BCS Preli Preparation Day-6 সনাতন দা’র আড্ডায় চালু করা ১০দিন ভিত্তিক BCS Preli Preparation Crush Program এর ৬ষ্ঠ দিনের কার্যক্রম। নিচে দেয়া রুটিনটা Follow করতে পারেন।
যারা সত্যিকার অর্থে স্বল্প সময়ে মোটামুটিভাবে কাজ চালানোর মত একটা Preparation নিতে চান, তারা BCS Preli Preparation Day-6 শুরু করার আগে Routine অনুযায়ী তারিখভিত্তিক Question and Answer গুলো নিজ দায়িত্বে শেষ করে ফেলুন।
জানি, আপনার সব পড়া আছে। তবু একবার চোখ বুলিয়ে যান। সারাদিনে মাত্র ২ ঘণ্টা ৩০ মিনিট আড্ডায় দিন, আপনাকে পিছনে ফিরে তাকাতে হবে না। BCS Preli Preparation Day-6 জাতীয় Crush Program মূলত তাদের জন্য যাদের হাতে অত সময় নেই; পড়তে ইচ্ছে করে না- তাদের।
BCS Preli Preparation Day-6 তে Question গুলো সাজানো হয়েছে এমনভাবে যেন পড়তে গিয়ে আপনার বিরক্তি না আসে। সর্বমোট ২২২৭টি Exclusive Question ১০ দিনে আমরা আয়ত্ব করব। এর মানে কেউ এটা করে নিবেন না যে, এটুকুতেই আপনার BCS Preli Preparation হয়ে যাবে। তবে একটা কিছু তো হবে নিশ্চয়ই।
এখানে শুধু সম্ভাব্য Preliminary Question and Answer দেয়া হয়েছে। চারটা অপশন আপনাকে যেন বিভ্রান্তিতে না ফেলে সেজন্য প্রযোজ্য ক্ষেত্রে অপশন বাদ দিয়েছি।BCS Preli Preparation Day-6 এ কোন ভুল পেলে কমেন্ট করবেন। কারণ, ভুল হতেই পারে। কিন্তু শুদ্ধ করা যাবে না- এমন কোথাও লেখা নেই।
BCS Preli Preparation Day-6 এবং এর পূর্বাপর সকল কিছুই পড়ার শর্ত একটাই– প্রতিদিনেরটা প্রতিদিনেই শেষ করতে হবে। ৩নম্বর হাত- মানে, অজুহাত দেখাবেন না। পড়ার ফাঁকে পড়ুন BCS Preli Preparation Day-6, কাজের ফাঁকে পড়ুন BCS Preli Preparation Day-6। বাসে পড়ুন, রেস্টরুমে পড়ুন BCS Preli Preparation Day-6.
BCS Preli Preparation: A 10 Day Crush Program Routine
ক্রম | তারিখ | সময় | |
সকাল ১০টার পরে অথবা আপনার সুবিধামত সময়ে ১ঘণ্টা রিভিশন | রাত ১১টার পরে অথবা আপনার সুবিধামত সময়ে ১ঘণ্টা ৩০ মিনিট পড়া | ||
01 | BCS Preli Preparation Day-1 ক্লিক টু রিড | ||
02 | BCS Preli Preparation Day-1 ক্লিক টু রিভাইস | BCS Preli Preparation Day-2 ক্লিক টু রিড | |
03 | BCS Preli Preparation Day-2 ক্লিক টু রিভাইস | BCS Preli Preparation Day-3 ক্লিক টু রিড | |
04 | BCS Preli Preparation Day-3 ক্লিক টু রিভাইস | BCS Preli Preparation Day-4 ক্লিক টু রিড | |
05 | BCS Preli Preparation Day-4 ক্লিক টু রিভাইস | BCS Preli Preparation Day-5 ক্লিক টু রিড | |
06 | BCS Preli Preparation Day-5 ক্লিক টু রিভাইস | BCS Preli Preparation Day-6 নিচে | |
07 | BCS Preli Preparation Day-6 নিচে | BCS Preli Preparation Day-7 ক্লিক টু রিড | |
08 | BCS Preli Preparation Day-7 ক্লিক টু রিভাইস | BCS Preli Preparation Day-8 ক্লিক টু রিড | |
09 | BCS Preli Preparation Day-8 ক্লিক টু রিভাইস | BCS Preli Preparation Day-9 ক্লিক টু রিড | |
10 | BCS Preli Preparation Day-9 ক্লিক টু রিভাইস | BCS Preli Preparation Day-10 ক্লিক টু রিড | |
11 | BCS Preli Preparation Day-10 ক্লিক টু রিভাইস |
A 10 Day Crush Program: BCS Preli Preparation Day-6
BCS Preli Preparation Day-6:Bengali Literature
167 | ‘দুই বিঘা জমি’ কবিতাটি রচনা করেছেন? | রবীন্দ্রনাথ ঠাকুর |
