BCS Preli Preparation Day-5 সনাতন দা’র আড্ডায় চালু করা ১০দিন ভিত্তিক BCS Preli Preparation Crush Program এর ৫ম দিনের কার্যক্রম। নিচে দেয়া রুটিনটা Follow করতে পারেন।
যারা সত্যিকার অর্থে স্বল্প সময়ে মোটামুটিভাবে কাজ চালানোর মত একটা Preparation নিতে চান, তারা BCS Preli Preparation Day-5 শুরু করার আগে Routine অনুযায়ী তারিখভিত্তিক Question and Answer গুলো নিজ দায়িত্বে শেষ করে ফেলুন।
জানি, আপনার সব পড়া আছে। তবু একবার চোখ বুলিয়ে যান। সারাদিনে মাত্র ২ ঘণ্টা ৩০ মিনিট আড্ডায় দিন, আপনাকে পিছনে ফিরে তাকাতে হবে না। BCS Preli Preparation Day-5 জাতীয় Crush Program মূলত তাদের জন্য যাদের হাতে অত সময় নেই; পড়তে ইচ্ছে করে না- তাদের।
BCS Preli Preparation Day-5 তে Question গুলো সাজানো হয়েছে এমনভাবে যেন পড়তে গিয়ে আপনার বিরক্তি না আসে। সর্বমোট ২২২৭টি Exclusive Question ১০ দিনে আমরা আয়ত্ব করব। এর মানে কেউ এটা করে নিবেন না যে, এটুকুতেই আপনার BCS Preli Preparation হয়ে যাবে। তবে একটা কিছু তো হবে নিশ্চয়ই।
এখানে শুধু সম্ভাব্য Preliminary Question and Answer দেয়া হয়েছে। চারটা অপশন আপনাকে যেন বিভ্রান্তিতে না ফেলে সেজন্য প্রযোজ্য ক্ষেত্রে অপশন বাদ দিয়েছি।BCS Preli Preparation Day-5 এ কোন ভুল পেলে কমেন্ট করবেন। কারণ, ভুল হতেই পারে। কিন্তু শুদ্ধ করা যাবে না- এমন কোথাও লেখা নেই।
BCS Preli Preparation Day-5 এবং এর পূর্বাপর সকল কিছুই পড়ার শর্ত একটাই– প্রতিদিনেরটা প্রতিদিনেই শেষ করতে হবে। ৩নম্বর হাত- মানে, অজুহাত দেখাবেন না। পড়ার ফাঁকে পড়ুন BCS Preli Preparation Day-5, কাজের ফাঁকে পড়ুন BCS Preli Preparation Day-5। বাসে পড়ুন, রেস্টরুমে পড়ুন BCS Preli Preparation Day-5.
BCS Preli Preparation: A 10 Day Crush Program Routine
ক্রম | তারিখ | সময় | |
সকাল ১০টার পরে অথবা আপনার সুবিধামত সময়ে ১ঘণ্টা রিভিশন | রাত ১১টার পরে অথবা আপনার সুবিধামত সময়ে ১ঘণ্টা ৩০ মিনিট পড়া | ||
01 | BCS Preli Preparation Day-1 ক্লিক টু রিড | ||
02 | BCS Preli Preparation Day-1 ক্লিক টু রিভাইস | BCS Preli Preparation Day-2 ক্লিক টু রিড | |
03 | BCS Preli Preparation Day-2 ক্লিক টু রিভাইস | BCS Preli Preparation Day-3 ক্লিক টু রিড | |
04 | BCS Preli Preparation Day-3 ক্লিক টু রিভাইস | BCS Preli Preparation Day-4 ক্লিক টু রিড | |
05 | BCS Preli Preparation Day-4 ক্লিক টু রিভাইস | BCS Preli Preparation Day-5 নিচে | |
06 | BCS Preli Preparation Day-5 নিচে | BCS Preli Preparation Day-6 ক্লিক টু রিড | |
07 | BCS Preli Preparation Day-6 ক্লিক টু রিভাইস | BCS Preli Preparation Day-7 ক্লিক টু রিড | |
08 | BCS Preli Preparation Day-7 ক্লিক টু রিভাইস | BCS Preli Preparation Day-8 ক্লিক টু রিড | |
09 | BCS Preli Preparation Day-8 ক্লিক টু রিভাইস | BCS Preli Preparation Day-9 ক্লিক টু রিড | |
10 | BCS Preli Preparation Day-9 ক্লিক টু রিভাইস | BCS Preli Preparation Day-10 ক্লিক টু রিড | |
11 | BCS Preli Preparation Day-10 ক্লিক টু রিভাইস |
A 10 Day Crush Program: BCS Preli Preparation Day-5
BCS Preli Preparation Day-5:Bengali Literature
133 | চর্যাপদের অন্য নাম কি? | চর্যাগীতিকোষ বা দোহাকোষ। |
134 | চর্যাপদের কোন পদটি খণ্ডিত আকারে পাওয়া গেছে | ২৩ নম্বর পদ |
