BCS Preli Preparation Day-7 সনাতন দা’র আড্ডায় চালু করা ১০দিন ভিত্তিক BCS Preli Preparation Crush Program এর ৭ম দিনের কার্যক্রম। নিচে দেয়া রুটিনটা Follow করতে পারেন।
যারা সত্যিকার অর্থে স্বল্প সময়ে মোটামুটিভাবে কাজ চালানোর মত একটা Preparation নিতে চান, তারা BCS Preli Preparation Day-7 শুরু করার আগে Routine অনুযায়ী তারিখভিত্তিক Question and Answer গুলো নিজ দায়িত্বে শেষ করে ফেলুন।
জানি, আপনার সব পড়া আছে। তবু একবার চোখ বুলিয়ে যান। সারাদিনে মাত্র ২ ঘণ্টা ৩০ মিনিট আড্ডায় দিন, আপনাকে পিছনে ফিরে তাকাতে হবে না। BCS Preli Preparation Day-7 জাতীয় Crush Program মূলত তাদের জন্য যাদের হাতে অত সময় নেই; পড়তে ইচ্ছে করে না- তাদের। এই কয়দিনে আপনার কি মনে হচ্ছে না যে, আপনার একটা পরিবর্তন ঘটে গেছে। যদি মনে না হয়ে থাকে তাহলে এখানেই Preparation শেষ করে দিন। শুধু শুধু কষ্ট করে আপনার কী লাভ!!!
BCS Preli Preparation Day-7 তে Question গুলো সাজানো হয়েছে এমনভাবে যেন পড়তে গিয়ে আপনার বিরক্তি না আসে। সর্বমোট ২২২৭টি Exclusive Question ১০ দিনে আমরা আয়ত্ব করব। এর মানে কেউ এটা করে নিবেন না যে, এটুকুতেই আপনার BCS Preli Preparation হয়ে যাবে। তবে একটা কিছু তো হবে নিশ্চয়ই।
এখানে শুধু সম্ভাব্য Preliminary Question and Answer দেয়া হয়েছে। চারটা অপশন আপনাকে যেন বিভ্রান্তিতে না ফেলে সেজন্য প্রযোজ্য ক্ষেত্রে অপশন বাদ দিয়েছি।BCS Preli Preparation Day-7 এ কোন ভুল পেলে কমেন্ট করবেন। কারণ, ভুল হতেই পারে। কিন্তু শুদ্ধ করা যাবে না- এমন কোথাও লেখা নেই।
BCS Preli Preparation Day-7 এবং এর পূর্বাপর সকল কিছুই পড়ার শর্ত একটাই– প্রতিদিনেরটা প্রতিদিনেই শেষ করতে হবে। ৩নম্বর হাত- মানে, অজুহাত দেখাবেন না। পড়ার ফাঁকে পড়ুন BCS Preli Preparation Day-7, কাজের ফাঁকে পড়ুন BCS Preli Preparation Day-7। বাসে পড়ুন, রেস্টরুমে পড়ুন BCS Preli Preparation Day-7.
BCS Preli Preparation: A 10 Day Crush Program Routine
ক্রম | তারিখ | সময় | |
সকাল ১০টার পরে অথবা আপনার সুবিধামত সময়ে ১ঘণ্টা রিভিশন | রাত ১১টার পরে অথবা আপনার সুবিধামত সময়ে ১ঘণ্টা ৩০ মিনিট পড়া | ||
01 | BCS Preli Preparation Day-1 ক্লিক টু রিড | ||
02 | BCS Preli Preparation Day-1 ক্লিক টু রিভাইস | BCS Preli Preparation Day-2 ক্লিক টু রিড | |
03 | BCS Preli Preparation Day-2 ক্লিক টু রিভাইস | BCS Preli Preparation Day-3 ক্লিক টু রিড | |
04 | BCS Preli Preparation Day-3 ক্লিক টু রিভাইস | BCS Preli Preparation Day-4 ক্লিক টু রিড | |
05 | BCS Preli Preparation Day-4 ক্লিক টু রিভাইস | BCS Preli Preparation Day-5 ক্লিক টু রিড | |
06 | BCS Preli Preparation Day-5 ক্লিক টু রিভাইস | BCS Preli Preparation Day-6 ক্লিক টু রিড | |
07 | BCS Preli Preparation Day-6 ক্লিক টু রিভাইস | BCS Preli Preparation Day-7 নিচে | |
08 | BCS Preli Preparation Day-7 নিচে | BCS Preli Preparation Day-8 ক্লিক টু রিড | |
09 | BCS Preli Preparation Day-8 ক্লিক টু রিভাইস | BCS Preli Preparation Day-9 ক্লিক টু রিড | |
10 | BCS Preli Preparation Day-8 ক্লিক টু রিভাইস | BCS Preli Preparation Day-10 ক্লিক টু রিড | |
