বিগত বিসিএস বাংলা প্রশ্ন ও সমাধান (বাছাইকৃত)-০১
চাকরির বাজারে বাংলা ব্যাকরণ, ইংরেজি ব্যাকরণ, সাহিত্য একটা বিশাল স্থান জুড়ে আছে। তাই বাংলা ব্যাকরণ, ইংরেজি ব্যাকরণ, সাহিত্য বিষয় সম্পর্কে আমাদের জানা এবং উপযুক্ত প্রস্তুতি জরুরী। আর এ সকল বিষয় জানার জন্য বিগত বিসিএস বাংলা প্রশ্ন ও সমাধান আয়ত্ব করার কোন বিকল্প নেই। কেননা, বেশকিছু প্রশ্ন এখান থেকেই কমন পড়বে। এখানে মোট ৪২৩টি বিগত বিসিএস বাংলা প্রশ্ন ও সমাধান ৩ভাগে দেয়া হল।
৩৯ তম স্পেশাল বিসিএস বাংলা প্রশ্ন ও সমাধান সহ অন্যান্য বিষয় দেখতে ক্লিক করুন: 39 BCS Preliminary Question and Answer: 2018
৩৮ বিসিএস রিটেন ম্যাথ সল্যুশন দেখুন: 38 BCS Math Written Solution : 2018
বাংলা বিষয়ে আরো জানতে সিলেবাস দেখুন
বিগত বিসিএস বাংলা প্রশ্ন ও সমাধান প্রথম খণ্ড
ক্রম | প্রশ্ন | উত্তর |
১ | “আমার ভাইয়ের রক্তে রাঙানাে একুশে ফেব্রুয়ারি” গানটির প্রথম সুরকার কে? | আব্দুল লতিফ |
২ | “এখানে যারা প্রান দিয়াছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার নীচে সেখানে আমি কাঁদতে আসি নি” এর রচিয়তা | মাহবুব আলম চৌধুরী |
৩ | ‘Custom’ শব্দের পরিভাষা কোনটি যথার্থ? | শুল্ক |
৪ | ‘Subconscious’ শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হল | অবচেতন |
৫ | ‘Wisdom’ শব্দের বাংলা অর্থ | প্রজ্ঞা |
৬ | ‘অলৌকিক ইস্টিমার’ গ্রন্থের রচয়িতা কে? | হূমায়ুন আজাদ |
৭ | ‘আমি কিংবদন্তির কথা বলছি’ এর রচয়িতা কে? | আবু জাফর ওবায়দুল্লাহ। |
৮ | ‘আমীর হামজা’ কাব্য রচনা করেন কে? | ফকির গরীবুল্লাহ |
৯ | ‘আসাদের শার্ট’ কবিতার লেখক কে? | শামসুর রাহমান |
১০ | ‘একুশে ফেব্রুয়ারী’ গ্রন্থের সম্পাদক কে ছিলেন? | হাসান হাফিজুর রহমান |
১১ | ‘ঔ’ কোন ধরনের স্বরধ্বনি? | যৌগিক স্বরধনি |
১২ | ‘কদাকার’ শব্দটি কোন উপসর্গযোগে গঠিত? | দেশি উপসর্গ |
১৩ | ‘কবর’ নাটক কার রচনা? | মুনীর চৌধুরী |
১৪ | ‘কল্লোল’ পত্রিকার প্রথম সম্পাদকের নাম কী? | দীনেশরঞ্জন দাশ |
১৫ | ‘গোরক্ষ বিজয়’ কাব্য কোন ধর্মমতের কাহিনী অবলম্বনে লেখা? | নাথধর্ম |
১৬ | ‘চর্যাচর্যবিনিশ্চয়’-এর অর্থ কী? | কোনটি আচরণীয়, আর কোনটি নয় |
১৭ | ‘চাচা’ কাহিনীর লেখক কে? | সৈয়দ মুজতবা আলী |
১৮ | ‘জলে-স্থলে’ কী সমাস? | দ্বন্দ্ব সমাস |
১৯ | ‘ঠক চাচা’ চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়? | আলালের ঘরের দুলাল। |
২০ | ‘ঢাকা মুসলিম সাহিত্য সমাজ’ এর প্রধান লেখক ছিলেন | কাজী আবদুল ওদুদ, আবুল হুসেন প্রমুখ। |
২১ | ‘তাম্বুল রাতুল হইল অধর পরশে’ অর্থ কী ? | ঠোটের পরশে পান লাল হইল। |
২২ | ‘তেল নুন লাকড়ি’ কার রচিত গ্রন্থ? | প্রমথ চোধুরী |