135 | চর্যাপদের প্রতিপাদ্য বিষয় কি? | বৌদ্ধ সহজিয়াদের সাধন সঙ্গীত। |
136 | চর্যাপদের প্রথম পদটির রচয়িতা কে? | লুইপা |
137 | চর্যাপদের বেশির ভাগ পদ কত চরণে রচিত? | দশ |
138 | চর্যাপদের শ্রেষ্ঠ কবি কে? | শবর পা (লুইপার গুরু)। |
139 | চলিত গদ্য রীতির ধারা প্রবর্তন করে কোন পত্রিকা | সবুজপত্র। |
140 | ‘চাচাকাহিনী’-এর রচয়িতা কে? | সৈয়দ মুজতবা আলী |
141 | চাষী ওরা, নয়কো চাষা, নয়কো ছোটলোক’ কে বলেছেন ? | কাজী নজরুল ইসলাম |
142 | চিত্ররূপময় পৃথিবী কার রচিত কাব্য | বিষ্ণু দে’র |
143 | চৈতন্যদেবের জীবনীভিত্তিক প্রথম কাহিনীকাব্য কে রচনা করেন? | বৃন্দাবন দাস |
144 | ছাপার অক্ষরে প্রথম বাংলা বই কোনটি? | কৃপা শাস্ত্রের অর্থভেদ |
145 | জন্মিলে মরিতে হবে,অমর কে কোথা রবে’- উক্তিটি কার? | মধুসূদন দত্ত |
146 | ‘জন্মেছি মাগো তোমার কোলেতে মরি যেন এই দেশে’-এই কবিতাংশটির রচয়িতা কে? | সুফিয়া কামাল |
147 | জলাঙ্গী একটি | মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস |
148 | জসীম উদ্দীনের একমাত্র উপন্যাস কোনটি ? | বোবা কাহিনি |
149 | জসীম উদ্দীনের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? | রাখালী |
150 | জসীমউদ্দীন কবর কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভূক্ত | রাখালী। |
151 | জহির রায়হানের ‘আরেক ফাল্গুন’ উপন্যাসটির পটভূমিকা হলো | একুশে ফেব্রুয়ারির ভাষা আন্দোলন |
152 | জাতীয় কবির গানের সংকলন কোনটি ? | চন্দ্রবিন্দু |
153 | জাহানারা ইমাম রচিত ডায়েরিমূলক লেখা কোনটি | একাত্তরের দিনগুলি। |
154 | জীবনানন্দ দাশের কাব্য প্রতিভাকে ‘চিত্ররূপময়’ বলেছেন কোন কবি? | রবীন্দ্রনাথ ঠাকুর |
155 | জীবনানন্দ দাশের প্রথম উপন্যাস কোনটি ? | মাল্যদান |
156 | ঝিলিমিলি নাটকটির রচয়িতা কে? | কাজী নজরুল ইসলাম |
157 | ড. মুহম্মদ শহীদুল্লাহ মতে, চর্যাপদের ভাষা কী? | বঙ্গ কামরূপী |
158 | ড. মুহাম্মদ শহীদুল্লাহ্র মতে প্রাচীনতম চর্যাকার কে? | শবরপা |
159 | ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থের নাম কি? | নীলদর্পণ |
160 | তৎকালীন ইংরেজি শিক্ষিত বাঙালিদের (ইয়ং বেঙ্গল) পত্রিকা হিসেবে স্বীকৃতি পায় | জ্ঞানান্বেষণ |
161 | তপুকে আবার ফিরে পাব, একথা ভুলেও ভাবিনি কোন দিন, নিম্মের কোনটি থেকে নেয়া | একুশের গল্প। |
162 | তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ‘কবি’ উপন্যাসের প্রধান উপজীব্য | নিষিদ্ধ পল্লীর জীবনাভূতি |
163 | ‘তুমি অধম, তাই বলিয়া আমি উত্তম না হইব না কেন?’ রচয়িতা কে? | বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়√ |
164 | তেল নুন লাকড়ি -প্রবন্ধটি কার ? | প্রমথ চৌধুরী |
165 | দীনবন্ধু মিত্রের কোন নাটকের অভিনয় দেখতে এসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মন্চে ছুঁডে মেরেছিলেন ? | নীলদর্পণ |
166 | দুঃখের কবি বলা হয় কাকে? | মুকুন্দরাম চক্রবর্তীকে |
BCS Preli Preparation Day-5:Bangladesh Affairs
137 | প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান? | BADC |
138 | প্রাচীন কালে বাংলায় সমৃদ্ধ নদী বন্দর ছিল | উয়ারী বটেশ্বর ও পুন্ড্রনগর |
139 | প্রাচীন বাংলার হরিকেল জনপদ অঞ্চলভুক্ত এলাকা | চট্টগ্রাম |
140 | প্রাচীনকালে ঢাকা জেলা কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? | বঙ্গ জনপদ |
141 | প্রাচীনকালে নাটক মঞ্চস্থ করা হয় | পাহাড়পুরের বৌদ্ধবিহারে |
