BCS Preli Preparation Day-3 সনাতন দা’র আড্ডায় চালু করা ১০দিন ভিত্তিক BCS Preli Preparation Crush Program এর ৩য় দিনের কার্যক্রম। যারা BCS Preli Preparation Day-1 ও BCS Preli Preparation Day-2 মিস করেছেন তারা আগে Day-1, Day-2 সম্পূর্ণ করুন। নিচে দেয়া রুটিনটা Follow করতে পারেন।
Day-2 সম্পূর্ণ হলে BCS Preli Preparation Day-3 পড়ুন। যারা Day-2 সম্পূর্ণ করেছেন তারা BCS Preli Preparation Day-3 শুরু করার আগে Day-1 নিজ দায়িত্বে Revision সম্পন্ন করুন।
জানি, আপনার সব পড়া আছে। তবু একবার চোখ বুলিয়ে যান। সারাদিনে মাত্র ২ ঘণ্টা ৩০ মিনিট আড্ডায় দিন, আপনাকে পিছনে ফিরে তাকাতে হবে না। BCS Preli Preparation Day-3 জাতীয় Crush Program মূলত তাদের জন্য যাদের হাতে অত সময় নেই; পড়তে ইচ্ছে করে না- তাদের।
BCS Preli Preparation Day-3 তে Question গুলো সাজানো হয়েছে এমনভাবে যেন পড়তে গিয়ে আপনার বিরক্তি না আসে। সর্বমোট ২২২৭টি Exclusive Question ১০ দিনে আমরা আয়ত্ব করব। এর মানে কেউ এটা করে নিবেন না যে, এটুকুতেই আপনার BCS Preli Preparation হয়ে যাবে। তবে একটা কিছু তো হবে নিশ্চয়ই।
এখানে শুধু Question and Answer দেয়া হয়েছে। চারটা অপশন আপনাকে যেন বিভ্রান্তিতে না ফেলে সেজন্য প্রযোজ্য ক্ষেত্রে অপশন বাদ দিয়েছি।BCS Preli Preparation Day-3 তে কোন ভুল পেলে কমেন্ট করবেন। কারণ, ভুল হতেই পারে। কিন্তু শুদ্ধ করা যাবে না- এমন কোথাও লেখা নেই।
BCS Preli Preparation Day-3 এবং এর পূর্বাপর সকল কিছুই পড়ার শর্ত একটাই– প্রতিদিনেরটা প্রতিদিনেই শেষ করতে হবে। ৩নম্বর হাত- মানে, অজুহাত দেখাবেন না। পড়ার ফাঁকে পড়ুন BCS Preli Preparation Day-3, কাজের ফাঁকে পড়ুন BCS Preli Preparation Day-3। বাসে পড়ুন, রেস্টরুমে পড়ুন।
BCS Preli Preparation: A 10 Day Crush Program Routine
ক্রম | তারিখ | সময় | |
সকাল ১০টার পরে অথবা আপনার সুবিধামত সময়ে ১ঘণ্টা রিভিশন | রাত ১১টার পরে অথবা আপনার সুবিধামত সময়ে ১ঘণ্টা ৩০ মিনিট পড়া | ||
01 | BCS Preli Preparation Day-1 ক্লিক টু রিড | ||
02 | BCS Preli Preparation Day-1 ক্লিক টু রিভাইস | BCS Preli Preparation Day-2 ক্লিক টু রিড | |
03 | BCS Preli Preparation Day-2 ক্লিক টু রিভাইস | BCS Preli Preparation Day-3 নিচে | |
04 | BCS Preli Preparation Day-3 নিচে | BCS Preli Preparation Day-4 ক্লিক টু রিড | |
05 | BCS Preli Preparation Day-4 ক্লিক টু রিভাইস | BCS Preli Preparation Day-5 ক্লিক টু রিড | |
06 | BCS Preli Preparation Day-5 ক্লিক টু রিভাইস | BCS Preli Preparation Day-6 ক্লিক টু রিড | |
07 | BCS Preli Preparation Day-6 ক্লিক টু রিভাইস | BCS Preli Preparation Day-7 ক্লিক টু রিড | |
08 | BCS Preli Preparation Day-7 ক্লিক টু রিভাইস | BCS Preli Preparation Day-8 ক্লিক টু রিড | |
09 | BCS Preli Preparation Day-8 ক্লিক টু রিভাইস | BCS Preli Preparation Day-9 ক্লিক টু রিড | |
10 | BCS Preli Preparation Day-9 ক্লিক টু রিভাইস | BCS Preli Preparation Day-10 ক্লিক টু রিড | |
11 | BCS Preli Preparation Day-10 ক্লিক টু রিভাইস |
A 10 Day Crush Program: BCS Preli Preparation Day-3
BCS Preli Preparation Day-3 : International Affairs
73 | White Hall কী? | ইংল্যান্ডে অবস্থিত ব্রিটিশ সরকারের কার্যালয়। এটি ব্রিটিশ রানীর সাবেক বাসভবনও। |
74 | WIPO-এর সদর দপ্তর কোথায় অবস্থিত? | জেনেভায় |
75 | WTO কখন থেকে কাজ শুরু করে? | ১ লা জানুয়ারি ১৯৯৫ থেকে। |
76 | Yellow Vest আন্দোলনটির সূচনা কোথায়? | ফ্রান্সে |
