লাল নীল দীপাবলি বা বাংলা সাহিত্যের জীবনী-০১
হুমায়ুন আজাদ এর লাল নীল দীপাবলি বা বাংলা সাহিত্যের জীবনী বাংলা সাহিত্যের এক অসাধারণ বই। বিসিএস বাংলা প্রস্তুতি নিতে গিয়ে এই লাল নীল দীপাবলি না পড়লে you are living in fool’s paradise। fool’s paradise এর বাইরে আসতে গেলে যদি এটা পড়াই লাগে অোর হাতে যদি সময় কম থাকে তাহলে দুই খণ্ডে সমাপ্ত ২৭৬টি question and answer ঝেড়ে ফেলুন।
বাংলা বিষয়ে আরো জানতে সিলেবাস দেখুন
দ্বিতীয় ও শেষ খণ্ড পড়তে ক্লিক করুন
লাল নীল দীপাবলি বা বাংলা সাহিত্যের জীবনী ১ম খণ্ড
ক্রম | প্রশ্ন | উত্তর |
১ | ‘আলালের ঘরের দুলাল’ এর রচয়িতা কে? | প্যারীচাদ মিত্র। |
২ | ‘কথোপকথন’ এর রচয়িতা কে? | উইলিয়াম কেরি। |
৩ | ‘গাজিকালু ও চম্পাবতী’ কোন ধরনের সাহিত্য? | পুঁথি সাহিত্য। |
৪ | ‘পুরষ্কার’ কার কবিতা? | রবীন্দ্রনাথ ঠাকুর |
৫ | ‘বাঙলা’/’বঙ্গ’/’বাঙ্গালা’ নামগুলো উৎপত্তির কাহিনী বয়ান করেছেন কে? | সম্রাট আকবরের সভারত্ন আবুল ফজল |
৬ | ‘ভারততীর্থ’ কার লেখা কবিতা? | রবিঠাকুর |
৭ | “আমার সন্তান যেন থাকে দুধে ভাতে” এটি কার রচনা? | ভারত চন্দ্র রায়গুণাকর |
৮ | “আমার সন্তান যেন থাকে দুধে ভাতে” দেবী অন্নদার কাছে এটি কার প্রার্থনা? | ঈশ্বরী পাটনি |
৯ | “মন্ত্রের সাধন কিংবা শ্রীর পাতন” / “নগর পুড়িলে দেবালয় কি এড়ায়” কার রচিত? | ভারতচন্দ্র রায়গুণাকর |
১০ | “যে সব বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী… ন জানি” কোন কাব্যের অন্তর্গত? | নূরনামা |
১১ | ১৮০০ শতকের আগে কবিতা গাওয়া হতো। কবিতা পড়ার বস্তু হয়ে দাঁড়ালো কোন কবির হাত ধরে? | মাইকেল মধুসূদন দত্ত |
১২ | আদি যুগে লোকজীবনের কথা বিধৃত সর্বপ্রথম সাহিত্যক নিদর্শন কোনটি? | ডাক খনার বচন। |
১৩ | আধুনিক বাংলা গীতি কবিতার সূত্রপাত? | টপ্পাগান। |
১৪ | আধুনিক বাংলা ভাষার পরিধি কত সাল থেকে শুরু হয়েছে ? উঃ ১৮০১ সাল থেকে। | (প্রস্তুতিপর্বঃ ১৮০০-১৮৬০, বিকাশপর্বঃ ১৮৬০-১৯০০, রবীন্দ্রপর্বঃ ১৯০০-১৯৩০, রবীন্দ্রোত্তরঃ ১৯৩০-১৯৪৭ ও বাংলাদেশঃ ১৯৪৭-) |
১৫ | আধুনিক যুগ কোন সময় পর্যন্তু বিস্তৃত? | ১৮০১ সাল থেকে বর্তমান। |
১৬ | আধুনিক যুগের কোন প্রতিভাধর কবির হাত ধরে সনেট, মহাকাব্য, ট্রাজেডি এসেছে? | মাইকেল মধুসূদন দত্ত |
১৭ | আধুনিক যুগের শ্রেষ্ঠ প্রতিভু কে? | বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। |
১৮ | আধুনিক যুগের সবচেয়ে বড় অবদান কোনটি? | গদ্য |
১৯ | আধুনিকের পন্ডিতগণের মতে, নেপালে প্রাপ্ত চর্যাপদের পুঁথির নাম কি ? | চর্যাগীতি কোষ। |