142 | ফজলে হাসান আবেদ কোন উপাধি প্রাপ্ত? | নাইট |
143 | বঙ্গবন্ধু | ১ স্যাটেলাইটের আয়ুষ্কাল কত বছর? – ১৫ বছর |
144 | বঙ্গবন্ধু ১ নিয়ন্ত্রক | BCSCL |
145 | বঙ্গবন্ধু ১ স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয় কত তারিখে? | ১১ মে ২০১৮ |
146 | বঙ্গবন্ধু তোশখানা যাদুঘর | বিজয় সরণি (তোশখানা আইন ১৯৭৪) |
147 | বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব বাংলার নাম কবে ‘বাংলাদেশ রাখেন? | ৫ ডিসে. ১৯৬৯ |
148 | বঙ্গবন্ধু-১ মেয়াদ | ১৫ বছর (আওতাধীন দেশ ১৬টি) |
149 | বঙ্গবন্ধুকে প্রধান আসামি করে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয়? | ৩ জানু, ১৯৬৮ |
150 | বড় প্রশাসনিক বিভাগ | ঢাকা (আয়তনে – চট্রগাম) |
151 | বর্তমান বাজেটে সবচেয়ে বেশি ব্যয় | সড়ক ও পরিবহন খাতে |
152 | বর্তমান রাষ্ট্রপতি মাে. আবদুল হামিদ বাংলাদেশের কততম রাষ্ট্রপতি? | ২১তম |
153 | বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ কততম রাষ্ট্রপতি? | ২১ |
154 | বর্তমানে ইউনিয়ন | ৪৫৭১টি |
155 | বর্তমানে উপজাতি | ৪৮টি (২০১১ আদমশুমারী অনুযায়ী- ২৭টি) |
156 | বর্তমানে চা বাগান | ১৬৭টি (সর্বশেষ – শেরপুর) |
157 | বর্তমানে তেল গ্যাস ব্লক | ৪৮টি (বঙ্গোপসাগরে ২৬টি) |
158 | বর্তমানে বাংলাদেশে নদী বন্দর কতটি? | ৩৩ |
159 | বর্তমানে বাংলাদেশে নদীবন্দরের সংখ্যা | ৩৩টি |
160 | বর্তমানে সরকারি বাণিজ্যিক ব্যাংক কতটি? | ৭টি |
161 | বর্ধমান হাউজ কোনটির পূর্বনাম ছিল? | বাংলা একাডেমির মূল ভবন |
162 | বর্ধমান হাউজের বর্তমান নাম | বাংলা একাডেমি |
163 | বলিশিরা ভ্যালি অবস্থিত | মৌলভীবাজারে |
164 | বল্লাল সেনের প্রাসাদ আবিষ্কার হলো | মুন্সিগঞ্জে |
165 | বাংলা ভাষা গণপরিষদে স্বীকৃতি | ৭ মে ১৯৫৪ (সংবিধানে-২৯ ফেব্রুয়ারি ১৯৫৬) |
166 | বাংলা মুসলিম শাসনের সূত্রপাত হয় | ১২০৪ সালে |
167 | বাংলা মোগলদের অধীনে আসে | সম্রাট জাহাঙ্গীরের আমলে ১৬১০ সালে |
168 | বাংলা সন ও বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেন কোন সম্রাট? | আকবর |
169 | বাংলাদেশ LDC থেকে উন্নয়নশীল দেশে উর্ত্তীণ হয় | ১৬ মার্চ ২০১৮। |
170 | বাংলাদেশ কততম ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের আয়ােজক ছিল? | দশম |
BCS Preli Preparation Day-5:International Affairs
145 | কোন শহরের নাম বিগ অ্যাপেল? | নিউইয়র্ক শহরের নাম বিগ অ্যাপেল। |
146 | কোন সংস্থা সর্বাধিকবার শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে? | রেডক্রস । এর ৩টি প্রতীক রয়েছে |
147 | কোন সংস্থার পরিবর্তে WTO প্রতিষ্ঠিত হয়েছে? | GATT |
148 | ক্যাম্প এক্সরে কোথায় অবস্থিত ? | গুয়েতেমালা উপসাগরে |
149 | ক্যাম্পডেভিড চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? | ১৯৭৮ |
150 | ক্যাম্পডেভিড চুক্তির মধ্যস্থতাকারী কে ? | জিমি কার্টার । আর চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিল বিল ক্লিনটন |
151 | ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি কোন কোন দেশের মধ্যে হয়েছিল? | রাশিয়া ও যুক্তরাষ্ট্র |
152 | খেমাররুজ কী? | কম্বোডিয়ার সবচেয়ে দুর্ধর্ষ বিদ্রোহী গেরিলা সংগঠন। |
153 | গণচীন কখন ম্যাকাও এর উপর সার্বভৌমত্ব ফিরে পায়? | ১৯৯৯ সালের ২০ ডিসেম্বর। |
154 | গত ১০০ বছরে বিশ্বের তাপমাত্রা বেড়েছে কত? | ০.৭৪0 |