২৩ | ‘পালামৌ’ ভ্রমণকাহিনীটি কার রচনা ? | সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায় |
২৪ | ‘পূর্ববঙগ গীতিকা’র লোকপালাসমূহের সংগ্ৰাহক কে? | দীনেশচন্দ্র সেন |
২৫ | ‘প্রভাত চিন্তা,নিভৃত চিন্তা’,’নিশীথ চিন্তা’ প্রভৃতি গ্রন্থের রচয়িতা | কালীপ্রসন্ন ঘোষ |
২৬ | ‘প্রভাবতী সম্ভাষণ’ কার রচনা? | ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর |
২৭ | ‘বঙ্গদর্শন’ পত্রিকা কোন সালে প্রথম প্রকাশিত হয়? | ১৮৭২ |
২৮ | ‘বিরাগী’ শব্দের অর্থ কী? | উদাসীন |
২৯ | ‘মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি। এটি একটি | সরল বাক্য |
৩০ | ‘মােস্তফা চরিত’ গ্রন্থের রচিয়তা | মাওলানা আকরাম খাঁ |
৩১ | ‘মেছো’ শব্দের প্রকৃতি ও প্রত্যয় কি? | মাছ+উয়া(ও) |
৩২ | ‘রোহিনী’ কোন উপন্যাসের নায়িকা? | কৃষ্ণকান্তের উইল |
৩৩ | ‘লাপাত্তা’ শব্দের ‘লা’ উপসর্গটি বাংলায় এসেছে | আরবি ভাষা থেকে |
৩৪ | ‘সব কটা জানালা খুলে দাও না” এর গীতিকার কে? | মরহুম নজরুল ইসলাম বাবু |
৩৫ | ‘সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই’ – কে বলেছেন? | চণ্ডীদাস |
৩৬ | ‘সমকাল পত্রিকার সম্পাদক ছিলেন | সিকান্দার আবু জাফর। |
৩৭ | ‘সমভিব্যাহারে’ শব্দটির অর্থ কী? | একযোগে |
৩৮ | ‘সােনালী কাবিন’ এর রচয়িতা কে? | আল মাহমুদ |
৩৯ | ‘সিরাজাম মুনীরা’ কাব্যের রচয়িতার নাম | ফররুখ আহমদ |
৪০ | “আমি এ কথা, এ ব্যথা, সুখব্যাকুলতা কাহার চরণতলে দিব নিছনি।।” রবীন্দ্রনাথের এ গানে “নিছনি” কী অর্থে ব্যবহৃত হয়েছে? | পূজা |
৪১ | “চাঁদের হাট’ অর্থ কী? | প্রিয়জন সমাগম |
৪২ | “জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব।” এ উক্তিটি কোন পত্রিকার প্রতি সংখ্যায় লেখা | শিখা |
৪৩ | “তুমি অধম, তাই বলে আমি উত্তম না হব কেন? ‘ এই প্রবাদটির রচয়িতা কে? | বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায় |
৪৪ | “ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি, আর সংস্কৃতি শিক্ষিত মার্জিত লোকের ধর্ম” কে বলেছেন? | মোতাহের হোসেন চৌধুরী |
৪৫ | “পথিক তুমি পথ হারাইয়াছ” – কথাটি কার? | বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। |
৪৬ | “প্রদীপ নিবিয়া গেল”!-এ বিখ্যাত বর্ণনা কোন উপন্যাসের? | বিষাদ সিন্ধু |
৪৭ | “বিস্মায়াপন্ন” সমস্ত পদটির সঠিক ব্যাসবাক্য কোনটি? | বিস্ময় দ্বারা আপন্ন |
৪৮ | “মাতৃভাষার যাহার ভক্তি নাই সে মানুষ নহে।” কার উক্তি? | মীর মশাররফ হোসেন |
৪৯ | “মোদের গরব মােদের আশা, আ মরি বাংলা ভাষা” রচয়িতা | অতুল প্রসাদ সেন |
৫০ | “সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত”এই উক্তিটি কার? | প্রমথ চেীধুরী |
