BCS Preli Preparation Day-4 সনাতন দা’র আড্ডায় চালু করা ১০দিন ভিত্তিক BCS Preli Preparation Crush Program এর ৪র্থ দিনের কার্যক্রম। নিচে দেয়া রুটিনটা Follow করতে পারেন।
যারা সত্যিকার অর্থে স্বল্প সময়ে মোটামুটিভাবে কাজ চালানোর মত একটা Preparation নিতে চান, তারা BCS Preli Preparation Day-4 শুরু করার আগে Routine অনুযায়ী তারিখভিত্তিক Question and Answer গুলো নিজ দায়িত্বে শেষ করে ফেলুন।
জানি, আপনার সব পড়া আছে। তবু একবার চোখ বুলিয়ে যান। সারাদিনে মাত্র ২ ঘণ্টা ৩০ মিনিট আড্ডায় দিন, আপনাকে পিছনে ফিরে তাকাতে হবে না। BCS Preli Preparation Day-4 জাতীয় Crush Program মূলত তাদের জন্য যাদের হাতে অত সময় নেই; পড়তে ইচ্ছে করে না- তাদের।
BCS Preli Preparation Day-4 তে Question গুলো সাজানো হয়েছে এমনভাবে যেন পড়তে গিয়ে আপনার বিরক্তি না আসে। সর্বমোট ২২২৭টি Exclusive Question ১০ দিনে আমরা আয়ত্ব করব। এর মানে কেউ এটা করে নিবেন না যে, এটুকুতেই আপনার BCS Preli Preparation হয়ে যাবে। তবে একটা কিছু তো হবে নিশ্চয়ই।
এখানে শুধু সম্ভাব্য Preliminary Question and Answer দেয়া হয়েছে। চারটা অপশন আপনাকে যেন বিভ্রান্তিতে না ফেলে সেজন্য প্রযোজ্য ক্ষেত্রে অপশন বাদ দিয়েছি।BCS Preli Preparation Day-4 এ কোন ভুল পেলে কমেন্ট করবেন। কারণ, ভুল হতেই পারে। কিন্তু শুদ্ধ করা যাবে না- এমন কোথাও লেখা নেই।
BCS Preli Preparation Day-4 এবং এর পূর্বাপর সকল কিছুই পড়ার শর্ত একটাই– প্রতিদিনেরটা প্রতিদিনেই শেষ করতে হবে। ৩নম্বর হাত- মানে, অজুহাত দেখাবেন না। পড়ার ফাঁকে পড়ুন BCS Preli Preparation Day-4, কাজের ফাঁকে পড়ুন BCS Preli Preparation Day-4। বাসে পড়ুন, রেস্টরুমে পড়ুন BCS Preli Preparation Day-4.
BCS Preli Preparation: A 10 Day Crush Program Routine
ক্রম | তারিখ | সময় | |
সকাল ১০টার পরে অথবা আপনার সুবিধামত সময়ে ১ঘণ্টা রিভিশন | রাত ১১টার পরে অথবা আপনার সুবিধামত সময়ে ১ঘণ্টা ৩০ মিনিট পড়া | ||
01 | BCS Preli Preparation Day-1 ক্লিক টু রিড | ||
02 | BCS Preli Preparation Day-1 ক্লিক টু রিভাইস | BCS Preli Preparation Day-2 ক্লিক টু রিড | |
03 | BCS Preli Preparation Day-2 ক্লিক টু রিভাইস | BCS Preli Preparation Day-3 ক্লিক টু রিড | |
04 | BCS Preli Preparation Day-3 ক্লিক টু রিভাইস | BCS Preli Preparation Day-4 নিচে | |
05 | BCS Preli Preparation Day-4 নিচে | BCS Preli Preparation Day-5 ক্লিক টু রিড | |
06 | BCS Preli Preparation Day-5 ক্লিক টু রিভাইস | BCS Preli Preparation Day-6 ক্লিক টু রিড | |
07 | BCS Preli Preparation Day-6 ক্লিক টু রিভাইস | BCS Preli Preparation Day-7 ক্লিক টু রিড | |
08 | BCS Preli Preparation Day-7 ক্লিক টু রিভাইস | BCS Preli Preparation Day-8 ক্লিক টু রিড | |
09 | BCS Preli Preparation Day-8 ক্লিক টু রিভাইস | BCS Preli Preparation Day-9 ক্লিক টু রিড | |
10 | BCS Preli Preparation Day-9 ক্লিক টু রিভাইস | BCS Preli Preparation Day-10 ক্লিক টু রিড | |
11 | BCS Preli Preparation Day-10 ক্লিক টু রিভাইস |
A 10 Day Crush Program: BCS Preli Preparation Day-4
BCS Preli Preparation Day-4:Ethics, Values and Good governance
061। গণতন্ত্র সম্পর্কে সর্বাপেক্ষা জনপ্রিয় সংজ্ঞাটি কে প্রদান করেছেন?
ক. নেলসন ম্যান্ডেলা
খ. অধ্যাপক সিলি
গ, আব্রাহাম লিংকন
ঘ. অধ্যাপক ডাইসি
Answer: গ, আব্রাহাম লিংকন
062। গণতন্ত্রে ক্ষমতার উৎস-
ক. রাষ্ট্রপতি
খ. প্রধানমন্ত্রী
গ জনগণ
ঘ. আইনসভা
Answer: গ জনগণ
063। গণতন্ত্রে ক্ষমতাসীন দল জনমতের প্রতি শ্রদ্ধাশীল থাকে কেন?
