AUST Bank Bangla Question Answer : পূর্ববর্তী AUST Bank Bangla Question Part – 01 এর পরে AUST Bank Bangla Question Answer হচ্ছে AUST (Ahsanullah University of Science & Technology) এর Bank Bangla Question এর Part-02। সনাতন দা’র আজকের পোস্টে প্রিলির জন্য AUST Bank Bangla Question Answer Part-02 এ মোটামুটিভাবে সকল প্রশ্নের ব্যাখ্যা এবং রেফারেন্স দেয়া হয়েছে।
Previous AUST Bank Bangla Question Answer থেকে আমি বাছাই করে সর্বমোট ২৩৫টা (জানামতে কোন ডুপ্লিকেট নেই) প্রশ্ন (ব্যাকরণ ১-২০২ ও সাহিত্য ১-৩৩মিলে) পেয়েছি। AUST Bank Bangla Question Answer এই ২৩৫ টার মধ্যে ঘোরাফেরা করে। স্বল্প সময়ে পড়ার সুবিধার্থে এই AUST Bank Bangla Question Solution কে ৩ ভাগে ভাগ করে দেয়া হল। প্রথম দুই ভাগ ব্যাকরণ এবং শেষ বা ৩য় ভাগ সাহিত্য। ২য় ভাগের 102-202 টা AUST Bank Bangla Question Answer এই পোস্টে দেয়া হল। পরীক্ষার আগে শুধু একটু সময় নিয়ে ঝেড়ে দিবেন।
AUST Bank Bangla Question Answer Part-02(102-202)/235
AUST Bank Bangla Question Answer Part-01 ব্যাকরণ(1-101/235) দেখুন
AUST Bank Bangla Question Part-03 only Literature(1-33) দেখুন
AUST Bank Bangla Question Answer All সমাস
১০২।প্রত্যক্ষ কোন বস্তুর সাথে পরােক্ষ কোনাে বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলে
(A) উপমিত
(B) উপমেয়
(C) রূপক
(D) উপমান
Answer: (B) উপমেয়
১০৩।কোনটি বহুব্রীহি সমাসের উদারহণ
(A) তেমাথা
(B) চা-বিস্কুট
(C) হাতাহাতি
(D) মনগড়া
Answer: (C) হাতাহাতি
১০৪। ক্ষুধিত পাষাণ কোন সমাস?
(A) বহুব্রীহি
(B) কর্মধারয়
(C) তৎপুরুষ
(D) দ্বন্দ্ব
Answer: (B) কর্মধারয়
১০৫।কোনটি তৎপুরুষ সমাস?
(A) মধুমাখা
(B) ভালোমন্দ
(C) যথাসাধ্য
(D) সত্যনিষ্ঠ
Answer: (A) মধুমাখা
Exp: মধু দ্বারা মাখা=মধুমাখা
১০৬।সমাস সাধিত পদ কোনটি?
(A) চাষী
(B) মানব
(C) দম্পতি
(D) বোনাই
Answer: (C) দম্পতি
১০৭। ‘লাঠালাঠি” শব্দটি কোন সমাসের অন্তর্গত?
(A) বহুব্রীহি
(B) কর্মধারয়
(C) দ্বন্দ্ব
(D) তৎপুরুষ
Answer: (A) বহুব্রীহি
১০৮।রাজপুত্র কোন সমাসের উদাহরন?
(A) তৎপুরুষ
(B) বহুব্রীহি
(C) কর্মধারায়
(D) দ্বন্দ্ব
Answer: (A) তৎপুরুষ
Exp: রাজার পুত্র = রাজপুত্র
১০৯।যে সমাসের পূর্বপদ সংখ্যাবাচক এবং সমস্ত পদের খারা সমাহার বােঝায় তাকে বলে
(A) দ্বন্দ্ব সমাস
(B) বহুব্রীহি সমাস
(C) দ্বিগু সমাস
(D) রূপক সমাস
Answer: (C) দ্বিগু সমাস
১১০।প্রিয়ংবদা শব্দটি কোন সমাস?