২০ | আব্দুল হাকিমের আটটি কাব্যের মধ্যে উল্লেখযোগ্যগুলোর নাম লিখুন। | ইউসুফ-জোলেখা, নূরনামা, কারবালা, শহরনামা |
২১ | আরাকান রাজ্যের শ্রেষ্ঠ কবি কে? | আলাওল |
২২ | আরাকান রাজ্যের সভাকবি কারা? | আলাওল, মাগন ঠাকুর, কাজি দৌলত |
২৩ | আর্য ভারতীয় গোষ্ঠীর প্রাচীনতম সাহিত্যেক ভাষার নাম কি? | বৈদিক ও সংস্কৃত ভাষা। |
২৪ | আলাওল কোন দশকের কবি? | সপ্তদশ |
২৫ | আলাওল কোন যুগের কবি? | মধ্য যুগের। |
২৬ | আলাওলের শ্রেষ্ঠ কাব্য কোনটি? | পদ্মাবতী |
২৭ | উনিশ শতকের নাট্য সাহিত্য ধারার অন্যতম রূপকার? | মাইকেল মধুসুদন দত্ত। |
২৮ | উনিশ শতকের সবচেয়ে খ্যাতনামা বাউল শিল্পী কে? | লালন শাহ। |
২৯ | এক অক্ষর কবিতাও না লিখে বাংলাসাহিত্যের ইতিহাস দখল করে আছেন কে? | শ্রী চৈতন্যদেব |
৩০ | কত সময় ধরে মঙ্গলকাব্য রচিত হয়? | প্রায় পাঁচশো বছর |
৩১ | কত সালে ‘শ্রীরামপুর মিশন’ প্রতিষ্ঠিত হয় ? | ১৮০০ খ্রিষ্টাব্দে। |
৩২ | কত সালে ভারতবর্ষ তিন খন্ড হয়? | ১৯৪৭ |
৩৩ | কত সালে শ্রীকৃষ্ণকীর্তন কাব্য উদ্ধার করা হয়? | ১৯০৯ |
৩৪ | কবিকঙ্কন কার উপাধি ছিল? তিনি কোথাকার কবি ছিলেন? | মকুন্দরাম চক্রবর্তী, সিলিম্বাজ শহরের গোপীনাথ তালকের দামুন্যা গ্রামে |
৩৫ | কবীন্দ্রবচন সমুচ্চয় ও সদুক্তি কর্ণামৃত কাব্য কোন যুগে রচিত? | সেনযুগে। |
৩৬ | কাঙ্গাল হরিনাথ কখন আবির্ভূত হন? | উনিশ শতকের শেষার্ধে। |
৩৭ | কারা ফারসি ভাষায় ইউসুফ জোলেখা রচনা করেন? | ফেরদৌসি ও জামী |
৩৮ | কাশীরাম কোন সময়ের মধ্যে মহাভারত রচনা করেন? | ১৬০২-১৬১০ এর মধ্যে |
৩৯ | কীর্তিলতা পুরুষ পরীক্ষা বিভাগসার প্রভৃতি সাহিত্যকর্মের রচয়িতা কে? | মিথিলার কবি বিদ্যাপতি। |
৪০ | কৃত্তিবাসের জন্মস্থান কোথায়? | নদীয়ার ফুলিয়া গ্রামে |
৪১ | কোন কোন লিপির উপর বাংলা লিপির প্রভাব বিদ্যমান ? | উড়িষ্যা মৈথিলি ও আসামী লিপির উপর। |
৪২ | কোন গ্রন্থে প্রমাণিত হয় যে চর্যাপদ বাঙ্গালির? | বাঙলা ভাষার উৎপত্তি ও বিকাশ(১৯২৬) |
৪৩ | কোন ব্যাকরণবিদের কাছে সংস্কৃত ভাষা চূড়ান্তভাবে বিধিবদ্ধ হয়? | ব্যাকরণবিদ পানিনির হাতে। |
৪৪ | কোন ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি? | মাগধী প্রাকৃত। |
৪৫ | কোন ভাষা বৈদিক ভাষা নামে স্বীকৃত? | আর্যগণ যে ভাষায় বেদ-সংহিতা রচনা করেছেন। |
৪৬ | কোন ভাষাকে প্রাকৃত ভাষা বলে? | খ্রিষ্টপূর্ব ৮০০ খ্রীঃ দিকে বৈদিক ভাষা বির্বতনকালীণ সময়ে জনসাধারন যে ভাষায় নিত্য নতুন কথা বলত। |
৪৭ | কোন ভাষাটি মানুষের মুখে মুখে বদলে পরিণত হয়েছে বাংলা ভাষায়? | প্রাচীন ভারতীয় আর্যভাষা |