155 | গাম্বিয়ার রাজধানীর নাম কী? | বানজুল। |
156 | গুগল কী? | সার্চ ইঞ্জিন। এর প্রতিষ্ঠাতা –ল্যারি পেজ ও সার্জ ব্রীন। |
157 | গুপ্তদেশ নামে পরিচিত | উত্তর কোরিয়া |
158 | গোবি মরুভূমি কোথায় অবস্থিত? | এশিয়ার মঙ্গোলিয়ায়। |
159 | গৌতম বুদ্ধের জন্মস্থান কোথায়? | নেপালের মুম্বিনি নামক গ্রামে। জন্ম খ্রিস্টপূর্ব—৫৬৩ অব্দে। |
160 | গ্যাস রপ্তানিতে শীর্ষে | কাতার |
161 | গ্রিন ক্লাইমেট ফান্ড গঠনের অঙ্গীকার করা হয় কোন সম্মেলনে? | কোপেনহেগেন সম্মেলনে |
162 | গ্রিন পিস হচ্ছে | আমস্টারডামভিত্তিক পরিবেশবাদী প্রতিষ্ঠান |
163 | গ্রিন লাইন | ইসরাইল ও এর প্রতিবেশী দেশ |
164 | গ্রিনহাউস শব্দটি সর্বপ্রথম ব্যবহৃত হয় কত সালে | ১৮৯৬ সালে |
165 | চাঁদে অবতরনকারী প্রথম মহাশূন্যচারীর নাম কী? | নীল আর্মস্ট্রং |
166 | চিকেন নেক কী? | শিলিগুড়ি করিডাের |
167 | চীন ও রাশিয়ার মর্ধবর্তী দেশটির নাম কী ? | মঙ্গোলিয়া |
168 | চীন প্রথম সামরিক ঘাটি করেছে | জিবুতিতে |
169 | চীনা কমিউনিস্ট পার্টি | ১৯২১ |
170 | চীনের ওয়ান বেল্ট প্রকল্পে | ৬৮ দেশ |
171 | চীনের পার্লামেন্টের নাম কী? | গণকংগ্রেস। |
172 | চ্যানেল ৫৭ প্রবাহিত হয়েছে কোন স্থাপনার নিচ দিয়ে ? | বার্লিন প্রাচীর |
173 | জতিসংঘে বর্তমানে কয়টি ভাষায় দাফতরিক কাজকর্ম চলে? | ৬ টি ভাষায়। |
174 | জনপ্রিয় অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সর্বশেষ সংস্করণের নাম কী? | পাই |
175 | জলবায়ু সচেতনতার জনক | জেমস তানসেন |
176 | জলবায়ু পরিবর্তন বিষয়ক সর্বোচ্চ সংস্থা | IPCC |
177 | জাতিসংঘ | নিউইয়র্কে [বিশ্বব্যাংক-ওয়াশিংটনে] |
178 | জাতিসংঘ গঠনের প্রধান উদ্দেশ্য কী? | আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা |
179 | জাতিসংঘ ঘােষিত শান্তি দিবস পালিত হয় | ২১ সেপ্টেম্বর |
180 | জাতিসংঘ মিয়ানমারের মুসলিম রোহিঙ্গাদের উপর নির্যাতনকে কী নামে অভিহিত করেছে? | জাতিগত নিধন |
BCS Preli Preparation Day-5:Ethics, Values and Good governance
081। জাতীয়তাবাদী চেতনার ফসল কী?
ক, জাতি
খ. জাতীয়তা
গ. উপজাতি
ঘ, গোষ্ঠী
Answer: ক, জাতি
082। জাতীয়তার ধারণা একপ্রকার মানসিক ধারণা”—উক্তিটি কার?
ক. ম্যাকাইভার
খ. রেনা
গ. হ্যারল্ড লাস্কি
ঘ, লর্ড ব্রাইস
Answer: গ. হ্যারল্ড লাস্কি
083। জার্মানিতে উগ্র জাতীয়তাবাদী চেতনার জন্ম দেন কে?
ক. হিটলার
খ. বিসমার্ক
গ. হেগেল
ঘ. ম্যাকিয়াভেলি
Answer: খ. বিসমার্ক
084। জীবনধারণের জন্য যেমন খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান ও শিক্ষা অপরিহার্য তেমনি জাতি গঠনের অপরিহার্য হলো—
ক, ধর্মীয় সংগঠন
খ. সামাজিক সংগঠন
গ. রাজনৈতিক সংগঠন
ঘ. অর্থনৈতিক সংগঠন
Answer: গ. রাজনৈতিক সংগঠন
085। জ্ঞানের কোন শাখা মানুষের সমাজজীবন ও রাষ্ট্ৰীয় জীবনকে সুখী ও সুন্দরব্রুপে গড়ে তোলার শিক্ষা দান করে?
ক. অর্থনীতি
খ, পৌরনীতি ও সুশাসন
গ. ইতিহাস
ঘ নীতিশাস্ত্র
Answer: খ, পৌরনীতি ও সুশাসন
086। দুনীতি দমনের জন্য প্রয়োজন–
ক. নিরপেক্ষ নির্বাচন কমিশন
খ. দক্ষ কর্মকমিশন
গ. মানবাধিকার কমিশন
ঘ. স্বাধীন দুনীতি দমন কমিশন
Answer: ঘ. স্বাধীন দুনীতি দমন কমিশন
087। দুষ্টের দমন ও শিষ্টের পালন করা কোন বিভাগের কাজ?
ক. আইন বিভাগ
খ. শাসন বিভাগ
গ, বিচার বিভাগ
ঘ, পুলিশ বিভাগের
Answer: গ, বিচার বিভাগ
088। দেশ ও জাতির ভবিষ্যতের ভালোর জন্য নেতার কোন গুণটি থাকতে হবে?