(A) বহুব্রীহি
(B) রূপক কর্মধারয়
(C) ষষ্ঠী তৎপুরুষ
(D) উপপদ তৎপুরুষ
Answer: (D) উপপদ তৎপুরুষ
১১১।কুশীলব’ শব্দটি কোন সমাসের অন্তর্গত?
(A) বহুব্রীহি
(B) কর্মধাৱায়
(C) দ্বন্দ্ব
(D) তৎপুরুষ
Answer: (C) দ্বন্দ্ব
AUST Bank Bangla Question Answer All স্ত্রীবাচক শব্দ ও পুরুষবাচক শব্দ
১১২।নিচের কোন স্ত্রীবাচক শব্দের দুটি গুণবাচক শব্দ রখেছে?
(A) কবিরাজ
(B) ননদ
(C) কুলটা
(D) ইবীন
Answer: (B) ননদ
১১৩।নিচের কোন স্ত্রীবাচক শব্দের দুটি পুরুষবাচক শব্দ রয়েছে?
(A) কবিরাজ
(B) ননদ
(C) কুলটা
(D) ইবীন
উত্তর: (B) ননদ
১১৪।‘সমিতি’ কোন লিঙ্গ ?
(A) স্ত্রীলিঙ্গ
(B) ক্লীবলিঙ্গ
(C) পুরুষলিঙ্গ
(D) উভয়লিঙ্গ
Answer: (B) ক্লীবলিঙ্গ
১১৫।নিচের কোনটির পুরুষবাচক রুপ নেই-
(A) বেহান
(B) কুলটা
(C) ঠাকুরঝি
(D) ননদ
Answer: (B) কুলটা
Exp: নিত্য স্ত্রীবাচক।
১১৬।লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি?
(A) সাহেন
(B) সঙ্গী
(C) বেয়াই
(D) কবিরাজ
Answer: (D) কবিরাজ
১১৭।কোনটি নিত্য স্ত্রীবাচক বাংলা শব্দ?
(A) বিধাতা
(B) সপত্নী
(C) বিপত্নী
(D) সতীন
Answer: (D) সতীন
AUST Bank Bangla Question Answer All সন্ধি বিচ্ছেদ
১১৮। ‘ষড়ঋতু’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ
(A) ষট্+ঋতু
(B) ষড়+ঋতু
(C) ষড়ঃ+ঋতু
(D) ষষ্ঠ+ঋতু
Answer: (A) ষট্+ঋতু
১১৯। জাতি + অভিমান =
(A) জাত্যভিমান
(B) জাতাভিমান
(C) জাতিভিমান
(D) জাতভিমান
উত্তর: (A) জাত্যভিমান
১২০। কোনটি সঠিক সন্ধি বিচ্ছেদ-
(A) সম্ + চয় = সঞ্চয়
(B) রাজ + জ্ঞী = রাজ্ঞী
(C) শ + অন = শয়ন
(D) মনাে + কষ্ট = মনঃকষ্ট
উত্তর: (A) সম্ + চয় = সঞ্চয়
১২১। কোনটি সঠিক সন্ধি বিচ্ছেদ?
(A) উৎ + শাস = উচ্ছ্বাস
(B) উৎ + ডীণ = উড্ডীণ
(C) বৃহৎ + ঢক্কা = বৃহড্ঢক্কা
(D) লহ + ধ = লব্ধ
Answer: (C) বৃহৎ + ঢক্কা = বৃহড্ঢক্কা
১২২।কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ?
