BCS Preli Preparation for 43 কে মজবুত করার জন্য BCS Preli Preparation – 1 এর মাধ্যমে সনাতন দা’র আড্ডায় চালু করে দিলাম একটি ১০দিন ভিত্তিক মোটামুটি পূর্ণাঙ্গ BCS Preli Preparation উৎসব। এই BCS Preli Preparation এর প্রথম পাঠ হচ্ছে BCS Preli Preparation – 1. আজ থেকে শুরু করে ১০টি খন্ডে আমরা নিজেদেরকে প্রস্তুত করে নিব। নিচে দেয়া রুটিনটা Follow করতে পারেন।
10 Day BCS Preli Crush Program এ আমরা যে বিষয়গুলোতে শান দিব-
১. Bengali Literature
২. Bangladesh Affairs
৩. International Affairs
৪. Geography, Environment and Disaster Management
৫. General Science
৬. Ethics, Values and Good governance
তবে নিম্নোক্ত বিষয়গুলো-
১. English Language and Literature – যা দিব একদিনেই পারবেন।
২. Computer and Information Technology- যা দিব একদিনেই পারবেন।
৩. Mathematical Reasoning – দেয়া হবে না।
৪. Mental Ability – অল্প কিছু দিতে পারি।
এখানে Question গুলো সাজানো হয়েছে এমনভাবে যেন পড়তে গিয়ে আপনার বিরক্তি না আসে। সর্বমোট ২২২৭টি Exclusive Question ১০ দিনে আমরা আয়ত্ব করব। এর মানে কেউ এটা করে নিবেন না যে, এই ২২২৭টি প্রশ্ন পড়লেই আপনার BCS Preli Preparation হয়ে যাবে- পরীক্ষায় সব কমন পড়ে যাবে – আপনি দমাদম বৃত্ত ভরাট করে দিয়ে চিত্ত প্রশান্ত করবেন।
আসলে BCS Preliminary Question করার Huge Materials আছে। প্রশ্নকর্তা চাইলে এমন প্রশ্ন করতে পারে যা আমাদের পরদাদারাও কোনদিন কল্পনা করতে পারবে না। আইনস্টাইন ৪৫ মিনিটের মাথায় উত্তরপত্রে Zig-zag এঁকে খাতা জমা দিয়ে দেবে। সুকান্ত ভট্টাচার্য হলরুমেই ২ঘণ্টা ১০ মিনিট ধরে ভাবতে থাকবে যে কী হল! কাজী নজরুল ইসলাম বিদ্রোহের দাবানল লাগিয়ে দেবে হলরুমে।
জানি, আপনার সব পড়া আছে। তবু একবার চোখ বুলিয়ে যান। সারাদিনে মাত্র ২ ঘণ্টা ৩০ মিনিট আড্ডায় দিন, আপনাকে পিছনে ফিরে তাকাতে হবে না। এই Crush Program মূলত তাদের জন্য যাদের হাতে অত সময় নেই; পড়তে ইচ্ছে করে না- তাদের।
এখানে শুধু Question and Answer দেয়া হয়েছে। চারটা অপশন আপনাকে যেন বিভ্রান্তিতে না ফেলে সেজন্য প্রযোজ্য ক্ষেত্রে অপশন বাদ দিয়েছি। তবে বাংলাদেশ ব্যাংক ও বিসিএস প্রিলির জন্য শীঘ্রই পরীক্ষার আয়োজন করব। কোন ভুল পেলে কমেন্ট করবেন। কারণ, ভুল হতেই পারে। কিন্তু শুদ্ধ করা যাবে না- এমন কোথাও লেখা নেই।
তবে, একটা কথা আগেই বলে রাখি, প্রতিদিনেরটা প্রতিদিনেই শেষ করতে হবে। ৩নম্বর হাত- মানে, অজুহাত দেখাবেন না। পড়ার ফাঁকে পড়ুন, কাজের ফাঁকে পড়ুন।
BCS Preli Preparation: A 10 Day Crush Program Routine
ক্রম | তারিখ (নিজের সুবিধামত) | সময় | |
সকাল ১০টার পরে অথবা আপনার সুবিধামত সময়ে ১ঘণ্টা রিভিশন | রাত ১১টার পরে অথবা আপনার সুবিধামত সময়ে ১ঘণ্টা ৩০ মিনিট পড়া | ||
01 | BCS Preli Preparation Day-1 নিচে | ||
02 | BCS Preli Preparation Day-1 নিচে | BCS Preli Preparation Day-2 ক্লিক টু রিড | |
03 | BCS Preli Preparation Day-2 ক্লিক টু রিভাইস | BCS Preli Preparation Day-3 ক্লিক টু রিড | |
04 | BCS Preli Preparation Day-3 ক্লিক টু রিভাইস | BCS Preli Preparation Day-4 ক্লিক টু রিড | |
05 | BCS Preli Preparation Day-4 ক্লিক টু রিভাইস | BCS Preli Preparation Day-5 ক্লিক টু রিড | |
06 | BCS Preli Preparation Day-5 ক্লিক টু রিভাইস | BCS Preli Preparation Day-6 ক্লিক টু রিড | |