77 | অক্টোবর বিপ্লবের নেতা কে ? | লেনিন। |
78 | অঞ্চল হিসেবে বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে | ইউরোপীয় ইউনিয়নে |
79 | অতীতে অন্য কোনাে দেশের উপনিবেশ হয়নি? | থাইল্যান্ড |
80 | অবাঞ্ছিত ব্যাক্তি কাকে বলে? | কোনো কূটনৈতিককে যে দেশে প্রেরণ করা হয় সে দেশের সরকার কর্তৃক তাকে অগ্রহনযোগ্য হিসেবে বিবেচনা করা হলে সে অবাঞ্ছিত ব্যাক্তি। |
81 | অর্থনীতিতে কখন নোবেল পুরস্কার প্রবর্তন করা হয়? | ১৯৬৮ সালে প্রবর্তন হয় এবং ১৯৬৯ সালে প্রথম প্রদান করা হয়। |
82 | অর্থপাচারে শীর্ষ দেশ | চীন |
83 | অস্থায়ী সরকারের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কে কে ছিলেন? | রাষ্ট্রপতি –বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী –তাজউদ্দীন আহমেদ। |
84 | অ্যাজেন্ডা ২১ কোন বিশ্ব সংস্থা গ্রহণ করে | জাতিসংঘ |
85 | ‘আই হ্যাভ আ ড্রিম’ শীর্ষক বক্তৃতাটি কার? | মার্টিন লুথার কিং |
86 | আন্তর্জাতিক আদারতের সদস্য দেশ কতটি? | ১৯৩ টি। |
87 | আন্তর্জাতিক আদালতের বিচারকসংখ্যা | ১৫ |
88 | আন্তর্জাতিক আদালতের সদর কোথায়? | নেদারল্যান্ডসের হেগে। |
89 | আন্তর্জাতিক ওজন দিবস | ১৬ সেপ্টেম্বর |
90 | আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সদর দফতর কোথায়? | দুবাই, সংযুক্ত আরব আমিরাত। |
91 | আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবস কত তারিখ | ২২ মে |
92 | আন্তর্জাতিক পুলিশ সংস্থা (INTERPOL) কবে গঠিত হয় | ১৯২৩ সালে |
93 | আন্তর্জাতিক বিচারালয়ের বিচারক কতজন? | ১৫ জন। |
94 | আন্তর্জাতিক মাদকবিরােধী দিবস কবে? | ২৬ জুন |
95 | আন্তর্জাতিক রাজনীতিতে সফল ভূরাজনীতির প্রয়োগের সূচনা হয় | বিংশ শতাব্দীতে |
96 | আন্তর্জাতিক রেডক্রসের সদর দপ্তর কোথায় অবস্থিত? | জেনেভা |
97 | আন্তর্জাতিক সমুদ্র বিষয়ক ট্রাইব্যুনালের সদর দফতর কোথায়? | হামবু্র্গ, জার্মানি। |
98 | আফ্রিকান ইউনিয়নের সদর দফতর কোথায়? | আদ্দিস আবাবা, ইথিওপিয়া। |
99 | আফ্রিকার কোন দেশে চীনের সামরিক ঘাঁটি রয়েছে? | জিবুতি |
100 | আরব বিশ্ব বহির্ভূত চারটি ওপেক সদস্য রাষ্ট্রের নাম কী কী? | ইকুয়েডর, নাইজেরিয়া, ভেনিজুয়েল— ইকুয়েডর, নাইজেরিয়া, ভেনিজুয়েলা ও ইরান। |
101 | আর্জেন্টিনার ভাষা | স্প্যানিশ |
102 | আল আকসা ইন্তিফাদা কী? | ইহুদি রাষ্ট্র ইসরাইলের অধিকার হতে আল আকসা মসজিদ মুক্ত করার গণআন্দোলন। |
103 | আল কায়েদার অনলাইনভিত্তিক ইংরেজি ম্যাগাজিনের নাম কি? | রিসার্জেন্স |
104 | আল-কুদ্স কী? | ও. আই. সি. গঠনের সময়ের একটি কমিটি। |
105 | আলিবাবা কোন দেশভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠান? | চীন |
106 | আসিয়ান এর সদর দফতর কোথায়? | জাকার্তা, ইন্দোনেশিয়া। |
107 | আস্তানা’ কোন দেশের রাজধানী? | কাজাখস্তান |
108 | ইউরো কী? | ইউরোপিয়ান ইউনিয়নভু্ক্ত দেশসমূহের একক মুদ্রা। এর জনক রবার্ট মুন্ডেল। ১৯৯৯ সালে চালু হয়। |
BCS Preli Preparation Day-3 : Geography, Environment and Disaster Management
101 | ট্রপোপজের উপরের দিকে কত কিলােমিটার পর্যন্ত স্ট্রাটোমণ্ডল Answer: ৫০ কিলােমিটার। |
102 | ডিজেল পোড়ালে তৈরি হয় Answer: সালফার ডাই অক্সাইড। |
103 | ঢেউয়ের রেলগাড়ি বা ‘ওয়েভ ট্রেন’ বলে Answer: সুনামির পানির ঢেউগুলোকে। |
104 | তাপমাত্রার পার্থক্য অনুসারে সারা বছরকে কয়টি ভাগে ভাগ করা যায় Answer: চার ভাগে। এগুলাে হলাে গ্রীষ্মকাল, শরৎকাল, শীতকাল ও বসন্তকাল। |
105 | দক্ষিণ গােলার্ধে সবচেয়ে বড় দিন Answer: ২২শে ডিসেম্বর |