ক বিরোধী দলের ভয়ে
খ, সেনাবাহিনীর ভয়ে
গ. গৃহযুদ্ধের আশঙ্কায়
ঘ. ক্ষমতা হারানোর ভয়ে
Answer: ঘ. ক্ষমতা হারানোর ভয়ে
064। গণতন্ত্রে সার্বভৌম ক্ষমতা কার হাতে থাকে?
ক. রাষ্ট্রের জনগণের হাতে
খ. রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের হাতে
গ. রাষ্ট্রের প্রধানমন্ত্রীর হাতে
ঘ. রাষ্ট্রের এক ব্যক্তি ও সংখ্যাগরিষ্ঠ দলের হাতে
Answer: ক. রাষ্ট্রের জনগণের হাতে
065। গণতন্ত্রের বিপরীতধর্মী সরকার কোনটি?
ক. রাজতন্ত্র
খ. প্রজাতন্ত্র
গ, একনায়কতন্ত্র
ঘ. ধনিকতন্ত্র
Answer: গ, একনায়কতন্ত্র
066। গণতন্ত্রের মূলমন্ত্র কী?
ক. সাম্য, স্বাধীনতা ও নিরাপত্তা
খ. সাম্য, স্বাধীনতা ও অধিকার
গ, সাম্য, স্বাধীনতা ও ভ্রাতৃত্ব
ঘ. অধিকার, কর্তব্য ও দায়িত্ব
Answer: গ, সাম্য, স্বাধীনতা ও ভ্রাতৃত্ব
067। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় কোনটির ভূমিকা বেশি গুরুত্বপূর্ণ?
ক চাপসৃষ্টিকারী গোষ্ঠী
খ, রাজনৈতিক দল
গ. উপদল
ঘ, কুচক্রী দল
Answer: খ, রাজনৈতিক দল
068। গণতান্ত্রিক সমাজের ভিত্তি কী?
ক. শিক্ষা ও সচেতনতা
খ, সাম্য ও স্বাধীনতা
গ, মানবতাবোধ ও ভ্রাতৃত্ববোধ
ঘ, অধিকার ও কর্তব্যবোধ
Answer: খ, সাম্য ও স্বাধীনতা
069। গণতান্ত্রিক সরকারকে সঠিক পথে পরিচালিত করে—
ক, জনমত
খ. মন্ত্রিসভা
গ. উপদেষ্টামণ্ডলী
ঘ, রাজনৈতিক দল
Answer: ক, জনমত
070। গণতান্ত্রিক সরকারগুলোর মধ্যে কোনটি সর্বাপেক্ষা জটিল?
ক. নিয়মতান্ত্রিক রাজতন্ত্র
খ, এককেন্দ্রিক
গ, যুক্তরাষ্ট্রীয়
ঘ. সংসদীয়
Answer: গ, যুক্তরাষ্ট্রীয়
071। গ্রিক শব্দ ডিমোস (Demos)-এর অর্থ কী?
ক. সরকার
খ. মন্ত্রিসভা
গ. জনগণ
ঘ. ক্ষমতা
Answer: গ. জনগণ
072। গ্রেট ব্রিটেন/যুক্তরাজ্যের আইনসভার নাম কী?
ক. কংগ্রেস
খ. লোকসভা
গ.সিনেট
ঘ, পার্লামেন্ট
Answer: ঘ, পার্লামেন্ট
073। গ্রেট ব্রিটেন/যুক্তরাজ্যের আইনসভার নিম্নকক্ষের নাম কী?
ক. লর্ড সভা
খ. কমন্স সভা
গ, প্রতিনিধি পরিষদ
ঘ. লোকসভা
Answer: খ. কমন্স সভা
074। জনগণ ও সরকারের মধ্যে সেতু বন্ধনের কাজ করে কোনটি?
ক. চাপ সৃষ্টিকার গোষ্ঠী
খ. রাজনৈতিক দল
গ. সরকার
ঘ. জনগণ
Answer: খ. রাজনৈতিক দল
075। জনসাধারণের ইচ্ছা কিসের মাধ্যমে প্রকাশিত হয়?
ক, সভা-সমিতি
খ, জনমত
গ. সংবাদপত্র
ঘ, আইন পরিষদ
Answer: খ, জনমত
076। জাতি ও জাতীয়তার মধ্যে পার্থক্যের মূলে কোনটি মুখ্য?
ক. ভাষাগত ঐক্য
খ, ধর্মীয় ঐক্য
গ. রাজনৈতিক সংগঠন ও স্বাধীনতা
ঘ, মানসিক ধারণা
Answer: ঘ, মানসিক ধারণা
077। জাতি রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা কে?
ক, ম্যাকিয়াভেলি
খ. বিসমার্ক
গ, হিটলার
ঘ. মুসোলিনি
Answer: ক, ম্যাকিয়াভেলি
078। জাতি হলো রাজনৈতিকভাবে সংগঠিত এমন এক জাতীয়তা যা স্বাধীন কিংবা স্বাধীনতাকামী’–উক্তিটি কার?
