BCS Preli Preparation Day-2 সনাতন দা’র আড্ডায় চালু করা ১০দিন ভিত্তিক BCS Preli Preparation Crush Program এর ২য় দিনের কার্যক্রম। যারা BCS Preli Preparation Day-1 মিস করেছেন তারা আগে Day-1 সম্পূর্ণ করুন।
Day-1 সম্পূর্ণ হলে BCS Preli Preparation Day-2 পড়ুন। যারা Day-1 সম্পূর্ণ করেছেন তারা BCS Preli Preparation Day-2 শুরু করার আগে Day-1 এর প্রথম অর্ধেক নিজ দায়িত্বে Revision সম্পন্ন করুন।
জানি, আপনার সব পড়া আছে। তবু একবার চোখ বুলিয়ে যান। সারাদিনে মাত্র ২ ঘণ্টা ৩০ মিনিট আড্ডায় দিন, আপনাকে পিছনে ফিরে তাকাতে হবে না। BCS Preli Preparation Day-2 জাতীয় Crush Program মূলত তাদের জন্য যাদের হাতে অত সময় নেই; পড়তে ইচ্ছে করে না- তাদের।
BCS Preli Preparation Day-2 তে Question গুলো সাজানো হয়েছে এমনভাবে যেন পড়তে গিয়ে আপনার বিরক্তি না আসে। সর্বমোট ২২২৭টি Exclusive Question ১০ দিনে আমরা আয়ত্ব করব। এর মানে কেউ এটা করে নিবেন না যে, এটুকুতেই আপনার BCS Preli Preparation হয়ে যাবে। তবে একটা কিছু তো হবে নিশ্চয়ই।
এখানে শুধু Question and Answer দেয়া হয়েছে। চারটা অপশন আপনাকে যেন বিভ্রান্তিতে না ফেলে সেজন্য প্রযোজ্য ক্ষেত্রে অপশন বাদ দিয়েছি।BCS Preli Preparation Day-2 তে কোন ভুল পেলে কমেন্ট করবেন। কারণ, ভুল হতেই পারে। কিন্তু শুদ্ধ করা যাবে না- এমন কোথাও লেখা নেই।
BCS Preli Preparation Day-2 এবং এর পূর্বাপর সকল কিছুই পড়ার শর্ত একটাই– প্রতিদিনেরটা প্রতিদিনেই শেষ করতে হবে। ৩নম্বর হাত- মানে, অজুহাত দেখাবেন না। পড়ার ফাঁকে পড়ুন BCS Preli Preparation Day-2, কাজের ফাঁকে পড়ুন BCS Preli Preparation Day-2। বাসে পড়ুন, রেস্টরুমে পড়ুন। নিচে দেয়া রুটিনটা Follow করতে পারেন।
BCS Preli Preparation: A 10 Day Crush Program Routine
ক্রম | তারিখ | সময় | |
সকাল ১০টার পরে অথবা আপনার সুবিধামত সময়ে ১ঘণ্টা রিভিশন | রাত ১১টার পরে অথবা আপনার সুবিধামত সময়ে ১ঘণ্টা ৩০ মিনিট পড়া | ||
01 | BCS Preli Preparation Day-1 ক্লিক টু রিড | ||
02 | BCS Preli Preparation Day-1 ক্লিক টু রিভাইস | BCS Preli Preparation Day-2 নিচে | |
03 | BCS Preli Preparation Day-2 নিচে | BCS Preli Preparation Day-3 ক্লিক টু রিড | |
04 | BCS Preli Preparation Day-3 ক্লিক টু রিভাইস | BCS Preli Preparation Day-4 ক্লিক টু রিড | |
05 | BCS Preli Preparation Day-4 ক্লিক টু রিভাইস | BCS Preli Preparation Day-5 ক্লিক টু রিড | |
06 | BCS Preli Preparation Day-5 ক্লিক টু রিভাইস | BCS Preli Preparation Day-6 ক্লিক টু রিড | |
07 | BCS Preli Preparation Day-6 ক্লিক টু রিভাইস | BCS Preli Preparation Day-7 ক্লিক টু রিড | |
08 | BCS Preli Preparation Day-6 ক্লিক টু রিভাইস | BCS Preli Preparation Day-8 ক্লিক টু রিড | |
09 | BCS Preli Preparation Day-8 ক্লিক টু রিভাইস | BCS Preli Preparation Day-9 ক্লিক টু রিড | |
10 | BCS Preli Preparation Day-9 ক্লিক টু রিভাইস | BCS Preli Preparation Day-10 ক্লিক টু রিড | |
11 | BCS Preli Preparation Day-10 ক্লিক টু রিভাইস |
A 10 Day Crush Program: BCS Preli Preparation Day-2
BCS Preli Preparation Day-2: General Science
61 | উচ্চ রক্তচাপ কত? | সিস্টোলিক ১৬০ এর বেশি আর ডায়াস্টোলিক ৯৫ এর বেশি। |
