Notice: Undefined variable: postcat in /home/sonatonda/public_html/wp-content/themes/frontier/loop-single.php on line 286
আখতারুজ্জামান ইলিয়াস ছোট গল্প সংকলন করেছেন ৫টি। ১৯৭৬ সালে ‘অন্য ঘরে অন্য স্বর’ এ কথা বলতে বলতে দেখেন যে ১৯৮২ সাল হাজির। লিখে ফেললেন ‘খোঁয়ারি’। ১৯৮৫ সালে তাঁর ‘দুধভাতে উৎপাত’ শুরু হলে ‘দোজখের ওম’ নামিয়ে ফেললেন ১৯৮৯ সালে। এরপর ১৯৯৭ সালে ডুব মারেন ‘জাল স্বপ্ন, স্বপ্নের জাল’ এ।