106 | দিবারাত্রির হ্রাস বৃদ্ধির প্রকৃত কারণ Answer: (ক) পৃথিবীর অভিগত গােলাকৃতি (খ) পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথ (গ) পৃথিবীর অবিরাম আবর্তন ও পরিক্রমণ গতি। (ঘ) পৃথিবীর মেরুরেখার সর্বদা একই মুখে অবস্থান। (ঙ) পৃথিবীর কক্ষপথে কৌণিক অবস্থান। |
107 | দুই মেরু থেকে সমান দূরত্বে পৃথিবীকে পূর্ব পশ্চিমে বেষ্টন করে যে রেখা কল্পনা করা হয়েছে তার নাম Answer: নিরক্ষরেখা বা বিষুবরেখা বা নিরক্ষবৃত্ত। |
108 | দুর্যোগ ব্যবস্থাপনা আইন পাশ হয় Answer: ২০১২ সালে। |
109 | দুর্যোগ ব্যবস্থাপনা নীতিমালা জারি করা হয় Answer: ১৯ জানুয়ারি ২০১৫ সালে। |
110 | দুর্যোগ ব্যবস্থাপনার একটি অংশ মাত্র হচ্ছে Answer: সাড়াদান (Response) । নিরাপদ স্থানে অপসারণ, তল্লাশিওউদ্ধার, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং ত্রাণ ও পুনর্বাসন। |
111 | দুর্যোগ ব্যবস্থাপনার কাঠামােগত প্রশমনের মধ্যে রয়েছে Answer: বেড়িবাঁধ তৈরি, আশ্রয়কেন্দ্র নির্মাণ, পাকা ও মজবুত ঘর-বাড়ি তৈরি, নদী খনন ইত্যাদি |
112 | দুর্যোগ ব্যবস্থাপনার প্রধান উদ্দেশ্য হলাে Answer: তিনটি।(ক) দুর্যোগের সময় জীবন, সম্পদ এবং পরিবেশের যে ক্ষতি হয়ে থাকে তা এড়ানাে বা ক্ষতির পরিমাণ হ্রাস করা; (খ) প্রয়ােজন অনুযায়ী ক্ষতিগ্রস্ত জনগণের মধ্যে অল্প সময়ে সকল প্রকার ত্রাণ পৌছানাে ও পুনর্বাসন নিশ্চিত করা এবং (গ) দুর্যোগ পরবর্তী পুনরুদ্ধার কাজ |
113 | দুর্যোগ ব্যবস্থাপনার বিভিন্ন কাজকে পর্যায়ক্রম অনুযায়ী সাজাতে হলে কোন কাজটি সর্বপ্রথমে হবে ? Answer: ক. পুনর্বাসন খ. ঝুঁকি (Risk) চিহ্নতকরন গ. দুর্যোগ প্রস্তুতি ঘ. দুর্যোগ প্রশমন কর্মকাণ্ড |
114 | দুর্যোগ ব্যবস্থাপনার মুখ্য উপাদান Answer: দুর্যোগ প্রতিরােধ, দুর্যোগ প্রশমন এবং দুর্যোগের পূর্বপ্রস্তুতি |
115 | দুর্যোগ মূলত Answer: দুই প্রকার। |
116 | দুর্যোগ সংঘটনের পরপরই এর ব্যবস্থাপনার অন্যান্য উপাদানের মধ্যে রয়েছে Answer: সাড়াদান, পুনরুদ্ধার ও উন্নয়ন। |
117 | দুর্যোগপূর্ব সময়ে দুর্যোগের ঝুঁকি কমানাের ব্যবস্থাসমূহকে বলে Answer: পূর্বপ্রস্তুতি। আগে থেকে ঝুঁকিপূর্ণ অঞ্চল ও জনগােষ্ঠীকে চিহ্নিতকরণ, দুর্যোগ সংক্রান্তপরিকল্পনা প্রণয়ন, প্রাতিষ্ঠানিক কাঠামাে, জরুরি অবস্থা মােকাবিলার জন্য প্রয়ােজনীয় সম্পদের ব্যবস্থা নিশ্চিতকরণ, ড্রিল বা ভূমিকা অভিনয় এবং রাস্তাঘাট, যানবাহন, বেতার যন্ত |
118 | দুর্যোগের ক্ষতি মূল্যায়ন করা হয় Answer: পুনর্বাসন পর্যায়ে। |
119 | দুর্যোগের দীর্ঘস্থায়ী হ্রাস এবং দুর্যোগ পূর্বপ্রস্তুতিকেই বলে Answer: দুর্যোগ প্রশমন। মজবুত পাকা ভবন নির্মাণ, শস্য বহুমুখীকরণ, ভূমি ব্যবহারে বিপর্যয় হ্রাসের কৌশল নির্ধারণ, অর্থনৈতিক উন্নয়ন, শক্ত অবকাঠামাে নির্মাণ, কম ঝুঁকিপূর্ণ এলাকায় লােক স্থানান্তর; প্রাতিষ্ঠানিক কাঠামাে গঠন ইত্যাদি কার্যক্রম দুর্যোগ প্রশমনের আওতাভুক্ত |
120 | দূর্যোগ ব্যবস্থাপনার মৌলিক উদ্দেশ্য Answer: ৩ টি। |
121 | দেশের আবহাওয়াকে আর্দ্র রাখতে মুখ্য ভূমিকা রাখে Answer: বনভূমি |
122 | দেশের উত্তর পশ্চিমাঞ্চলের Answer: প্রায় ৯,৩২০ বর্গকিলােমিটার এলাকায় বরেন্দ্রভূমি বিস্তৃত। |
123 | দেশের নৌচলাচলের জন্য বেশি উপযােগী Answer: দক্ষিণ ও পূর্বাঞ্চলের নদীগুলাে |
124 | দেশের মােট বাণিজ্যিক জ্বালানি ব্যবহারের Answer: প্রায় ৭৫ শতাংশ প্রাকৃতিক গ্যাস পূরণ করে। |
125 | দেশের রপ্তানির প্রায় শতকরা ৭৫ ভাগ আয় হচ্ছে Answer: তৈরি পােশাক ও নিটওয়্যার থেকে |
126 | দ্রাঘিমা নির্ণয়ের পদ্ধতি কয়টি Answer: দুটি : ১।স্থানীয় সময়ের পার্থক্য ও ২ গ্রিনিচের সময় দ্বারা। |
127 | ধরলা ও তিস্তা Answer: ব্রহ্মপুত্রের প্রধান উপনদী |
