সন্ধি বিচ্ছেদ: গুরুত্বপূর্ণ ২১০টি – সন্ধি বিচ্ছেদ বিভিন্ন চাকরির পরীক্ষায় এক কমন আইটেম। মাঝে মাঝে এই সন্ধি বিচ্ছেদ স্বপ্ন ও বাস্তবতার মাঝে সন্ধির পরিবর্তে বিচ্ছেদ ঘটিয়ে দেয়। তাই সনাতন দা‘র আড্ডায় সন্ধি বিচ্ছেদ কে পোক্ত করার জন্য ২১০টি সন্ধি বিচ্ছেদ বাছাই করে দেয়া হল। এর বাইরে আর প্রয়োজনীয় সন্ধি বিচ্ছেদ নেই।