(A) পর + পর = পরস্পর
(B) বাক + দান =বাগদান
(C) উৎ+ ছেদ = উচ্ছেদ
(D) সম + সার সংসার
Answer: (A) পর + পর = পরস্পর
১২৩।দর্শনীয় শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
(A) দৃশ+অনীয়
(B) দৃশ্য+নীয়
(C) দৃশ্য+নীয়
(D) দৃশ্য+অনীয়
Answer: (A) দৃশ+অনীয়
১২৪।বৃষ্টি এর সন্ধি বিচ্ছেদ কি হবে
(A) বৃষ্+তি
(B) বৃষ+টি
(C) বৃশ+টি
(D) বৃ+টি
Answer: (A) বৃষ্+তি
১২৫।সতীশ’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
(A) সতি + ইশ
(B) সতি + ঈশ
(C) সতী + ইশ
(D) সতী + ঈশ
Answer: (D) সতী + ঈশ
১২৬।‘নবোঢ়া’ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?
(A) নব+ঊড়া
(B) নবা+উঢ়া
(C) নবো+উড়া
(D) নব+ উয়া
Answer: (A) নব+ঊড়া
১২৭।উদ্ধার’ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি ?
(A) উদ্+হার
(B) উৎ+ধার
(C) উত+হার
(D) উৎ+হার
Answer: (D) উৎ+হার
১২৮।সাহচর্য শব্দের শুদ্ধ গঠন কোনটি?
(A) সাহ + চর + য
(B) সাহ + চর+য
(C) সাহচর + য
(D) কোনটিই নয়
Answer: (D) কোনটিই নয়
Exp: সহচর+য
১২৯।দৈনিক শব্দের সঠিক সন্ধি-বিচ্ছেদ কোনটি?
(A) দৈ+এক
(B) দৈ+নিক
(C) দিন+এক
(D) দৈঃ+নিক
Answer: (C) দিন+এক
১৩০। নিষ্ঠা’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
(A) নিস্ + ঠা
(B) নিঃ + ঠা
(C) নিঃ + ষ্ঠা
(D) কোনটিই নয়
Answer: (B) নিঃ + ঠা
১৩১।কোনটি সঠিক সন্ধি বিচ্ছেদ? .
(A) পত+অঞ্জলি = পতঞ্জলি
(B) অন্তঃ+লিন=অর্ন্তলীন
(C) তথা+এবচ=তথৈবচ
(D) ষট+আনন = ষড়ানন
Answer: (C) তথা+এবচ=তথৈবচ
১৩২।নিয়মানুসারে কোনটির সন্ধি
(A) কুলটা
(B) কটাক্ষ
(C) পশ্চাদর
(D) দেশান্ত্বর
Answer: (D) দেশান্ত্বর
১৩৩।কোনটি অশুদ্ধ সন্ধি বিচ্ছেদ ?
(A) মনঃ + কষ্ট = মনঃকষ্ট
(B) প্রাতঃ +কাল= প্রাতঃকাল
(C) মনঃ + কামনা = মনঃকামনা
(D) অন্তঃ + করণ = অন্তঃকরণ
Answer: (C) মনঃ + কামনা = মনঃকামনা
Exp: মনঃ + কামনা = মনস্কামনা
১৩৪। পরস্পর কাছাকাছি ধ্বনি বা বর্ণের মিলনকে বলে ?
(a) কারক
(b) প্রত্যয়
(c) সন্ধি
(d) সমাস
Answer: সন্ধি
AUST Bank Bangla Question Answer All বাংলা বানান ও ণ-ত্ব বিধান ষ-ত্ব বিধান
১৩৫।কোন শব্দটির প্রয়ােগ শুদ্ধ?
(A) উপলক্ষ্য
(B) লক্ষ্যণীয়
(C) সৌন্দর্যতা
(D) সুবুদ্ধিমান
Answer: (A) উপলক্ষ্য
Exp: উপলক্ষ্য ও উপলক্ষ উভয়েই সঠিক।
১৩৬। ণ-ত্ববিধি সাধারণত কোন শব্দে প্রযোজ্য?