168 | দুরারোগ্য ব্যাধির শিকার হয়ে কাজী নজরুল ইসলাম বাকশক্তি হারিয়ে ফেলেন কত বছর বয়সে | তেতাল্লিশ । |
169 | দেনাপাওনা গল্পগ্রন্থটি কে লিখেছেন? | রবীন্দ্রনাথ ঠাকুর |
170 | ‘দৈনিক নবযুগের’ প্রথম সম্পাদক কে ছিলেন? | কাজী নজরুল ইসলাম |
171 | দ্বাদশ শতাব্দীর বঙ্গদেশের রাজনৈতিক পটভূমিকায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাসের নাম কী? | মৃণালিনী |
172 | ‘ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা ..’ গানটির গীতিকার কে? | ডি এল রায়√ |
173 | ধর্মমঙ্গল কাব্যের আদি কবি ময়ূরভট্টের কাব্যের নাম কি? | হাকন্দপুরাণ |
174 | নতুন চর্যাপদ রচনা করেন কে? | সৈয়দ মোহাম্মদ শাহেদ |
175 | নাথ সাহিত্যের উদ্ভব কবে? | দশম ও একাদশ শতাব্দি |
176 | নিচের কোনটি সমরেশ বাবুর ছদ্দনাম | কালকূট। |
177 | নীল দংশন” ও “নিষিদ্ধ লোবান” মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস দুটির লেখক? | সৈয়দ সামছুল হক |
178 | নেপালের রাজগ্রন্থাগারে চর্যাপদের সাথে প্রাপ্ত ডাকার্ণব ও দোহাকোষ বই ৩টি কোন ভাষায় লেখা? | অর্বাচীন অপভ্রংশ। |
179 | ‘পঞ্চতন্ত্র’ গ্রন্থটি রচনা করেন কে? | সৈয়দ মুজতবা আলী |
180 | ‘পদ্মা মেঘনা যমুনা’ উপন্যাসটি কে রচনা করেছেন ? | আবু জাফর শামচ্ছুদ্দিন |
181 | ‘পলাশী ব্যারাক’ নাটকটি কার রচনা? | মুনীর চৌধুরী |
182 | পাঠ্য পুস্তকের বাইরে সর্বপ্রথম বাংলা গদ্যরীতির ব্যহার করেন বাঙালি? | রাজা রামমোহন রায় |
183 | পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকের উপজীব্য বিষয় হলো | মুক্তিযুুদ্ধ। |
184 | পারস্য প্রতিভা গ্রন্থটির রচয়িতা | মোহাম্মদ বরকতুল্লাহ |
185 | পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক কে? | দৌলত কাজী |
186 | পূজারিণী কবিতার রচয়িতা কে? | কাজী নজরুল ইসলাম |
187 | প্রচীন বাংলা সাহিত্যের একমাত্র প্রেম সংগীতটি কোন গ্রন্থে পাওয়া যায়? | সেক শুভোদয়া |
188 | ‘প্রতিদিন ঘরহীন ঘরে’ কাব্যগ্রন্থের রচয়িতা | শামসুর রাহমান |
189 | প্রথম চৌধুরী কোন বিষয়ে রবীন্দ্রনাথকে প্রভাবিত করেছিলেন ? | চলিত ভাষার ব্যবহারে |
190 | প্রবোধকুমার কোন সাহিত্যেকের প্রকৃত নাম ? | মানিক বন্দ্যোপাধ্যায় |
191 | প্রমথ চৌধুরী প্রথম চলিত রীতির প্রয়োগ ঘটান কোথায়? | বীরবলের হালখাতা |
192 | প্রমথ চৌধুরীর মতে, সাহিত্যের উদ্দেশ্য হলো | আনন্দ দান। |
193 | ফররুখ আহমেদে ‘পাঞ্জেরি’ কবিতাটি কোন ছন্দে রচিত ? | মাত্রাবৃত্ত |
194 | ফরাসি ও ইংরেজি ভাষায় অনূদিত সৈয়দ ওয়ালীউল্লাহর উপন্যাসের নাম | লালসালু |
195 | ফোর্ট উইলিয়াম কলেজে কবে বাংলা বিভাগ খোলা হয়? | ১৮০১ |
196 | ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের শিক্ষক নন | রামমোহন রায় |
197 | ‘ফোর্ট উইলিয়াম যুগে’ সবচেয়ে বেশি গ্রন্থ রচনা করেছেন কে? | মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার |
198 | বঙ্কিমচন্দ্রের প্রচারধর্মী ত্রয়ী উপন্যাস কোনগুলো? | আনন্দমঠ, দেবী চৌধুরাণী, সীতারাম |
199 | বঙ্গভাষা শীর্ষক সনেট রচনায় মাইকেল মধুসূদন দত্ত অবলম্বন করেছেন কোন রীতি | শেক্সপীয়রীয় ও পেত্রার্কীয় । |
BCS Preli Preparation Day-6:Bangladesh Affairs
171 | বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে কত সালে? | ১৯৭৪ |