11 | BCS Preli Preparation Day-10 ক্লিক টু রিভাইস |
A 10 Day Crush Program: BCS Preli Preparation Day-7
BCS Preli Preparation Day-7:Geography, Environment and Disaster Management
301 | বাংলাদেশের স্রোতজ বনভূমির বৃক্ষ Answer: গরান |
302 | বাংলাদেশেল তাপবিদ্যুৎ উৎপাদনে কোন খনিজ ব্যবহৃত হয় Answer: প্রাকৃতিক গ্যাস |
303 | বায়ুদূষণ প্রতিরোধে সরকার ‘পরিবেশ সংরক্ষণ আইন’ তৈরি করেছেন Answer: ১৯৯৫ সালে। |
304 | বায়ুমণ্ডল ছাড়া Answer: কোনাে শব্দতরঙ্গ স্থানান্তরিত হয় না। |
305 | বায়ুমণ্ডল প্রধানত কত প্রকার উপাদান দ্বারা গঠিত Answer: তিন প্রকার। বিভিন্ন প্রকার গ্যাস, জলীয়বাষ্প এবং ধূলিকণা ও কণিকা। |
306 | বায়ুমণ্ডল যে সমস্ত উপাদানে গঠিত তাদের প্রকৃতি, বৈশিষ্ট্য ও উষ্ণতার পার্থক্য অনুসারে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে পর্যায়ক্রমে কয়টি স্তরে ভাগ করা হয় Answer: ছয়টি স্তরে। ট্রপােমণ্ডল, স্ট্রাটোমণ্ডল, মেসােমণ্ডল, তাপমণ্ডল, এক্সোমণ্ডল ও চৌম্বকমণ্ডল। |
307 | বায়ুমণ্ডলে কার্বন-ডাই-অক্সাইড বৃদ্ধির প্রধান কারণ Answer: বৃক্ষ নিধন। |
308 | বায়ুমণ্ডলের পঞ্চম এবং সর্বশেষ স্থর Answer: ম্যাগনেটোস্ফিয়ার |
309 | বায়ুর আর্দ্রতা দুভাবে প্রকাশ করা যায় Answer: পরম আর্দ্রতা (Absolute Humic), আপেক্ষিক আর্দ্রতা (Relative Humidity)৷ |
310 | বায়ুর আর্দ্রতা পরিমাপক হচ্ছে Answer: হাইগ্রোমিটার (Hygrometer) |
311 | বায়ুর উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে Answer: জলীয়বাষ্প ধারণ করার ক্ষমতা বৃদ্ধি পায়। |
312 | বায়ুর মূল উপাদান হলো Answer: নাইট্রোজেন ও অক্সিজেন। |
313 | বায়ুতে সালফার ডাই অক্সাইড বেশি হলে Answer: গাছের পাতা শুকিয়ে যায়। |
314 | বায়ুমণ্ডলে অক্সিজেন (02) এর শতকরা হার Answer: ২০.৭১ |
315 | বায়ুমণ্ডলে অক্সিজেন (02) এর শতকরা হার Answer: ২০.৯৪% |
316 | বায়ুমণ্ডলে অন্য গ্যাসসমূহ (নিয়ন, হিলিয়াম, ক্রিপটন, জেনন, ওজোন, মিথেন ও নাইট্রাস অক্সাইড) এর শতকরা হার Answer: ০.০২ |
317 | বায়ুমণ্ডলে আরগন (Ar) এর শতকরা হার Answer: ০.৮০ |
318 | বায়ুমণ্ডলে আরগন (Ar) এর শতকরা হার Answer: ০.৯৪% |
319 | বায়ুমণ্ডলে ওজন এর পরিমাণ Answer: ০.০০০৫% |
320 | বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড (CO2) এর শতকরা হার Answer: ০.০৩% |
321 | বায়ুমণ্ডলে জলীয়বাষ্প এর শতকরা হার Answer: ০.৪১ |
322 | বায়ুমণ্ডলে জেনন এর পরিমাণ Answer: ০.০০০০৯% |
323 | বায়ুমণ্ডলে ধূলিকণা ও কণিকা এর শতকরা হার Answer: ০.০১ |
324 | বায়ুমণ্ডলে নাইট্রোজেন (N2) এর শতকরা হার Answer: ৭৮.০২ |
325 | বায়ুমণ্ডলে নাইট্রোজেন (N2) এর শতকরা হার Answer: ৭৮.০৮% |
326 | বায়ুমণ্ডলে নিয়ন এর পরিমাণ Answer: ০.০০১৮% |
327 | বায়ুমণ্ডলে মিথেন এর পরিমাণ Answer: ০.০০০০২% |
328 | বায়ুমণ্ডলে হাইড্রোজেন এর পরিমাণ Answer: ০.০০০০৫% |
329 | বায়ুমণ্ডলে হিলিয়াম এর পরিমাণ Answer: ০.০০০৫% |
330 | বার্ষিক গতির প্রমাণ কোনগুলো Answer: ১।রাতের আকাশে নক্ষত্রদের স্থান পরিবর্তন, অন্তর্ধান ও পুনরাগমন : ২।আকাশে সূর্যের পরিবর্তিত অবস্থান ৩।বিভিন্ন গ্রহের পরিক্রমণ গতি, ৪। মহাকর্ষ সূত্র |
331 | বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত হয় Answer: ফার্নেস তেল ও প্রাকৃতিক গ্যাস |