(A) দেশি
(B) বিদেশী
(C) তদ্ভব
(D) তৎসম
Answer: (D) তৎসম
১৩৭। কোনটি শুদ্ধ বানান
(A) তৃহায়ন
(B) ত্রিহায়ণ
(C) ত্রিহায়ন
(D) তৃহায়ণ
Answer: (C) ত্রিহায়ন
১৩৮।কোনটি শুদ্ধ বানান?
(A) নিৰ্ণিমেষ
(B) ণির্নিমেষ
(C) নির্নিমেষ
(D) ণির্ণিমেষ
Answer: (C) নির্নিমেষ
১৩৯।নিচের কোন শব্দটি অশুদ্ধ?
(A) সুকেশী
(B) সুকেশা
(C) সুকেশীনী
(D) সুকেশিনী
Answer: (C) সুকেশীনী
Exp: বানান বিভ্রাট।
১৪০।কোনটি শুদ্ধ বানান?
(A) মুর্ধণ
(B) মূর্ধন্য
(C) মুর্ধণ্য
(D) মূর্ধন্য
Answer: (D) মূর্ধন্য
১৪১।কোনটি সঠিক?
(a) ভদ্রতাচিত
(b) ভদ্রতচিত
(c) ভদ্রচিত
(d) ভদ্রাচিত
Exp: সঠিক উত্তর নেই।ভদ্রোচিত হবে।
১৪২।নিচের কোন শব্দটি অশুদ্ধ?
(A) দরিদ্রতা
(B) উপযােগিতা
(C) শ্রদ্ধাঞ্জলি
(D) উর্দ্ধ
Answer: (D) উর্দ্ধ
১৪৩।নিচের কোন শব্দটি শুদ্ধ?
(A) স্বায়ত্ত্বশাসন
(B) সায়ত্তশাসন
(C) স্বায়ত্তশাসন
(D) স্বায়ত্বশাসন
Answer: (C) স্বায়ত্তশাসন
১৪৪।নিচের কোন শব্দটি শুদ্ধ
(A) ইতিপূর্বে
(B) ইতপূর্বে
(C) ইতোপূর্বে
(D) ইতঃপূর্বে
Answer: (D) ইতঃপূর্বে
১৪৫। শুদ্ধ বানান কোনটি?
(A) বিভীষীকা
(B) বিভীষিকা
(C) বিভীসিকা
(D) বিভিষীকা
Answer: বিভীষিকা
১৪৬। অশুদ্ধ বানান কোনটি?
(A) পুণ্য
(B) পুজো
(C) মুহূর্ত
(D) ভূল
Answer: (D) ভূল
১৪৭।নিচের কোন শব্দটি শুদ্ধ?
(A) বিকেন্দ্রীকরণ
(B) বীকেনিদ্রকরণ
(C) বিকেন্দ্রিকরণ
(D) বিকেন্দ্রীকরন
Answer: (A) বিকেন্দ্রীকরণ
১৪৮।নিচের কোন বানানটি শুদ্ধ?
(A) চানক্য
(B) চাণক্য
(C) চানোক্য
(D) চাণোক্য
Answer: (B) চাণক্য
Exp: নিপাতনে সিদ্ধ বানান
১৪৯।নিচের কোন বানানটি শুদ্ধ?
(A) সরস্বতী
(B) স্বরস্বতী
(C) সরস্বতি
(D) শরস্বতী
Answer: (A) সরস্বতী
১৫০।নিচের কোন বানানটি শুদ্ধ?
(A) নৈ্িৃত
(B) নৈঋত
(C) নৈর্ঋত
(D) নৈহৃত
Answer: (C) নৈর্ঋত
১৫১।নিচের কোন বানানটি অশুদ্ধ?
(A) দুষ্প্রাপ্য
(B) পরস্পর
(C) নিষ্পত্তি
(D) স্নেহাস্পদ
Answer: সবগুলোই সঠিক।
১৫২।নিচের কোন বানানটি শুদ্ধ?