ক. অধ্যাপক জিন্মান
খ, রামজে মূইর
গ. জে. এইচ. হায়েস
ঘ, লর্ড ব্রাইস
Answer: ঘ, লর্ড ব্রাইস
079। জাতীয় পর্যায়ে নাগরিক সুযোগ-সুবিধা প্রদান করে কোন প্রতিষ্ঠান বা সংগঠন বা কর্তৃপক্ষ?
ক. রাষ্ট্ৰীয় কর্তৃপক্ষ
খ. বিচার বিভাগ
গ, সুইন বিভাগ
ঘ ন্যায়পাল
Answer: ক. রাষ্ট্ৰীয় কর্তৃপক্ষ
080। জাতীয় রাষ্ট্র গড়ে উঠেছে কোন যুগে?
ক. প্রাচীন যুগে
খ. মধ্যযুগে
গ, প্রাক-মধ্যযুগে
ঘ, আধুনিক যুগে
Answer: ঘ, আধুনিক যুগে
BCS Preli Preparation Day-4:International Affairs
109 | ইউরোপিয়ান ইউনিয়ন কবে প্রতিষ্ঠিত হয়? | ১৯৯৫ সালের ১ জানুয়ারি। এর সদস্য সংখ্যা ২৮। |
110 | ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ সমূহের সীমান্ত বাহিনীর নাম কী? | ফ্রনটেক্স |
111 | ইনোসিস কী? | গ্রীসের সাথে সাইপ্রাসের সংযুক্তির পক্ষে একটি সংগঠন। |
112 | ইন্টারনেট ব্যবহারে বর্তমানে শীর্ষ দেশ | চীন |
113 | ইরাক কখন কুয়েত আক্রমন করে? | ১৯৯০ সালের ২ আগস্ট। |
114 | ইরান আরব লীগের | সদস্য নয় |
115 | ইরানের পূর্বনাম কী? | পারস্য। |
116 | ইলন মাস্ক কিসের জন্য বিখ্যাত | ইলেক্ট্রনিক গাড়ি |
117 | ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী কে? | বেঞ্জামিন নেতানিয়াহু। প্রেসিডেন্ট : লিউভেন রিভলিন। |
118 | ইস্ট এশিয়ান মিরাকল বলতে কয়টি দেশকে বোঝায় | ৭টি |
119 | ইস্তানা নেগারা কোন দেশের রাজার রাজপ্রাসাদ? | মালয়েশিয়া |
120 | উইঘুর জাতি কোথায় বসবাস করে? | চীনের জিনজিয়াং প্রদেশে। |
121 | উড়ন্ত ট্যাক্সি প্রথম কোন শহরে যাত্রা শুরু করে? | দুবাই |
122 | উত্তর কোরিয়ার বর্তমান প্রেসিডেন্ট কে? | কিম জং উন। |
123 | উপসাগরীয় সহযোগিতা পরিষদের সদর দফতর কোথায়? | রিয়াদ, সৌদি আরব। |
124 | একাধিক দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে কোন কোন নদী? | গঙ্গা, নীলনদ ও আমাজন। |
125 | এজেন্ডা-২১ গৃহীত হয় কোন সম্মেলনে? | রিও সম্মেলন |
126 | এম বাপ্পে কোন দেশের ফুটবল খেলোয়াড়? | ফ্রান্স |
127 | এশিয় উন্নয়ন ব্যাংকের সদর দফতর কোথায়? | ম্যানিলা, ফিলিপাইন। |
128 | এশিয়ার “গার্ডেন সিটি” বলা হয় কাকে.? | সিঙ্গাপুরকে। |
129 | এশিয়ার কোন দেশ জাতিসংঘের সদস্য কিন্তু IMF এর সদস্য নয়? | উত্তর কোরিয়া |
130 | এশীয় উন্নয়ন ব্যাংকের বর্তমান সভাপতির নাম কী? | তাকেহিকো নাকায়ও (জাপান)। |
131 | ঐতিহাসিক ম্যাগনাকার্টা কবে স্বাক্ষরিত হয় | ১৫ জুন ১২১৫ |
132 | ও.আই.সি এর বর্তমান সদস্য কত? | ৫৭ টি দেশ। |
133 | ওয়ার্ল্ড ব্যাংক এর সদর দফতর কোথায়? | ওয়াসিংটন ডিসিতে। |
134 | ওয়াল স্ট্রিট কোথায় অবস্থিত? | যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। |
135 | কফি আনানের আত্মজীবনী | ” Interventions: A life in war & Peace |
136 | কমনওয়েলথের বর্তমান মহাসচিব কে? | প্যাটরিসিয়া স্কটল্যান্ড। (দেশ : যুক্তরাজ্য)। |
137 | কয়টি দেশ নিয়ে আইএমএফ গঠিত হয়? | ২৯ টি (IMF এর বর্তমান সদস্য দেশ ১৮৯) |
138 | কলকাতা থেকে খুলনা যাত্রীবাহী ট্রেনের নাম | বন্ধন |
139 | কালাপানি কোন দুই দেশের মধ্যে অমীমাংসিত ভূখণ্ড? | ভারত-নেপাল |
140 | কিয়ােটো প্রটোকল কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? | পরিবেশ |
141 | কিয়োটো চুক্তি কী? | গ্রিন হাউজ গ্যাস নির্গমন হ্রাস চুক্তি। এটি জাপানের কিয়োটোতে ১৯৯৭ সালে হয়। |