62 | উচ্চ রক্তচাপ প্রতিরোধে কত ঘণ্টা ঘুমাতে হয় ? | ৭-৮ঘণ্টা |
63 | উড পেন্সিলের শীষ কী দিয়ে তৈরী হয় ? | গ্রাফাইট |
64 | উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র | ট্যাকোমিটার |
65 | উৎপত্তিগতভাবে আমিষ কত প্রকার? | ২ |
66 | উদ্ভিদ উৎসের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে ভিটামিন ‘A’ রয়েছে | গাজর |
67 | উদ্ভিদ দেহে দৃঢ়তা প্রদান করে এবং পানি ও খনিজ লবণ বহন করে কে? | স্ক্লেরেনকাইমা। |
68 | উদ্ভিদ বিজ্ঞানের জনক কে ? | থিওফ্রাসটাস |
69 | উদ্ভিদের কোষের দৈর্ঘ্য বৃদ্ধি করে | অক্সিন |
70 | উদ্ভিদের জীবন্ত জীবাশ্ম কোনটি ? | Cycas |
71 | উদ্ভিদের প্রজনন অঙ্গ কোনটি ? | ফুল |
72 | উভচরের (ব্যাঙ) হৃৎপিন্ড প্রকোষ্ঠের সংখ্যা | ৩ |
73 | এ পর্যন্ত কতগুলো প্রজাতির উদ্ভিদ ও প্রাণির নামকরণ করা হয়েছে ? | উদ্ভিদ ৪লক্ষ , প্রাণি ১লক্ষ। |
74 | একই গঠনবিশিষ্ট একগুচ্ছ কোষ একত্রিত হয়ে যদি একই কাজ করে এবং তাদের উত্পত্তি যদি অভিন্ন হয় তাকে বলে ? | টিস্যু। |
75 | একগ্রাম স্নেহ পদার্থ থেকে কী পরিমাণ তাপশক্তি উৎপন্ন হয়? | প্রায় ৯.৩ কিলোক্যালরি |
76 | একোয়ারেজিয়া বা রাজ অম্ল কাকে বলে ? | ৩:১ অনুপাতের নাইট্রিক ও হাইড্রক্লোরিক অ্যাসিড |
77 | একজন গর্ভবতী স্ত্রী ও দুগ্ধদাতা মায়ের দেহে লৌহের প্রয়োজন | ১০ gm |
78 | একজন প্রাপ্ত বয়স্ক ব্যক্তির প্রত্যহ ফসফরাস প্রয়োজন | ১০ gm |
79 | একজন প্রাপ্ত বয়স্ক মানুষের ডায়াস্টোলিক চাপ পারদ স্তম্ভে | ৬০-৯০ মিলিমিটার |
80 | একজন প্রাপ্ত বয়স্ক মানুষের সিস্টোলিক চাপ পারদ স্তম্ভে | ১১০-১৪০ মিলিমিটার |
81 | একজন পূর্ণবয়স্ক পুরুষের দৈনিক খাদ্য তালিকায় কত গ্রাম চিনি থাকা প্রয়োজন? | 58 গ্রাম |
82 | একজন পূর্ণবয়স্ক ব্যক্তির দৈনিক কতটুকু পানি পান করা উচিত? | ২-৩ লিটার |
83 | একজন পূর্ণবয়স্ক মহিলার সুষম খাদ্য তালিকায় দৈনিক চাল/আটা প্রয়োজন | ৩৫০ গ্রাম |
84 | একজন পূর্নবয়স্ক মানুষের দেহে কত লিটার রক্ত থাকে? | ৫-৬ লিটার। |
85 | একজন ব্যাক্তির ওজন ৮০ কেজি হলে তার প্রাত্যহিক প্রোটিন চাহিদা কত হবে? | ৮০ গ্রাম |
86 | একজন বয়স্ক ব্যক্তির মোট ক্যালরি চাহিদার শতকরা কত ভাগ স্নেহ পদার্থ থেকে আসা উচিত? | ১০%-১৫% |
87 | একজন মানুষের স্বাভাবিক রক্তচাপ কত? | ১২০/৮০ |
88 | একজন স্ত্রীলোকের দেহের স্বাভাবিক BMI কত হওয়া বাঞ্ছণীয়? | ১৯-২৪ |
89 | একটি নিউরণে কয়টি অংশ থাকে? | ৩টি। যথা : অ্যাক্সন, ডেনড্রাইট, ও কোষদেহ। |
90 | একটি সম্পূর্ণ ফুলের অংশ কতটি ? | ৫ |
91 | একটি হৃৎস্পন্দনের সময় লাগে | ০.৮ সেকেন্ড। |
92 | এখন পর্যন্ত কত প্রজাতির জীবের নামকরণ ও সনাক্তকরণ করা হয়েছে? | ১৫লক্ষ। |
93 | এটম বোমা কে আবিস্কার করেন ? | অটোহ্যান |
94 | এনজিওপ্লাষ্টি হচ্ছে | হ্রৎপিন্ডের বন্ধ শিরা বেলুনের সাহায্যে ফুলানো। |
95 | এন্টামিবার সংখ্যাধিক্যে মানব দেহে কী সৃষ্টি হয় ? | আমাশয় |
96 | এন্ডোক্রাইনোলজি কি বিষয়ে আলোচনা করা হয় ? | হরমোন এর কার্যকারিতা |
97 | এলার্জি প্রতিরোধ করে কে? | হিস্টামিন |
98 | এসিডের পরিমান বাড়লে pH এর মান | কমে। |
99 | এসিডোসিস রোগের সৃষ্টি হয় কোনটির অভাবে? | পানি |
100 | ওয়াটার প্রুফ দ্রব্য প্রস্তুতে ব্যবহার হয় | বিটুমিন। |
101 | ওষুধ তৈরিতে পানি বিশুদ্ধ করা হয় | পাতন প্রক্রিয়ায়। |
