বাগধারা বাংলা ব্যাকরণের বাক্যতত্ত্ব বা পদক্রমের একটা আলোচ্য বিষয়। বাগধারা কে ইংরেজি Idioms এর সাথে তুলনা করা যায়। যেহেতু ব্যাংক ও বিসিএসসহ বিভিন্ন নিয়োগ পরীক্ষায় বাগধারা থেকে প্রশ্ন আসে। এই পোস্টে বিভিন্ন পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ ৩৬০টি বাগধারা ১২০টি করে ৩ভাগে বর্ণক্রমানুসারে অর্থসহ দেওয়া হল।