৪৮ | কোন ভাষায় বৌদ্ধরা তাদের ধর্মগ্রন্থ আর অন্যান্য বই লিখতেন? | পালি ভাষায় |
৪৯ | কোন যুগকে অবক্ষয়ের যুগ বলা হয় ? | ১৭৬০-১৮৬০সাল পর্যন্ত। |
৫০ | কোন যুগে বাংলা লিপি ও অক্ষরের গঠনকার্য শুরু হয় ? | সেন যুগে। |
৫১ | কোন যুগে বাংলা লিপির গঠনকার্য স্থায়ীরূপ লাভ করে? | প্রাচীন যুগে। |
৫২ | কোন লিপি থেকে বাংলা লিপির উদ্ভব ঘটেছে? | ব্রাহ্মী লিপি। |
৫৩ | কোন শতকে বাংলাদেশ বিভিন্ন জনপদে বিভক্ত ছিল? | ষষ্ঠ- সপ্তদশ |
৫৪ | কোন শতকে বাংলাসাহিত্যের জন্ম? | দশম শতকের মাঝামাঝি |
৫৫ | কোন শতকে মুসলমানরা বাংলায় আসে? | তের শতক(১২০০-১২০৭) |
৫৬ | কোরআন শরীফ প্রথম বাংলায় অনুবাদ কে করেন? | ভাই গিরিশচন্দ্র সেন। |
৫৭ | কোরেশী মাগন ঠাকুর কাকে আশ্রয় দিয়েছিলেন? | আলাওল |
৫৮ | কোরেশী মাগন ঠাকুরের রচনা কোনটি? | চন্দ্রাবতী |
৫৯ | খ্রিষ্টপূর্ব ৩য় শতকে কোন শাসকের শাসনমালা ব্রাহ্মী লিপিতে উৎকীর্ন পাওয়া যায়? | সম্রাট অশোক। |
৬০ | গীত গোবিন্দ কাব্যগ্রন্থের রচয়িতার নাম কি ? | জয়দেব। |
৬১ | গীতি কাব্যের রচয়িতা কে? | গোবিন্দ্রচন্দ্র দাস। |
৬২ | গৌড়ের প্রতিদ্বন্দী ছিল কোন জনপদ? | বঙ্গ |
৬৩ | চন্ডীদাস কোন যুগের কবি ? | মধ্যযুগের। |
৬৪ | চন্ডীদাস সমস্যা কি? | বাংলা সাহিত্য একাধিক পদকর্তা নিজেকে চন্ডীদাস পরিচয় দিয়ে যে স মস্যা সৃষ্টি করেছেন তাই চন্ডীদাস সমস্যা । |
৬৫ | চন্ডীমঙ্গলকাব্যের কবিগণের নাম লিখুন। | মাণিক দত্ত, দ্বিজ মাধব, মকুন্দরাম চক্রবর্তী, দ্বিজ রামদেব, ভারতচন্দ্র রায় গুণাকর |
৬৬ | চন্ডীমঙ্গলকাব্যের দু’জন সেরা কবি কে কে? | ভারতচন্দ্র রায় গুণাকর, মকুন্দরাম চক্রব্রর্তী |
৬৭ | চর্যা সংগ্রহটিতে সর্বসমেত কয়টি চর্যাগীতি ছিল? | ৫১ টি। |
৬৮ | চর্যাগীতিকা হরপ্রসাদ শাস্ত্রী কর্তৃক কবে প্রকাশিত হয়েছিল ? | ১৯১৬ সালে। |
৬৯ | চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে, কে করেন, কোথা থেকে? | ১৯০৭, পন্ডিত মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী |
৭০ | চর্যাপদ কিসের সংকলন? | কবিতা বা গানের সংকলন |
৭১ | চর্যাপদ কোথায় পাওয়া যায়? | নেপালের রাজ দরবারের গ্রন্থাগারে। |
৭২ | চর্যাপদ কোন ছন্দে রচিত ? | মাত্রাবৃত্তে ছন্দে। |
৭৩ | চর্যাপদ কোন ভাষায় রচিত হয়? | বঙ্গকামরুপী ভাষায়। |
৭৪ | চর্যাপদ কোন যুগের নিদর্শন? | আদি/ প্রাচীন যুগ। |
৭৫ | চর্যাপদ কোন সময়ে রচিত হয় ? | সপ্তম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যবর্তী সময়ে। |