128 | ধলেশ্বরী Answer: যমুনার শাখানদী |
129 | ধলেশ্বরীর শাখানদী Answer: বুড়িগঙ্গা। |
130 | ধান চাষে উপযোগী তাপমাত্রা কত ডিগ্রি সেলিসিয়াস Answer: ১৬0 সেলসিয়াস থেকে ৩০0 |
131 | ধান চাষের অনুকূল তাপমাত্রা Answer: ১৬-৩০ ডিগ্রি সে.। |
132 | ধান চাষের জন্য অধিক উপযোগী Answer: নদী উপত্যাকার পলিমাটি। |
133 | নক্ষত্র এবং এদের উপগ্রহকে কী বলে Answer: জ্যোতিষ্ক। |
134 | নক্ষত্রগুলাে কী দিয়ে তৈরি Answer: হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস দিয়ে তৈরি। |
135 | নদী দ্বারা সৃষ্ট ভূমিরূপ কয়ভাবে হয় Answer: দুইভাবে। ১। ক্ষয়কার্য ২। সঞ্চয়কার্য। |
136 | নদীর ক্ষয়জাত ভূমিরূপ Answer: ১।‘ভি’ আকৃতির উপত্যকা (V Shaped Valley), ২।‘ইউ আকৃতির উপত্যকা (U Shaped Valley), ৩।গিরিখাত ও ক্যানিয়ন (Gorge and Canyon) , ৪। জলপ্রপাত (Waterfall) |
137 | নাইট্রোজেনের অক্সাইড ও ক্লোরোইড Answer: ফসল উৎপাদন হ্রাস করে। |
138 | নিজেদের কোনাে আলাে বা তাপ নেই Answer: গ্রহের। |
139 | নিরক্ষরেখা থেকে উত্তর বা দক্ষিণে অবস্থিত কোনাে স্থানের কৌণিক দূরত্বকে ঐ স্থানের কী বলে Answer: অক্ষরেখা। |
140 | নিরক্ষরেখাকে কত ডিগ্রি ধরা হয় Answer: ০০ । |
141 | নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তনের বেগ Answer: সবচেয়ে বেশি। |
142 | নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তনের বেগ ঘণ্টায় প্রায় Answer: ১৭০০ কিলােমিটার। |
143 | নিরক্ষরেখার উত্তর দিকের পৃথিবীর অর্ধেককে বলে Answer: উত্তর গােলার্ধ। |
144 | নিরক্ষরেখার নিচের দিকের অংশকে কী বলে Answer: দক্ষিণ গােলার্ধ |
145 | নীহারিকার দেহ কিসে পূর্ন থাকে Answer: গ্যাসীয় পদার্থে । |
146 | পদ্মা ও মেঘনা নদী মিলিত হয়েছে Answer: চাঁদপুরে। |
147 | পদ্মা নদী যমুনা নদীরসাথে মিলিত হয়েছে Answer: দৌলতদিয়ার কছে। |
148 | পদ্মা নদীর উৎপত্তি হয়েছে Answer: হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে। |
149 | পরবর্তী ৫০ বছরে কত শতাংশ ভূমি পানির নিচে চলে যাবে Answer: প্রায় ১৭ শতাংশ। |
150 | পরিবেশ কত প্রকার Answer: ২ প্রকার: ভৌত বা প্রাকৃতিক পরিবেশ ও সামাজিক পরিবেশ। |
BCS Preli Preparation Day-3 : General Science
121 | কোথায় শ্বেত কণিকা বেশি পাওয়া যায় ? | শিশু ও অসুস্থ মানবদেহে। |
122 | কোন অধাতু বিত্দুত অপরিবাহী ? | গ্রাফাইট |
123 | কোন এনজাইমের দ্বারা কাটা ডিএনএ জোড়া দেওয়া হয়? | লাইগেজ। |
124 | কোন খাদ্যগুলো থেকে ব্যালান্স ডায়েট পাওয়া যাবে? | দুধ, ডিম, ঘি |
125 | কোন গ্রুপের রক্তকে সর্বজন গ্রহীতা বলে ? | এবি গ্রুপ কে |
126 | কোন গ্রুপের রক্তকে সর্বজনীন দাতা বলে ? | ও গ্রুপ |
127 | কোন জাতীয় খাদ্যে ক্যালরির পরিমাণ সবচেয়ে বেশি? | ফ্যাট |
128 | কোন জন্তুর চারটি পাকস্থলী আছে? | গরুর |
129 | কোন জলীয় দ্রবণ এসিডীয় হলে এর pH | ৬.৫। |
130 | কোন জলজ জীবটি বাতাসে নিঃশ্বাস নেয় ? | শুশুক |
131 | কোন টিস্যু উদ্দীপনা গ্রহণ করে মস্তিষ্কে নিয়ে যায় এবং তাতে সাড়া দেয় ? | স্নায়ুটিস্যু । |
132 | কোন টিস্যুতে একাধিক নিউক্লিয়াস থাকে? | পেশি টিস্যু। এজন্য পেশিতে এত শক্তি । |
133 | কোন টিস্যুতে মাতৃকা বা ম্যাট্রিক্সের পরিমাণ বেশি কিন্তু কোষের সংখ্যা কম ? | কানেকটিভ বা যোজক টিস্যুতে। |
134 | কোন ধাতু সবচেয়ে ক্ষয়প্রাপ্ত হয় ? | তামা |
135 | কোন পদ্ধতিতে খাদ্যবস্তু থেকে পানি শুকিয়ে এনজাইম ক্রিয়াকে প্রতিহত করা যায়? | শুষ্ককরণ |
136 | কোন প্রক্রিয়ায় শ্বেত কণিকা জীবানু ধ্বংস করে ‘? | ফ্যাগোসাইটোসিস। |