(A) অনুসূয়া
(B) অণুসূয়া
(C) অনসূয়া
(D) অনূসূয়া
Answer: (C) অনসূয়া
১৫৩।নিচের কোন বানানটি অশুদ্ধ?
(A) সুকেশী
(B) সুকেশীনী
(C) সুকেশা
(D) সুকেশিনী
Answer: (B) সুকেশীনী
১৫৪।নিচের কোন শব্দে ‘ণ’ এর ভুল প্রয়ােগ রয়েছে ?
(A) ক্রন্দণ
(B) চাণক্য
(C) মাণিক্য
(D) গণ
Answer: (A) ক্রন্দণ
Exp: বাকিগুলোতে নিত্য ‘ণ’ হয়।
১৫৫।নিচের কোন বানানটি শুদ্ধ?
(A) মূহুর্মুহ
(B) মুহুমূহু
(C) মুহুর্মুহু
(D) মুহুর্মুহু
Answer: (C) মুহুর্মুহু
১৫৬।নিচের কোন বানানটি অশুদ্ধ?
(A) নিষ্পন্দ
(B) নিষ্পন্ন
(C) নিষ্ফল
(D) নিস্পৃহ
Answer: (A) নিষ্পন্দ
Exp: নিস্পন্দ
১৫৭।নিচের কোন শব্দটি অশুদ্ধ?
(A) সজ্জন
(B) উজ্জল
(C) বিভাজ্য
(D) জ্বলন্ত
Answer: (B) উজ্জল
১৫৮।নিচের কোন বানানটি শুদ্ধ?
(A) নিশিথিনী
(B) নীশিথিনী
(C) নিশীথিনী
(D) নিশিথিনী
Answer: (C) নিশীথিনী
১৫৯।নিচের কোন বানানটি অশুদ্ধ?
(A) দুরাবস্থা
(B ) দুরাশয়
(C)দুরাকার
(D) দুরাকাঙ্কা
Answer: (A) দুরাবস্থা
১৬০।নিচের কোন বানানটি শুদ্ধ?
(A) নিরিক্ষণ
(B) নীরীক্ষণ
(C) নীরিক্ষণ
(D) নিরীক্ষণ
Answer: (D) নিরীক্ষণ
১৬১। শুদ্ধ বানান কোনটি?
(A) স্বায়ত্ত্বশাসন
(B) সায়ত্বশাসন
(C) স্বায়ত্বশাষন
(D) স্বায়ত্তশাসন
Answer: (D) স্বায়ত্তশাসন
১৬২। নিচের কোন বানানটি শুদ্ধ
(A) সংশ্রব
(B) উজ্জল
(C) দূর্গ
(D) ধস
Answer: (D) ধস
Exp: শুদ্ধ বানান – সংস্রব, উজ্জ্বল, দুর্গ।
১৬৩। শুদ্ধ বানান কোনটি?
(A) পিপিলীকা
(B) পীপিলিকা
(C) পিপিলিকা
(D) পিপীলিকা
উত্তর: (D) পিপীলিকা
১৬৪। নিচের কোন বানানটি শুদ্ধ?
(A) নিঃশশাষিত
(B) নীরস
(C) মাধুরিয়া
(D) অধীনী
উত্তর: (B) নীরস
AUST Bank Bangla Question Answer All প্রকৃতি প্রত্যয়
১৬৫।মহিমা শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি ?
(A) মহি + মা
(B) মহা + ইমা।
(C) মহিম + আ
(D) মহৎ + ইমন
Answer: (D) মহৎ + ইমন
১৬৬। ‘জেলে এর সঠিক প্রকৃতি প্রত্যয় কী?
(A) জেল + এ
(B) জাল + ইয়া
(C) জাল + আ
(D) জালা + এ
Answer: (B) জাল + ইয়া
১৬৭।মেছাে শব্দের প্রকৃতি প্রত্যয় কি?
