বিসিএস বাংলা প্রশ্ন ও সমাধান(বাছাইকৃত)-০২
বিসিএস বাংলা প্রশ্ন: চাকরির বাজারে বাংলা ব্যাকরণ, ইংরেজি ব্যাকরণ, সাহিত্য একটা বিশাল স্থান জুড়ে আছে। তাই বাংলা ব্যাকরণ, ইংরেজি ব্যাকরণ, সাহিত্য বিষয় সম্পর্কে আমাদের জানা এবং উপযুক্ত প্রস্তুতি জরুরী। বিগত বিসিএস প্রশ্নগুলো এক্ষেত্রে হতে পারে মোক্ষম অস্ত্র।
তাই বাংলার জন্য বিগত বিসিএস বাংলা প্রশ্নগুলো আয়ত্ব করার কোন বিকল্প নেই। কেননা, বেশকিছু প্রশ্ন এখান থেকেই কমন পড়বে। এখানে বিগত বিসিএস বাংলা প্রশ্ন এর ৪২৩টি ৩ভাগে দেয়া হল।
বাংলা বিষয়ে আরো জানতে সিলেবাস দেখুন
বিসিএস বাংলা প্রশ্ন ও সমাধান দ্বিতীয় খণ্ড
বিসিএস বাংলা প্রশ্ন প্রথম খণ্ড পড়তে ক্লিক করুন
বিসিএস বাংলা প্রশ্ন শেষ খণ্ড পড়তে ক্লিক করুন
ক্রম | প্রশ্ন | উত্তর |
১৪২ | কোনটি হযরত মুহাম্মদ (স) এর জীবনী গ্রন্থ? | মরুভাস্কর |
১৪৩ | কোলকাতায় প্রথম রঙ্গমঞ্চ তৈরি হয় কত সালে? | ১৭৫৩ সালে |
১৪৪ | ক্রিয়া পদের মুল অংশকে বলা হয় | ধাতু |
১৪৫ | ক্রিয়াপদ | কখনো কখনো বাক্যে উহ্য থাকতে পারে |
১৪৬ | ক্রিয়াপদের মূল অংশকে বলে | ধাতু। |
১৪৭ | ক্ষমার যোগ্য’ এর বাক্য সংকোচন | ক্ষমার্হ |
১৪৮ | ক্ষীয়মান’ এর বিপরীত শব্দ কি? | বর্ধমান |
১৪৯ | গাছপাথর’ বাগধারাটির অর্থ | হিসাব-নিকাশ |
১৫০ | গীতাঞ্জলীর ইংরেজী অনুবাদ সম্পাদনা করেন | W B Yeats |
১৫১ | গৃহী এর বিপরীত শব্দ | সন্ন্যাসী |
১৫২ | গোঁফ খেজুরে’ এ বাগধারাটির অর্থ কী? | নিতান্ত অলস |
১৫৩ | ঘরে বাইরে উপন্যাসটি কার লেখা? | রবীন্দ্রনাথ ঠাকুর |
১৫৪ | চতুর্দশপদী কবিতাবলী’ কার রচনা? | মাইকেল মধুসূদন দত্ত |
১৫৫ | চন্দ্রাবতী | কাব্য। |
১৫৬ | চর্চাপদ আবিস্কৃত হয় কোথা থেকে? | নেপালের রাজগ্রন্থশালা থেকে |
১৫৭ | চর্যাপদ কোন ছন্দে লেখা? | মাত্রাবৃত্ত |
১৫৮ | চাঁদ সওদাগর বাংলা কোন কাব্যধারার চরিত্র? | মনসামঙ্গল |
১৫৯ | চাঁদমুখ এর ব্যাসবাক্য হল | চাঁদের মত মুখ |
১৬০ | চাচা কাহিনীর লেখক কে? | সৈয়দ মুজতবা আলি। |
১৬১ | চৌহদ্দি শব্দটি কোন কোন ভাষার শব্দ মিলে হয়েছে? | সংস্কৃত +আরবি |
১৬২ | জঙ্গম এর বিপরীত শব্দ কী? | স্থবির |
১৬৩ | জজ সাহেব কোন ধরনের সমাস? | কর্মধারয় সমাস। |
১৬৪ | জনৈক শব্দটির সন্ধিবিচ্ছেদ? | জন+এক |
১৬৫ | জয়গুন’ কোন উপন্যাসের চরিত্র? | সারেং বৌ |
১৬৬ | জসীমউদদীনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? | রাখালী |
১৬৭ | জসীমউদ্দিনের কবর’ কবিতা কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? | কল্লোল |
১৬৮ | জীবনানন্দ দাশের জন্মস্থান কোন জেলায়? | বরিশাল জেলা |