102 | কুইনাইন পাওয়া যায় কোন গাছ থেকে ? | সিনকোনা |
103 | কখন খাদ্যস্থ স্থৈতিক শক্তি গতি ও তাপ শক্তিরূপে মুক্ত হয়? | শ্বসন ক্রিয়ার সময় |
104 | কাচ তৈরির প্রধান কাঁচামাল কী ? | বালি |
105 | কাঠ সিজনিং করা হয় কেন? | কাঠের স্থায়িত্ব বাড়ে |
106 | কাঁদুনে গ্যাস এর রাসায়নিক নাম কী ? | ক্লোরোপিক্রিন |
107 | কানেকটিভ বা যোজক টিস্যু কত প্রকার ? | ৩ প্রকার। ক, ফ্রাইব্রাস খ. স্কেলিটাল গ. তরল টিস্যু। |
108 | কান্সারকে নিয়ন্ত্রণ করার প্রাথমিক পদক্ষেপ কোনটি? | ইন্টারফেরণ প্রয়োগ |
109 | কাপড় কাঁচার মূল উপাদান | সোডিয়াম স্টিয়ারেট। |
110 | কার মাধ্যমে স্নায়ুটিস্যু উদ্দিপণা বহন ও সংগ্রহ করে ? | সিনাপসিস। |
111 | কার্ডিয়াক বা হৃদপেশি কি ধরণের পেশি? | এক বিশেষ ধরণের অনৈচ্ছিক পেশি। |
112 | কার্বনের রুপভেদ | ২টি। |
113 | কার্বুরেটর থাকে যে ইঞ্জিনে | পেট্রোল ইঞ্জিনে |
114 | কিসের কারণে রক্ত লাল হয় ? | হিমোগ্লোবিনের। |
115 | কচু খেলে গলা চুলকায় কিসের উপস্থিতির জন্য ? | ক্যালসিয়াম অক্সালেট |
116 | কচু শাকে কি বেশি থাকে ? | লৌহ |
117 | কে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ? | হিমোগ্লোবিন। |
118 | কে প্রথম রোবট আবিস্কার করেন ? | উইলিয়াম গে ওয়ালটার |
119 | কে মেন্ডেলের ফ্যাক্টরের নাম দিয়েছিলেন জিন? | বেটসন ( ১৯০৮ সালে) |
120 | কেচো কিসের সাহায্যে শ্বাসকার্য চালায় ? | ত্বকের |
BCS Preli Preparation Day-2: Bengali Literature
34 | ‘ নানান দেশের নানান ভাষা বিনে স্বদেশী ভাষা, পুরে কি আশা” পংক্তিটি কার? | রামনিধি গুপ্তের |
35 | ‘ যেখানে ফ্রি থিংকিং নেই, সেখানে কালচার নেই‘ – কার উক্তি ? | রবীন্দ্রনাথ ঠাকুর |
36 | ‘”বাংলার মুখ আমি দেখিয়াছি,তাই আমি পৃথিবীর রূপ দেখিতে চাই না আর”-কার লেখা? | জীবনানন্দ দাশ |
37 | ‘আধ্যাত্মিকা’ উপন্যাসের লেখক কে? | প্যারিচাঁদ মিত্র |
38 | ‘আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য; তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি’ – উক্তিটি কার ? | ড. মুহাম্মদ শহীদুল্লা্হ্ |
39 | ‘আমার পূর্ব বাংলা’ কবিতার রচয়িতা কে? | সৈয়দ আলী আহসান |
40 | ‘উদাসীন পথিকের মনের কথা’ কোন জাতীয় রচনা? | আত্মজৈবনিক উপন্যাস |
41 | ‘কাব্য সুধাকর’ কার উপাধি? | গোলাম মোস্তফা |
42 | ‘কালের ধুলোয় লেখা’ কার আত্মজীবনীমূলক গ্রন্থ? | শামসুর রাহমান |
43 | ‘কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠালছায়ায়’- কে আসবেন | জীবনানন্দ দাশ |
44 | ‘কেয়াবন সঞ্চারণী’ ও ‘বিশ শতকের মেয়ে’-উপন্যাসদ্বয়ের রচয়িতা কে? | ড. নীলিমা ইব্রাহীম |
45 | ‘চর্য্যাচর্যবিনিশ্চয়’নামটি দিয়েছিলেন কে? | হরপ্রসাদ শাস্ত্রী। |
46 | ‘চারু ও অমল’ চরিত্রদ্বয় রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের চরিত্র ? | নষ্টনীড় |
47 | ‘চিরসুখী জন ভ্রমে কি কখন ব্যথিত বেদন বুঝিতে পারে?” | কৃষ্ণচন্দ্র মজুমদার। |
48 | ‘ছাপান্ন হাজার বর্গমাইল’ কার লেখা? | হুমায়ুন আজাদ |
49 | ‘তোমাকে অভিবাদন প্রিয়তমা’ কাব্যগ্রন্থের কবি কে? | শহীদ কাদরী চৌধুরী |
50 | ‘নকশী কাঁথার মাঠ’ কার লেখা | জসিমউদ্দিন। |
51 | ‘বাংলাদেশ কথা কয়’ উপন্যাসের রচয়িতা কে? | আবদুল গাফফার চৌধুরী |
52 | ‘বাংলার স্কট’ বলা হয় কাকে? | বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় |