(A) মাছ + ও
(B) মাছ + উয়া > ও
(C) মাছি + উয়া>ও
(D) মেছ + ও
Answer: (B) মাছ + উয়া > ও
১৬৮।বক্তব্য এর সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
(A) √বক্ +তব্য
(B) √বক্ত+অব্য
(C) বচ্ + তব্য
(D) বক্ত + ব্য
Answer: (C) বচ্ + তব্য
১৬৯।√কাঁদ + অন – কোন প্রত্যয়ের অর্ন্তভুক্ত?
(A) বাংলা কৃৎ প্রত্যয়
(B) তদ্ধিত প্রত্যয়
(C) কৃৎ প্রত্যয়
(D) কোনটিই নয়
Answer: (A) বাংলা কৃৎ প্রত্যয়
১৭০।জাগরিত শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
(A) ∙জাগৃ+অ
(B) ∙জাগ+রিত
(C) ∙জাগৃ+ইত
(D) কোনটিই নয়
Answer: (C) ∙জাগৃ+ইত
১৭১।শ্রবণ শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি?
(A) শ্রবণ + অ
(B) √শ্রী + অন
(C) √শ্রু + অন
(D) √শ্রব + অন
Answer: (C) √শ্রু + অন
১৭২।মানব’ শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি?
(A) মনু + অব
(B) মনু + ষ্ণ
(C) মা + নব
(D) মান + অব
Answer: (B) মনু + ষ্ণ
১৭৩।বাংলা কৃৎপ্রত্যয় সাধিত শব্দ কোনটি?
(A) চামার
(B) ধারালাে
(C) মােড়ক
(D) পােষ্টাই
Answer: (C) মােড়ক
১৭৪।শ্ৰদ্ধা শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
(A) শ্রৎ + √ধা + আ
(B) শ্রয়+ √ধা + অ + আ
(C) শ্র + √ধা + আ
(D) শ্রু + √ধা + আ
Answer: (B) শ্রয়+ √ধা + অ + আ
১৭৫।“জ্যান্ত” শব্দটির প্রকৃতি-প্রত্যয় কী?
(a) জ্যান + ত
(b)জান + তচ
(c) জ + এ্যান্ত
(d) জী + অন্ত
Answer: জী + অন্ত
১৭৬।দোলনা শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি?
(A) দোল+অনা
(B) দোল+না
(C) দুল্+না
(D) দোলনা+আ
Answer: (C) দুল্+না
AUST Bank Bangla Question Answer All দ্বিরুক্তি শব্দ
১৭৭।সমার্থক শব্দযোগে দ্বিরুক্তি হয়েছে কোনটিতে?
(a) ভাল মন্দ
(b) তােড় = জোড়
(c) ধন – দৌলত
(d) আমীর – ফকির
Answer: ধন – দৌলত
১৭৮।নিচের কোনটি যুগরীতি দ্বিরুক্ত শব্দ?
(A) বই-টই
(B) আয়-ব্যয়
(C) ঝম ঝম
(D) ঠা-ঠা
Ans: (A) বই-টই
১৭৯।ধ্বনিবাচক দ্বিরুক্ত শব্দ কোনটি?
(A) কড়কড়
(B) মরমর
(C) নরনর
(D)দরদর
Ans: (A) কড়কড়
১৮০।সমার্থক শব্দযোগে দ্বিরুক্তি কোনটি?
(a) ধনী-গরির
(b) টাকা-পয়সা
(c) লেন-দেন
(d) দেনা-পাওনা
Answer: টাকা-পয়সা
১৮১।কোন দ্বিরুক্ত শব্দজুটি বহুবচন সংকেত করে?
(A) ছি ছি কি করছ
(B) নরম নরম হাত
(C) উড়ু উড়ু মন
(D) পাকা পাকা আম
Answer: (D) পাকা পাকা আম
১৮২।ধ্বনিবাচক দ্বিরুক্তি শব্দ কোনটি?