142 | কোন দেশ প্রথম জনসমক্ষে ধুমপান নিষিদ্ধ করে? | ভুটান |
143 | কোন দেশের ডাকটিকিটে সে দেশের নাম লেখা থাকে না? | যুক্তরাজ্য |
144 | কোন রেখা উত্তর ও দক্ষিণ কোরিয়াকে দ্বি-খণ্ডিত করেছে? | ৩৮ তম অক্ষ রেখা। |
BCS Preli Preparation Day-4:Bengali Literature
100 | ‘কবর’ নাটকটি কোন পটভূমিতে রচিত? | বায়ান্নর ভাষা আন্দোলন√ |
101 | ‘কবর’ নাটকের বিষয়বস্তু কি? | ভাষা আন্দোলন |
102 | কবি সুফিয়া কামলের পৈতৃক নিবাস কোন জেলায় | কুমিল্লায়। |
103 | কবিয়ালদের মধ্যে প্রাচীন কে? | গোজলা গুই |
104 | ‘কস্যচিৎ উপযুক্ত ভাইপোস্য’ ছদ্মনামে পুস্তিকা লেখেন কে ? | ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর |
105 | ‘কাআ তরুবর পাঞ্চ বি ডাল চঞ্চল চীএ পইঠা কাল’-চর্যাপদের এ পদটি কার রচনায় পাওয়া যায়? | লুইপা |
106 | কাজী নজরুল ইসলাম কাব্য খ্যাতিতে অবদান রাখে কোন পত্রিকা? | মোসলেম ভারত |
107 | কাজী নজরুল ইসলাম তাঁর ‘ছায়ানট’ কাব্যটি কাকে উৎসর্গ করেন? | মোজাফফর আহমদ |
108 | কাজী নজরুল ইসলামকে ভারত সরকার কর্তৃক ‘পদ্মভূষণ’ পদক প্রদান করে ? | ১৯৬০ |
109 | কাজী নজরুল ইসলামের পত্রোপন্যাস কোনটি? | বাঁধনহারা |
110 | কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? | অগি্নবীণা |
111 | কাজী নজরুলের প্রথম উপন্যাস কোনটি? | বাঁধনহারা |
112 | কায়কোবাদের প্রথম কাব্যগ্রন্থ কোনটি ? | বিরহ বিলাপ |
113 | কার উদ্যোগে ‘ঢাকা মুসলিম সাহিত্য সমাজ’ প্রতিষ্ঠিত হয়? | ড.মুহম্মদ শহীদুল্লাহ |
114 | কার কাব্য অবলম্বনে আলাওল পদ্মাবতী কাব্য রচনা করেন? | মালিক মুহম্মদ জায়সী |
115 | কী চাহ শঙ্খচিল | মুক্তিযুদ্ধভিত্তিক নাটক |
116 | কুহেলিকা কার রচিত | জাতীয় কবি কাজী নজরুল ইসলাম |
117 | কেরী সাহেবের মুনশী বলা হয় | রাম রাম বসুকে |
118 | কোন কবিতা রচনা করার জন্য নজরুল কারারুদ্ধ হন? | আনন্দময়ীর আগমনে√ |
119 | কোন গ্রন্থ প্রকাশের মাধ্যমে বাংলা সাহিত্য নতুন যুগের সূচনা হয় ? | বেতাল পন্চবিংশতি |
120 | কোন গ্রন্থ প্রকাশের মাধ্যমে বাংলা সাহিত্যে নতুন যুগের সূচনা হয় ? | ঈশ্বর চন্দ্রের গদ্যগ্রন্থ ‘বেতাল পঞ্চ বিংশতি |
121 | কোনটি মধ্যযুগের রচনা | মনসামঙ্গল। |
122 | ক্ষুধিত পাষাণ রবীন্দ্রনাথ ঠাকুরের একটি | অতিপ্রাকৃত গল্প |
123 | খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় – মরমি গানটির রচয়িতা কে | লালন শাহ। |
124 | গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ সম্পাদনা করেন | ডব্লিউ বি. ইয়েটস |
125 | গীতিকাব্য ‘অশ্রুমালা’ রচনা করেন | কায়কোবাদ |
126 | চণ্ডীমঙ্গল কাব্যের আদিকবি কে? | কবি মানিক দত্ত |
127 | চর্যা শব্দের অর্থ কি? | আচরণ। |
128 | চর্যাপদ আবিষ্কার করেন কে? | মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী |
129 | চর্যাপদ আবিষ্কৃত হয় কোথা থেকে? | নেপালের রাজগ্রন্থশালা থেকে। |
130 | চর্যাপদ প্রকাশিত হয় কি নামে? | “হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধগান ও দোহা” নামে। |
131 | চর্যাপদ রচিত হয় কোন আমলে? | পাল আমলে। |
132 | চর্যাপদের ২৩ নং পদের রচয়িতা কে? | ভুসুকু পা। |
BCS Preli Preparation Day-4:Geography, Environment and Disaster Management