07 | BCS Preli Preparation Day-6 ক্লিক টু রিভাইস | BCS Preli Preparation Day-7 ক্লিক টু রিড | |
08 | BCS Preli Preparation Day-7 ক্লিক টু রিভাইস | BCS Preli Preparation Day-8 ক্লিক টু রিড | |
09 | BCS Preli Preparation Day-8 ক্লিক টু রিভাইস | BCS Preli Preparation Day-9 ক্লিক টু রিড | |
10 | BCS Preli Preparation Day-9 ক্লিক টু রিভাইস | BCS Preli Preparation Day-10 ক্লিক টু রিড | |
11 | BCS Preli Preparation Day-10 ক্লিক টু রিভাইস |
BCS Preli Preparation Day -1 : Geography, Environment and Disaster Management
1 | ‘Geography শব্দ প্রথম ব্যবহার করেন Answer: প্রাচীন গ্রিসের ভূগােলবিদ ইরাটসথেনিস। |
2 | ‘Gepgraphy শব্দটির অর্থ Answer: পৃথিবীর বর্ণনা। |
3 | ‘অগ্নিশ্বর’ উন্নত জাতের Answer: কলা। |
4 | “A sleeping beauty emerging from mists and water.” কে বলেছেন Answer: সপ্তম শতাব্দীতে প্রখ্যাত চৈনিক পরিব্রাজক কবি হিউয়েন সাং |
5 | ২১শে জুন দীর্ঘতম দিন ও ক্ষুদ্রতম রাত হয় Answer: উত্তর গােলার্ধে |
6 | ২১শে মার্চ উত্তর গােলার্ধে কোন কাল Answer: বসন্তকাল। তাই একে বাসন্ত বিষুব (Vernal equinox) বলে। |
7 | ২৩শে সেপ্টেম্বর উত্তর গােলার্ধে কোন কাল Answer: শরৎকাল । তাই ঐ দিনকে শারদ বিষুব (Autumnal equinox) বলে। |
8 | ৫ নং বিপদ সংকেত শোনার পরে Answer: আশ্রয় কেন্দ্রে যেতে হব। |
9 | ৭.৫ মাত্রার ভূমিকম্পের সাথে Answer: সুনামি হয়। |
10 | অক্ষরেখার ডিগ্রিকে কী বলে Answer: অক্ষাংশ। |
11 | অক্ষাংশ নির্ণয়ের যন্ত্রের নাম Answer: সেক্সট্যান্ট। |
12 | অক্ষের উত্তর প্রান্ত বিন্দুকে বলে Answer: উত্তর মেরু বা সুমেরু। |
13 | অক্ষের দক্ষিণ বিন্দুকে বলা হয় Answer: দক্ষিণ মেরু বা কুমেরু। |
14 | অতীতে দুর্যোগে সাড়াদানকেই Answer: সম্পূর্ণ দুর্যোগ ব্যবস্থাপনা বলে ধরে নেওয়া হতাে। |
15 | অন্যতম প্রাকৃতিক Hazard বা আপদ যার ফলে বিশ্বময় উষ্ণায়নের সৃষ্টি হচ্ছে Answer: বায়ুদূষণ |
16 | আকাশে সূর্যের অবস্থান থেকে যে সময় স্থির করা হয় তাকে বলে Answer: স্থানীয় সময়। |
17 | আন্তর্জাতিক তারিখ রেখা হিসেবে স্থির করা হয় Answer: দ্রাঘিমারেখাকে |
18 | আলাে প্রতি সেকেন্ডে কত কিলােমিটার পথ অতিক্রম করে Answer: প্রায় ৩ লক্ষ । |
19 | আলুর একটি উন্নত জাতের নাম Answer: ডায়মন্ড। |
20 | আলো ১ বছরে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে তাকে কী বলে Answer: ১ আলােক বর্ষ বলে। |
21 | আসাসের বরাক নদী যে নামে বাংলাদেশের সিলেট জেলায় পরবেশ করেছে Answer: সুরমা ও কুশিয়ারা |
22 | আহ্নিক গতির ফল হচ্ছে Answer: ১।পৃথিবীতে দিবারাত্রি সংঘটন, ২। জোয়ার-ভাটা সৃষ্টি ৩।বায়ুপ্রবাহ ও সমুদ্রস্রোতের সৃষ্টি, ৪।তাপমাত্রার তারতম্যের সৃষ্টি , ৫। সময় গণনা বা সময় নির্ধারণ, ৬।উদ্ভিদ ও প্রাণিজগৎ সৃষ্টি। |
23 | ইক্ষু চাষের উপযোগী মাটি Answer: বেলে দোআঁশ ও কর্দময় দোআঁশ |
24 | ইক্ষু চাষের জন্য কত সেমি বৃষ্টিপাতের প্রয়োজন Answer: ১৫০ |
25 | ইক্ষু চাষের জন্য কীরূপ ভূমি প্রয়োজন Answer: সমতল ভূমি |
26 | ইক্ষু চাষের প্রধান অঞ্চল Answer: রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, কুষ্টিয়া, ফরিদপু যশাের, ময়মনসিংহ |
27 | উৎকৃষ্টমানের বিটুমিনাস ও লিগনাইট কয়লার সন্ধান পাওয়া গেছে Answer: রাজশাহী, বগুড়া, নওগাঁ এবং সিলেট জেলায় |