ক. প্রজ্ঞা
খ. দূরদৃষ্টি
গ. ন্যায়বোধ
ঘ. সংযম
Answer: খ. দূরদৃষ্টি
089। দেশের মাটি ও মানুষকে ভালোবাসার অনুভূতিকে কী বলা হয়?
ক. সামাজিক মূল্যবোধ
খ, রাজনৈতিক মূল্যবোধ
গ, দেশাত্মবোধ
ঘ, মানবতাবোধ
Answer: গ, দেশাত্মবোধ
090। ধর্মচর্চা কোন ধরনের স্বাধীনতার অন্তর্ভুক্ত?
ক. সামাজিক স্বাধীনতা
খ, রাজনৈতিক স্বাধীনতা
গ, ব্যক্তিগত স্বাধীনতা
ঘ, অর্থনৈতিক স্বাধীনতা
Answer: গ, ব্যক্তিগত স্বাধীনতা
091। ধাক্কা না খেয়ে পথ চলার অধিকার যদি আমার থাকে তবে অপরের কর্তব্য হলো আমার পথ ছেড়ে দেওয়া’–কে বলেছেন?
ক. হ্যারল্ড লাস্কি
খ. উইলোবি
গ. টি.এইচ. গ্রিন
ঘ, অধ্যাপক হবহাউস
Answer: ঘ, অধ্যাপক হবহাউস
092। নগররাষ্ট্রের স্থলে আধুনিক যুগে কিরূপ রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠেছেঃ
ক. বিশ্বরাষ্ট্র
খ, রাজতান্ত্রিক সাম্রাজ্য
গ, জাতীয় রাষ্ট্র
ঘ, প্রকৃতির রাজ্য
Answer: গ, জাতীয় রাষ্ট্র
093। নাগরিকতা বিষয়ক বিজ্ঞান কোনটি?
ক. অর্থনীতি
খ. সমাজবিজ্ঞান
গ. ইতিহাস
ঘ, পৌরনীতি ও সুশাসন
Answer: ঘ, পৌরনীতি ও সুশাসন
094। নাগরিকতার জাতীয় রূপের সাথে কোন প্রতিষ্ঠানটি সংশ্লিষ্ট বা জড়িত?
ক. আইনসভা
খ. বিচার বিভাগ
গ. জেলা পরিষদ
ঘ, রাষ্ট্র
Answer: ঘ, রাষ্ট্র
095। নাগরিকতার স্থানীয় রূপের সাথে কোন প্রতিষ্ঠানটি সংশ্লিষ্ট বা জড়িত?
ক. আইনসভা
খ, রাজনৈতিক দল
গ. মন্ত্রিসভা
ঘ, ইউনিয়ন পরিষদ
Answer: ঘ, ইউনিয়ন পরিষদ
096। নাগরিকের অধিকার ও কর্তব্য নিয়ে আলোচনা করে জ্ঞানের যে শাখা তার নাম–
ক. অর্থনীতি
খ, পৌরনীতি ও সুশাসন
গ. ইতিহাস
ঘ. নীতিশাস্ত্র
Answer: খ, পৌরনীতি ও সুশাসন
097। নাগরিকের প্রধান কর্তব্য কী?
ক. রাষ্ট্রের সেবা করা
খ. নিয়মিত কর প্রদান করা
গ রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন
ঘ. রাষ্ট্রের আইন মেনে চলা
Answer: গ রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন
098। নাগরিকের সামাজিক অধিকার কোনটি?
ক, পরিবার গঠনের অধিকার
খ. ন্যায্য মজুরি লাভের অধিকার
গ. আবেদন করার অধিকার
ঘ. ইচ্ছামত ধর্মমত গ্রহণের অধিকার
Answer: ক, পরিবার গঠনের অধিকার
099। নিচের কোনটি রাজনৈতিক স্বাধীনতা?
ক. চলাফেরার স্বাধীনতা
খ, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার অধিকার
গ. নিজ ধর্ম পালনের অধিকার,
ঘ. অন্য দলকে কথা না দেয়া
Answer: খ, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার অধিকার
100। নিচের কোনটিকে স্বাধীনতার রক্ষাকবচ বলা হয়?