151 | পরিবেশ দূষণের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ Answer: বন উজাড়করণ। |
152 | পরিবেশের উপাদান কয়টি Answer: ২টি: জড় উপাদান ও জীব উপাদান। |
153 | পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য জীববৈচিত্র্যের প্রতি হতে হবে Answer: যত্নশীল ও রক্ষণশীল |
154 | পর্ণমোচী বা পাতাঝরা বৃক্ষের বৈশিষ্ট্যগুলো হচ্ছে Answer: গাছের পাতা বড়, পরিমাণে কম এবং বছরের নির্দিষ্ট সময়ে একসাথে ঝরে পড়ে ও গাছের পুরু, মূল মাটির অনেক গভীরে প্রবেশ করে |
155 | পর্বত থেকে নিচু কিন্তু সমভূমি থেকে উঁচু খাড়া ঢালযুক্ত ঢেউ খেলানাে বিস্তীর্ণ সমতলভূমিকে Answer: মালভূমি বলে। |
156 | পাট চাষ ভালো হয় Answer: রংপুর, ময়মনসিংহ, ফরিদপুর, কুমিল্লা, যশাে কুষ্টিয়া, জামালপুর, টাঙ্গাইল, পাবনা প্রভৃতি জেলায় |
157 | পাট চাষ ভালো হয় কোন অঞ্চলে Answer: উষ্ণ |
158 | পানি মারাত্মক ঢেউ যা সমুদ্রের মধ্যে বা বিশাল হ্রদে ভূমিকম্প বা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে সৃষ্টি হয়ে থাকে Answer: সুনামি। |
159 | পার্বত্য এলাকায় দেখা দেয় Answer: আকস্মিক বন্যা। |
160 | পীট জাতীয় নিম্নমানের কয়লার সন্ধান পাওয়া গেছে Answer: ফরিদপুরে বাঘিয়া ও চান্দা বিল, খুলনার কোলা বিল এবং সিলেটের কিছু অঞ্চলে |
161 | পুনর্ভবা, নাগর, পাগলা, কুলিক ও ট্যাংগন Answer: মহানন্দার উপনদী। |
162 | পূর্ব বা পশ্চিমে অবস্থান জানা যায় Answer: মূল মধ্যরেখা থেকে । |
163 | পৃথিবী ও নক্ষত্রদের মধ্যে এবং নক্ষত্রদের পরস্পরের মধ্যে দূরত্ব হিসাব করা হয় Answer: আলোকবর্ষ দ্বারা। |
164 | পৃথিবী ও সূর্যের মধ্যবর্তী দূরত্ব Answer: প্রায় ১৫ কোটি কিলােমিটার। |
165 | পৃথিবী তার নিজের মেরুদণ্ডের উপর একবার পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করতে সময় নেয় Answer: ২৩ ঘন্টা ৫৬ মিনিট ৪ সেকেন্ড বা ২৪ ঘন্টা একদিন ।একে সৌরদিন বলে। |
166 | পৃথিবী থেকে প্রক্সিমা সেন্টারাই (Proxima Centauri) এর দূরত্ব Answer: প্রায় ৪.২ আলােক বর্ষ যা প্রায় ৮ লক্ষ কোটি কিলােমিটার। |
167 | পৃথিবী নিজ কক্ষপথে পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে Answer: ১৬১০ কি. মি বেগে। |
168 | পৃথিবী পশ্চিম থেকে কোনদিকে ঘুরছে Answer: পূর্ব দিকে। |
169 | পৃথিবী বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ Answer: ৩৬০০। |
170 | পৃথিবী সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় নেয় Answer: ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড । |
171 | পৃথিবীতে চারটি ঋতু Answer: গ্রীষ্মকাল, শরৎকাল, শীতকাল ও বসন্তকাল। |
172 | পৃথিবীর অভ্যন্তরীণ গঠন উপাদান কি কি Answer: শিলা ও খনিজ ( Rocks and Minerals) |
173 | পৃথিবীর উপর সবচেয়ে বেশি আকর্ষণ Answer: চাঁদের । |
174 | পৃথিবীর একমাত্র উপগ্রহ Answer: চাঁদ। |
175 | পৃথিবীর গড় ব্যাস হলাে Answer: ১২,৭৩৪.৫ কিলােমিটার। |
176 | পৃথিবীর গড় ব্যাসার্ধ হলাে Answer: ৬,৪০০ কিলােমিটার। |
177 | পৃথিবীর গােলাকৃতি কেন্দ্র দিয়ে উত্তর দক্ষিণে কল্পিত রেখা Answer: অক্ষ বা মেরুরেখা। |
178 | পৃথিবীর ঠিক মাঝখান দিয়ে যে রেখাটি পূর্ব পশ্চিমে পুরাে পৃথিবীকে বেষ্টন করে আছে তাকে বলে Answer: নিরক্ষরেখা। |
179 | পৃথিবীর নিকটতম গ্রহ Answer: শুক্র। পৃথিবী থেকে শুক্রের দূরত্ব ৪.২ কোটি কিমি এবং মঙ্গলের দূরত্ব ৭.৮ কোটি কিমি। |