৫১ | “স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়” চরণটি কার রচনা? | রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় |
৫২ | ”মিলির হাতে স্টেনগান” গল্পটি কার লেখা? | আখতারুজ্জামান ইলিয়াস |
৫৩ | Ballad কি? | গাথা |
৫৪ | Consumer goods এর উপযুক্ত বাংলা পরিভাষা কী ? | ভোগ্যপণ্য |
৫৫ | Excise duty পরিভাষা কোনটি | আবগারি শুল্ক |
৫৬ | Intellectual’ শব্দের বাংলা অর্থ | বুদ্ধিজীবী |
৫৭ | Null and void এর পরিভাষা | বাতিল। |
৫৮ | Ode কী? | খন্ড কবিতা |
৫৯ | The Origin and Development of Bengali Language গ্রন্থটি রচনা করেন? | ড. সুনীতি কুমার চট্টোপাধ্যায়। |
৬০ | অক্ষির সমীপে এর সংক্ষেপণ হল | সমক্ষ |
৬১ | অগ্নিবাণী কাব্যের প্রথম কবিতা কোনটি? | প্রলয়োল্লাস |
৬২ | ‘অচিন’ শব্দের ‘অ’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত? | নঞর্থক |
৬৩ | ‘অনলপ্রবাহ’ রচনা করেন | সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি |
৬৪ | ‘অপ’ কী ধরনের উপসর্গ ? | সংস্কৃত |
৬৫ | অপলাপ শব্দের অর্থ কী? | অস্বীকার |
৬৬ | অমিত্রাক্ষর ছন্দের বৈশিষ্ট্য হল | অন্ত্যমিল নেই |
৬৭ | অর্ধচন্দ্র’ এর অর্থ | গলাধাক্কা দেওয়া |
৬৮ | অসমাপ্ত আত্মজীবনী কার রচিত গ্রন্থ? | শেখ মুজিবুর রহমান |
৬৯ | আকাশে তার আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস। এ বাক্যে আকাশে শব্দটি কোন কারকে কোন বিভক্তির উদাহরণ? | অধিকরণ কারকে সপ্তমী। |
৭০ | আগ্নিবীণা কাব্য গ্রন্থে সংকলিত প্রথম কবিতা | প্রলয়োল্লাস |
৭১ | আত্মঘাতী বাঙালী’ কার রচিত গ্রন্থ? | নীরদচন্দ্র চৌধুরী |
৭২ | ‘আধ্যাত্মিক। ‘উপন্যাসের লেখক কে? | প্যারীচাঁদ মিএ |
৭৩ | আনারস এবং চাবি শব্দ বাংলা ভাষা গ্রহন করেছে | পর্তুগীজ ভাষা হতে |
৭৪ | আনোয়ারা গ্রন্থটি কার রচনা? | নজিবর রহমান |
৭৫ | আন্তজাতিক মাতৃভাষা দিবস কোন সালে স্বীকৃত হয়? | ১৯৯৯ |
৭৬ | আবোল তাবোল’ কার লেখা? | সুকুমার রায় |
৭৭ | আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর’ গ্রন্থটির রচিয়তা | আবুল মনসুর আহমদ |
৭৮ | আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি’ গানের রচয়িতা কে? | আব্দুল গাফফার চৌধুরী |
৭৯ | ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটি সুরকার কে? | আলতাফ মাহামুদ |
৮০ | আমার সন্তান যেন থাকে দুধে ভাতে’ লাইনটি নিম্নোক্ত একজনের কাব্যে পাওয়া যায় | ভারতচন্দ্র রায়। |
৮১ | আমার সন্তান যেন থাকে দুধেভাতে এ প্রার্থণাটি করেছে | ঈশ্বরী পাটনী |
৮২ | আমি কিংবদন্তীর কথা বলছি কার লেখা ? | আবু জাফর ওবায়দুল্লাহ |