৭৬ | চর্যাপদ যে বাঙ্গালির একথা প্রমাণ করে ছাড়েন কে? | ডঃ সুনীতিকুমার চট্টোপাধ্যায় |
৭৭ | চর্যাপদ রচনা করেন কারা ? | বৌদ্ধ সিদ্ধাচার্যগণ। |
৭৮ | চর্যাপদের ঢং এ আধুনিক কোন কবি কবিতা রচনা করেছেন? | রবি ঠাকুর |
৭৯ | চর্যাপদের তিব্বতী অনুবাদ কে আবিস্কার করেন? | ডঃ প্রবোধচন্দ্র বাগচী। |
৮০ | চর্যাপদের পদগুলো কোন কোন ভাষায় রচিত বলে দাবি করা হয়? | বাংলা, হিন্দী, মৈথিলী, অসমীয় ও উড়িয়া ভাষায়। |
৮১ | চর্যাপদের পুঁথি নেপালে যাবার কারন কি? | তুর্কী আক্রমনকারীদের ভয়ে পন্ডিতগণ তাদের পুুথি নিয়ে নেপালে পালিয়ে গিয়ে শরনার্থী হয়েছিলেন। |
৮২ | চর্যাপদের পুঁথিকে কোথা কে এবং কখন আবিস্কার করেন? | মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭। |
৮৩ | চর্যাপদের প্রতিপাদ্য বিষয় কি? | চর্যাপদের মূল প্রতিপাদ্য বিষয় বৌদ্ধ সহজিয়া সিদ্ধাদের গুহ্য সাধনতত্ত্ব এবং তৎকালীন সমাজ ও জীবনের পরিচয়। |
৮৪ | চর্যাপদের ভাষা কে কি নাম দেওয়া হয়েছে? | সান্ধ্য/আলো আঁধারির ভাষা |
৮৫ | চর্যাপদের ভাষাকে কে বাংলা ভাষা দাবি করেছেন? | অধ্যাপক সুনীতি কুমার চট্টোপাধ্যয়। |
৮৬ | চর্যাপদের ভাষায় কোন অঞ্চলের নমুনা পরিলক্ষিত হয়? | পশ্চিম বাংলার প্রাচীনতম কথ্য ভাষার। |
৮৭ | চর্যাপদের মোট কতটি পদ উদ্ধার করা হয়েছিলো? | সাড়ে ছেচল্লিশটি |
৮৮ | চর্যাপদের মোট কবি কতজন? | ২৪ জন |
৮৯ | চর্যাপদের রচনা কাল কত? | সপ্তম -দ্বাদশ শতাব্দী। |
৯০ | চর্যাপদের রচনাকাল | ৯৫০-১২০০ |
৯১ | চর্যাপদের সবচেয়ে সুন্দর কবিতাটি কে লিখেছেন? | শবরীপা |
৯২ | চর্যাপদের সর্বাধিক পদ রচয়িরা কাহ্নপার অন্যনাম কি? | কৃষ্ণাচার্য |
৯৩ | চর্যাপদের সাথে আবিষ্কৃত অন্য বইদুটির নাম কি? | দোহাকোষ ও ডাকার্ণব |
৯৪ | চর্যার প্রাপ্ত কোন পদটির শেষাংশে পাওয়া যায় নি ? | ২৩ সংখ্যক পদ। |
৯৫ | চর্যার প্রাপ্ত কোন সংখ্যক পদটি টীকাকার কর্তৃক ব্যাখ্যা হয় নি ? | ১১ সংখ্যক পদ। |
৯৬ | চর্যার প্রাপ্ত পুঁথিতে কোন কোন সংখ্যক পদে সম্পূর্ন পাওয়া যায় নি ? | ২৪, ২৫, ৪৮ সংখ্যক পদ। |
৯৭ | চাঁদসওদাগর কতদিন ঘরহারা ছিলেন? | ১২ বছর |
৯৮ | চৈতন্য পরবর্তী যুগ বা মধ্যযুগের শেষ কবি কে? | ভারতচন্দ্র রায় গুনাকর। |
৯৯ | চৈতন্যচরিতামৃত কার লেখা? | কৃষ্ণদাস কবিরাজ |
১০০ | চৈতন্যদেবের আসল নাম ও ডাক নাম কি ছিল? | বিশ্বম্ভর, নিমাই |
১০১ | চৈতন্যদেবের জন্মস্থান, মৃত্যুস্থান লিখুন। | নবদ্বীপ, পুরী |
১০২ | চৈতন্যদেবের জীবনকাল লিখুন। | ১৪৮৬-১৫৩৩(repeated) |
১০৩ | চৈতন্যদেবের জীবনী হিসেবে সবচেয়ে বিখ্যাত রচনা কোনটি, কে রচনা করেন? | চৈতন্যচরিতামৃত |