172 | বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম স্পীকার কে? | মােহাম্মদ উল্লাহ |
173 | বাংলাদেশ টেলিভিশন যাত্রা শুরু করে কত সালে? | ১৯৬৪ |
174 | বাংলাদেশ ডিজিটাল নিরাপত্তা বিলে রাষ্ট্রপতি ২০১৮ সালের কত তারিখে স্বাক্ষর করেন? | ১৯ সেপ্টেম্বর |
175 | বাংলাদেশ প্রথম জাহাজ রপ্তানি করে কোন দেশে | ডেনমার্কে। ১৫ মে ২০০৮।নাম- ডেলা মেরিস। |
176 | বাংলাদেশ প্রথমবারের মতাে চাল রপ্তানি করে কোন দেশে? | শ্রীলঙ্কায় |
177 | বাংলাদেশ বয়স্ক ভাতা চালু হয় কত সালে? | ১৯৯৮ |
178 | বাংলাদেশ বর্তমানে সর্বাধিক পরিমাণ অর্থের বিভিন্ন পণ্য আমদানি করে | চীন থেকে |
179 | বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে? | 16-12-1971 |
180 | বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়াদকাল কত? | ৪ বছর |
181 | বাংলাদেশ ভারত মৈত্রী ভবন অবস্থিত | রাজশাহীতে। |
182 | বাংলাদেশ শততম টেস্ট ক্রিকেট ম্যাচ। খেলে কোন দেশের বিপক্ষে? | শ্রীলঙ্কা |
183 | বাংলাদেশ শিল্প ব্যাংক ও বাংলাদেশ শিল্প ঋণ সংস্থার বিলুপ্তির মাধ্যমে প্রতিষ্ঠিত হয় কোন ব্যাংক? | বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক |
184 | বাংলাদেশ সংবিধান অনুযায়ী নির্বাচনে প্রার্থী হওয়ার সর্বনিম্ন বয়স কত? | ২৫ বছর |
185 | বাংলাদেশ সংবিধানের প্রথম সংশােধনী হয় কবে? | ১৯৭৩ |
186 | বাংলাদেশ সবচেয়ে রপ্তানি করে কোন দেশে? | যুক্তরাষ্ট্রে |
187 | বাংলাদেশ সিভিল সার্ভিসের ক্যাডার সংখ্যা | ২৬টি |
188 | বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম অনারব মুসলিম দেশ কোনটি? | সেনেগাল |
189 | বাংলাদেশে 4জি সেবা চালু হয় | ১৯ ফেব্রুয়ারি ২০১৮ |
190 | বাংলাদেশে ৬ষ্ঠ আদমশুমারি অনুষ্ঠিত হবে | ২০২১ সালে |
191 | বাংলাদেশে IMF এর কার্যালয় কোথায়। অবস্থিত?- | আগারগাঁও |
192 | বাংলাদেশে অস্ত্র কারখানা কতটি? | ১টি |
193 | বাংলাদেশে চীনামাটির সন্ধান পাওয়া গেছে | জামালগঞ্জে |
194 | বাংলাদেশে জাহাজ নির্মাণ ও মেরামত কারখানা কতটি? | ৩টি |
195 | বাংলাদেশে নৃতাত্ত্বিক ভাষা | ৪১টি |
196 | বাংলাদেশে প্রথম ইলেকট্রিক ট্রেন চালু হবে | নারায়নগন্জ |
197 | বাংলাদেশে প্রথম নােট চালু হয় কবে? | ১৯৭২ সালে |
198 | বাংলাদেশে প্রথম বাজেট পেশ করেন কে? | তাজউদ্দীন আহমদ |
199 | বাংলাদেশে বনভূমি | 17.02 [ FAO এর মতে 11%] |
200 | বাংলাদেশে বর্তমানে কতটি উপজেলা রয়েছে? | ৪৯২ |
201 | বাংলাদেশে বর্তমানে কতটি রাজনৈতিক দল রয়েছে? | ৪০টি |
202 | বাংলাদেশে বিশ্ববাণিজ্য কেন্দ্র কোথায় অবস্থিত? | চট্টগ্রাম |
203 | বাংলাদেশে মর্যাদা অনুসারে তৃতীয় বীরত্বসূচক খেতাব | বীরবিক্রম |
BCS Preli Preparation Day-6:International Affairs
181 | জাতিসংঘ সনদ কখন স্বাক্ষরিত হয়? | ২৬ জুন, ১৯৪৫ সালে। |
182 | জাতিসংঘে নতুন মার্কিন রাষ্টদূত | কেলি ক্রাফট (এতদিন ছিলো নিকি হ্যালি) |
183 | জাতিসংঘের অভিবাসী সংস্থা | IOM |
184 | জাতিসংঘের ওজোন স্তরের সুরক্ষা সংরক্ষণ বিষয়ক কনভেনশন কোনটি? | ভিয়েনা কনভেনসন |
185 | জাতিসংঘের চতুর্থ বিশ্ব নারী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? | ১৯৯৫ সালের ৪ থেকে ১৫ সেপ্টেম্বর চীনের রাজধানী বেইজিংয়ে। |
186 | জাতিসংঘের টেকসই জ্বালানি দশক | ২০১৪-২০২৪ |
187 | জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মােট সদস্যসংখ্যা | ১৫ |