(A) দরদর
(B) মরমর
(C) নরনর
(D) কড়কড়
Answer: (D) কড়কড়
১৮৩। গুরুজনে ভক্তি কর- বাক্যটিতে ‘গুরুজনে কোন কারক?
(A) কর্তৃকারক
(B) কর্ম কারক
(C) করণ কারক
(D) সম্প্রদান কারক
উত্তর: (D) সম্প্রদান কারক
AUST Bank Bangla Question Answer All বাংলা ব্যাকরণের অন্যান্য অংশ
১৮৪। কোথায় থাকা হয় এটি কোন বাচ্যের উদাহরণ?
(A) কর্তৃবাচ্য
(B) কর্মবাচ্য
(C) ভাববাচ্য
(D) কোনােটিই নয়
উত্তর: (C) ভাববাচ্য
১৮৫। স্বর সংঙ্গতির উদাহরণ কোনটি?
(A) হইবে > হবে
(B) রাত্রি > রাইত
(C) দেশী > দিশী
(D) কোনটিই নয়
Answer: (C) দেশী > দিশী
১৮৬।ব্যাকরণের প্রধান কাজ হচ্ছে-
(A) ভাষার নিয়ম প্রতিষ্ঠা
(B) ভাষার শৃঙ্খলা
(C) ভাষার উন্নতি
(D) ভাষার বিশ্লেষণ
Answer: (D) ভাষার বিশ্লেষণ
১৮৭।সাধুভাষা থেকে চলিত বাংলায় লিখতে কোন পদযুগলের পরিবর্তন ঘটে?
(A) বিশেষা ও বিশেষণ
(B) বিশেষণ ও ক্রিয়া
(C) বিশেষ্য ও সর্বনাম
(D) সর্বনাম ও ক্রিয়া
Answer: (D) সর্বনাম ও ক্রিয়া
১৮৮। কোনটি বাংলা ব্যাকরণের শাখা নয়?
(A) রূপতত্ত্ব
(B) ধ্বনিতত্ত্ব
(C) ভাষাতত্ত্ব
(D) বাক্যতত্ত্ব
Answer: (C) ভাষাতত্ত্ব
১৮৯। ডাক্তার সাহেবের হাতযশ ভাল এ বাক্যে ‘হাত ব্যবহৃত হয়েছে।
(A) বশ অর্থে
(B) নিপুনতা অর্থে
(C) অধিকার অর্থে
(D) অভ্যাস অর্থে
Ans: (B) নিপুনতা অর্থে
১৯০।এখন গােল্লায় যাও” এটি কোন ক্রিয়ার উদাহরণ।
(A) মিশ্র ক্রিয়া
(B) যৌগিক ক্রিয়া
(C) নিজন্ত ক্রিয়া
(D) নামধাতুর ক্রিয়া
Answer: (A) মিশ্র ক্রিয়া
১৯১।কোনটি লিপির বিবর্তনের ধাপ নয় ?
(A) চৈনিক লিপি
(B) জাপানি লিপি
(C) দেব লিপি
(D) চীনা লিপি
Answer:
১৯২।ন্যায় শব্দের বিশেষণ-
(A) ন্যায়কৃত
(B) ন্যায্য
(C) ন্যায়সঙ্গত
(D) নীতিবাদ
Answer: (B) ন্যায্য
১৯৩।বলাম’ শব্দের ব উপসর্গ কী অর্থ নিদের্শ করে।
(A) সহিত
(B) বাইরে
(C) অধীন
(D)প্রতি
Answer: (A) সহিত
Exp: বলাম’ নয় বমাল হবে।
১৯৪।শিক্ষায় আমাদের আগ্রহ বাড়ছে’- শিক্ষায় কোন কারক?