ক. গণতন্ত্র
খ, ধর্মতন্ত্র
গ, সমাজতন্ত্র
ঘ, রাজতন্ত্র
Answer: ক. গণতন্ত্র
BCS Preli Preparation Day-5:Geography, Environment and Disaster Management
201 | প্রধানত দুটি কারণে জোয়ার ভাটার সৃষ্টি হয় Answer: (১) চাঁদ ও সূর্যের মহাকর্ষ শক্তির প্রভাব এবং (২) পৃথিবীর আবর্তনের ফলে কেন্দ্রাতিগ শক্তি। |
202 | প্রবল জোয়ারের সৃষ্টি হয় Answer: চাঁদ ও পৃথিবীর আকর্ষণে। |
203 | ফেনী নদী কোন জেলার নদী Answer: ফেনী জেলা। |
204 | বঙ্গোপসাগরের তটরেখার দৈর্ঘ্য Answer: ৭১৬ কিলােমিটার। |
205 | বঙ্গোপসাগরের তলদেশে Answer: ৪৪২ প্রজাতির মৎস্য, ৩৩৬ প্রজাতির মলাস্কস(Mollusks), ১৯ প্রজাতির চিংড়ি পাওয়া যায়। |
206 | বন গবেষণা ইনস্টিটিউট অবস্থিত Answer: চট্টগ্রামে। ১৯৫৫ সালে প্রতিষ্ঠিত হয়। |
207 | বনজ সম্পদের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে Answer: কর্ণফুলি কাগজকল, সুগার মিল, খুলনা নিউজপ্রিন্ট |
208 | বনভূমির ফলে আবহাওয়া কীরূপ থাকে Answer: আর্দ্র |
209 | বরেন্দ্র অঞ্চলের বনভূমিতে কোন বৃক্ষের প্রাধান্য দেখা যায় Answer: শাল |
210 | বরেন্দ্রভূমি Answer: বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত। মাটি ধূসর ও লাল। আয়তন ৯৩২০ বর্গ কি. মি.। |
211 | বাংলাদেশ Answer: ২০⁰ ৩৪′ উত্তর অক্ষরেখা থেকে ২৬⁰ ৩৮’ উত্তর অক্ষরেখার মধ্যে অবস্থিত। |
212 | বাংলাদেশ Answer: ৮৮⁰ ০১′ পূর্ব দ্রাঘিমা থেকে ৯২⁰ ৪১′ পূর্ব দ্রাঘিমারেখার মধ্যে অবস্থিত। |
213 | বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (BADC) প্রতিষ্ঠিত হয় Answer: ১৯৬১ সালে। |
214 | বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (BARI) আত্মপ্রকাশ করে Answer: ১৯৭৬ সালে। |
215 | বাংলাদেশ ভারতের সীমারেখা Answer: ৩৭১৫ কি.মি। (বিজিবি)’র তথ্য মতে, ৪১৫৬ কিলোমিটার। |
216 | বাংলাদেশ মায়ানমার সীমারেখার দৈর্ঘ্য Answer: ২৮০ কিলােমিটার |
217 | বাংলাদেশ মিয়ানমারের সীমারেখা Answer: ২৮০ কি.মি.।(বিজিবি)’র তথ্য মতে, ২৭১ কিলোমিটার। |
218 | বাংলাদেশিদের গড় আয়ু Answer: ৭০.৯ বছর। |
219 | বাংলাদেশে অপরিশােধিত তেল পরিশােধন করা হয় Answer: চট্টগ্রামের তেল শােধনাগারে |
220 | বাংলাদেশে অভ্যন্তরীণ নাব্য জলপথ আছে Answer: প্রায় ৮,৪০০ কিলােমিটার । |
221 | বাংলাদেশে উভচর আছে Answer: ১৯ জাতের |
222 | বাংলাদেশে একমাত্র সমতল ভূমিতে চা চাষ হয় Answer: পঞ্চগড়ে। |
223 | বাংলাদেশে কালবৈশাখির ঝড় হয় Answer: প্রাক –মৌসুমী বায়ু ঋতুতে। |
224 | বাংলাদেশে কোন মাসের দিকে গরম বেশি অনুভূত হয় Answer: জুন। |
225 | বাংলাদেশে খাদ্যশস্যের মধ্যে কোনটি প্রধান Answer: ধান |
226 | বাংলাদেশে গড় হিসেবে সর্বোচ্চ তাপমাত্রা Answer: এপ্রিল মাসে ২৮০ সেলসিয়াস পরিলক্ষিত হয়। |
227 | বাংলাদেশে গ্রীষ্মকাল Answer: মার্চ-মে। |
228 | বাংলাদেশে গ্রীষ্মকালে সর্বোচ্চ তাপমাত্রা Answer: ৩৪0 এবং সর্বনিম্ন তাপমাত্রা ২১0 সেলসিয়াস। |
229 | বাংলাদেশে চা বাগান রয়েছে Answer: ১৬৬ টি। |
230 | বাংলাদেশে জনসংখ্যা সমস্য সমাধানের উপায় Answer: অর্থনৈতিক উন্নয়ন। |
231 | বাংলাদেশে জালের মতাে বিস্তার করে আছে Answer: ৫৭টি আন্তর্জাতিক নদীসহ ৭০০টি নদী |
232 | বাংলাদেশে জুন থেকে সেপ্টেম্বর মাসে মৌসুমি বায়ুর প্রভাবে প্রবল বৃষ্টিপাতে Answer: নদীভাঙন হয়। |
233 | বাংলাদেশে দুর্যোগের কারণ Answer: ভৌগোলিক অবস্থান। |