188 | জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশগুলো কী কী? | যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স ও চীন। |
189 | জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ হতে বাদ পড়েছে কোন দেশ? | তাইওয়ান। |
190 | জাতিসংঘের পতাকায় কোন দুটি রঙ আছে | নীল ও সাদা |
191 | জাতিসংঘের প্রশাসনিক কাজ করে কোন শাখা? | জাতিসংঘ সচিবালয় |
192 | জাতিসংঘের বর্তমান মহাসচিব দেশের নাগরিক? | পর্তুগাল |
193 | জাতিসংঘের সনদ কেথায় স্বাক্ষরিত হয়? | ১৯৪৫ সালের ২৬ সে জুন সানফ্রান্সিকোতে ৫০ টি দেশ কর্তৃক স্বাক্ষরিত হয়। |
194 | জাতিসংঘের সর্বশেষ সদস্য দেশ (১৯৩ তম) কোনটি? | দক্ষিণ সুদান। |
195 | জাপান সাগর ও পীত সাগরের মধ্যে অবস্থিত | কোরীয় দ্বীপ |
196 | জাপানের আইনসভার নাম কী? | ডায়েট |
197 | জাপানের প্রধান চারটি দ্বীপের নাম কী? | শিকুকু, কিউসু, হনসু ও হোক্কাইডু। |
198 | জাপানের সম্রাট আকিহিতোর যুগ | “হেইসেই” [১ মে থেকে সম্রাট নারুহিতোর যুগ “রেইওয়া] |
199 | জাম্বিয়ার রাজধারীর নাম কী? | লুসাকা। |
200 | জিনজিয়াং প্রদেশের আয়তন | ১৬ লাখ বর্গকিলোমিটার! |
201 | জিনজিয়াং রাজধানী | উরুমকি [মুসলিম ৫৮%] |
202 | জেনেভা কনভেনশন কী? | দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুদ্ধাহত ও যুদ্ধবন্ধীদের ব্যাপারে ১৯৪৯ সালে অনুষ্ঠিত কনভেনশন। |
203 | জোট নিরপেক্ষ আন্দোলন (ন্যাম) এর সদর দফতর কোথায়? | ন্যামের কোন সদর দফতর নেই। তবে যে দেশ থেকে এর চেয়ারম্যান হয় সে দেশে কার্য্ক্রম হয়। |
204 | ‘টাইগার হিল’ কোথায়? | কাশ্মীরে |
205 | টাইম সাময়িকীর ‘পার্সন অব দ্য ইয়ার ২০১৮’ হয়েছিলেন কে? | খাসােগি |
206 | টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (SDG) সময়কাল কত ছিল? | ২০১৬-২০৩০ |
207 | ট্যাক্স কী? | আয় এবং সম্পত্তির উপর ধার্যকৃত কর। |
208 | ট্যারিফ কী? | আমদানিযোগ্য পণ্যের উপর আরোপিত কর। |
209 | ট্রাম্প-কিম প্রথম বৈঠক | সিঙ্গাপুর, ২য় বৈঠক- ভিয়েতনাম |
210 | ডুরান্ড লাইন কী? | আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সীমারেখা। |
211 | ডেটন চুক্তি কেন হয়েছিলো? | বসনিয়া সংকট নিরসনের জন্য। |
212 | ডেটন চুক্তি স্বাক্ষরিত হয় কোন শহরে? | নিউইয়র্ক |
213 | তাইওয়ানের পার্লামেন্টের নাম কী? | কৃপাচিন |
214 | তিয়েন আনমেন স্কয়ার কোথায় অবস্থিত? | চীনের রাজধানী বেইজিংয়ে অবস্থিত। |
215 | তেল রপ্তানিতে শীর্ষে | সৌদিআরব |
216 | থাইল্যান্ডের পূর্বনাম কী? | শ্যামদেশ। |
BCS Preli Preparation Day-6:Geography, Environment and Disaster Management
251 | বাংলাদেশের অন্যতম বৃহত্তম নদী Answer: পদ্মা। |
252 | বাংলাদেশের অর্থকরী ফসল Answer: পাট, চা, ইক্ষু, তুলা, তামাক, ফুল |
253 | বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা বা Exclusive Economic Zone Answer: ২০০ নটিক্যাল মাইল। |
254 | বাংলাদেশের আদমশুমারি পরিচালনা করে Answer: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। |
255 | বাংলাদেশের উত্তরের পাহাড়গুলাে স্থানীয়ভাবে Answer: ঢিলা নামে পরিচিত। |
256 | বাংলাদেশের উপকূলীয় ভূখণ্ড সমুদ্রে Answer: ৩৫০ নটিক্যাল মাইল পর্য্ন্ত যার ভৌগোলিক নাম মহীসোপান। |
257 | বাংলাদেশের উষ্ণতম মাস Answer: এপ্রিল। |
