ দিয়ে বেড়ানো | কোনো দায়িত্ব গ্রহণ না করা |
১১৯ | গুড়ে বালি | আশায় নৈরাশ্য |
১২০ | গুর খোঁজা | তন্ন তন্ন করে খোঁজা |
ব্যাংক ও বিসিএস এ আসা গুরুত্বপূর্ণ শব্দ ভাণ্ডার দ্বিতীয় অংশ
আমাকে কি PDF file দেওয়া যায়? imrox033@gmail