53 | ‘বাবা কার ধান খেয়েছি যে, আমাকে এর ভিতর পুরিলে ‘’- উক্তিটি কার ? | বঙ্কিমচন্দ্র চট্টপাধ্যায় |
54 | ‘বিদেশী ভাষা শিখিব মাতৃভাষায় শিক্ষত হইবার পর,আগে নয়।’ লেখাটি কার | আবুল মনসুর আহমদের। |
55 | ‘মাগো ওরা বলে ’ কবিতাটি কার লেখা ? | আবু জাফর ওবায়দুল্লাহ |
56 | ‘শহীদের ঝলকিত রক্তের বুদবুদ, স্মৃতিগন্ধে ভরপুর । একুশের কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রঙ ।’ রচয়িতা কে ? | শামসুর রাহমান |
57 | ‘শাহনামা’ বাংলায় অনুবাদ করেন কে ? | মোজাম্মেল হক |
58 | ‘ষোড়শী’ শরৎচন্দ্রের কোন জাতীয় রচনা ? | নাটক |
59 | ‘সংস্কৃতির কথা’ গ্রন্থটির রচয়িতা কে ? | মোতাহের হোসেন চৌধুরী |
60 | ‘সংস্কৃতির সংকট’ প্রবন্ধ গ্রন্থটি রচনা করেছেন | বদরুদ্দীন |
61 | ‘সীমানা ছাড়িয়ে’ উপন্যাসটির রচয়িতা কে ? | সৈয়দ শামসুল হক |
62 | ‘স্বাধীনতা এই শব্দটি কীভাবে আমাদের হলো’ কোন কবির রচনা? | নির্মলেন্দু গুণ |
63 | ’আমার সন্তান যেন থাকে দুধে -ভাতে ‘- বাংলা সাহিত্যের কোন কাব্যে বাঙালির এ প্রার্থনা ধ্বনিত হয়েছে? | ভারতচন্দ্রের ‘অন্নদামঙ্গল ‘ এ |
64 | ’দুধপাতে উৎপাত ’ ছোটগল্পটি কার ? | আখতারুজ্জামান ইলিয়াস |
65 | ’নঢীর পূজা’ রবীন্দ্রনাথের কোন জাতীয় রচনা ? | নাটক |
66 | ’যুগসন্ধিকালের কবি ’ কে ? | ঈশ্বরচন্দ্র গুপ্ত |
BCS Preli Preparation Day-2: Bangladesh Affairs
35 | ইন্টারনেট চালু হয় কত সালে | ১৯৬৯ |
36 | উচ্চতম জেলা | দিনাজপুর (নীচু – নারায়ণগঞ্জ) |
37 | উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নৃগােষ্ঠী ও সম্প্রদায়ের সংস্কৃতির কথা বাংলাদেশের সংবিধানের কত অনুচ্ছেদে উল্লেখ আছে? | ২৩(ক) |
38 | উপমহাদেশের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? | ওয়ারেন হেস্টিংস |
39 | উয়ারী বটেশ্বর বিখ্যাত | প্রত্নতাত্ত্বিক নিদর্শন |
40 | এ পর্যন্ত আবিষ্কৃত বৌদ্ধ চিত্রশিল্পের সংখ্যা | ২৬ টি |
41 | এ পর্যন্ত সংবিধান সংশােধনী বাতিল হয় কতটি? | ৫টি |
42 | সম্রাট অশোকের পাথরখচিত বাণী থেকে কোন লিপি বেশি পরিচিতি লাভ করেছে | ব্রাক্ষী লিপি |
43 | একমাত্র খেতাবপ্রাপ্ত আদিবাসী মুক্তিযােদ্ধার নাম কী? | ইউকে চিং |
44 | একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয় ১৯৯৯ সালের | ১৭ নভেম্বর |
45 | অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মহাসচিব | ভারতীয় সলিল শেঠী (প্রতিষ্ঠাতা-পিটার বেনেনসন) |
46 | ঐতিহাসিক ৬ দফা আনুষ্ঠানিকভাবে ঘােষণা করা হয় | ২৩ মার্চ ১৯৬৬ |
47 | ঐতিহাসিক ৬ দফাকে কীসের সঙ্গে তুলনা করা হয়? | ম্যাগনাকার্টা(মুক্তি সনদ) |
48 | ঐতিহাসিক ছয় দফা ঘােষণা করা হয় ১৯৬৬ সালের | ফেব্রুয়ারি মাসে |
49 | কত তারিখ থেকে অসহযােগ আন্দোলন শুরু হয়? | ২ মার্চ ঢাকায়, ৩ মার্চ সারাদেশে |
50 | কত সালে ব্র্যাকের যাত্রা শুরু হয়? | ১৯৭২ |
51 | কনসার্ট ফর বাংলাদেশ অনুষ্ঠিত হয় | ১ আগস্ট ১৯৭১ |
52 | কবে থেকে ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়ে আসছে? | ২০০০ |
53 | কমলাপুর রেলস্টেশনের স্থপতি কে? | বব বুই |
54 | কাঁকন বিবির বাড়ি | সুনামগঞ্জ |
55 | কারাগারের রোজনামচা কার রচিত? | বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান |
56 | কুমিল্লা BARD এর প্রতিষ্ঠাতা কে? | আখতার হামিদ খান |
57 | কোন জেলায় একটি সংসদীয় আসন রয়েছে? | রাঙামাটি |