১৬৯ | জীবনে জ্যাঠামি ও সাহিত্যে ন্যাকামি’ সহ্য করতে পারতেন না | প্রমথ চৌধুরী |
১৭০ | জ্যোৎস্নারাত কোন সমাসের দুষ্টান্ত ? | মধ্যপদলােপী কর্মধারয় |
১৭১ | টা,টি,খানা ইত্যাদি | পদাশ্রিত নিদের্শক |
১৭২ | ট্রাজেডি,কমেডি ও ফার্সের মূল পার্থক্য | জীবনানুভূতির গভীরতায় |
১৭৩ | ঠকচাচা’ চরিত্রটি কোন উপন্যাসে? | আলালের ঘরের দুলাল |
১৭৪ | ‘ঠাকুরমার ঝুলি ‘কী জাতীয় রচনার সংকলন ? | রুপকথা |
১৭৫ | ঠোঁটকাটা’ বলতে কী বোঝায়? | স্পষ্টভাষী |
১৭৬ | ড. মুহম্মদ শহীদুল্লাহ্ ছিলেন প্রধানত | ভাষাতত্ত্ববিদ |
১৭৭ | ড. মুহাম্মদ শহিদুল্লাহর বাংলা সাহিত্যর ইতিহাস গ্রন্থের নাম | বাংলা সাহিত্যের কথা |
১৭৮ | ঢাকা থেকে প্রকাশিত হয় কোন পত্রিকাটি? | ক্রান্তি |
১৭৯ | ঢাকের কাঠি বাগধারাটির অর্থ | তোষামুদে |
১৮০ | ণত্ব বিধি সাধারণত কোন শব্দে প্রয়োজন? | তৎসম |
১৮১ | তৎসম শব্দের ব্যবহার কোন রীতিতে বেশী? | সাধু রীতি |
১৮২ | তত্ত্ববােধিনী পত্রিকা প্রথম প্রকাশিত হয় | ১৮৪৩ সালে |
১৮৩ | তত্ত্ববােধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? | অক্ষয়কুমার দত্ত। |
১৮৪ | তাজকেরাতুল আওলিয়া’ অবলম্বনে তাপসমালা’কে রচনা করেন? | গিরিশচন্দ্র সেন |
১৮৫ | তাপ’ শব্দের বিপরীতার্থক শব্দ | শৈত্য |
১৮৬ | ‘তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি’ এটি কোন ধরনের বাক্য? | যৌগিক বাক্য। |
১৮৭ | তােমার সৃষ্টির পথে রেখেছ আকীর্ণ করি’ রবিন্দ্রনাথের কোন কাব্যের কবিতা? | শেষলেখা |
১৮৮ | তুমি আসবে বলে হে স্বাধীনতা কার কবিতা? | শামসুর রাহমান |
১৮৯ | তুমি আসবে বলে হে স্বাধীনতা, সখিনা বিবির কপাল ভাঙল এটি কোন বাক্য? | মিশ্র বা জটিল |
১৯০ | তুমি এতক্ষন কি করেছো’ এই বাক্যে ‘কি’ কোন পদ? | সর্বনাম |
১৯১ | তুমি না বলেছিলে আগামীকাল আসবে? এখানে না এর ব্যবহার কী অর্থে? | হ্যাঁ-বাচক |
১৯২ | তোহফা কাব্যটি কে রচনা করেন ? | লাওল |
১৯৩ | দারিদ্র্য’ কবিতাটি নজরুল ইসলামের কোন কাব্যের অন্তভুক্ত? | সিন্ধুহিন্দোল |
১৯৪ | দিবারাত্রির কাব্য’ কার লেখা উপন্যাস ? | মানিক বন্দোপাধ্যায় |
১৯৫ | দুধেভাতে উৎপাত গল্পগ্রন্থের রচয়িতা | আখতারুজ্জামান ইলিয়াস। |
১৯৬ | দেয়াল রচনাটি কার? | হুমায়ূন আহমেদ |
১৯৭ | দোভাষী পুঁথি বলতে কী বোঝায়? | কয়েকটি ভাষার শব্দ ব্যবহার করে মিশ্রিত ভাষায় রচিত পুঁথি |
১৯৮ | ‘দোলনা’ শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? | দুল + না |
১৯৯ | দ্বৈপায়ন এর সন্ধিবিচ্ছেদ | দ্বীপ+অয়ন |
২০০ | দ্য লিবারেশন অফ বাংলাদেশ’ গ্রন্থের রচয়িতা | মেজর জেনারেল সুখওয়ান্ত সিং |
২০১ | দ্যুলােক’ শব্দের যথার্থ সন্ধি বিচ্ছেদ কোনটি? | দিব্+লোক |