28 | উৎপত্তিগত বৈশিষ্ট্য ও গঠনপ্রকৃতির ভিত্তিতে পর্বত প্রধানত Answer: চার প্রকার। (ক) ভঙ্গিল পর্বত (Fold Mountain) (খ) আগ্নেয় পর্বত (Volcanic Mountain) (গ) শিলাস্তুপ পর্বত (Block Mountain) (ঘ) ল্যাকোলিথ পর্বত (Lacolith Mountain) |
29 | উত্তর গােলার্ধে যখন গ্রীষ্মকাল দক্ষিণ গােলার্ধে তখন Answer: শীতকাল। |
30 | উত্তর গােলার্ধে যখন বসন্তকাল দক্ষিণ গােলার্ধে তখন Answer: শরৎকাল |
31 | উত্তর বা দক্ষিণে অবস্থান জানা যায় Answer: নিরক্ষরেখার সাহায্যে। |
32 | উদ্ভিদ কোন প্রক্রিয়ায় পানি গ্রহণ করে Answer: অভিস্রবণ প্রক্রিয়ায় (Osmosis) |
33 | উদ্ভিদগোষ্ঠীর ওপর ভিত্তি করে বাংলাদেশের বনভূমি Answer: ক্রান্তীয় চিরহরিৎ এবং পাতাঝরা গাছের বনভূমি, ক্রান্তীয় পাতাঝরা গাছের বনভূমি ও স্রোতজ বনভূমি |
34 | উপকূলীয় অঞ্চল নিমজ্জিত হওয়ার ফলে অথবা সমুদ্রপৃষ্ঠের উচ্চতার তারতম্য হওয়ার কারণে Answer: মহীসােপানের সৃষ্টি হয়। |
35 | উষ্ণতম স্থান Answer: লালপুর, নাটোর |
36 | ঋতু পরিবর্তনের কারণ Answer: (১) পৃথিবীর বিভিন্ন স্থানে দিবারাত্রির তারতম্যের জন্য উত্তাপের হ্রাস-বৃদ্ধি, (২) পৃথিবীর গােলাকার আকৃতি, (৩) পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথ, (৫) বার্ষিক গতির কারণে |
37 | এ নীতিমালা অনুযায়ী নদী বন্দরের জন্য সংকেত নির্ধারণ করা হয় Answer: ৪টি । |
38 | এ নীতিমালা অনুযায়ী সমুদ্র বন্দরের জন্য সংকেত নির্ধারণ করা হয় Answer: ১১টি। |
39 | একই স্থানে প্রতিদিন জোয়ার ভাটা হয় Answer: ৬ ঘণ্টা ১৩ মিনিট পর পর। |
40 | একটি দেশের মধ্যভাগের দ্রাঘিমারেখা অনুযায়ী যে সময় নির্ধারণ করা হয়, সে সময়কে বলা হয় Answer: ঐ দেশের প্রমাণ সময়। |
41 | একটি মুখ্য জোয়ার এবং একটি গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান Answer: ১২ ঘণ্টা ২৬ মিনিট। |
42 | এদেশে ৫৪টি নদীর উৎসস্থল Answer: ভারত |
43 | এদেশে নদী ভাঙন দ্বারা ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা Answer: ১.৫ মিলিয়ন। |
44 | ওজোন স্তরের ব্যপ্তি Answer: ২০ কি.মি। |
45 | ওজোনস্থর বিনষ্টকারী পদার্থগুলোর নিয়ন্ত্রণের জন্য স্বাক্ষরিত প্রোটোকল Answer: ধরিত্রী সম্মেলন-১৯৯২। |
46 | ওজোনস্থরকে ধ্বংস করে Answer: CFC (ক্লোরো-ফ্লোরো কার্বন) |
47 | কঠিন শিলার ব্যবহার হতে পারে Answer: রেলপথে, গৃহে ও সেতু নির্মাণে |
48 | করতােয়া ও আত্রাই Answer: যমুনার প্রধান উপনদী। |
49 | কর্কটক্রান্তির অক্ষাংশ হল Answer: ২৩.৫০ উত্তর। |
50 | কর্ণফুলী নদী উৎপন্ন হয়েছে Answer: আসামের লুসাই পাহাড় থেকে |
BCS Preli Preparation Day -1 : Ethics, Values and Good governance
001। ‘Polites ও Polis’ শব্দের অর্থ যথাক্রমে
ক. নাগরিক ও রাষ্ট্র
খ, জাতীয় রাষ্ট্র ও নাগরিক
গ. নগররাষ্ট্র ও নাগরিক
ঘ, নাগরিক ও নগররাষ্ট্র
Answer: ঘ, নাগরিক ও নগররাষ্ট্র
002। ‘খ্যাতি লাভের অধিকার’ নাগরিকের কী ধরনের অধিকার?
ক. সাংস্কৃতিক অধিকার
খ, সামাজিক অধিকার
গ. রাজনৈতিক অধিকার
ঘ, অর্থনৈতিক অধিকার
Answer: খ, সামাজিক অধিকার
003। ‘স্বার্থ একত্রীকরণকারী বলা হয় কাকে?
ক. চাপ সৃষ্টিকর গোত্ৰ
খ. রাজনৈতিক দলকে
গ. জনগণকে
ঘ. শিক্ষক সমাজকে
Answer: খ. রাজনৈতিক দলকে
004। “যেখানে আইন থাকে না সেখানে স্বাধীনতা থাকতে পারে না—উক্তিটি কার?
ক, জন লক
খ. বার্কার
গ. উইলোবি
ঘ. এ.ভি. ডাইসি
Answer: ক, জন লক
005। Bureau শব্দটি কোন ভাষার শব্দ?