58 | কোন ধানকে আষাঢ়ী ধান বলা হয়? | আউশ |
59 | কোন নোটে অর্থসচিবের স্বাক্ষর থাকে? | এক টাকার |
60 | কোনটি মাতৃতান্ত্রিক উপজাতি? | খাসিয়া |
61 | কোরিয়ান ইপিজেড একটি | বেসরকারি ইপিজেড |
62 | ক্রিকেটে বাংলাদেশ টেস্ট মর্যাদা পায় | ২০০০ সালে |
63 | ক্রিকেটে বাংলাদেশের প্রথম টেস্ট জয় কোন দেশের বিপক্ষে? | জিম্বাবুয়ে |
64 | ক্রিপস মিশন | ১৯৪২ |
65 | গড় আয়ু | ৭২.৬%, স্বাক্ষরতা ৭১% |
66 | গম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলের গান? | চাপাইনবাবগঞ্জ |
67 | গর্ভনর হাউজের বর্তমান নাম | বঙ্গভবন |
68 | গারােদের ধর্মের নাম কি? | সাংসারেক |
BCS Preli Preparation Day-2: International Affairs
37 | Exclusive Economic Zone বা বিশেষায়িত অর্থনৈতিক এলাকা কত কিলোমিটার? | ২০০ নটিক্যাল মিইল। |
38 | Extradition Treaty হলাে | অপরাধী প্রত্যর্পণ চুক্তি |
39 | Fifth Republic কী? | ফ্রান্সের একটি রাজনৈতিক ব্যবস্থা। |
40 | FU-এর সদর দপ্তর কোথায়? | ব্রাসেলস |
41 | G-7 এর একমাত্র এশীয় দেশ | জাপান |
42 | HIPC এর পূর্ণরূপ কী? | Heavily Indebted Poor Countries |
43 | IAEA এর পূর্ণরূপ কী? | International Atomic Energy Agency |
44 | ICIMOD এর পূর্ণরূপ কী? | International Centre for Integrated Mountain Development |
45 | ICRI বা রেডক্রস এর সদর দফতর কোথায় অবস্থিত? | জেনেভা, সুইজারল্যান্ড। |
46 | ILO এর সদর দফতর কোথায়? | সুইজারল্যান্ডের জেনেভায়। |
47 | IMF ত্যাগকারী দেশ কোনটি? | কিউবা |
48 | IMF বিশ্বব্যাংকের | অঙ্গ সংস্থা নয় |
49 | Indemnity অর্থ কী? | ক্ষতি বা শাস্তি এড়ানোর আইনী ব্যবস্থা। |
50 | INF চুক্তি বলতে কী বোঝায়? | মাঝারি পাল্লার আণবিক শান্তি চুক্তি। |
51 | Interpol এর পূর্ণরূপ কী? | International Criminal Police Organization এর সদর দফতরপ্যারিসের লিঁওতে অবস্থিত। |
52 | Kremlin কী? | মস্কোতে অবস্থিত বর্তমান রাশিয়ান সরকারের সচিবালয়। |
53 | LoC কী? | Line of Control এটি ভারত পাকিস্তানের মধ্যে অবস্থিত। |
54 | NATO প্রতিষ্ঠার সাল কোনটি? | ১৯৪৯ |
55 | New Development Bank(NDB) এর সদর দফতর কোথায়? | সাংহাই |
56 | OIC এর বর্তমান মহাসচিবের নাম কী? | ইউসুফ বিন আহমেদ আল ওথাইমিন। |
57 | OIC প্রতিষ্ঠিত হয় | ১৯৬৯ সালে |
58 | OPCW-এর সদর দপ্তর কোথায়? | হেগ |
59 | ‘Presidential Year ‘ আত্মজীবনীমূলক গ্রন্থের লেখক কে? | নেলসন ম্যান্ডেলা |
60 | Responsibility to protect কী? | ২০০৫ সালে জাতিসংঘের সকল সদস্য দেশ কর্তৃক যুদ্ধাপরাধ ও গণহত্যার বিরূদ্ধে করা একটি অঙ্গীকার। |
61 | SAFTA কী? | South Asian Free Trade Area. এটিও একটি বাণিজ্যিক চুক্তি। চুক্তি সই ২০০৪ সালে। |
62 | SAIC কী? | SAARC Agricultural Information Centre. এটি ঢাকার ফার্মগেটে অবস্থিত। |
63 | SAPTA কী? | SAARC Preferential Trading Arrangement. একটি বাণিজ্যিক চুক্তি। চুক্তি সই ১৯৯৩ সালে। |
64 | SDR ভুক্ত মুদ্রা কতটি? | ৫ টি মার্কিন ডলার, ব্রিটিশ পাউন্ড, চীনের ইউয়ান জাপানের ইউয়েন ও রাশিয়ার রুবল |
65 | Second Track Diplomacy কী? | বিভিন্ন বিবাদ মেটাতে সরকারের পাশাপাশি সুশীল সমাজের উদ্যোগ। |
66 | SIPRI কো দেশভিত্তিক শান্তি গবেষণা সংস্থা | সুইডেন |
67 | Statue of Liberty-এর স্থপতির নাম | বার্থোলডি |