137 | কোন ভিটামিনের অভাবে ঠোঁটের দুপাশে ফাটল দেখা দেয়? | রিবোফ্ল্যাভিন |
138 | কোন ভিটামিনটি পানিতে দ্রবনীয়? | ভিটামিন ‘B’ ও ‘C’ |
139 | কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি ? | কঠিন মাধ্যমে |
140 | কোন মৌলিক অধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে ? | ব্রোমিন |
141 | কোন মৌলিক ধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে ? | পারদ |
142 | কোন রংয়ের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয় ? | কালো |
143 | কোন রক্তের গ্রুপের অ্যান্টিজেন নাই ? | O |
144 | কোন রক্তের গ্রুপের অ্যান্টিবডি নাই | AB, |
145 | কোন সার উদ্ভিদের প্রাথমিক পুষ্টি উপাদান নাইট্রোজেন ,ফসফরাস ও পটাসিয়াম সরবরাহ করে? | কমপোস্ট সার |
146 | কোন স্তন্যপায়ী প্রাণী ডিম পারে ? | প্লাটিপাস |
147 | কোনো পদার্থের পারমানবিক সংখ্যা হলো ? | পরমানুর প্রোটন সংখ্যা |
148 | কোনটি Benzoic acid এর লবণ? | Sodium benzoate |
149 | কোনটি অস্থি ও দন্তের একটি প্রধান উপাদান? | ক্যালসিয়াম |
150 | কোনটি আমিষের পরিচয় বহন করে? | অ্যামাইনো এসিড |
151 | কোনটি এন্টিবডি প্রস্তুত করে? | লিম্ফোসাইট |
152 | কোনটি ক্যালসিয়ামের উদ্ভিজ্জ উৎস? | তিল |
153 | কোনটি দেহ থেকে তাপের অপচয় রোধ করে? | স্নেহ পদার্থ |
154 | কোনটি দেহে পরিপাক হওয়ার পর অ্যামাইনো এসিডে পরিণত হয়? | প্রোটিন |
155 | কোনটি দেহের পুষ্টি ও বৃদ্ধির জন্য অতি আবশ্যক? | স্নেহ পদার্থ |
156 | কোনটি দেহের পুষ্টি সাধন করে? | খাদ্য |
157 | কোনটি প্রাণিজ স্নেহ? | পনির |
158 | কোনটি প্রাণী দেহে খাদ্য ঘাটতিতে বা অধিক পরিশ্রমে শক্তি সরবরাহ করে? | গ্লাইকোজেন |
159 | কোনটি ব্যবহার করে ব্যাকটেরিয়া ও অন্যান্য অণূজীবের বৃদ্ধি প্রতিরোধ করা যায়? | Sodium bisulflte |
160 | কোনটি ভিটামিন-সি এর উৎস? | আনারস |
161 | কোনটি রাফেজের প্রধান উৎস? | খোসা সমেত টাটকা ফল |
162 | কোনটি স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে মৃত্যু ঘটাতে পারে? | টক্সিন |
163 | কোনটি স্নেহ জাতীয় খাদ্যের উৎস? | চিনাবাদাম |
164 | কোনটির অভাবে অস্থির গঠন শক্ত ও মজবুত হতে পারে না? | ভিটামিন ‘C’ এর অভাবে |
165 | কোনটির অভাবে তীব্র আলোতে চোখ মেলতে অসুবিধা হয়? | রাইবোফ্লাভিন |
166 | কোনটির চাহিদা খাদ্যে প্রোটিনের পরিমাণের ওপর নির্ভর করে? | নিয়াসিন |
167 | কোষ গঠনে সাহায্য ও নিয়ন্ত্রন করে | ভিটামিন ই ও লাইসিন। |
168 | কোষ গহ্বর থাকে কোথায় ? | উদ্ভিদ কোষে। |
169 | কোষের কাজ নিয়ন্ত্রণ করে কে ? | নিউক্লিয়াস |
170 | কোষের গঠন এবং কার্যাবলি কোনটির সাহায্য নিয়ন্ত্রিত হয়? | কার্বোহাইড্রেট |
171 | কোষের পাওয়ার হাউস বলা হয় কাকে ? | মাইটোকণ্ড্রিয়াকে। |
172 | কোষের মতিষ্ক বা কোষের সকল প্রকার জৈবনিক ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ করে কে? | নিউক্লিয়াস বা কেন্দ্রিকা । |
173 | ক্যারোলাস লিনিয়াস প্রাণিজগতকে কয়টি ভাগে ভাগ করেছিলেন ? | দুটি। |
174 | ক্যালকুলাস কে আবিস্কার করেন ? | নিউটন |
175 | ক্যালসিয়ামের অভাজনিত রোগ কোনটি? | রিকেট |
176 | ক্যালসিয়ামের অভাবে বয়স্ক মহিলাদের কী রোগ হয়? | অস্টিওম্যালেসিয়া |
177 | ক্যাসেটের ফিতার শব্দ রক্ষিত থাকে | চুম্বক ক্ষেত্র হিসাবে |
178 | কয়টি পদ্ধতিতে তাপ পরিবহন হয় ? | ৩ টি |
179 | কয়লা ৩ প্রকার | অ্যানথ্রাসাইট,লিগনাইট, বিটুমিনাস। |
180 | কয়লা উত্তোলনের পদ্ধতি | ২ টি। |
BCS Preli Preparation Day-3 : Ethics, Values and Good governance
041। কত সালের, কত তারিখে জাতিসংঘ কর্তৃক মৌলিক মানবাধিকারসমূহ গৃহীত ও ঘোষিত হয়?