234 | বাংলাদেশে নগরায়নের হার Answer: ২৩.৩০%। |
235 | বাংলাদেশে নদীর সংখ্যা প্রায় Answer: ৭০০ টি। |
236 | বাংলাদেশে নারী পুরুষের অনুপাত Answer: ১০০ : ১০০.৩। |
237 | বাংলাদেশে পাখি আছে Answer: ৫৭৮ জাতের |
238 | বাংলাদেশে পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে Answer: ৪ টি। |
239 | বাংলাদেশে বর্ষাকাল Answer: জুন-অক্টোবর। |
240 | বাংলাদেশে বার্ষিক গড় তাপমাত্রা Answer: ২৬.০১ |
241 | বাংলাদেশে বার্ষিক বৃষ্টিপাতের শতকরা প্রায় ২০ ভাগ Answer: গ্রীষ্মকালে |
242 | বাংলাদেশে মার্চ থেকে মে মাস (ফাল্গুন জ্যৈষ্ঠ) পর্যন্ত Answer: গ্রীষ্মকাল। |
243 | বাংলাদেশে মেঘনা বিধৌত অঞ্চল হচ্ছে Answer: ২৯,৭৮৫ বর্গকিলােমিটার। |
244 | বাংলাদেশে শীতকাল Answer: নভেম্বর ফেব্রুয়ারি। |
245 | বাংলাদেশে শীতলতম মাস Answer: জানুয়ারি |
246 | বাংলাদেশে সবচেয়ে বেশি উৎপাদিত হয় Answer: বোরো ধান। |
247 | বাংলাদেশে সরীসৃপ আছে Answer: ১২৪ জাতের |
248 | বাংলাদেশে সর্বমােট রেলস্টেশন আছে Answer: ৪৪০টি |
249 | বাংলাদেশে সাধারণত দুই প্রকার পাট চাষ হয় Answer: দেশি এবং তােষা পাট |
250 | বাংলাদেশে স্তন্যপায়ী প্রাণী আছে Answer: ১১৯ জাতের |
BCS Preli Preparation Day-5:General Science
241 | জীব RNA কোষে কয় প্রকার? | ৩প্রকার । rRNA, mRNA, tRNA. |
242 | জীব জগতের বৈচিত্রের নিয়ন্ত্রককে? | জীন |
243 | জীব দেহের শক্তির উত্স কী ? | খাদ্য |
244 | জীব প্রযুক্তি ব্যবহার করে উদ্ভাবিত নতুন প্রাণী কিংবা উদ্ভিদকে কি বলে ? | ট্রান্সজেনিক প্রানী |
245 | জীব প্রযুক্তির উদাহরণ কোন গুলো ? | অনুজীব বিজ্ঞান, টিস্যু কালচার , জিন প্রকৌশল |
246 | জীব বিজ্ঞানেক জনক কে? | অ্যারিস্টটল |
247 | জীব সংরক্ষণ ও পচন নিবারণের জন্য কী ব্যাবহৃত হয় | ফরমালিন |
248 | জীবাণু বিদ্যার জনক কে ? | ভন লিউয়েন হুক |
249 | জীবানু ধ্বংস করে কে দেহের প্রকৃতিগত আত্মরক্ষায় অংশ নেয় ? | শ্বেত কণিকা। |
250 | জীবানু ভক্ষণ করা কাজ ? | লাইসোজোম্। |
251 | জীবানুনাশক হিসেবে ব্যবহার হয় | (CuSO4)। |
252 | জীবাশ্ম আবিষ্কার করে | জেনোফেন। |
253 | জীবের বংশ গতির একক কোনটি ? | জিন |
254 | জীবের বংশগতির বৈশিষ্ট্য বহন করে | ক্রোমোজোম |
255 | জীবদেহের জৈবিক ক্রিয়াগুলোকে নিয়ণ্ত্রণ করে কে? | শ্বসন |
256 | জীবদেহের বৈশিষ্ট্যগুলো বংশানুক্রমে বহন করে কোনটি? | ডি এন এ |
257 | জীবদেহের শক্তি উত্পাদন কারী শ্বষণ প্রক্রিয়া কোথায় সংগঠিত হয় ? | মাইটোকনিড্রয়ায় |
258 | জীববৈচিত্র কত প্রকার ? | ৩প্রকার । যথা : ১.প্রজাতি গত ২. বংশগতীয় ৩. বাস্তুতান্ত্রিক বৈচিত্র । |
259 | জৈব এসিড | (CH3COOH)। |
260 | জোয়ার ভাটার তেজকটাল হয় | অমাবস্যায় |
261 | জটিল টিস্যু কত প্রকার ? | ২প্রকার । জাইলেম ও ফ্লোয়েম্। |
262 | জলজ উদ্ভিদ সহজে ভাসতে পারে কারণ | এদের কাণ্ডে অনেক বায়ু কুঠুরী থাকে |
263 | জলবায়ু পরিবর্তনের কারনে বাংলাদেশের জীববৈচিত্র্য ধ্বংস হয় যাবে | ৩০%। |
264 | জলবায়ু পরিবর্তনের প্রধান কারন | উষ্ণতা বৃদ্ধি। |
265 | টক্সিন বলতে কী বোঝায়? | খাদ্যের বিষাক্ত উপাদান |
266 | যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন হয় | সূর্য গ্রহণ। (২৩ তম BCS ) |
267 | টিস্যু কালচারের উদ্দেশ্যে উদ্ভিদের যে অংশ পৃথক করে নিয়ে ব্যবহার হয় তাকে কি বলে? | েএক্সপ্ল্যান্ট। |