68 | Third Reich কী? | হিটলারের শাসনকালকে অর্থাৎ ১৯৩৩ থেকে ১৯৪৫ এই শাসনকারকে Third Reich বলে। |
69 | UNDP-এর সদর দপ্তর কোথায় | নিউইয়র্ক |
70 | UNFCCC এর পূর্ণরূপ কী? | United Nations Framework Convention on Climate Change. |
71 | UNHCR কী? | United Nations High Commissioner for Refugees. এর সদর জেনেভায়। |
72 | wailing wall’ কোথায় অবস্থিত? | জেরুজালেম |
BCS Preli Preparation Day-2: Geography, Environment and Disaster Management
51 | কর্ণফুলীর প্রধান উপনদী Answer: কাসালাং, হালদা এবং বোয়ালখালি। |
52 | কানাডার প্রমাণ সময় কয়টি Answer: ৫টি |
53 | কুমার, মাথাভাঙা, ভৈরব, গড়াই, মধুমতী, আড়িয়াল খাঁ Answer: গঙ্গা-পদ্মা নদীর প্রধান উপনদী। |
54 | কুমিল্লায় উৎপাদন ভালো হয় Answer: বোরো |
55 | কুমেরুবৃত্ত এর অক্ষাংশ Answer: ৬৬.৫০ দক্ষিণ। |
56 | কেনো একটি স্থানে প্রতিদিন জোয়ার ভাটা হয় Answer: দুইবার। |
57 | কেবল উত্তর পূর্বাঞ্চলের জেলাগুলো চা চাষ হওয়ার কারণ Answer: ঢালু জমি |
58 | কোন খনিজ সিমেন্টের কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় Answer: চুনাপাথর |
59 | কোন গ্রহের উপগ্রহ সংখ্যায় সবচেয়ে বেশি Answer: শনি। |
60 | কোন গ্রহের কোন উপগ্রহ নেই Answer: বুধ ও শুক্রের। |
61 | কোন গ্রহের দিনরাত্রির পরিমাণ প্রায় সমান Answer: মঙ্গল। |
62 | কোন দিনটিকে বিষুব বা মহাবিষুব বলে Answer: ২১শে মার্চ |
63 | কোন শব্দ দুটি মিলে ‘Geography হয়েছে Answer: ‘Geo’ ও ‘Graphy। |
64 | কোন স্তরে ওজোন (03) গ্যাসের পরিমাণ বেশি Answer: (Stratopause) । |
65 | কোন স্তরের মধ্য দিয়ে সাধারণত জেট বিমানগুলাে চলাচল করে Answer: (Stratopause) এ। |
66 | কোনগুলো জ্যোতিষ্ক Answer: বর্তমানে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, ধূমকেতু, উল্কা, নী পালসার, কৃষ্ণবামন (Black Dwarf), কৃষ্ণগহ্বর (Black Hole) প্রভৃতি |
67 | কোনাে একটি গ্যালাক্সির ক্ষুদ্র অংশকে কী বলে Answer: ছায়াপথ বা আকাশ গঙ্গা । |
68 | কোনাে নির্দিষ্ট আয়তনের বায়ুতে জলীয়বাষ্পের প্রকৃত পরিমাণকে বলে Answer: পরম আর্দ্রতা |
69 | কোনাে রেলপথ নেই Answer: খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, বরিশাল, পটুয়াখালি, মাদারিপুর, শরীয়তপুর, মেহেরপুর, কক্সবাজার অঞ্চলে |
70 | কোনােরকম জলীয়বাষ্প থাকে না কোন মণ্ডলে Answer: (Stratopause) এ। |
71 | কোনো এক আকস্মিক ও চরম প্রাকৃতিক সৃষ্ট ঘটনা Answer: Hazard বা আপদ |
72 | কোনো দেশের পরিবেশেল ভারসাম্য রক্ষা ও অর্থনৈতিক উন্নয়নের জন্য মোট জমির কত ভাগ বনভূমি থাকা আবশ্যক Answer: ২৫ |
73 | ক্রান্তীয় পাতাঝরা বনভূমির কত ভাগে ভাগ করা যায় Answer: দুই |
74 | ক্রান্তীয় পাতাঝরা বনভূমির বৃক্ষ Answer: সুন্দরী |
75 | খাদ্যশস্যের প্রয়োজনীয়তা হেতু বাংলাদেশে কোন ফসলের চাষ হয় Answer: গম |
76 | গঠনপ্রণালি অনুসারে শিলাকে কয় শ্রেণিতে ভাগ করা যায় Answer: তিনটি। (১) আগ্নেয় শিলা, (২) পাললিক শিলা ও (৩) রূপান্তরিত শিলা। |
77 | গণনার সুবিধার জন্য পরিধি ধরা হয় Answer: ৪০,০০০ কিলােমিটার। |
78 | গণনার সুবিধার জন্য পৃথিবীর গড় ব্যাস ধরা হয় Answer: ১২,৮০০ কিলােমিটার। |
79 | গত ১০০ বছরে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পেয়েছে Answer: ১০-২৫ সে. মি। |