১০৪ | ছোটগল্পের আরম্ভে ও উপসংহারে কোন গুনটি প্রধান? | নাটকীয়তা । |
১০৫ | জার্মান ভাষায় বাইবেল অনুবাদ রচনা করেছিলেন কে? | মার্টিন লুথার |
১০৬ | টপ্পা গানের জনক কে? | নিধুবাবু (রামনিধি গুপ্ত)। |
১০৭ | টীকাকার মুনিদত্তের মতানুসারে চর্যাপদের নাম কি ? | আশ্চর্য চর্যাচয়। |
১০৮ | ড. মুহাম্মদ শহীদুল্লাহর মতে খ্রীষ্টপূর্ব কত পর্যন্ত বাংলা ভাষার অস্তিত্ব ছিল? | পাঁচ হাজার বছর। |
১০৯ | ড. মুহাম্মদ শহীদুল্লাহর মতে প্রাচীন যুগের পরিধি কত পর্যন্ত বিস্তৃৃত ছিল? | ৬৫০-১২০০ সাল পর্যন্তু। |
১১০ | ড. মুহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎস কোন অপভ্রংশ থেকে? | গৌড় অপভ্রংশ থেকে। |
১১১ | ডঃ সুনীতি কুমার চট্টোপাধ্যয় কবে চর্যাপদে ভাষা বাংলা বলে প্রমান করেন? | ১৯২৬ সালে। |
১১২ | ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ কোনটি? | নীল দর্পন। |
১১৩ | তিনি কার রাজত্বকালে কাব্যরচনা করেন, কোন কাব্য? | সুলতান গিয়াসউদ্দিন আযম শাহ, ইউসুফ-জোলেখা |
১১৪ | দশম শতক থেকে অষ্টাদশ শতকের শেষ পর্যন্ত বাংলা সাহিত্য কোনরূপে ছিল? | পদ্যরূপে |
১১৫ | দেবতাদের কাছে মঙ্গল কামনা করা হয় কোন কাব্যে? | মঙ্গলকাব্য |
১১৬ | দেবী অন্নদা কার খেয়ানৌকায় নদী পার হয়? | ঈশ্বরী পাটনি |
১১৭ | ধনপতি লহনা কিসের কাহিনী? | চন্ডীমঙ্গল |
১১৮ | ধর্ম মঙ্গলকাব্যের কবিগণের নাম লিখুন। | ময়ুরভট্ট, মানিকরাম, রূপরাম, সীতারাম, ঘনরাম, |
১১৯ | নসিহতনামা কার রচনা? | আফজল আলী |
১২০ | নৃ্তাত্ত্বিকদের মতে বাঙালি পূর্বপুরুষ কারা? | সিংহলের ভেড্ডারা |
১২১ | নেপালে প্রাপ্ত পুঁথিতে পদগুলির কি নাম দেযা হয়েছে ? | চর্যাচর্য বিনিশ্চয়। |
১২২ | পরাগল খান কাকে দিয়ে আংশিকভাবে মহাভারত রচনা করান? | কবীন্দ্র পরমেশ্বর |
১২৩ | পরাগল খানের ছেলের নাম কি? | ছুটি খান |
১২৪ | পাঠান শাসনামলে কোন নামে বাংলার সব জনপদ এক হয়? | বঙ্গ |
১২৫ | পানিণি কোন ভাষার ব্যাকরণকে শৃঙ্খলাবদ্ধ করেন? | সংস্কৃত ভাষা। |
১২৬ | পানিনি রচিত গ্রন্থের নাম কি? | ব্যাকরণ অষ্টাধয়ী। |
১২৭ | পুঁথি সাহিত্যের প্রথম সার্থক কবি কে? | ফকির গরিবুল্লাহ। |
১২৮ | প্রাকৃত ভাষা বিবর্তিত হয়ে শেষ যে স্তরে উপনীত হয় তার নাম কি? | অপভ্রংশ। |
১২৯ | প্রাচীন বাংলা ভাষার কয়টি স্তর ও কী কী? | তিনটি, প্রাচীন যুগের বাংলা ভাষা, মধ্য যুগের বাংলা ভাষা, আধুনিক যুগের বাংলা ভাষা |
১৩০ | প্রাচীন ভারতীয় আর্য ভাষার স্তর কয়টি? | তিনটি। |
১৩১ | প্রাচীন ভারতীয় আর্যভাষা পরিবর্তিত হয়ে কোন রূপটি নেয়? | পালি |