180 | পৃথিবীর নিকটতম নক্ষত্র Answer: সূর্য |
181 | পৃথিবীর পরিধি সবচেয়ে বেশি কোথায় Answer: নিরক্ষরেখায়। |
182 | পৃথিবীর পরিধির মধ্যে নিরক্ষীয় পরিধি Answer: ৪০,০৭৭ কিলােমিটার। |
183 | পৃথিবীর প্রকৃত আকৃতি হলাে অনেকটা Answer: ‘অভিগত গােলকের’ (Oblate Spheriod) মতাে। |
184 | পৃথিবীর ফুসফুস হলো Answer: সমুদ্র। |
185 | পৃথিবীর বার্ষিক গতির ফল হচ্ছে Answer: (১) দিবারাত্রির হ্রাস-বৃদ্ধি, (২) ঋতু পরিবর্তন হওয়া। |
186 | পৃথিবীর বৃহৎ গিরিখাত Answer: সিন্ধু নদের গিরিখাতটি প্রায় ৫১৮ মিটার গভীর |
187 | পৃথিবীর মধ্যে কোনাে একটি স্থানকে নির্দিষ্ট করতে হলে বা এর অবস্থান জানতে হলে যে বিষয়গুলাে জানতে হবে তা হলাে Answer: অক্ষরেখা ও দ্রাঘিমারেখা। |
188 | পৃথিবীর মেরুদেশীয় পরিধি Answer: ৪০,০০৯ কিলােমিটার। |
189 | পৃথিবীর মেরুদেশীয় ব্যাস এবং নিরক্ষীয় ব্যাস এর মধ্যে পার্থক্য হলাে Answer: ৪৩ কিলােমিটার। |
190 | পৃথিবীর সর্বত্র দিবারাত্রি সমান হয় Answer: ২১শে মার্চ ও ২৩শে সেপ্টেম্বর |
191 | পৃথিবীর ব্যাস Answer: প্রায় ১২,৬৬৭ কিলােমিটার। |
192 | পেট্রোল, অকটেন ও সিএনজি পোড়ালে তৈরি হয় Answer: কার্বন ডাই অক্সাইড। |
193 | প্রখর সূর্যের তাপে তাপমাত্রা অধিক পরিমাণ বেড়ে গিয়ে বনে যে অগ্নিকাণ্ড হয় তাকে বলে Answer: দাবানল। |
194 | প্রখ্যাত চৈনিক পরিব্রাজক কবি হিউয়েন সাং বলেছিলেন “A sleeping beauty emerging from mists and water.” কাকে Answer: এই জনপদের সুপ্ত সৌন্দর্যটিকে কুয়াশা ও পানির অন্তরাল থেকে উন্মােচিত হতে দেখে |
195 | প্রতি ১০ ডিগ্রির জন্য সময়ের পার্থক্য হয় Answer: ৪ মিনিট। |
196 | প্রতি ৪ মিনিট সময়ের পার্থক্যে দ্রাঘিমার পার্থক্য হয় Answer: ১0। |
197 | প্রথম জাতীয় জনসংখ্যা নীতি প্রণয়ন করা হয় Answer: ১৯৭৬ সালে। |
198 | প্রথম মানচিত্র তৈরি করেন Answer: প্রায় ৩,০০০ বছর পূর্বে মিসরের লােকজন। |
199 | প্রধান তিনটি নদী দ্বারা মোট অববাহিত এলাকা Answer: ১৫,৫৪,০০০ বর্গ কি. মি। |
200 | প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান Answer: BADC |
BCS Preli Preparation Day-4:Bangladesh Affairs
103 | ধর্ম নিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা কোন অনুচ্ছেদে আলোচনা করা হযেছে? | ১২নং |
104 | ধর্ম সাগর কোথায় অবস্থিত? | কুমিল্লা। |
105 | ধর্মপাল নির্মান করেন | ৫০ টি বৌদ্ধ বিহার |
106 | ধান উৎপাদনে পৃথীবীতে বাংলাদেশের অবস্থান | ৪র্থ! |
107 | ধান শালিকের দেশ’ একটি | পত্রিকার নাম |
108 | নওগাঁ জেলার সোমপুর বিহারর নির্মান করেন | র্ধমপাল, ৮ম – ৯ম শতকে |
109 | নবাব সিরাজউদ্দৌলার প্রকৃত নাম কী ছিল? | মির্জা মােহাম্মদ |
110 | নারীর ক্ষমতায়নে বাংলাদেশ | ৭ম (সারা বিশ্বে) |
111 | নিচের কোনটি শিল্পাচার্য জয়নুল আবেদীনের বিখ্যাত চিত্রকর্ম? | ম্যাডােনা-৪৩ |
112 | পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করে | পরিকল্পনা কমিশন |
113 | পঞ্চম কৃষিশুমারী হলো | ফেব্রুয়ারি ২০১৯ |
114 | পতাকা কন্যা | নাজমুন নাহার সোহাগী |
115 | পদ্মা ও যমুনা নদীর সংযােগ কোথায়? | দৌলতদিয়া |
116 | পদ্মা সেতু “রেল” সংযোগ | চায়না রেলওয়ে গ্রুপ লি. |
117 | পদ্মা সেতুর প্রস্থ | ১৮.১ মিটার [উচ্চতা-১৮.৩] |