২০২ | দ্রোপদী কে? | মহাভারতে পাঁচ ভাইয়ের একক স্ত্রী |
২০৩ | ধ্বনি নির্দেশক প্রতীক | ধ্বনির শ্রুতিগ্রাহ্য রূপ |
২০৪ | নদী ও নারী’ কার রচনা? | হুমায়ুন কবির |
২০৫ | নবান্ন’ শব্দটি কোন প্রক্রিয়ায় গঠিত? | সন্ধি। |
২০৬ | নষ্ট হওয়ার অভাব যার’ এক কথায় হবে | নশ্বর |
২০৭ | নারীকে সম্বোধনের ক্ষেত্রে প্রযোজ্য হবে | কল্যাণীয়েষু। |
২০৮ | নিরানব্বইয়ের ধাক্কা বাগধারাটির অর্থ | সঞ্চয়ের প্রবৃত্তি |
২০৯ | নীলদর্পণ নাটকটির বিষয়বস্তু কি? | নীলকরদের অত্যাচার |
২১০ | নীলদর্পন নাটক | ঢাকা থেকে প্রকাশিত। |
২১১ | নেমেসিস’ কোন জাতীয় রচনা? | নাটক |
২১২ | নেমেসিস’ নাটকে নুরুল মােমেন কোন বিষয়কে তুলে ধরেছেন? | দ্বিতীয় বিশ্বযুদ্ধ। |
২১৩ | পথের দাবি উপন্যাসের রচয়িতা কে? | শরৎচন্দ্র চট্টোপাধ্যায় |
২১৪ | ‘পদ’ বলতে কি বোঝায়? | বিভক্তিযুক্ত শব্দ বা ধাতু |
২১৫ | পদ বা পদাবলী বলতে কী বুঝায়? | পদ্যাকারে রচিত দেবস্তুতিমূলক রচনা |
২১৬ | পদাবলী লিখেছেন | রবীন্দ্রনাথ ঠাকুর। |
২১৭ | পদাবলীর প্রথম কবি কে? | চণ্ডীদাস |
২১৮ | পরশ্ব অর্থ কি? | পরশু। |
২১৯ | পাখি সব করে রব রাতি পােহাইল’পংক্তির রচয়িতা কে? | মদন মোহন তর্কালংকার । |
২২০ | পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক | দৌলত কাজী |
২২১ | পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের পরিবেশ এত অপরিস্কার বাক্যটির নিম্নরেখ পদে ষ/স ব্যবহারে | দুটোই অশুদ্ধ। |
২২২ | ‘পূর্বাশা’ পত্রিকার সম্পাদক ছিলেন | সঞ্জয় ভট্রাচার্য |
২২৩ | পেয়ারা কোন ভাষা থেকে আগত শব্দ? | পর্তুগিজ |
২২৪ | প্র,পরা,অপ কি | সংস্কৃত উপসর্গ |
২২৫ | প্রকর্ষ শব্দের সমার্থক শব্দ কোনটি? | উত্কর্ষ |
২২৬ | প্রত্যক্ষ কোন বস্তুর সাথে পরোক্ষ কোন বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় | উপমেয় |
২২৭ | প্রথম বাংলা থিসরাস বা সমার্থক শব্দের অভিধান সংকলন করেছেন | অশোক মুখোপাধ্যায় |
২২৮ | প্রথম সার্থক ট্রাজেডি নাটক কোনটি? | কৃষ্ণকুমারী |
২২৯ | প্রাচিনতম বাঙ্গালি মুসলমান কে? | শাহ মুহম্মদ সগীর |
২৩০ | প্রাচীন যুগের নিদর্শন কোনটি? | দোহাকোষ |
২৩১ | প্রাচীনতম বাঙ্গালী মুসলমান কবি কে? | শাহ্ মুহাম্মাদ সগীর |
২৩২ | প্রাণের বান্ধব রে বুড়ি হইলাম তোর কারণে’ ।গীতিকার কে? | শেখ ওয়াহিদ |
২৩৩ | প্রাতঃরাশ এর সন্ধি | – প্রাতঃ+রাশ |
২৩৪ | ফররুখ আহমেদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম কি? | সাত সাগরের মাঝি |
২৩৫ | ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয় | ১৮০১ সালে |
