হুমায়ন আজাদ এর লাল নীল দীপাবলি বা বাংলা সাহিত্যের জীবনী বাংলা সাহিত্যের এক অসাধারণ বই। বিসিএস বাংলা প্রস্তুতি নিতে গিয়ে এই লাল নীল দীপাবলি না পড়লে you are living in fool’s paradise। fool’s paradise এর বাইরে আসতে গেলে যদি এটা পড়াই লাগে অোর হাতে যদি সময় কম থাকে তাহলে দুই খণ্ডে সমাপ্ত ২৭৬টি question and answer ঝেড়ে ফেলুন।