৮৩ | আলােছায়া’ পদটি কোন সমাসের অন্তর্গত? | দ্বন্দ্ব সমাস |
৮৪ | ইউসুফ জোলেখা প্রণয়কাব্য অনুবাদ করেছেন | শাহ মুহম্মদ সগীর |
৮৫ | ইচ্ছা’ বিশেষ্যের বিশেষণটি নির্দেশ কর। | ঐচ্ছিক |
৮৬ | ইয়ং বেঙ্গল কি? | ইংরেজি ভাবধারাপুষ্ট বাঙালী যুবক |
৮৭ | ইয়ং বেঙ্গল ‘ গোষ্ঠীর মুখপত্ররুপে কোন পত্রিকা প্রকাশিত হয় ? | জ্ঞানা্ঙ্কুর |
৮৮ | ইসলামের ইতিহাস ও ঐতিহ্য কোন কাব্যের উপজীব্য? | সাত সাগরের মাঝি-ফররুক আহমদ |
৮৯ | ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভ্রান্তিবিলাস কোন নাটকের গদ্য অনুবাদ? | কমেডি অব এররস |
৯০ | উৎকর্ষতা কী কারণে অশুদ্ধ? | প্রত্যয়জনিত |
৯১ | উত্তম পুরুষ’ উপন্যাসের রচয়িতা কে? | রশীদ করিম |
৯২ | উদাসীন পথিকের মনের কথা’ কোন জাতীয় রচনা? | আত্মজৈবনিক উপন্যাস |
৯৩ | উপরোধ’ শব্দের অর্থ কি? | অনুরোধ |
৯৪ | উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য | উপসর্গ থাকে সামনে, প্রত্যায় থাকে পেছনে |
৯৫ | উভয়কূল রক্ষা অর্থে ব্যবহৃত প্রবচন কোনটি? | সাপও মরে লাঠি ও ভাঙ্গে |
৯৬ | এ মাটি সোনার বাড়া’এ উদ্ধিতিতে সোনা কোন অর্থে ব্যবহার করা হয়েছে? | বিশেষনের অতিশায়ন |
৯৭ | এ যে আমাদের চেনা লোক বাক্যে চেনা কোন পদ ? | িশেষণ |
৯৮ | এক কথায় প্রকাশ কর: ‘যা বলা হয় নি | অনুক্ত |
৯৯ | একখানি ছোট খেত আমি একলা – রবীঠাকুরের কোন কবিতার অন্তর্গত ? | সোনার তরি |
১০০ | একাত্তরের চিটি কোন জাতিয় রচনা? | মুক্তিযোদ্ধাদের পত্রসংকলন |
১০১ | ‘একাদশে বৃহস্পতি’ এর অর্থ কী? | সৌভাগ্যের বিষয়। |
১০২ | ‘একুশে ফেব্রুয়ারি’ প্রথম সংকলনের সম্পাদক কে? | হাসান হাফিজুর রহমান। |
১০৩ | এন্টনি ফিরিঙ্গি কী জাতীয় সাহিত্যের রচয়িতা ? | কবিগান |
১০৪ | কখনাে উপন্যাস লেখেননি | সুধীন্দ্রনাথ দত্ত |
১০৫ | কত খ্রিস্রাব্দে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের ‘জগত্তারিনী’ পদক লাভ করে? | ( ১৯২৩ – ৮০) |
১০৬ | কপাল কুন্ডলা কোন প্রকৃতির রচনা? | রোমান্সমূলক উপন্যাস |
১০৭ | কবর নাটকটির লেখক | মুনির চৌধুরী |
১০৮ | কবি আলাওলের জন্মস্থান কোনটি? | চট্রগ্রামের জোবরা |
১০৯ | কবি কাজী নজরুল ইসলাম সঞ্চিতা’ কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করেছিলেন? | রবীন্দ্রনাথ ঠাকুরকে। |
১১০ | কবি কায়কোবাদ রচিত ‘মহাশ্মশান’ কাব্যের ঐতিহাসিক পটভূমি ছিল? | তৃতীয় পানিপথের যুদ্ধ |
১১১ | কবি গানের প্রথম কবি | গোঁজলা পুট |
১১২ | কবি জসীমউদ্দীনের জীবনকাল কোনটি? | ১৯০৩-১৯৭৬ ইং |
১১৩ | কবিওয়ালা ও শায়েরের উদ্ভব ঘটে কখন? | আঠারো শতকের শেষার্ধে ও ঊনিশ শতকের প্রথমার্ধে |
১১৪ | কর্মে যার ক্লান্তি নেই’ এ বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কী? | অক্লান্ত কর্মী |