258 | বাংলাদেশের এক-পঞ্চমাংশ বৃষ্টিপাত Answer: কালবৈশাখীর মাধ্যমে সংঘটিত হয়। |
259 | বাংলাদেশের কৃষিজ ফসল : খাদ্যশস্য – Answer: ধান, গম, ডাল, তেলবীজ, আলু, ভুট্টা, সবজি, ফলমূল |
260 | বাংলাদেশের কৃষির সম্প্রসারণ সম্ভব। কিন্তু এজন্য সর্বাগ্রে প্রয়োজন Answer: সরকারি সহযোগিতা ও বেসরকারি উদ্যোগ |
261 | বাংলাদেশের কোথায় কঠিন শিলা পাওয়া গেছে Answer: রংপুরের রানীপুকুর এবং শ্যামপুরে |
262 | বাংলাদেশের কোন অংশে প্রধানত কয়লা খনি অবস্থিত Answer: উত্তর ও পশ্চিম অংশে |
263 | বাংলাদেশের কোন অঞ্চলটি খনিজ তেলে সমৃদ্ধ হতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করেন Answer: উপকূলীয় |
264 | বাংলাদেশের কোন অঞ্চলে ক্রান্তীয় চিরহরিৎ ও পাতাঝরা বনভূমি দেখা যায় Answer: খাগড়াছড়ি-রাঙামাটি-বান্দরবান |
265 | বাংলাদেশের কোন গ্যাসক্ষেত্রে থেকে খনিজ তেল পাওয়া যায় Answer: হরিপুর |
266 | বাংলাদেশের ক্রান্তীয় পাতাঝরা গাছের বনভূমিতে কোন গাছের প্রাধান্য বেশি Answer: শাল |
267 | বাংলাদেশের খরা প্রবণ এলাকা Answer: উত্তর-পশ্চিমাঞ্চল। |
268 | বাংলাদেশের গড় তাপমাত্রা Answer: ২৬.০১⁰ সেলসিয়াস। গড় বৃষ্টিপাত ২০৩ সেন্টিমিটর। |
269 | বাংলাদেশের গ্যাসক্ষেত্রে থেকে কত সালে সর্বপ্রথম খনিজ তেল পাওয়া যায় Answer: ১৯৮৬ |
270 | বাংলাদেশের গ্যাসক্ষেত্রের উত্তোলনযোগ্য সম্ভাব্য ও প্রাথমিক মজুদের পরিমাণ কত ট্রিলিয়ন ঘনফুট Answer: ২৬.৭৩ |
271 | বাংলাদেশের চিরযৌবনা নদী Answer: মেঘনা। |
272 | বাংলাদেশের জনগণের উপর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে Answer: সমুদ্রের জলস্থর বৃদ্ধি। |
273 | বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব Answer: ১০১৫ জন। |
274 | বাংলাদেশের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য Answer: উষ্ণ ও আর্দ্র গ্রীষ্মকাল এবং শুষ্ক শীতকাল। সেলসিয়াস |
275 | বাংলাদেশের টেরিটোরিয়াল বা রাজনৈতিক সমুদ্রসীমা Answer: ১২ নটিক্যাল মাইল। |
276 | বাংলাদেশের ঠিক মাঝখান দিয়ে কত ডিগ্রি দ্রাঘিমারেখা অতিক্রম করেছে Answer: ৯০০ |
277 | বাংলাদেশের দক্ষিণ পূর্বের পাহাড়গুলোর গড় উচ্চতা Answer: ৬১০ মিটার। |
278 | বাংলাদেশের দুর্যোগ প্রস্তুত কেন্দ্রের অপর নাম Answer: বিডিপিসি। |
279 | বাংলাদেশের দ্বিতীয় তেলক্ষেত্রটি অবস্থিত Answer: মৌলভীবাজার জেলার বরমচালে |
280 | বাংলাদেশের দ্বিতীয় প্রধান গুরুত্বপূর্ণ শিল্প Answer: কার্পাস বয়নশিল্প |
281 | বাংলাদেশের নদীসমূহের মোট দৈর্ঘ্য হলো প্রায় Answer: ২২,১৫৫ কিলোমিটার। |
282 | বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল Answer: পাট |
283 | বাংলাদেশের প্রধান নদ নদী, উপনদী ও শাখানদীসহ নদীর মােট দৈর্ঘ্য হলাে Answer: প্রায় ২২,১৫৫ কিলােমিটার। |
284 | বাংলাদেশের প্রাণীর অস্তিত্ব হুমকির সম্মুখীন Answer: ২৩টি প্রজাতি |
285 | বাংলাদেশের প্লাইস্টোসিনকালের সোপানসমূহ Answer: ২৫০০০ বছরের পুরোনো। |
286 | বাংলাদেশের প্লাবন সমভূমিকে Answer: ৫ টি ভাগে ভাগ করা যায়। |
287 | বাংলাদেশের প্লাবন সমভূমির আয়তন Answer: ১, ২৪, ২৬৬ বর্গ কি. মি.। |
288 | বাংলাদেশের বনভূমিকে প্রধান তিনটি শ্রেণিতে বিভক্ত করার ভিত্তি কী Answer: জলবায়ু |
289 | বাংলাদেশের বনভূমির অন্তর্ভূক্ত Answer: পাতাঝরা গাছ ও স্রোতজ বৃক্ষ |