ক, ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর
খ. ১৯৪৮ সালের ২০ ডিসেম্বর
গ. ১৯৪৮ সালের ১৬ ডিসেম্বর
ঘ. ১৯৪৮ সালের ২৬ ডিসেম্বর
Answer: ক, ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর
042। কর্তব্যের দাবি কীসের সীমা নির্ধারিত করে?
ক. স্বাধীনতার
খ. ভালোবাসার
গ. অধিকারের
ঘ, সম্প্রীতির নিয়মিত কর প্রদান করা
Answer: গ. অধিকারের
043। কর্মকর্তা-কর্মচারিগণ কার নিকট জবাবদিহি করতে বাধ্য?
ক, জনগণের নিকট
খ, উর্ধ্বতন কর্মকর্তার নিকট
গ. প্রধানমন্ত্রীর নিকট
ঘ. মন্ত্রীদের নিকট
Answer: খ, উর্ধ্বতন কর্মকর্তার নিকট
044। কারা শুধু সামাজিক অধিকার ভোগ করতে পারে, কিন্তু রাজনৈতিক অধিকার ভোগ করতে পারে না?
ক, বিদেশি
খ. দেশবাসী
গ. প্রজা
ঘ. উন্মাদ
Answer: ক, বিদেশি
045। কীসের ওপর প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের সাফল্য নির্ভর করে?
ক. নেতাকমীদের ওপর
খ. নির্বাচনের ওপর
গ. অধিক ভোট প্রাপ্তির ওপর
ঘ, সুষ্ঠু ও সচেতন জনমতের ওপর
Answer: ঘ, সুষ্ঠু ও সচেতন জনমতের ওপর
046। কোন গুণের কারণে বিশ্বের সব মানুষ ভালোবাসার সূক্ষ্ম ও নিবিড় বন্ধনে আবদ্ধ?
ক. জাতীয়তাবোধ
খ. দেশাত্মবোধ
গ. স্বদেশ প্রেম
ঘ, মানবতাবোধ
Answer: ঘ, মানবতাবোধ
047। কোন দেশের বিচারপতিগণ আইনসভার সদস্যগণ কর্তৃক মনোনীত হন?
ক. বাংলাদেশ
খ. ভারত
গ, জাপান
ঘ, সুইজারল্যান্ড
Answer: ঘ, সুইজারল্যান্ড
048। কোন দেশের সাধারণ আইন প্রথানির্ভর?
ক. আমেরিকার যুক্তরাষ্ট্রের
খ, বাংলাদেশের
গ, গ্রেট ব্রিটেনের
ঘ, ফ্রান্সের
Answer: গ, গ্রেট ব্রিটেনের
049। কোন ধরনের সরকার ব্যবস্থায় জনগণ বেশি স্বাধীনতা ভোগ করে?
ক. সমাজতন্ত্র
খ. ধর্মতন্ত্র
গ. গণতন্ত্র
ঘ. একনায়কতন্ত্র
Answer: গ. গণতন্ত্র
050। কোন ধরনের স্বাধীনতা ছাড়া রাজনৈতিক স্বাধীনতা অর্থহীন?
ক. সামাজিক
খ, আইনগত
গ.সাংস্কৃতিক
ঘ অর্থনৈতিক
Answer: ঘ অর্থনৈতিক
051। কোন নীতি অনুসারে আমলাতন্ত্রে বিভিন্ন পদের শ্রেণিবিন্যাস ও সংগঠন করা হয়?
ক. দলীয় নীতি
খ, পদসোপান নীতি
গ. রাষ্ট্রীয় মূলনীতি
ঘ. রাষ্ট্রীয় নীতি
Answer: খ, পদসোপান নীতি
052। কোনটি আইনের উৎস নয়?
ক, ধর্ম
খ. আইন পরিষদ
গ, চিরাচরিত প্রথা
ঘ. আমলাতন্ত্র
Answer: ঘ. আমলাতন্ত্র
053। কোনটি রাজনৈতিক অধিকার?
ক. অন্ন
খ. বস্ত্র
গ, চিকিৎসা
ঘ, ভোট প্রদান
Answer: ঘ, ভোট প্রদান
054। কোনটি সকল অধিকারের উৎস?
ক. রাষ্ট্র
খ. সরকার
গ, আইনসভা
ঘ. বিচার বিভাগ
Answer: ক. রাষ্ট্র
055। কোনটি সরকারের অঙ্গ বা বিভাগ নয়?
ক. আইন বিভাগ
খ. শাসন বিভাগ
গ. বিচার বিভাগ
ঘ. জনমত
Answer: ঘ. জনমত
056। কোনটি সামাজিক অধিকার?