118 | পরিবেশ ও বন মন্ত্রণালয়ের পরিবর্তিত নাম কী? | পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় |
119 | পলাশি যুদ্ধ সংঘটিত হয় কোন নদীর তীরে? | ভাগিরথী |
120 | পাট উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান | ২য় |
121 | পাট ও তুলার সংমিশ্রণে তৈরি কাপড়কে বলে | জুটন |
122 | পাট রপ্তানিতে বাংলাদেশ কততম? | ১ম |
123 | পাটের আঁশ থেকে পচনশীল পলিমার ব্যাগ তৈরির পদ্ধতি আবিষ্কার করেন কে? | অধ্যাপক মােবারক খান |
124 | পাথরে খোদিত লিপি আবিষ্কৃত হয়েছে | হাস্থানড়ে |
125 | পানিপথ কোন নদীর তীরে অবস্থিত ছিল? | যমুনা |
126 | পানিপথের প্রথম যুদ্ধ সংঘটিত হয়। কত সালে? | ১৫২৬ |
127 | পাবর্ত্য চট্টগ্রামের আদিবাসীদের বর্ষবরণ উৎসবের নাম কী? | বৈসাবি |
128 | পায়রা সমুদ্রবন্দর বাংলালেশের কততম | ৩য় |
129 | পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি কত সালে। স্বাক্ষরিত হয়? | ১৯৯৭ |
130 | পাল যুগে যে ভাস্কর্য প্রচলিত ছিল | গুপ্ত ভাস্কর্য |
131 | পাল রাজারা ছিল | বৌদ্ধ ধর্মের অনুসারী |
132 | পাহাড়পুর বৌদ্ধবিহার কোন আমলে নির্মিত হয়? | পাল আমলে |
133 | পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ গঠনকালে ভারতের গভর্নর জেনারেল ও ভাইসরয় ছিলেন | লর্ড কার্জন |
134 | পৃথিবীর বৃহত্তম বৌদ্ধবিহার | সোমপুর বিহার |
135 | প্রথম বাংলাদেশি গ্র্যান্ড মাস্টার কে? | নিয়াজ মােরশেদ |
136 | প্রথম মহিলা উপন্যাসিক | স্বর্ণকুমারী দেবী |
BCS Preli Preparation Day-4:General Science
181 | কঠিন পদার্থে তাপ কোন পদ্ধতিতে প্রবাহিত হয় ? | পরিবহন পদ্ধতিতে |
182 | কত বছর পর্যন্ত মানব দেহের বৃদ্ধি ঘটে? | ২০-২৪ বছর |
183 | কৃত্রিম পলিমার | পলিথিন। |
184 | কপার সালফেটকে বলা হয় | তুঁত। |
185 | কফিতে কোন উপাদান থাকে ? | ক্যাফেইন |
186 | কম্পাঙ্ক বাড়লে শব্দের তীক্ষ্নতা ? | বাড়ে |
187 | কমলা লেবুতে কোন অ্যাসিড পাওয়া যায় ? | এসকরবিক অ্যাসিড |
188 | ক্রোমোজোমে কোন কোন মৌলিক পদার্থ থাকে? | ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম , লৌহ |
189 | ক্রোমোজোমের প্রোটিন কয় প্রকার ।? | ২ প্রকার। ১. হিস্টোন ২. নন-হিস্টোন |
190 | ক্রোমোসোমের যে স্থানে জিন অবস্থান করে তাকে কি বলে ? | লোকাস। |
191 | কর্তৃনকৃত DNA আবার জোড়া জন্য বিশেষ এনজাইম কোনটি ? | লাইগেজ |
192 | ক্লোন পদ্ধতিতে প্রথম ভেড়ার নাম কী ? | ডলি |
193 | ক্লোনিং কত প্রকার? | ৩প্রকার । জিন , সেল, জীব ক্লোনিং। |
194 | ক্লোনিং পদ্ধতিতে জন্মগ্রহণকারী ভেড়ার নাম | ডলি |
195 | ক্লোরিন প্রকৃতিতে কিভাবে থাকে ? | গ্যাসীয় অবস্থায় |
196 | ক্ষতস্থান থেকে রক্ত পরা বন্ধ করে কোন ভিটামিন ? | ভিটামিন-কে |
197 | খাওয়ার পানির জন্য সহজলভ্য প্রক্রিয়া | স্ফুটন। |
198 | খাদ্য শক্তি বেশি থাকে কোন মাছে ? | শুটকি মাছে |
199 | খাদ্যে ফ্যাটি এসিড পাওয়া যায় | ২০ ধরনের। |
200 | খাদ্যের উপাদানগুলোর ক্ষেত্রে সঠিক | খাদ্যের চর্বি ও শর্করাকে বলা হয় শক্তি উৎপাদক এবং আমিষ যুক্ত খাদ্যকে বলা হয় তাপ উৎপাদক |
201 | খাদ্যের কোন উপাদানটি বর্ণহীন ও গন্ধহীন? | শর্করা |
202 | খাদ্যের মধ্যে নিহিত শক্তিকে মাপা হয় | ক্যালরি হিসেবে, কিলোক্যালরি হিসেবে |
203 | খাদ্যের সহায়ক উপাদান কয়টি? | ৩টি |