ক. ইংরেজি
খ. জার্মান
গ, ফরাসি
ঘ, ল্যাটিন ভাষা
Answer: গ, ফরাসি
006। Liberty’ শব্দের বাংলা অর্থ কী?
ক, স্বাধীনতা
খ. পরাধীনতা
গ, ন্যায়বিচার
ঘ. সাম্য
Answer: ক, স্বাধীনতা
007। Natio এবং Natus কোন ভাষার শব্দ?
ক. গ্রিক
খ, ল্যাটিন
গ. ইংরেজি
ঘ. ফরাসি
Answer: খ, ল্যাটিন
008। The Spirit of Laws গ্রন্থখানি কার লেখা?
ক. এরিস্টটল
খ. জন অস্টিন
গ, মন্টেস্কু
ঘ. ব্লাকক্টোন
Answer: গ, মন্টেস্কু
009। অধিকার যদি অবাধ হয় তাহলে তা হবে—
ক. কর্তব্য
খ. ন্যায়বিচার
গ. গণতন্ত্র
ঘ. স্বেচ্ছাচার
Answer: ঘ. স্বেচ্ছাচার
010। অধিকার হচ্ছে সেসব বাহ্যিক অবস্থা যা মানসিক পরিপুষ্টি সাধন করে থাকে—উক্তিটি কার?
ক. টি. এইচ. গ্রিন
খ. অধ্যাপক লাস্কি
গ. হব হাউস
ঘ. ম্যাকাইভার
Answer: ক. টি. এইচ. গ্রিন
011। অধিকারের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ রক্ষাকবচ কোনটি? –
ক. গণতন্ত্র
খ. আইন
গ জনগণের সজাগ দৃষ্টি
ঘ, বিচার বিভাগের স্বাধীনতা
Answer: গ জনগণের সজাগ দৃষ্টি
012। অধ্যাদেশ জারি করতে পারে কোন বিভাগ?
ক. আইন বিভাগ
খ, শাসন বিভাগ
গ, বিচার বিভাগ
ঘ. সব বিভাগ
Answer: খ, শাসন বিভাগ
013। অপরাধীকে শাস্তি দেয়ার দায়িত্ব পালন করে কোন বিভাগ?
ক. আইন বিভাগ
খ. শাসন বিভাগ
গ, বিচার বিভাগ
ঘ, প্রশাসনিক ট্রাইব্যুনাল
Answer: গ, বিচার বিভাগ
014। অপরাধীদের শাস্তি দেয়ার জন্য নিচের কোন আইনটি ব্যবহৃত হয়?
ক. দেওয়ানি আইন
খ, ফৌজদারি আইন
গ. আন্তর্জাতিক আইন
ঘ, সাংবিধানিক আইন
Answer: খ, ফৌজদারি আইন
015। অর্থনৈতিক স্বাধীনতা বলতে কী বোঝায়?
ক. খেয়াল খুশিমত খরচ করার সামর্থ্য
খ. বিপুল সম্পদের মালিকানা
গ. উচ্চশিক্ষা ও বিপুল অর্থের মালিকানা
ঘ, অভাব হতে মুক্তি
Answer: ঘ, অভাব হতে মুক্তি
016। আইন অমান্যকারীকে শাস্তি প্রদান ও বিচার করা কোন বিভাগের কাজ?
ক. আইন বিভাগ
খ. শাসন বিভাগ
গ, বিচার বিভাগ
ঘ. স্বরাষ্ট্র বিভাগ
Answer: গ, বিচার বিভাগ
017। আইন প্রণয়ন কোন বিভাগের কাজ?
ক, আইন বিভাগ
খ. শাসন বিভাগ
গ. বিচার বিভাগ
ঘ, সুপ্রিম কোর্ট
Answer: ক, আইন বিভাগ
018। আইন বিভাগের মূল কাজ কী?
ক, আইন প্রণয়ন
খ. আইন প্রয়োগ
গ. আইনের আলোকে বিচার করা
ঘ. বিদেশের সাথে সম্পর্ক রক্ষা
Answer: ক, আইন প্রণয়ন
019। আইন মানুষের কোন ধরনের আচরণ নিয়ন্ত্রণ করে?
ক. অভ্যন্তরীণ
খ, বাহ্যিক
গ, পারিবারিক
ঘ, সামাজিক
Answer: খ, বাহ্যিক
020। আইন সার্বভৌম শাসকের আদেশ’—এটি কার মত?