২৩৬ | ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষ কে ছিলেন? | উইলিয়াম কেরি |
২৩৭ | বউ কথা কও, বউ কথা কও, কও কথা অভিমানী, সেধে সেধে কেঁদে কেঁদে, যাবে কত যামিনী’ এই কবিতাংশটুকুর কবি কে? | কাজী নজরুল ইসলাম |
২৩৮ | বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘কৃষ্ণকান্তের উইল’ উপন্যাসের প্রধান দুটি চরিত্রে নাম | গোবিন্দলাল ও রোহিনী |
২৩৯ | বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক কে? | বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যয় |
২৪০ | ‘বচন’ অর্থ কী? | সংখ্যার ধারণা। |
২৪১ | বটতলার পুঁথি বলতে বোঝায় | দোভাষী বাংলা রচিত পুঁথি সাহিত্য |
২৪২ | বত্রিশ সিংহাসন কার রচনা? | মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার |
২৪৩ | বনফুল’ কার ছদ্মনাম? | বলাইচাঁদ মুখোপাধ্যায় |
২৪৪ | বন্ধন শব্দের সঠিক অক্ষর বিন্যাস কোনটি ? | ব্ +ন্+ধ্+ন |
২৪৫ | ‘বন্যেরা বনে সুন্দর,শিশুরা মাতৃক্রোড়ে’ এ উক্তিটির প্রকৃত তাৎপর্য হচ্ছে | জীব মাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর |
২৪৬ | বর্গের কোন বর্ণসমূহের ধ্বনি মহাপ্রাণধ্বনি? | দ্বিতীয় ও চতুর্থ |
২৪৭ | বাংলা একাডেমি সংক্ষিপ্ত বাংলা অভিধান এর সম্পাদক কে? | আহমদ শরীফ |
২৪৮ | বাংলা একাডেমী কোন সালে প্রতিষ্ঠিত হয়? | ১৯৫৫ |
২৪৯ | বাংলা একাডেমী থেকে প্রকাশিত ত্রৈমাসিক সাহিত্য পত্রিকার নাম | উত্তরাধিকার । |
২৫০ | বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থ কোনটি? | কৃপার শাস্ত্রের অর্থবেদ |
২৫১ | বাংলা ছন্দ কত রকমের? | তিন রকমের |
২৫২ | বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি? | টি |
২৫৩ | বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণের সংখ্যা কত? | ১০টি |
২৫৪ | বাংলা বর্নমালায় স্বরবর্ণ কয়টি? | ১১ টি। |
২৫৫ | বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক স্বরধবনি | ৭ টি। |
২৫৬ | বাংলা ভাষায় কয়টি খাঁটি উপসর্গ রয়েছে? | একুশ |
২৫৭ | বাংলা ভাষায় ছন্দ প্রধানত কত প্রকার ? | ৩ |
২৫৮ | বাংলা ভাষায় প্রথম কাব্য সংকলন ‘চর্যাপদ’ এর আবিষ্কারক | হরপ্রসাদ শাস্ত্রী |
২৫৯ | বাংলা ভাষায় প্রথম ব্যাকরন রচনা করেন কে? | রাজা রামমোহন |
২৬০ | বাংলা ভাষায় প্রথম সাময়িকপত্র কোনটি? | দিক দর্শন। |
২৬১ | বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিস্কৃত হয় কত সালে ? | ১৯০৭ |
২৬২ | বাংলা ভাষার উদ্ভব হয়েছে নিম্মােক্ত একটি ভাষা থেকে | প্রাকৃত |
২৬৩ | বাংলা মৌলিক নাটকের যাত্রা শুরু হয় কোন নাট্যকারের হাতে? | রামনারায়ন তর্করত্ন |