290 | বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাত Answer: ২০৩ সেন্টিমিটার। |
291 | বাংলাদেশের বৃহত্তম, প্রশস্ততম ও দীর্ঘতম নদী Answer: মেঘনা। |
292 | বাংলাদেশের ভৌগােলিক অবস্থান কোন গোলার্ধে Answer: উত্তর গােলার্ধে। |
293 | বাংলাদেশের মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে Answer: কর্কটক্রান্তি রেখা। |
294 | বাংলাদেশের শীত মৌসুমে কীভাবে গম চাষ করা হয় Answer: সেচের মাধ্যমে |
295 | বাংলাদেশের শ্রমশক্তি মোট কত শতাংশ কৃষি খাতে নিয়োজিত Answer: ৪৭.৩০ |
296 | বাংলাদেশের সবচেয়ে উষ্ণ ঋতু হলাে Answer: গ্রীষ্মকাল। |
297 | বাংলাদেশের সবচেয়ে বেশি ভূমিকম্প প্রবণ অঞ্চল Answer: উত্তর-উত্তর পূর্বাঞ্চল। |
298 | বাংলাদেশের সর্বত্র ধান জন্মে কারণ Answer: পলিমাটির কারণে |
299 | বাংলাদেশের সর্বমোট সীমারেখা Answer: ৪৭১১ কি.মি। |
300 | বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ Answer: তাজিনডং(বিজয়) উচ্চতা ১২৩১ মিটার। এটি বান্দরবনে অবস্থিত। |
BCS Preli Preparation Day-6:General Science
301 | দেহে স্নেহপদার্থ অভাবজনিত রোগ কোনটি? | একজিমা |
302 | দেহের অভ্যন্তরে অভ্যন্তরে রক্ত জমাট বাঁধে না কোনটির কারণে? | হেপারিন |
303 | দেহের চর্বির পরিমাণের নির্দেশক কোনটি? | BMI |
304 | দেহের ত্বক শুষ্ক ও খসখসে হয়ে যায় কোনটির অভাবে? | স্নেহ পদার্থ |
305 | দেহের প্রহরী | শ্বেতকণা। |
306 | দেহ-মনকে সুস্থ সতেজ করার জন্য প্রত্যেক মানুষের দৈনিক কত ঘন্টায় ঘুমের প্রয়োজন? | ৬ ঘন্টা |
307 | দৈনিক সুষম খাদ্য গ্রহণ করলে কোনটির বিশেষ অভাব হয় না? | ভিটামিন-ই |
308 | দুধে কী জাতীয় উপাদান রয়েছে? | খনিজ লবণ, পানি ও প্রোটিন |
309 | দুধে কোন অ্যাসিড থাকে ? | ল্যাকটিক অ্যাসিড |
310 | দুধের ঘনত্ব কোন যন্ত্র দিয়ে মাপা হয় ? | ল্যাকটোমিটার |
311 | দুধের প্রোটিনের নাম কী ? | কেজিন |
312 | দুধের শর্করাকে কী বলে ? | ল্যাকটোজ |
313 | দ্বিপদ নামকরণ কোন ভাষায় লিখতে হয় ? | ল্যাটিন। |
314 | দূরপ্রাচ্যের দেশগুলো ঘূর্ণিঝড়কে বলে | টাইফুন। |
315 | দ্রবণীয় ভিটামিন সমূহ শোষণে সহায়তা করে কে? | স্নেহ |
316 | দূর্বল এসিড | এসিটিক এসিড, সাইট্রিক এসিড, অক্সালিক এসিড। |
317 | দৃশ্যমান বর্ণালীর ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য কোন আলোর ? | বেগুনী |
318 | দৃশ্যমান বর্ণালীর বৃহত্তম তরঙ্গ দৈর্ঘ্য কোন আলোর ? | লাল |
319 | ধান গাছের ক্রোমজোম সংখ্যা কত টি? | ২৪ টি |
320 | ধানের পরাগায়ন হয় | বায়ুর মাধ্যমে |
321 | ধমনি ও শিরার সংযোগস্থলে অবস্থিত কেবল এক স্তরবিশিষ্ট এন্ডোথেলিয়াম দিয়ে গঠিত সূক্ষ্ণ রক্তনালি জালকের বিন্যস্ত থাকে , সেগুলোকে কি বলে? | কৈশিকজালিকা |
322 | নাড়ির স্পন্দন প্রভাবিত হয় কিসের মাধ্যমে ? | ধমনীর মাধ্যমে |
323 | নারী পুরুষের মধ্যে কার তথ্য ধারণ ক্ষমতা বেশি ? | নারীর |
324 | নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘোরে | ইলেকট্রন। |
325 | নিউক্লিয়াসের সংগঠনের ভিত্তিতে কোষ কত প্রকার ? | ২প্রকার । প্রকৃত ও অপ্রকৃত। |
326 | নিউট্রন আবিস্কার করেন কে ? | চ্যোডইউক |
327 | নিউমোনিয়া রোগ হয় কোথায় ? | ফুসফুসে |
328 | নিউরণের কোষদেহ থেকে একটি লম্বা স্নায়ুতন্তু নিউরনের ডেনড্রাইটের সাথে যুক্ত থাকে তাকে কি বলে ? | অ্যাক্সন। |