ক. এরিস্টটল
খ. অধ্যাপক হল্যান্ড
গ. জন অস্টিন
ঘ. জন লক
Answer: গ. জন অস্টিন
BCS Preli Preparation Day -1 : General Science
1 | “বায়োলজি” শব্দের প্রতিষ্ঠাতা” | ল্যামার্ক। |
2 | ‘উড স্পিরিট ‘ কী ? | মিথাইল এলকোহল |
3 | ’স্টেপিস’ কোথাকার অস্হির নাম? | মধ্যকর্ণের |
4 | ১ কিউসেক পানির ভর | ১০০০ কেজি। |
5 | ১০০০ ক্যালরি=? | এক কিলোক্যালরি |
6 | ২০৫০ সালে লবণাক্ততার পরিমান হবে | ১৬%। |
7 | AIDS কত সালে প্রথম চিন্হিত হয়? | ১৯৮১ |
8 | Biotechnologyকোথায় কোথায় প্রয়োগ হয় ? | টিস্যু কালচারে ও Genetic Engineering |
9 | BMI | Body Mass index |
10 | BMI-এর অপর নাম কী? | QLI(Qute Let Index) |
11 | CNG অর্থ | Compressed Natural Gas। |
12 | DNA কাটার জন্য বিশেষ এনজাইম কোনটি ? | রেষ্ট্রিকশন |
13 | HDL এর পূর্ণরুপ | High Density Lipoprotein। |
14 | HIV অাক্রমন করে | রক্তে শ্বেতকনিকায় লিম্ফোসাইটকে। |
15 | ICBN ? | International Code of Botanical Nomenclature |
16 | ICZN ? | International Code of Zoological Nomenclature |
17 | Language of Life বলা হয় কোনটিকে? | ২০টি অ্যামাইনো এসিডের সমন্বয়ে গঠিত প্রোটিন |
18 | LDL এর পূর্ণরুপ | Low Density Lipoprotein। |
19 | RBC | Red Blood cell। |
20 | Rh ফ্যাক্টর কি? | রেসাস নামক বানরের লোহিত রক্তকণিকায় অবস্থিত একধরণের অ্যাগ্লুটিনোজেন। |
21 | Rh ফ্যাক্টরের নামকরন করা হয় | বানর দ্বারা। |
22 | RNA-এর গঠনে কোনটি অংশ নেয়? | রাইবোজ |
23 | অক্সিনের প্রভাবে উদ্ভিদের কোষের দৈর্ঘ্য | বৃদ্ধি পায় |
24 | অঙ্গনিয়ে জীববিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় তাকে বলে ? | এ্যানাটমি। |
25 | আমিষের মৌলিক উপাদান কয়টি | ৪টি |
26 | আমিষের শতকরা নাইট্রোজেন পরিমান | ১৬% |
27 | অ্যানথাক্স রোগ হয় | গবাদি পশুর। |
28 | অ্যামোনিয়া নাইট্রেট তৈরি হয় | HNO3 থেকে। |
29 | অ্যাসকারবিক এসিড পাওয়া যায় নিচের কোনটি থেকে? | ধনে পাতা |
30 | অ্যাসিড নীল লিটমাস পেপারকে কী করে ? | লাল করে |
31 | অতিরিক্ত শর্করা গ্রহণে কোন রোগ হয়? | বহুমূত্র |
32 | অতিরিক্ত স্নেহ পদার্থ | রক্ত চলাচলে ব্যাঘাত ঘটায় |
33 | অনুচক্রিকার অপর নাম কি? | থ্রম্বোসাইট। |
34 | অনুজীবকে বলা হয় | আদিজীব। |
35 | অম্লীয় পানির pH | ৪। |
36 | অস্থি ও তরুনাস্থি কোণ ধরণের টিস্যু? | স্কেলিটাল যোজক টিস্যু। |
37 | আকাশ নীল দেখায় কেন ? | নীল আলোর বিক্ষেপণ অপেক্ষাকৃত বেশি |
38 | আকাশে মেঘ থাকলে গরম বেশি লাগে কেন ? | মেঘ ভূ-পৃষ্ঠের তাপ বিকিরণে বাধা দেয় বলে |
39 | আঙ্গুরে/তেঁতুলে কোন অ্যাসিড থাকে ? | টারটারিক অ্যাসিড |
40 | আয়োডিন প্রকৃতিতে কিভাবে থাকে ? | কঠিন অবস্থায় |
41 | আয়নার পিছনে কিসের প্রলেপ দেয়া হয় ? | সিলভারের |
42 | আধুনিক কম্পিউটার কে আবিস্কার করেন ? | ভন নিউম্যান(তবে শুধু কম্পিউটারের জনক থাকলে- চার্লস ব্যাবেজ)। |
43 | আপেলে কোন অ্যাসিড থাকে ? | স্যালিক অ্যাসিড |
44 | আবরণী টিস্যু কত প্রকার | ৩প্রকার । ১. স্কোয়ামাস ২.কিউবডাল ৩. কলামনার । |
45 | আম যাতে দ্রুত না পাকে সেজন্য গাছে স্প্রে করা হয় | Culter |
46 | আমাদের দেশে কালটার স্প্রে করা হয় কোন ফলের গাছে? | আনারস |
47 | আমাদের দেহকোষ রক্ত হতে গ্রহণ করে | অক্সিজেন ও গ্লুকোজ |
48 | আমাদের দৈনিক খাদ্যে কোন উপাদানটির পরিমাণ সবচেয়ে বেশি? | শর্করা |
49 | আমিষের অভাবে কোন রোগটি হয়? | ম্যারাসমাস |
50 | আমিষের গঠনের একক | অ্যামাইনো এসিড। |
51 | আমলকিতে কোন অ্যাসিড থাকে ? | অক্সালিক অ্যাসিড |
52 | আলকাতরা কী থেকে তৈরী হয় ? | কয়লা |
53 | আলোর গতির আবিস্কারক কে ? | এ মাইকেলসন |
54 | ইউরেনিয়ামের পারমানবিক সংখ্যা | ৯২ |