204 | খাবার লবনের রাসায়নিক নাম কী ? | সোডিয়াম ক্লোরাইড |
205 | খেসারি কলাই এর থেকে সৃষ্ট ল্যাথারিজম একটি | পায়ের রোগ |
206 | খনিজ পদার্থসমূহের মধ্যে রক্তের অন্যতম প্রধান উপাদান কোনটি? | লৌহ |
207 | গাড়ির দুইপাশে ও পিছনে হতে কয়টি দর্পণ ব্যবহার হয় | ৩টি। |
208 | গ্যাভানাইজিং কী ? | লোহার উপর দস্তার প্রলেপ |
209 | গ্যালিলিও’ হলো | পৃথিবী থেকে পাঠানো বৃহস্পতির একটি কৃত্রিম উপগ্রহ। (১৮ তম BCS ) |
210 | গুটি বসন্ত রোগের কারণ কী? | ভাইরাস |
211 | গত ১০০ বছরে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে | ০.৭ ডিগ্রি সেলসিয়াস। |
212 | গ্রীষ্ম কালে কোন ধরনের কাপড় পরিধান করা ভালো ? | সাদা |
213 | গর্ভজাত সন্তান বিকলাঙ্গ হতে পারে | ফরমালিনের ব্যবহারে |
214 | গর্ভবতী মহিলাদের দেহে দৈনিক থায়ামিনের চাহিদা কত? | ১.৫-১.৭ মিলিগ্রাম |
215 | গরমের দেশে প্রোটিনের উৎকৃষ্ট উৎস কোনটি? | মাছ |
216 | গলগন্ড রোগ হয় কিসের অভাবে ? | আয়োডিনের অভাবে |
217 | গ্লিসারিন দ্রবীভূত হয় না | পানিতে |
218 | গলজি বস্তু কোথায় পাওয়া যায় ? | প্রাণি কোষে। |
219 | ঘন মাধ্যমে আলোর বেগ | কমে যায়। |
220 | চায়ের পাতায় কোন উপাদান থাকে ? | থিন |
221 | চাঁদ দিগন্তে দিকে লাল দেখায় কেন | বায়ুমণ্ডলীয় প্রতিসরণের জন্য। |
222 | চাদে কোনো শব্দ করলে শোনা যায় না কেন ? | বাতাস নেই বলে |
223 | চাদের বুকে অবতরণ করা চন্দ্রযানের নাম কী ? | অ্যাপোলো -১১ |
224 | চাদের বুকে কে প্রথম অবতরণ করে ? | নীল আর্মস্ট্রং ও এডউইন অল্ড্রিন |
225 | চাদের বুকে প্রথম মানুষ অবতরণ করে ? | ২১ জুলাই , ১৯৬৯ সালে |
226 | চামড়া ট্যানিং করতে ব্যবহার হয় | খাবারের লবন। |
227 | চিনির রাসায়নিক নাম | সুক্রোজ। |
228 | চোখ কাজ করে | অভিসারী লেন্সের মতো। |
229 | চোখ ভালো রাখার জন্য বেশি প্রয়োজন | প্রোটিন যুক্ত খাবার। |
230 | চোখের আলোক সংবেদন আবরণ | রেটিনা। |
231 | চোখের উপাদান নয় | আইভ্রু। |
232 | চোখের কোন অংশে উল্টো প্রতিবিম্ব গঠিত হয় | রেটিনা। |
233 | চুম্বুকের আকর্ষণ সবচেয়ে বেশী কোথায় ? | মেরু বিন্দুতে |
234 | চলন্ত বাস থেমে গেলে বাসের যাত্রীরা সামনে ঝুঁকে যায় কেন | গতির জড়তার কারনে। |
235 | ছেলেদের শারীরিক ও মানসিক পরিবর্তনের জন্য দায়ী | টেস্টোস্টেরন। |
236 | ছত্রাকের কোষ প্রাচীর কী দ্বারা নির্মিত? | কাইটিন |
237 | ছত্রাকের জীবনরহস্য উন্মোচনকারী বিজ্ঞানী কে? | ড. মাকসুদুল আলম |
238 | জাইলেমের কোষ গুলো কি কি? | ট্রাকিড, ভেসেল, জাইলেম, প্যারেনকামইমা ও জাইলেম ফাইবার । |
239 | জাঙ্ক ফুড কোন ধরনের খাবার? | মুখরোচক |
240 | জীনের রাসায়নিক গঠন কী ? | ডি এন এ |
আপনার যে কোন প্রয়োজনে, চাকরির সার্কুলার ও আপডেট, এক্সাম ডেট, আপনার কোন কিছু জানার থাকলে নির্দ্বিধায় যোগদান করুন একঝাঁক প্রাণোচ্ছল তরুণের ফেসবুক গ্রুপ: BCS Limelight এ।
ফেসবুক বাটনে ক্লিক করে BCS Preli Preparation Day-4 কে আপনার টাইমলাইনে শেয়ার করে রাখুন।কষ্ট করে খুজতে হবে না। Notification অন করে রাখুন। নতুন পোস্ট এমনিতেই আপনার কাছে পৌছে যাবে।
চাদের বুকে প্রথম মানুষ অবতরণ করে ? ২১ জুলাই , ১৯৬৯ সালে কিন্তু MP3 তে ২০ জুলাই দেয়া আছে।
পৃথিবীরর নিকটতম গ্রহ কোনটি? মঙ্গল কিন্তু MP3 তে শুক্র দেয়া আছে।
কনফিউশনটা ক্লিয়ার করবেন দাদা।
পৃথিবীর নিকটতম গ্রহ?
শুক্র