329 | নিউরনের কোষদেহে প্রলম্বিত অংশকে বলে | ডেনড্রাইট। |
330 | নিচের কোন প্রোটিন জাতীয় খাদ্যটি হতে অধিক শক্তি পাওয়া যায়? | ছানা |
331 | নিচের কোন রোগটি ধূমপায়ীদের হয়ে থাকে? | হৃদযন্ত্র ও রক্তঘটিত রোগ |
332 | নিচের কোনটি দেহে রোগ সংক্রমণ প্রতিরোধ করে? | ভিটামিন-এ |
333 | নিচের কোনটিকে জৈবিক প্রভাবক বলা হয়? | ভিটামিন |
334 | নিচের কোনটিকে ফল শর্করা বলে? | গ্লুকোজ |
335 | নিচের কোনটিতে ভিটামিন এ পাওয়া যায়? | গরুর দুধে |
336 | নিচের কোনটির অতিরিক্ত পরিমাণ দেহে রক্ত চলাচল ব্যাঘাত ঘটায়? | স্নেহ পদার্থ |
337 | নিয়াসিনের অভাজনিত রোগ | জিভের প্রট্টোফি |
338 | নিম্ন শ্রেনীর প্রটিন সমৃদ্ধ খাবার কোনটি ? | ডাল |
339 | নদনদীর পানি | ক্ষারীয়। |
340 | নবায়নযোগ্য শক্তির উত্স কোথায় ? | ফুয়েল সেল |
341 | পাট গাছের পাতার সবুজ অংশ খেয়ে ফেলে | চেলে পোকা |
342 | পাটের আশঁ কি ধরণের ফাইবার ? | বাস্ট ফাইবার । |
343 | পাতায় তৈরি খাদ্য সমস্ত দেহে কে সরবরাহ করে ? | ফ্লোয়েম |
344 | পানি একটি | উভধর্মী পদার্থ। |
345 | পানি পরাগী ফুল | পাতাশ্যাওলা । |
346 | পানিতে নৌকার বৈঠা বাঁকা দেখা যাওয়ার কারন | আলোর প্রতিসরণের কারনে। |
347 | পানির অনুর আকৃতি | কৌণিক। |
348 | পানির ঘনত্ব সবচেয়ে বেশি | ৪ ডিগ্রী সে:। |
349 | পানির দ্রবীভূত অক্সিজেন মাত্রা ঠিক থাকে | সালোকসংশ্লেষনের মাধ্যমে। |
350 | পানির স্ফুটনাঙ্ক | ৯৯.৯৮ ডিগ্রী সে:। |
351 | পারমানবিক বোমা কে আবিস্কার করেন ? | ওপেন হেমার |
352 | পাহাড়ি রাস্তার বিপদজনক বাঁকে সমতল দর্পণ ব্যবহার হয় | ৯০ ডিগ্রী। |
353 | পাহাড়ে ওঠা কষ্টকর কেন ? | অভিকর্ষজ বলের বিপরীদে কাজ করার জন্য |
354 | পিসি কালচার’ বলতে বুঝায় | মৎস্য চাষ |
355 | পেট্রোলিয়াম ব্যবহার হয় | আলকাতরা তৈরিতে। |
356 | পেনিসিলিন কে আবিস্কার করেন ? | আলেকজান্ডার ফ্লেমিং |
357 | পেশি টিস্যু কত প্রকার ? | ৩প্রকার । যথা : ১. ঐচ্ছিক ২. অনৈচ্ছিক ৩. হৃদ পেশি । |
358 | পেসমেকার কে আবিস্কার করেন ? | জার্মানির সিমেন্স এলিয়া কোম্পানী , ১৯৫৮ সালে |
359 | প্যারাসুটের কাপড় তৈরিতে ব্যবহার | নাইলন। |
360 | পটাশিয়ামের অভাবে গাছের পাতার | শীর্ষ কিনারা হলুদ হয় |
BCS Preli Preparation Day-6:Ethics, Values and Good governance
101। নিজের ওপর, নিজের দেহ ও মনের ওপর ব্যক্তিই সার্বভৌম’-উক্তিটি কার?
ক. লাস্কি
খ. ম্যাকাইভার
গ. জেমস মিল
ঘ জন স্টুয়ার্ট মিল
Answer: ঘ জন স্টুয়ার্ট মিল
102। নিম্নের কোন দেশটি প্রজাতন্ত্র?
ক. সউদী আরব
খ, জাপান
গ. জর্ডান
ঘ, বাংলাদেশ
Answer: ঘ, বাংলাদেশ
103। নিম্নের কোন দেশে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র প্রচলিত রয়েছে?
ক, যুক্তরাজ্য
খ. আমেরিকার যুক্তরাষ্ট্র
গ.ফ্রান্স
ঘ, রাশিয়া
Answer: ক, যুক্তরাজ্য
104। নিম্নের কোন দেশে সংসদীয় সরকার প্রচলিত নেই?
ক. বাংলাদেশ
খ. ভারত
গ, যুক্তরাজ্য
ঘ, আমেরিকার যুক্তরাষ্ট্র
Answer: ঘ, আমেরিকার যুক্তরাষ্ট্র
105। নীতি ও সিদ্ধান্ত গ্রহণ করেন কারা?
ক, মন্ত্রীগণ
খ, আমলা প্রশাসকগণ
গ, শিক্ষকগণ
ঘ. আইনজীবিগণ
Answer: ক, মন্ত্রীগণ
106। নেতার কোন ধরনের গুণের অভাবে জাতি বিভ্রান্ত হতে বাধ্য?
ক. আত্মসংযম
খ. দায়িত্ববোধ
গ, দূরদর্শিতা
ঘ. সদাচরণ
Answer: গ, দূরদর্শিতা
107। নেতার সিদ্ধান্তের আলোচনা-সমালোচনা করা যায় কোন ধরনের নেতৃত্বে?