55 | ইনসুলিন কোথায় উৎপন্ন হয় ? | অগ্নাশয়ে |
56 | ইলিশ মিঠা পানিতে আসে | প্রজনেন জন্য। |
57 | ইলেকট্রন কে আবিস্কার করেন ? | জন থম্পসন |
58 | ইস্পাত তৈরিতে লোহার সাথে কী মিশাতে হয় ? | কার্বন |
59 | ইস্পাতে কার্বনের শতকরা পরিমাণ কত ? | ০.১৫ – ১.৫ % |
60 | উচ্চ শ্রেনীর প্রোটিন সমৃদ্ধ খাবার কোনটি ? | মাংস |
BCS Preli Preparation Day -1 : Bengali Literature
1 | ‘ নোলক’কবিতাটি কার লেখা ? | আল মাহমুদ |
2 | ” আযান” কবিতাটি কার লেখা ? | কায়কোবাদ |
3 | ” একুশ মানে মাথা নত না করা ; শেখ মুজিব তাকে যেমন দেখেছি ” কার লেখা ? | আবুল ফজল |
4 | ” কবিকণ্ঠ” পত্রিকার সম্পাদক ছিলেন | ফজল শাহাবুদ্দিন |
5 | ” নলিনী বসন্ত” নাটকটি কার? | হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় |
6 | “আজি বাংলাদেশের হৃদয় হতে”গানটির রচয়িতা কে? | রবীন্দ্রনাথ ঠাকুর |
7 | “আনন্দময়ী” গীতিকাব্যের লেখক কে? | রজনীকান্ত সেন |
8 | “কত ছবি, কত গান” এই বৃহৎ উপন্যাসের লেখক কে? | খোন্দকার মো. ইলিয়াস |
9 | “কবি” উপন্যাসের রচয়িতা কে? | তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় |
10 | “ক্যান্সারের সাথে বসবাস” গ্রন্থের লেখক কে? | জাহানারা ইমাম |
11 | “চতুরঙ্গ”কী? | পত্রিকা |
12 | “জুলেখার মন” কাব্যটির লেখক কে? | মোহাম্মদ মাহফুজ উল্লাহ |
13 | “জ্ঞানসাগর” গ্রন্থের লেখক কে? | আবদুল করিম সাহিত্য বিশারদ |
14 | “ডানপিটে শওকত” শিশুতোষ এর লেখক কে? | আবদুল গাফফার চৌধুরী |
15 | “দুদিনের খেলাঘর” উপন্যাসটির রচয়িতা কে? | আকবর হোসেন |
16 | “নন্দলাল” চরিত্রটি কোন গ্রন্থের? | বিবাহ বিভ্রাট |
17 | “নির্মাল্য ” কাব্যটির রচয়িতা কে? | কামিনী রায় |
18 | “পদুমাবৎ” কাব্যটির রচয়িতা কে? | মালিক মুহম্মদ জায়সী |
19 | “প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে” কাব্যে কাকে অনুসরণ করা হয়েছে? | জীবনানন্দ দাশ |
20 | “ভানুমতি চিত্তবিলাস” নাটকটি শেকসপিয়রের কোন নাটকের অনুবাদ? | The Merchant of Venice |
21 | “মঙ্গলকাব্য” কোন ছন্দে লেখা? | পয়ার |
22 | “যে সবে বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী / সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি । ” উক্তিটি কার ? | আব্দুল হাকিম |
23 | “রমা ” কোন উপন্যাসের চরিত্র? | পল্লীসমাজ |
24 | “রানী খালের সাঁকো ” কে লিখেছেন? | আহসান হাবীব |
25 | “শিল্পীর রূপান্তর ” প্রবন্ধটি কার? | আবু হেনা মোস্তফা কামাল |
26 | “শেষ রাত্রির তারা” গল্পগ্রন্থের লেখক কে? | আবু জাফর শামসুদ্দীন |
27 | “সংস্কৃতি” গ্রন্থটির রচয়িতা কে? | আহমদ শরীফ |
28 | “সব পেয়েছির দেশে” ভ্রমণকাহিনিটি কার? | বুদ্ধদেব বসু |
29 | “সারেং বৌ” চলচ্চিত্রটির নির্মাতা কে? | আবদুল্লাহ্ আল-মামুন |
30 | “সুখের লাগিয়া এ ঘর বাধিনু অনলে পুড়িয়া গেল ” উক্তিটি কার ? | জ্ঞানদাস |
31 | “হারানো অর্কিড ” গ্রন্থটি কার? | অমিয় চক্রবর্তী |
32 | ‘ আধুনিক সভ্যতা দিয়েছে বেগ ,নিয়েছে আবেগ্ – কে বলেছেন ‘ ? | বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায়( দৃষ্টিপাত) |
33 | ‘ জ্ঞান যেখানে সীমাবদ্ধ , বুদ্ধি যেখানে আড়ষ্ট , মুক্তি সেখানে অসম্ভব ‘ – কোন পত্রিকার স্লোগান ? | শিখা |
BCS Preli Preparation Day -1 : Bangladesh Affairs
1 | “একুশে” পদক ২০১৯ পায় | ২১জন |
2 | “পলাশী থেকে ধানমন্ডি” নির্মাতা | আব্দুল গাফফার চৌধুরী |
3 | “রিবন রেটিং’ কিসের নামকরণ? | পাট পচানাের পদ্ধতি |
4 | ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি ছিল | ৮ ফাল্গুন |
5 | ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট গঠিত হয় কতটি দলের সমন্বয়ে? | চারটি |