২৬৪ | বাংলা লিপির উৎস কী? | ব্রাহ্মী লিপি |
২৬৫ | বাংলা সাহিত্য কখন গদ্যের সুচনা হয়? | উনিশ শতকে |
২৬৬ | বাংলা সাহিত্য কথ্যরীতির প্রচলনে কোন পত্রিকার অবদান বেশী? | সবুজপত্র |
২৬৭ | বাংলা সাহিত্যর আদি কবি কে? | লুইপা |
২৬৮ | বাংলা সাহিত্যর প্রথম ইতিহাস গ্রন্থ কোনটি? | বঙ্গভাষা ও সাহিত্য |
২৬৯ | বাংলা সাহিত্যর প্রথম মুসলিম ঔপন্যাসিকের নাম কি? | মীর মোশারফ হোসেন। |
২৭০ | বাংলা সাহিত্যে সনেট রচনার প্রবর্তক কে? | মাইকেল মধুসূদন দত্ত |
২৭১ | বাংলা সাহিত্যের অন্ধকার যুগের মেয়াদকাল | ১২০১-১৩৫০ |
২৭২ | বাংলা সাহিত্যের আদি কবি কে? | লুইপা |
২৭৩ | বাংলা সাহিত্যের ইতিবৃত্ত (আধুনিক) কারা রচনা করেন? | মুহম্মদ আবদুল হাই ও সৈয়দ আলী আহসান |
২৭৪ | বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম উল্লেখযোগ্য গ্রন্থ কার রচনা? | দীনেশচন্দ্র সেনগুপ্ত |
২৭৫ | বাংলা সাহিত্যের জনক হিসেবে কার নাম চিরস্মরণীয়? | ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। |
২৭৬ | বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ রচনা করেন? | দিনেশচন্দ্র সেন |
২৭৭ | বাংলা সাহিত্যের প্রাচীন যুগ | ৬৫০-১২০০ |
২৭৮ | বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা | গীতিকবিতা |
২৭৯ | বাংলাদেশে গ্রাম থিয়েটারের প্রবর্তক কে? | সেলিম আল দীন |
২৮০ | বাংলাদেশের জাতীয় সঙ্গীতে কোন বিষয়টি প্রধানভাবে আছে? | বাংলার প্রকৃতির কথা |
২৮১ | বাংলায় কোরআন শরীফের প্রথম অনুবাদক কে? | গিরিশ চন্দ্র সেন। |
২৮২ | বাংলায় টি, এস, এলিয়টের কবিতার প্রথম অনুবাদক? | বিষ্ণু দে |
বিসিএস বাংলা প্রশ্ন প্রথম খণ্ড পড়তে ক্লিক করুন
বিসিএস বাংলা প্রশ্ন শেষ খণ্ড পড়তে ক্লিক করুন
মাথা ঝিম ঝিম করলে পড়ুন: Lining in Us
বিসিএস, বিসিএস প্রস্তুতি, বিসিএস সিলেবাস, বিসিএস প্রশ্ন, বিসিএস বই ডাউনলােড, বিসিএস লিখিত পরীক্ষার বই, বিসিএস কি, বিসিএস পরীক্ষা, বিসিএস পুলিশ ক্যাডার, বিসিএস লিখিত পরীক্ষার সিলেবাস, বিসিএস শিক্ষা ক্যাডার, বিসিএস প্রস্তুতি বই ডাউনলােড, বিসিএস প্রস্তুতি ৩৯, বিসিএস প্রস্তুতি রুটিন, বিসিএস প্রস্তুতির বই, বিসিএস প্রস্তুতি প্রশ্ন, বিসিএস প্রস্তুতি pdf, বিসিএস সিলেবাস ৩৯তম, বিসিএস সিলেবাস ৩৮তম, বিসিএস সিলেবাস ৩৬তম, বিসিএস সিলেবাস ৩৫তম, বিসিএস সিলেবাস pdf, বিসিএস সিলেবাস ডাউনলােড, বিসিএসের সিলেবাস, বিসিএস এর সিলেবাস, ৩৮তম বিসিএস এর সিলেবাস, ৩৮ তম বিসিএস ৩৮ তম বিসিএস প্রস্তুতি, ৩৮ তম বিসিএস সিলেবাস, ৩৯ তম বিসিএস কবে হতে পারে, ৩৯ তম বিসিএস প্রিলি প্রস্তুতি, ৩৯ তম বিসিএস পরীক্ষা, ৩৯তম বিসিএস প্রিলি,