ক, সম্পত্তি ভোগের অধিকার
খ. কর্মের অধিকার
গ. আবেদন করার অধিকার
ঘ. নির্বাচনে অংশগ্রহণের অধিকার
Answer: ক, সম্পত্তি ভোগের অধিকার
057। কোন্ ভিত্তি বা মাপকাঠি অনুযায়ী এরিস্টটল সরকারের শ্রেণিবিভাগ করেছেন?
ক. সংখ্যানীতি
খ. উদ্দেশ্যনীতি
গ, ধর্মনীতি
ঘ. ক ও খ
Answer: ঘ. ক ও খ
058। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির শ্রেষ্ঠ প্রবক্তা কাকে বলা হয়?
ক. এরিস্টটল
খ. জন লক
গ, জ্যা বোদা
ঘ. মন্টেস্কু
Answer: ঘ. মন্টেস্কু
059। গঠনগত দিক দিয়ে আইনসভা কয়ভাগে বিভক্ত?
ক, দুই
খ. তিন
গ. চার
ঘ. পাচ
Answer: ক, দুই
060। গণতন্ত্র কত ভাগে বিভক্ত?
ক, দুই
খ. তিন
গ. চার
ঘ. পাচ
Answer: ক, দুই
BCS Preli Preparation Day-3 : Bangladesh Affairs
69 | গ্রাফিক নভেল “মুজিব” কতটি ভাষায় প্রকাশিত | ৩ ভাষায় প্রকাশিত (বাংলা, ইংরেজী, জাপানিজ) |
70 | চর্যাপদ রচিত হয় কোন যুগে | পাল যুগে |
71 | চলমান বাজেটে জিডিপির লক্ষ্য | ৭.৮%, মূল্যস্ফীতি ৫.৬% |
72 | চাষকৃত মাছ উৎপাদনে বাংলাদেশ বিশ্বে | ষষ্ঠ। |
73 | চিন্তা, বিবেক ও বাক্স্বাধীনতার কথা কোন অনুচ্ছেদে বলা হয়েছে? | ৩৯নং |
74 | চীন মিঠা পানির ও চাষকৃত মাছ ধরণের মাছ উৎপাদনে | প্রথম |
75 | জলকেলি উৎসব কোন উপজাতি পালন করে? | রাখাইন |
76 | জাগ্রত চৌরঙ্গী ভাস্কর্যটি কোথায় | জয়দেবপুর চৌরাস্তায় |
77 | জাতীয় প্রেসক্লাব প্রতিষ্ঠিত হয় কত সালে? | ১৯৫৪ |
78 | জাতীয় মানবাধিকার কমিশনের বর্তমান চেয়ারম্যানের নাম কী? | কাজী রিয়াজুল হক |
79 | জাতীয় সংসদে ‘কাউন্টিং’ ভােট কী? | স্পিকারের ভােট |
80 | জাতীয় সংসদে স্থায়ী কমিটির সংখ্যা কতটি? | ৫০টি |
81 | জাতীয় স্মৃতিসৌধ কি নামে পরিচিত? | সম্মিলিত প্রয়াস |
82 | জাতীয় দারিদ্র্যের হার হ্রাস করণে ৭ম পঞ্চ বার্ষিক পরিকল্পনার অভিষ্ট লক্ষ্য কোনটি? | ১৮.৬% |
83 | জাপান ১ হাজার একর জমিতে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করতেছে | আড়াইহাজারে (নারায়ণগঞ্জ) |
84 | জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে নাইট উপাধি ত্যাগ করেন কে? | রবীন্দ্রনাথ ঠাকুর |
85 | জুম চাষ হয় কোথায়? | খাগড়াছড়িতে |
86 | টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার মােট লক্ষ্য কয়টি? | ১৭টি |
87 | ট্যাক্স হলিডে’ কী? | শিল্পকে উৎসাহিত করতে সাময়িকভাবে মওকুফকৃত ট্যাক্স |
88 | ট্যারিফ কমিশন কোন মন্ত্রণালয়ের অধীন | বাণিজ্য মন্ত্রণালয় |
89 | ডায়মন্ড হচ্ছে | আলুর একটি জাত |
90 | ঢাকা ইপিজেড কততম ইপিজেড? | ২য় |
91 | ঢাকা থেকে প্রথম প্রকাশিত বই | নীলদর্পন [পত্রিকা- ক্রান্তি] |
92 | ঢাকায় রাজধানী স্থাপনের সময় মুঘল সুবেদার কে ছিলেন ? | ইসলাম খান |
93 | তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপ করা হয় কততম সংশােধনীতে? | পঞ্চদশ |
94 | তারামন বিবিকে নিয়ে লেখা বই | বীর প্রতিকের খোঁজে (আনিসুল হক) |
95 | তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশ | ২য় |
96 | দানসাগর ও অদ্ভূতসাগর রচনা করেন | বল্লাল সেন |
97 | দিল্লির সুলতানি শাসনের অবসান হয় | ১৫২৬ সালে |
98 | দেশে ফোর জি মােবাইল ইন্টারনেট সেবা চালু হয় কত সালে? | ২০১৮ |
99 | দেশে বর্তমানে বেসরকারি টিভি চ্যানেল | ৪৪টি (সরকারি ৩টি) |
100 | দেশে সরকারি ইপিজেড কতটি? | ৮টি |
101 | দেশের ৩৩তম নদীবন্দরের নাম | মেঘাই ঘাট(নাটুয়ারপাড়া) |
102 | দেশের প্রথম পতাকা ভাস্কর্যের নাম কী? | পতাকা ভাস্কর্য-৭১ |
BCS Preli Preparation Day-3 : Bengali Literature