6 | ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্টের প্রতীক ছিল | নৌকা |
7 | ১৯৭০সালের জাতীয় পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ মোট কতটি আসন পায়? | ১৬৭টি |
8 | ১৯৭৩সালের চিরস্থায়ী বন্দোবস্ত করেন কে? | লর্ড কর্নওয়ালিস |
9 | ২০১৭_১৮ অর্থবছরে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি | ৭.৬৫% |
10 | ২০১৮ সালের বর্ষপণ্য কোনটি? | ওষুধ |
11 | ২০১৮_১৯ অর্থবছরে বাংলাদেশের জিডিপির লক্ষ্যমাত্রা | ৭.৮% |
12 | ২৬ মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধুকে গ্রেপ্তার পরিচালনার অপারেশন কোড নেম ছিল | দ্য বিগবার্ড |
13 | ৫ম আদমশুমারির রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা কত ? | ১৪.৯৭কোটি |
14 | ৭ মার্চের ভাষণ অনূদিত | ১২ ভাষায় |
15 | Baraker to the poor’ কার আত্মজীবনীমূলক গ্রন্থ? | ড. মুহম্মদ ইউনুস |
16 | BGMEA প্রতিষ্ঠিত হয় কত সালে? | ১৯৭৭ |
17 | Casting Vote বলা হয় সংসদে কার ভোটকে | স্পিকার |
18 | ECNEC এর সভাপতি কে? | প্রধানমন্ত্রী |
19 | SDG লক্ষ্য | ১৭টি [MDG-৮টি] |
20 | The Shark The River And The Grendes কার লেখা? | সেলিনা হােসেন |
21 | UP চেয়ারম্যান বয়স সর্বনিম্ন | ২৫ বছর [সদস্য -১৮] |
22 | অবস্থান অনুসারে বাংলাদেশের টারশিয়ারি পাহাড়কে কত ভাগে ভাগ করা হয়? | ২ ভাগে |
23 | অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন? | হােসেন শহীদ সােহরাওয়ার্দী |
24 | অলিম্পিক ২০২০ | জাপান [প্রথমবার-১৯৬৪ সালে] [সর্বাধিক লন্ডনে ৩বার] |
25 | অসমাপ্ত আত্মজীবনী প্রকাশিত | ১২ ভাষায় [অনূদিত- ১১ ভাষায়] |
26 | অস্কারের জন্য মনােনীত বাংলাদেশের প্রথম ছবি কোনটি? | মাটির ময়না |
27 | আইন প্রণয়নের ক্ষমতা | জাতীয় সংসদের |
28 | আগরতলা ষড়যন্ত্র মামলায় আসামি করা হয় | ৩৫ জনকে |
29 | আল মাহমুদ মারা যান | ১৫ ফেব্রুয়ারি |
30 | আলু উৎপাদনে বাংলাদেশ | এশিয়া মহাদেশে তৃতীয়! |
31 | আলু উৎপাদনে বাংলাদেশ বিশ্বে | ৭ম |
32 | ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে | পাহাড়পুরের বৌদ্ধবিহারকে |
33 | ইউরোপীয় বণিকরা সর্বপ্রথম বাংলায় আসে | মোগল আমলে |
34 | ইট নির্মিত স্থাপত্য আবিষ্কৃত হয় | উয়ারী বটেশ্বর ও পুন্ড্রনগর |
BCS Preli Preparation Day -1 : International Affairs
1 | ‘ Extradition Treaty’ হলো | অপরাধী প্রত্যার্পণ চুক্তি |
2 | ‘ দ্রুজ’ কোন দেশের সংখ্যালঘু সম্প্রদায়? | ইসরায়েল |
3 | “জাতিসংঘ পরিবেশ কর্মসূচি” সংস্থার সদর দপ্তর কোথায়? | নাইরোবি |
4 | “সবুজ জলবায়ু তহবিল” নিন্মের কোন সম্মেলন এর মাধ্যমে গঠিত হয়? | COP-16 |
5 | `ECO’এর পূর্ণরূপ কী? | Economic Cooperation Organization |
6 | ‘‘এক দেশে দুই নীতি ‘’ প্রচালিত আছে কোন দেশে? | চীন। |
7 | ‘’UNIFEM’’ এর পূর্ণরূপ কী? | United Nations Development Fund for Women. |
8 | ‘’ওয়াটারগেট কেলেঙ্কারি’’’ কী? | ১৯৭২ সালে মার্কিন ডেমোক্রাট সদর দফতরে রিপাবলিকানদের গোপনে আড়িপাতার ঘটনা। |
9 | ‘D-DAY’ এর পূর্ণরূপ কী? | DAWN DAY. (ডি-ডে ৫ মে ) |
10 | ‘UNCTAD’ এর পূর্ণরূপ কী? | United Nations Conference on Trade and Development. |
11 | ‘তাসখন্দ চুক্তি’ কখন স্বাক্ষরিত হয়? | ১৯৬৬ সালের ১০ জানুয়ারি রাশিয়ার তাসখন্দে। |
12 | ‘বাংলাদেশ ককাস’ কী? | যুক্তরাষ্ট্রের আইনসভায় বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট লবিং দল। |
13 | ‘বিশ্বগ্রাম’ ধারণার প্রবক্তা কে? | মার্শাল ম্যাকলুহান। |
14 | ‘ভেটো’ প্রদানের ক্ষমতা আছে জাতিসংঘের কোন পরিষদের? | নিরাপত্তা পরিষদের ৫টি স্থায়ী সদস্য রাষ্ট্রের। |
15 | ‘মেইন ক্যাম্প’ কী? | এডলফ হিটলারের আত্মজীবনী। |