১৩২ | প্রাচীন ভারতীয় আর্যভাষা হাজার বছর ধরে পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় রূপ নেয়। এই ক্রমবিকাশের ধারায় পর্যায়ক্রমে আর কোন দুটি ভাষা ছিল? | পালি, প্রাকৃত |
১৩৩ | প্রাচীন হিন্দি ভাষার মহাকবি কে? তার কাব্যের নাম কি? | মালিক মুহম্মদ জায়সি |
১৩৪ | ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রধান কে ছিলেন? | উইলিয়াম কেরি |
১৩৫ | বঙ্গ+আল= বাঙ্গাল, এই ‘আল’ অংশটুকু কোন প্রসঙ্গে এসেছে? | জমির আল, সীমানা, বাঁধ |
১৩৬ | বড়– চন্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কে উদ্ধার করেন? | বসন্তরঞ্জন রায়, ১৯০৯। |
১৩৭ | বাংলা অক্ষর বা বর্ণমালা কোন সময়ে একচ্ছত্র প্রভাব বিস্তার লাভ করে ? | খ্রিঃ দশম ও একাদশ শতাব্দীর মধ্যে। |
১৩৮ | বাংলা উপন্যাস সাহিত্য ধারার জনক? | বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়। |
লাল নীল দীপাবলি দ্বিতীয় ও শেষ খণ্ড পড়তে ক্লিক করুন
best tags:
bcs, bcs exam, bcs exam bangladesh, bcs exam results, bcs exam question, bcs exam quesitons, bcs exam time table 2018, bcs exam 2018, bcs exam papers, bcs exam preparation, bcs exam preparation books, bcs exam requirements, bcs exam fees, bcs exam results portal, bcs exam result 2018, bcs exam results release date, bcs exam bangladesh 2018, bcs exam bangladesh syllabus, bcs exam bangladesh preparation, bcs exam bangladesh sample quesitons, bcs exam bangladesh rules, bcs exam question and answer, bcs exam question and answer 2018, bcs exam question and answer 2018, bcs exam question and answer 2018, বিসিএস, বিসিএস প্রস্তুতি, বিসিএস সিলেবাস, বিসিএস প্রশ্ন, বিসিএস বই ডাউনলােড, বিসিএস লিখিত পরীক্ষার বই, বিসিএস কি, বিসিএস পরীক্ষা, বিসিএস পুলিশ ক্যাডার, বিসিএস লিখিত পরীক্ষার সিলেবাস, বিসিএস শিক্ষা ক্যাডার, বিসিএস প্রস্তুতি বই ডাউনলােড, বিসিএস প্রস্তুতি ৩৯, বিসিএস প্রস্তুতি রুটিন, বিসিএস প্রস্তুতির বই, বিসিএস প্রস্তুতি প্রশ্ন, বিসিএস প্রস্তুতি pdf, বিসিএস সিলেবাস ৩৯তম, বিসিএস সিলেবাস ৩৮তম, বিসিএস সিলেবাস ৩৬তম, বিসিএস সিলেবাস ৩৫তম, বিসিএস সিলেবাস pdf, বিসিএস সিলেবাস ডাউনলােড, বিসিএসের সিলেবাস, বিসিএস এর সিলেবাস, ৩৮তম বিসিএস এর সিলেবাস, ৩৮ তম বিসিএস ৩৮ তম বিসিএস প্রস্তুতি, ৩৮ তম বিসিএস সিলেবাস, ৩৯ তম বিসিএস কবে হতে পারে, ৩৯ তম বিসিএস প্রিলি প্রস্তুতি, ৩৯ তম বিসিএস পরীক্ষা, ৩৯তম বিসিএস প্রিলি