67 | ’সতীর্থ’ জীবনানন্দ দাশের কোন জাতীয় রচনা ? | উপন্যাস |
68 | ’সবার উপর মানুষ সত্য , তাহার উপর নাই- পঙক্তিটি কে রচনা করেন | চন্ডীদাস। |
69 | ১৮৫৫ সালে বিদ্যাসাগরের লেখা কোন বইটি ক্লাসিক মর্যাদা লাভ করেছে? | বর্ণপরিচয় |
70 | ‘Let there be light’ -কার প্রামাণ্য চিত্র? | জহির রায়হান |
71 | ‘অক্টোপাস’ উপন্যাসটি কার রচনা? | শামসুর রাহমান |
72 | অবেলায় অসময় মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাসের রচয়িতা কে? | আমজাদ হোসেন |
73 | আখতারুজ্জামানের ‘চিলে কোঠার সেপাই’ উপন্যাসটির প্রক্ষাপট কী ? | ‘৬৯ এর গণঅভ্যুত্থান |
74 | আত্মহত্যার অধিকার’ কার রচনা? | মানিক বন্দ্যাপাধ্যায় |
75 | আধুনিক বাংলা গীতিকবিতার প্রথম কবি কে ? | বিহারীলাল চক্রবর্তী |
76 | আধুনিক বাংলা সাহিত্যের ‘প্রথম বিদ্রোহী কবি’ | মাইকেল মধুসূদন দত্ত |
77 | আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি কে? | কায়কোবাদ |
78 | ‘আনোয়ারা’ কোন ধরনের উপন্যাস? | সামাজিক |
79 | ‘আমলার মামলা’ নাটকটি কার লেখা ? | শওকত ওসমান |
80 | ‘আমার জীবনী’ নামক আত্মচরিতটির রচয়িতা কে? | মীর মশাররফ হোসেন |
81 | আমার পূর্ব বাংলা বর্ষার অন্ধকারের অনুরাগ,হৃদয় ছুঁয়ে যাওয়া সিক্ত নীলাম্বরী – উক্তিটি কোন কবির? | সৈয়দ আলী আহসান |
82 | আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রয়ারি গানটির প্রথম সুরকার কে | আবদুল লতিফ। |
83 | ‘আমি কি ডরাই সখি ভিখারী রাঘবে’- ‘ভিখারী রাঘব’ কে? | রাম |
84 | ‘আমি বিজয় দেখেছি’ গ্রন্থের রচয়িতা কে? | এম আর আখতার মুকুল |
85 | ‘আমির বীরাঙ্গনা বলছি’ গ্রন্থের লেখক কে? | ড. নিলীমা ইব্রাহিম |
86 | আশরাফ সিদ্দিকী রচিত কবিতা কোনটি? | বিষকন্যা |
87 | আসাদের শার্ট কবিতাটির রচয়িতা | শামসুর রহমান। |
88 | ‘ইয়ংবেঙ্গল’ কবে আত্মপ্রকাশ করে? | ১৮৩১ |
89 | ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম কোথায়? | বীরসিংহ গ্রাম, মেদিনীপুর |
90 | ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক গ্রন্থ কোনটি | প্রভাবতী সম্ভাষন। |
91 | ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক রচনা কোনটি? | প্রভাবতী সম্ভাষণ |
92 | উইলিয়াম কেরি রচিত ‘ইতিহাস মালা ১৮১২’ কতটি গল্পের সংগ্রহ এ বইটিতে আছে? | ১৫০টি |
93 | উত্তম পুরুষ উপন্যাসের রচিয়তা | রশিদ করিম। |
94 | এলাটিং বেলাটিং ও ধান ভানলে কুঁড়ো দেব’ শিশুতোষ গ্রন্থের রচয়িতা কে ? | শামসুর রাহমান |
95 | এসো বিজ্ঞানের রাজ্যে’ লেখক কে? | আব্দুল্লাহ আল মুতী শরফুদ্দিন |
96 | ‘কত ছবি, কত গান’- এর লেখক? | রশীদ করিম |
97 | কত সালে কাজী নজরুল ইসলাম জগত্তারিণী স্বর্ণপদক লাভ করেন? | ১৯৪৫ |
98 | ‘কবর’ কবিতাটি জসীমউদ্দীনের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? | রাখালী |
99 | কবর কবিতাটি প্রথম যখন স্কুলপাঠ্য হিসেবে অন্তভুক্ত হয় তখন জসীমউদ্দীন ছিলেন | বিশ্ববিদ্যালয়ের ছাত্র। |
আপনার যে কোন প্রয়োজনে, চাকরির সার্কুলার ও আপডেট, এক্সাম ডেট, আপনার কোন কিছু জানার থাকলে নির্দ্বিধায় যোগদান করুন একঝাঁক প্রাণোচ্ছল তরুণের ফেসবুক গ্রুপ: BCS Limelight এ।
ফেসবুক বাটনে ক্লিক করে BCS Preli Preparation Day-3 কে আপনার টাইমলাইনে শেয়ার করে রাখুন।কষ্ট করে খুজতে হবে না। Notification অন করে রাখুন। নতুন পোস্ট এমনিতেই আপনার কাছে পৌছে যাবে।
কেন জানিনা, day-3 টা শেষই হতে চাচ্ছিল না… অনেক কষ্টে শেষ করলাম… পড়া কি বেশি ছিল নাকি?
বেশি চাপ নিয়ে ফেলেছেন। রিল্যাক্স। সব ডে তেই সমান সংখ্যক প্রশ্ন আছে।