80 | গ্রহরাজ কে Answer: বৃহস্পতি (Jupiter) । |
81 | গ্রীষ্মকালীন আবহাওয়ার অন্যতম বৈশিষ্ট্য Answer: কালবৈশাখী ঝড়। |
82 | গ্লোবাল ওয়ার্মিং এ মুখ্য ভূমিকা পালন করে Answer: CO2 |
83 | ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয় Answer: স্থান অনুসারে। |
84 | ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় Answer: প্রাকৃতিক গ্যাস |
85 | ঘোড়াশাল সার কারখানার প্রাকৃতিক গ্যাসের ব্যবহার কীরূপে হয়ে থাকে Answer: কাঁচামালরূপে |
86 | চট্টগ্রাম ও রাঙামাটির প্রধান নদী Answer: কর্ণফুলী। |
87 | চা উৎপাদনের জন্য উপযুক্ত তাপমাত্রা হলো Answer: ১৫.০৫ ডিগ্রি সে.। |
88 | চা গাছের গোড়ায় যাতে পানি না জমে সেজন্য গৃহীত ব্যবস্থা Answer: ঢালু জমি নিবার্চন করা |
89 | চা চাষের উপযোগী মাটি Answer: উর্বর লৌহ মৃত্তিকায় ও জৈব পদার্থ দোআঁশ মাটিতে |
90 | চা চাষের জন্য উপযুক্ত বৃষ্টিপাত হলো Answer: ১৫০-২০০ সে. মি। |
91 | চা চাষের জন্য প্রয়োজনীয় তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস Answer: ১৬0 -১৭0 |
92 | চাঁদ ও সূর্যের জোয়ার উৎপন্ন করার ক্ষমতার অনুপাত Answer: চাঁদ : সূর্য = ১১ : ৫। |
93 | চাঁদ ও সূর্যের মিলিত আকর্ষণে শক্তিশালী মুখ্য জোয়ার হয় Answer: অমাবস্যায়। |
94 | চাঁদের আকর্ষণ শক্তির কার্যকারিতা সবচেয়ে বেশি Answer: জলভাগে। |
95 | জিআইএস (Geographic Information System) কবে চালু হয় Answer: ১৯৬৪ সালে। |
96 | জিআইএস (Geographic Information System) কি Answer: ভৌগােলিক তথ্য সংরক্ষণ ও বিশ্লেষণ ব্যবস্থা |
97 | জোয়ার ভাটা জনিত বন্যার পানির উচ্চতা Answer: ৩থেকে৬ মিটার। |
98 | জোয়ার ভাটার স্থিতিকাল Answer: ৬ ঘণ্টা। |
99 | টারশিয়ারি যুগের পাহাড় সমূহকে Answer: ২ ভাগে ভাগ করা যায়। |
100 | ট্রপােমণ্ডল ছাড়া Answer: কোনাে আবহাওয়াও সৃষ্টি হতাে না; বরফ জমত না; মেঘ, বৃষ্টি, কুয়াশা, শিশির, তুষার, শিলাবৃষ্টি ইত্যাদির সৃষ্টি হতাে না। |
BCS Preli Preparation Day-2: Ethics, Values and Good governance
021। আইনসভার দ্বিতীয় কক্ষকে কী বলে?
ক, উচ্চকক্ষ
খ. নিম্নকক্ষ
গ. উচ্চ আদালত
ঘ. নিম্ন আদালত
Answer: ক, উচ্চকক্ষ
022। আইনসভার প্রথম কক্ষকে কী বলে?
ক. উচ্চকক্ষ
খ-নিম্নকক্ষ
গ. উচ্চ আদালত
ঘ. নিম্ন আদালত
Answer: খ-নিম্নকক্ষ
023। আইনের ইংরেজি প্রতিশব্দ Law. এটি এসেছে—
ক. গ্রিক শব্দ থেকে
খ. ল্যাটিন শব্দ তেকে
গ. জার্মান শব্দ থেকে
ঘ. টিউটনিক শব্দ থেকে
Answer: ঘ. টিউটনিক শব্দ থেকে
024। আইনের দৃষ্টিতে সবাই সমান—কে বলেছেন?
ক. অধ্যাপক ডাইসি
খ. অধ্যাপক গার্নার
গ. অধ্যাপক লাস্কি
ঘ. অধ্যাপক ম্পেন্সার
Answer: ক. অধ্যাপক ডাইসি
025।আইনের সর্বজনগ্রাহ্য সংজ্ঞাপ্রদান করেছেন কে?
ক. অধ্যাপক হল্যান্ড
খ, জন অস্টিন
গ. টমাস হবস
ঘ. উড্রো উইলসন
Answer: ঘ. উড্রো উইলসন
026। আদর্শ আমলাতন্ত্রের উদ্ভাবক কে?
ক. পল এইচ অ্যাপলবি
খ, অধ্যাপক হারম্যান ফাইনার
গ. ফিফনার ও প্রেসথাস,
ঘ. ম্যাক্স ওয়েবার
Answer: ঘ. ম্যাক্স ওয়েবার
027। আধুনিক প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের সাফল্য নির্ভর করে কিসের ওপর –
ক. নেতার দায়িত্ববোধের
খ, সুযোগ্য নেতৃত্বের
গ. নেতার নিরপেক্ষতার
ঘ, নেতার অভিজ্ঞতার
Answer: খ, সুযোগ্য নেতৃত্বের
028। জাতি রাষ্ট্রের উদ্ভব হয়েছে কখন থেকে?