268 | টিস্যু কয় প্রকার ? | ২দু প্রকার । যথা ১.ভাজক টিস্যু ২. স্থায়ী টিস্যু। |
269 | যে ভিটামিন ক্ষতস্থান হতে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে | ভিটামিন ‘K’ |
270 | যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে | দর্পণ বলে। |
271 | যে হরমোনের অভাবে ডায়াবেটিস রোগ হয় | ইনসুলিন |
272 | টেস্টিং সল্ট ব্যবহার করা হয় | খাবার স্বাদ বৃদ্ধির জন্য। |
273 | টেস্টিংসল্ট যে নামে পরিচিতি | মনোসোডিয়াম গ্লুটামেট। |
274 | যেসব প্রাণী এক মানবদেহ থেকে অন্য মানবদেহে রোগ জীবাণু বহন করে তাদেরকে কী বলে? | ভেক্টর |
275 | যেসব রক্তনালির মাধ্যমে রক্ত হৃদপিন্ড থেকে দেহের বিন্নি অংশে বাহিত হয় তাকে কি বলে? | ধমনি |
276 | যেসব রক্তনালির মাধ্যমে সাধারণত কার্বন-ডাই-অক্সাইড সমৃদ্ধ রক্ত দেহের বিভিন্ন অঙ্গ থেকে হৃদপিন্ডে বহন করে তাকে কি বলে? | শিরা |
277 | ট্যাক্সোনমিতে কি বিষয়ে আলোচনা করা হয় ? | উদ্ভিদ ও প্রাণিজগতের শ্রেণিবিন্যাস । |
278 | টুথপেষ্টের প্রধান উপাদান | সাবান ও পাউডার। (১৭ তম BCS ) |
279 | ডিজিটাল ঘড়ি বা ক্যালকুলেটারে কালচে অনুজ্জ্বল যে লেখা ফুটে উঠে সেটি | LCD |
280 | ডেঙ্গজ্বর হলে অনুচক্রিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় কমে গেলে বলে | পারপুরা |
281 | ড্রাই আইস বা শুস্ক বরফ কাকে বলে ? | কঠিন কার্বন ডাই অক্সাইড কে |
282 | ড্রাগ আসক্তির কারণ কি? | কৌতুহল ও সঙ্গদোষ |
283 | ঢেকি ছাটা চাল ও আটার ভিটামিন থাকে | থায়ামিন। |
284 | তামাক পাতায় কোন বিষাক্ত পদার্থটি উপস্থিত? | নিকোটিন |
285 | তামার সাথে টিন মিশালে কী উত্পন্ন হয় ? | ব্রোঞ্জ |
286 | তামার সাথে যে উপাদান মেশালে পিতল হয় | দস্তা (জিঙ্ক) |
287 | তামার সাথে দস্তা বা জিঙ্ক মেশালে কি উত্পন্ন হয় ? | পিতল |
288 | ত্বক ও ফুসফুসে ক্যান্সার সৃষ্টি করে | পারদ/U। |
289 | ত্বক, হাঁড়, দাঁত ইত্যাদির কোষসমূহকে পরস্পরের সাথে জোড়া লাগিয়ে মজবুত গাঁথুনি প্রদান করে | ভিটামিন ‘C’ |
290 | তরঙ্গ দর্ঘ্য বাড়লে শব্দের তীক্ষ্নতা ? | কমে |
291 | তরল পদার্থে তাপ কোন পদ্ধতিতে প্রবাহিত হয় ? | পরিচলন পদ্ধতিতে |
292 | থাইমিন কোথায় থাকে? | ডিএনএ । |
293 | থায়ামিন (B1 ) এর অভাবজনিত রোগ হলো | স্নায়ুর দুর্বলতা, ওজনহীনতা |
294 | দাড়ি গোফ গজায় কোন হরমোনের কারণে ? | টেসটেস্টোরেন হরমোন |
295 | দিনের আলোতে কাজ করে চোখের কোন অংশ ? | কনস |
296 | দেহ ও মনের পক্ষে প্রকৃত বিশ্রাম হয় | ঘুমে |
297 | দেহ কোষের গঠনবস্তুর বেশিরভাগই কী যুক্ত থাকে? | প্রোটিন |
298 | দেহ গঠনের খাদ্য কোনটি? | আমিষ |
299 | দেহে ভিটামিন সি এর অভাব পূরণে প্রয়োজন | প্রতিদিন টাটকা টক জাতীয় খাদ্য গ্রহণ |
300 | দেহে রোগ সংক্রান্ত প্রতিরোধকারী ভিটামিন কোনটি? | ভিটামিন ‘A’ |
আপনার যে কোন প্রয়োজনে, চাকরির সার্কুলার ও আপডেট, এক্সাম ডেট, আপনার কোন কিছু জানার থাকলে নির্দ্বিধায় যোগদান করুন একঝাঁক প্রাণোচ্ছল তরুণের ফেসবুক গ্রুপ: BCS Limelight এ।
ফেসবুক বাটনে ক্লিক করে BCS Preli Preparation Day-5 কে আপনার টাইমলাইনে শেয়ার করে রাখুন।কষ্ট করে খুজতে হবে না। Notification অন করে রাখুন। নতুন পোস্ট এমনিতেই আপনার কাছে পৌছে যাবে।
At present,how many tea garden are in bd?
167. Last Sherpur
But the list of teaboard authority there mentioned 166. So which will be the correct answer.