১১৫ | কল্লোল প্রকাশিত হয় | ১৯২৩ |
১১৬ | ‘কাঁঠালপাড়া\’য় জন্মগ্রহণ করে কোন লেখক ? | বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায় |
১১৭ | কাক ভূষণ্ডির অর্থ কী? | দীর্ঘায়ু ব্যক্তি |
১১৮ | কাজী ইমদাদুল হকের ‘আব্দুল্লাহ’ উপন্যাসের উপজীব্য কী? | তৎকালীন মুসলিম মধ্যবিত্ত সমাজের চিত্র |
১১৯ | কাজী নজরুল ইসলাম কোন কবিতা রচনার জন্য কারাবরণ করেন? | আনন্দময়ীর আগমনে। |
১২০ | কাজী নজরুল ইসলামের নামের সাথে জড়িত ধূমকেতু কোন ধরনের প্রকাশনা? | পত্রিকা |
১২১ | কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা কোনটি? | বাউণ্ডুলের আত্মকাহিনী। |
১২২ | কার মাথায় হাত বুলিয়েছে। এখানে মাথা শব্দের অর্থ | ফাঁকি দেওয়া |
১২৩ | কার সম্পাদনায় সংবাদ প্রভাকর’ প্রথম প্রকাশিত হয়? | ঈশ্বরচন্দ্র গুপ্ত |
১২৪ | কাশবনের কন্যা’ কোন জাতীয় রচনা? | উপন্যাস |
১২৫ | কুলীন কুল সর্বস্ব নাটকটি কার রচনা? | রামনারায়ণ তর্করত্ন |
১২৬ | কে ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক | রামরাম বসু। |
১২৭ | কে সর্বপ্রথম বাংলা টাহপ সংযোগে বাংলা ব্যাকরন মুদ্রন করেন? | ব্রাসি হ্যালহেড। |
১২৮ | কেউ মালা, কেউ তসবি গলায়, তাইতো জাত ভিন্ন বলায়’ এ পঙক্তিটি নিচের একজনের লেখা | লালন শাহ্ |
১২৯ | ‘কেন পান্থ হও ক্ষান্ত হেরি দীর্ঘ পথ?’ কার লেখা? | কৃষ্ণ চন্দ্র মজুমদার। |
১৩০ | কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন ? | ভুসুকুপা |
১৩১ | কোন কবিতা রচনার কারণে নজরুল ইসলামের কারাদণ্ড হয়েছিল? | আনন্দময়ীর আগমনে। |
১৩২ | কোন কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলামের অগ্নিবীনা কাব্য নিষিদ্ধ হয়? | আনন্দময়ীর আগমনে |
১৩৩ | কোন খ্যাতিমান লেখক ‘বীরবল’ ছদ্মনামে লিখতেন? | প্রমথ চৌধুরী |
১৩৪ | কোন গ্রন্থটি ঢাকা হতে প্রথম প্রকাশিত হয়েছিল? | নীলদর্পণ |
১৩৫ | কোন নেতা ফরায়েজী আন্দোলনের নেতৃত্ব দেন? | হাজী শরিয়তউল্লাহ। |
১৩৬ | কোন পত্রিকাটি ১৯২৩ সালে প্রকাশিত হয়? | কল্লোল |
১৩৭ | কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মশতবার্ষিকী পালিত হয়? | ১৯৬১ সালে |
১৩৮ | কোনটি ‘কোলন’ | : |
১৩৯ | কোনটি বাক্যের গুণ নয়? | আসক্তি |
১৪০ | কোনটি মাইকেল মধুসূদন দত্তের পত্র কাব্য ? | বীরাঙ্গনা |
১৪১ | কোনটি মুহাম্মাদ এনামুল হকের রচনা? | মনীষা মঞ্জুষা |
বিগত বিসিএস বাংলা প্রশ্ন ও সমাধান ২০১৮, বিগত বিসিএস বাংলা প্রশ্ন ও সমাধান পিডিএফ, বিগত বিসিএস বাংলা প্রশ্ন ও সমাধান বই
10 থেকে 38 পর্যন্ত বিসিএস এর বাংলা প্রশ্ন 423 টা download দিয়ে পড়ার কি উপায় আছে ??