(A) কর্ম
(B) কর্তৃ
(C) অধিকরণ
(D) করণ
Answer: (C) অধিকরণ
Exp: বিষয় বিশেষে বা কোনো বিশেষ গুণে কারও কোনো দক্ষতা বা ক্ষমতা থাকলে সেখানে বৈষয়িক অধিকরণ হয়। যেমন-
রাকিব অঙ্কে কাঁচা, কিন্তু ব্যাকরণে ভালো।
আমাদের সেনারা সাহসে দুর্জয়, যুদ্ধে অপরাজেয়।
১৯৫। নালিশটা অযৌক্তিক’-কোন ধরনের বাক্য?
(A) নেতিবাচক
(B) অস্তিবাচক
(C) অনুজ্ঞাবাচক
(D) প্রশ্নবাচক
Answer: (B) অস্তিবাচক
১৯৬।ক্রিয়াপদের সাথে সম্পর্কযুক্ত পদকে কী বলা হয় ?
(A) সমাস
(B) কারক
(C) সন্ধি
(D) বিশেষণ
Answer: (B) কারক
Exp: কৃ+ণক = কৃ(ক্রিয়া পদ)।
১৯৭।ধাতুর পর কোন প্রত্যয় যুক্ত করে ভাববাচক বিশেষ্য বুঝায় ?
(A) আই
(B) আল
(C) আন
(D) আও
Answer: (A) আই
১৯৮।‘বিপদ এবং দুঃখ একই সঙ্গে আসে’-কোন ধরনের বাক্য?
(A) সরল
(B) যৌগিক
(C) জটিল
(D) মিশ্র
Answer: (B) যৌগিক
Exp: এবং দ্বারা যুক্ত।
১৯৯।উষ্ণ শব্দের যুক্তাক্ষরটি কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত?
(A) ষ+ণ
(B) ষ+ন
(C) ষ+ঞ
(D) ষ+ঙ
Answer: (A) ষ+ণ
২০০।হ্ম এই যুক্তবর্ণটি কোন বর্ণের সমন্বয়ে গঠিত?
(A) হ+ম
(B) ক+ষ+ম
(C) ক+ষ
(D) খ+ম
Answer: (A) হ+ম
২০১।ক্রিয়ার কাল ও পুরুষ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
(A) ধ্বনিতত্ত্বে
(B) রূপতত্ত্বে
(C) বাক্যতত্ত্ব
(D) অর্থতত্ত্বে
Answer: (B) রূপতত্ত্বে
Exp:
ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়: ধ্বনি, এর উচ্চারণ-রীতি, উচ্চারণের স্থান, ধ্বনি পরিবর্তন, সন্ধি, ণত্ব ও ষত্ব বিধান ইত্যাদি।
রূপতত্ত্বের আলোচ্য বিষয়: শব্দ, শব্দের গঠন, বচন, লিঙ্গ, কারক, পুরুষ, উপসর্গ, প্রত্যয়, বিভক্তি, সমাস, ক্রিয়া, প্রকরণ ইত্যাদি।
বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়: বাক্যের সঠিক গঠন, পদক্রম, পদের স্থান, পদ পরিবর্তন, বাগধারা, বাক্য সংযোজন, বাক্য সংকোচন, প্রবাদ প্রবচন, বিরাম চিহ্ন ইত্যাদি।
অর্থতত্ত্বের আলোচ্য বিষয়: শব্দের অর্থ বিচার, বাক্যের অর্থ বিচার, অর্থের বিভিন্ন প্রকারভেদ, যেমন- মুখ্যার্থ, গৌণার্থ, বিপরীতার্থ ইত্যাদি।
Question (21-40): Choose the correct answer
২০২।অর্থবােধক ধ্বনিকে বলা হয়?
(A) বাক্য
(B) উপসর্গ
(C) শব্দ
(D) প্রত্যয়
Answer: (C) শব্দ
AUST Bank Bangla Question Answer Part-01 ব্যাকরণ(1-101/235) দেখুন
AUST Bank Bangla Question Answer Part-03 only Literature(1-33) দেখুন