ক. প্রাচীন যুগে
খ. মধ্যযুগে
গ, পঞ্চদশ ও ষোড়শ শতকে
ঘ, একবিংশ শতকে
Answer: গ, পঞ্চদশ ও ষোড়শ শতকে
029। আমলাতন্ত্রের ইংরেজি প্রতিশব্দ কী?
ক. Mobocracy
খ. Bureaucracy
গ. Bureaucraty
ঘ. Bureaucrat
Answer: খ. Bureaucracy
030। আমলাদের কাজ কী?
ক. নীতিনির্ধারণ
খ, নীতি বাস্তবায়ন
গ, আইন প্রণয়ন
ঘ. রাষ্ট্র পরিচালনা
Answer: খ, নীতি বাস্তবায়ন
031। আমলাদের নিয়োগবিধি নির্ধারণ করা হয় কীসের দ্বারা?
ক, চুক্তির দ্বারা
খ, আলাপ আলোচনার দ্বারা
গ. সংসদ আইনের দ্বারা
ঘ, ভোটের দ্বারা
Answer: গ. সংসদ আইনের দ্বারা
032। আমেরিকার যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষের নাম কী?
ক. প্রতিনিধি সভা
খ, সিনেট
গ. লর্ড সভা
ঘ. কমন্স সভা
Answer: খ, সিনেট
033। আমেরিকার (যুক্তরাষ্ট্রের) আইনসভার নাম কী?
ক. পার্লামেন্ট
খ. মজলিস
গ. কংগ্রেস
ঘ, সিনেট
Answer: গ. কংগ্রেস
034। আমেরিকার (যুক্তরাষ্ট্রের) কংগ্রেসের নিম্নকক্ষের নাম কী?
ক, প্রতিনিধি সভা
খ. কমন্সসভা
গ. লর্ডসভা
ঘ. বিধানসভা
Answer: ক, প্রতিনিধি সভা
035। ই-গভর্নেন্স ও সুশাসনের সম্পর্ক কীরূপ?
ক নিবিড়
খ. পরম্পর বিরোধী
গ, শক্ৰতামূলক
ঘ. সাপে-নেউলে
Answer: ক নিবিড়
036। ই-গভর্নেন্স বলতে বোঝায়—
ক. ইলেকটেড গভর্নেন্স
খ, ইলেক্টিভ গভর্নেন্স
গ. ইজি গভর্নেন্স
ঘ, ইলেক্ট্রনিক গভর্নেন্স
Answer: ঘ, ইলেক্ট্রনিক গভর্নেন্স
037। ইলেক্ট্রনিক গভর্নেন্স এর মূল লক্ষ্য কী?
ক. সুশাসন প্রতিষ্ঠা
খ, ব্যক্তি শাসন প্রতিষ্ঠা
গ, একদলীয় শাসন
ঘ, বিদ্যুৎ গতিতে সরকার চালানো
Answer: ক. সুশাসন প্রতিষ্ঠা
038। এককেন্দ্রিক সরকার প্রচলিত রয়েছে এমন রাষ্ট্রটি হলো—
ক. সুইজারল্যান্ড
খ. কানাডা
গ. ভারত
ঘ, যুক্তরাজ্য
Answer: ঘ, যুক্তরাজ্য
039। একটি রাজনৈতিক দলের নেতা ক্ষমতা দখল করেন যেভাবে-
ক. জোর করে
খ, নিয়মতান্ত্রিক উপায়ে
গ. সমঝোতার মাধ্যমে
ঘ, ছলচাতুরী করে
Answer: খ, নিয়মতান্ত্রিক উপায়ে
040। একনায়ক হিসেবে সকলেই চেনে যাদেরকে-
ক. আব্রাহাম লিংকন, রুজভেল্ট, নেলসন ম্যান্ডেলা
খ, ডাইসি, ম্যাকাইভার, জন স্টুয়ার্ট মিল
গ. মাহাথির মোহাম্মদ, জওহরলাল নেহরু, চাৰ্চিল
ঘ, হিটলার, মুসোলিনী, ফ্রাঙ্কো
Answer: ঘ, হিটলার, মুসোলিনী, ফ্রাঙ্কো
আপনার যে কোন প্রয়োজনে, চাকরির সার্কুলার ও আপডেট, এক্সাম ডেট, আপনার কোন কিছু জানার থাকলে নির্দ্বিধায় যোগদান করুন একঝাঁক প্রাণোচ্ছল তরুণের ফেসবুক গ্রুপ: BCS Limelight এ।
ফেসবুক বাটনে ক্লিক করে BCS Preli Preparation Day-2 কে আপনার টাইমলাইনে শেয়ার করে রাখুন।কষ্ট করে খুজতে হবে না। Notification অন করে রাখুন। নতুন পোস্ট এমনিতেই আপনার কাছে পৌছে যাবে।
thank u vaiya
Thank you so much dada……..
চা চাষের আর উৎপাদনের উপযোগী তাপমাত্রা ১৫/ ১৬-১৭ডিগ্রি, এই দুটো কি আলাদা??
খুব ভাল পদক্ষেপ নিয়েছেন, ধন্যবাদ। অংকের সমস্যায় কি লিখতে পারি??
কোন গ্রহে বেশি উপ গ্রহ-বৃ্হস্পতি। ৫৯
এটম বোমা আর পারমানবিক বোমা কি এক জিনিস?
পারমানবিক বোমা-ওপেনহেইমার