ক. সম্মোহনী নেতৃত্বে
খ, গণতান্ত্রিক নেতৃত্বে
গ. সনাতন নেতৃত্বে
ঘ, সর্বাত্মকবাদী নেতৃত্বে
Answer: খ, গণতান্ত্রিক নেতৃত্বে
108। নেতৃত্ব বলতে কী বোঝায়?
ক. নেতার ক্ষমতা
খ. নেতার দাপট
গ. নেতার গুণাবলি
ঘ, নেতার হঠকারী সিদ্ধান্ত
Answer: গ. নেতার গুণাবলি
109। নেতৃত্ব হচ্ছে-
ক. অর্থনৈতিক গুণ
খ. সামাজিক গুণ
গ. রাজনৈতিক গুণ
ঘ. নৈতিক গুণ
Answer: খ. সামাজিক গুণ
110। ন্যায়নীতির দৃষ্টিকোণ থেকে যা অন্যায়, তা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে সঠিক বা ন্যায় হতে পারে না—উক্তিটি কার?
ক. ফকস্
খ. অধ্যাপক লাস্কি
গ. অধ্যাপক গার্নার
ঘ. অধ্যাপক গেটেল
Answer: ক. ফকস্
111। পারিবারিক ও সম্পত্তি সংক্রান্ত আইনের উৎস কোনটি?
ক. প্রথা
খ, ধর্মগ্রন্থ
গ, বিচারকের রায়
ঘ. রাষ্ট্রপতির নির্দেশ
Answer: খ, ধর্মগ্রন্থ
112। পৌরনীতি ও সুশাসন কী পর্যালোচনা করে ।
ক নাগরিকের কার্যাবলি
খ. সরকারের কার্যাবলি
গ. রাষ্ট্রের কার্যাবলি
ঘ. স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কার্যাবলি
Answer: ক নাগরিকের কার্যাবলি
113। পৌরনীতি ও সুশাসনের পাঠ কী হতে সাহায্য করে?
ক. রাজনীতিবিদ
খ. সফল ব্যবসায়ী
গ, সুনাগরিক
ঘ. বিচারক
Answer: গ, সুনাগরিক
114। পৌরনীতি মূলত কোন ধরনের অধিকার নিয়ে আলোচনা করে?
ক. সামাজিক
খ. রাজনৈতিক
গ, আইনগত
ঘ, নৈতিক
Answer: গ, আইনগত
115। প্রতিটি নাগরিক বিশ্বসমাজের সদস্য’-এর দ্বারা নাগরিকত্বের কোন রূপটি প্রকাশ পেয়েছে?
ক. স্থানীয় রূপ
খ. জাতীয় রূপ
গ. আন্তর্জাতিক রূপ
ঘ. মানবিক রূপ
Answer: গ. আন্তর্জাতিক রূপ
116। প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে বিকল্প সরকার বলা হয় কাকে?
ক. সরকারি দলকে
খ. সামরিক বাহিনীকে
গ, বিরোধী দলকে
ঘ. সচিবালয়কে
Answer: গ, বিরোধী দলকে
117। প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের মূলভিত্তি কী?
ক. ছাত্র সংগঠন
খ. রাজনৈতিক দল
গ, জাতীয় সংসদ
ঘ. আমলাতন্ত্র
Answer: খ. রাজনৈতিক দল
118। প্রত্যক্ষ গণতন্ত্র অতীতে কোথায় প্রচলিত ছিল?
ক. প্রাচীন রোমে
খ প্রাচীন গ্রিসের নগররাষ্ট্রে
গ.প্রাচীন চীনে
ঘ, প্রাচীন সউদী আরবে
Answer: খ প্রাচীন গ্রিসের নগররাষ্ট্রে
119।প্রাচীনকালে এথেন্স ও স্পার্টায় কোন ধরনের রাষ্ট্র প্রচলিত ছিল ?
ক. বিশ্ব রাষ্ট্র
খ. জাতীয় রাষ্ট্র
গ, নগররাষ্ট্র
ঘ, যুক্তরাষ্ট্র
Answer: গ, নগররাষ্ট্র
120।প্রাচীনকালে কোথায় কোথায় নগররাষ্ট্র বিদ্যমান ছিল?
ক, গ্রিসের এথেন্স ও স্পার্টায়
খ, গ্রেট ব্রিটেনের লন্ডন ও ব্রিস্টলে
গ. আমেরিকার নিউইয়র্ক ও ডালাসে
ঘ, মিসরের কায়রো ও আলেকজান্দ্রিয়ায়
Answer: ক, গ্রিসের এথেন্স ও স্পার্টায়
আপনার যে কোন প্রয়োজনে, চাকরির সার্কুলার ও আপডেট, এক্সাম ডেট, আপনার কোন কিছু জানার থাকলে নির্দ্বিধায় যোগদান করুন একঝাঁক প্রাণোচ্ছল তরুণের ফেসবুক গ্রুপ: BCS Limelight এ।
ফেসবুক বাটনে ক্লিক করে BCS Preli Preparation Day-6 কে আপনার টাইমলাইনে শেয়ার করে রাখুন।কষ্ট করে খুজতে হবে না। Notification অন করে রাখুন। নতুন পোস্ট এমনিতেই আপনার কাছে পৌছে যাবে।