16 | ’’ওয়াল স্ট্রিট’’ কিসের জন্য বিখ্যাত? | শেয়ার বাজারের জন্য বিখ্যাত। এটি নিউইয়র্কে অবস্থিত। |
17 | ’’ফ্লিপ স্ট্রিট ‘’ কিসের সাথে সম্পর্কিত? | সংবাদপত্র প্রকাশনার সাথে সম্পর্কিত। লন্ডনে অবস্থিত। |
18 | “থাম লুয়াং গুহা থাইল্যান্ডের কোন প্রদেশে অবস্থিত? | চিয়াং রাই |
19 | ১৬ ই ফেব্রুয়ারি ২০১৮ বাংলাদেশ কোন দেশের সাথে আনুষ্ঠানিকভাবে কূটনীতিক সম্পর্ক স্থাপন করে? | কসোভো |
20 | ১৯১৮ সালে কে ‘চৌদ্দ দফা’ উত্থাপন করেন? | উড্রো উইলসন। |
21 | ১৯৪৭ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে বিভক্ত সীমারেখা | র্যাডক্লিফ লাইন |
22 | ১৯৪৯ সালে যখন ন্যাটো গঠিত হয় তখন এর সদস্য রাষ্ট্রের সংখ্যা ছিল | ১২ |
23 | ২০১৯ অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন | নোভাক জোকোভিচ (সার্বিয়া) ও নাওমি ওসাকা (জাপান) |
24 | ২০১৯ সালে এক বছর মেয়াদে G-77 এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করবে কোন দেশ | ফিলিস্তিন। |
25 | ২০১৯ সালে এশিয়া কাপ ফুটবলে চ্যাম্পিয়ন | কাতার (কাতারে ২২ সালে বিশ্বকাপ, অগ্রিম শক্তি জানান দিলো!) |
26 | ২০২২ ফুটবল বিশ্বকাপ | ২২তম, ১২টা ভেন্যুতে হবে | |
27 | ২০২২ সালে কাতারে কততম বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে? | ২২তম |
28 | ২০২২ সালে ফিফা বিশ্বকাপের আয়োজক দেশ | কাতার |
29 | ২৪ তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন অনুষ্ঠিত হবে | পোল্যান্ডের কেটুইয়েসে। |
30 | ৩৮ তম অক্ষরেখা কী? | উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়াকে বিভক্তকারী রেখা |
31 | ADB-এর সদর দপ্তর অবস্থিত | ম্যানিলা |
32 | Agenda 21 কী? | পরিবেশ রক্ষার্থে একটি দলিল। ১৯৯২ সালে রিও ডি জেনিরোতে গ্রহণ করা হয়। |
33 | BIMSTEC এর পূর্ণরূপ কী? | Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation |
34 | Bradley Effect’ কথাটি যে দেশের নির্বাচনের সঙ্গে জড়িত | যুক্তরাষ্ট্র |
35 | CEDAW এর পূর্ণরূপ কী? | Convention on the Elimination of all forms of Discrimination Against Women |
36 | CFC কী? | Chloro Fluro Carbon. এটি ওজোন স্থরের ফাটলের জন্য সবচেয়ে বেশি দায়ী। |
আগামীকাল থাকছে BCS Preli Preparation Day -2
আরও দেখুন:
Sonali Bank Officer FF Quota Written Exam 2019 : AUST
Sonali Bank Written Exam Freedom Fighter 2019: AUST
All Bank Written Questions Answer : AUST
bank exam preparation : written suggestion
bank job question : math suggestion : AUST
bank written exam : কেন টিকবেন না
আপনার যে কোন প্রয়োজনে, চাকরির সার্কুলার ও আপডেট, এক্সাম ডেট, আপনার কোন কিছু জানার থাকলে নির্দ্বিধায় যোগদান করুন একঝাঁক প্রাণোচ্ছল তরুণের ফেসবুক গ্রুপ: BCS Limelight এ।
ফেসবুক বাটনে ক্লিক করে BCS Preli Preparation কে আপনার টাইমলাইনে শেয়ার করে রাখুন।কষ্ট করে খুজতে হবে না। Notification অন করে রাখুন। নতুন পোস্ট এমনিতেই আপনার কাছে পৌছে যাবে।
আগামীকাল থাকছে BCS Preli Preparation Day -2
vaiya onek thanks.allah apnake valo korok sustho karok.apni aivabe amader suggest korte paren ai dua kori.
ameen
“কত ছবি,কত গান” এর লেখক >রশীদ করিম/খ.মোঃ ইলিয়াস?
খ.মোঃ ইলিয়াস
thanks
Thanks dada
আগামী ৪১তম বিসিএস প্রিলিমিনারী পরীক্ষার জন্য নতুন কি আছে আপনার কাছে?
International affairs 7 no এর প্রশ্ন বা উত্তর কি ঠিক আছে?
নদী বন্দর এর জন্য সতর্ক সংকেত কি ৪ টা নাকি ৬ টা?। আর সমুদ বন্দর এর সতর্ক সংকেত ১১ টা নাকি ৮ টা?
Bangladesh Bank AD preli and written er jonno kono programme ache kina bcs 10 day crush programme er moto kindly janaben