332 | বিশ্ব উষ্ণায়নে ক্লোরোফ্লেরো কার্বনের অবদান Answer: ১৪%। |
333 | বিশ্ব উষ্ণায়নের ফলে প্রজনন ক্ষমতা হ্রাস পাচ্ছে Answer: মানুষের। |
334 | বিশ্ব উষ্ণায়নের ফলে বাংলাদেশে Answer: অধিক বৃষ্টিপাত, বন্যা, ভয়ঙ্কার ঘূর্ণিঝড়, খরা প্রভৃতি জলবায়ুগত পরিবর্তন সাধিত হতে পারে। |
335 | বিশ্বব্যাংক জলবায়ুর পরিবর্তন মোকাবেলায় বাংলাদেশকে সাহায্য প্রদান করবে Answer: ৩০%। |
336 | বৃহস্পতির বায়ুমণ্ডল কোন গ্যাস দিয়ে তৈরি Answer: হাইড্রোজেন ও হিলিয়াম। |
337 | বৈশাখ মাসে প্রতিবছর প্রায়ই কালবৈশাখী ঝড় হয়ে থাকে। কৃষিক্ষেত্রে কোন ফসলটির জন্য কালবৈশাখীর বৃষ্টিপাত খুবই গুরুত্বপূর্ণ Answer: ধান ও পাট |
338 | ব্রহ্মপুত্র কোন জেলার মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে Answer: কুড়িগ্রাম। |
339 | ব্রহ্মপুত্র নদের প্রধান উপনদী হলো Answer: তিস্তা ও ধরলা। |
340 | ব্রহ্মপুত্রের প্রধান শাখানদী Answer: বংশী ও শীতলক্ষ্যা |
341 | ব্রহ্মপুত্রের শাখা ময়মনসিংহ জেলার দেওয়ানগঞ্জের কাছে Answer: যমুনা নদী নামে দক্ষিণে প্রবাহিত হয়। |
342 | ভারত বাংলাদেশের সীমারেখার দৈর্ঘ্য Answer: ৩৭১৫.১৮ কিলােমিটার। |
343 | ভারতে উৎপত্তি এরকম বাংলাদেশী নদী Answer: ৫৪ টি। |
344 | ভােরের আকাশে শুকতারা এবং সন্ধ্যার আকাশে সন্ধ্যাতারা হিসেবে দেখা যায় Answer: শুক্র (Venus) কে। |
345 | ভূগর্ভের উপরের স্তরটিকে বলে Answer: অশ্মমণ্ডল বলে। |
346 | ভূগর্ভের রয়েছে তিনটি স্তর Answer: অশ্মমণ্ডল, গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডল। |
347 | ভূত্বক যে উপাদান দিয়ে তৈরি তার সাধারণ নাম কী Answer: শিলা। |
348 | ভূত্বকের আকস্মিক কম্পনকে কী বলে Answer: ভূমিকম্প । |
349 | ভূপৃষ্ঠ থেকে ১৮ কি. মি. পর্য্ন্ত ছড়িয়ে আছে Answer: ট্রপোস্ফিয়ার |
350 | ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে বায়ুমণ্ডল বিস্তৃত Answer: প্রায় ১০,০০০ কিলােমিটার পর্যন্ত। |
BCS Preli Preparation Day-7:International Affairs
217 | দক্ষিণ কোরিয়ার বর্তমান প্রেসিডেন্ট কে? | মুন জায়ে ইন। |
218 | দক্ষিণ-পূর্ব এশিয়ার ক্ষুদ্রতম দেশ কোনটি? | সিঙ্গাপুর। এর আয়তন মাত্র ৬৬০ বর্গ কি. মি। |
219 | দোজাংখা কোন দেশের ভাষা? | ভুটান |
220 | দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান কোন তারিখে পার্ল হারবার আক্রমন করেন? | ১৯৪১ সালের ৭ ডিসেম্বর। এটি প্রশান্ত মহাসাগরে হাওয়াই দ্বীপে অবস্থিত মার্কিন নৌঘাঁটি। |
221 | দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রেসিডেন্ট কে কে ছিলেন? | যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন রুজভেল্ট ও ট্রম্যান এবং যুক্তরাজ্যের উইনস্টন চার্চিল। |
222 | দ্য কোয়ালিশন ইয়ার্স বইটির লেখক | প্রণব মুখার্জি |
223 | দ্য গল কোন দেশের প্রচীন নাম? | ফ্রান্স। |
224 | নরডিক পরিষদের দেশগুলো কী কী? | আইসল্যান্ড, সুইডেন, ডেনমার্ক, ফিন্ডল্যান্ড ও নরওয়ে। |
225 | নাসা’র সদর দফতর কোথায়? | ওয়াসিংটন ডিসি। প্রতিষ্ঠিত হয় —১৯৫৮ সালে। |
226 | নিরাপত্তা পরিষদের মোট সদস্য কতটি দেশ ? | ১৫ টি দেশ। |
227 | ন্যাটো (NATO) কোন ধরনের জোট? | সামরিক |
228 | ন্যাটো এর সদর দফতর কোথায়? | বেলজিয়ামের ব্রাসেলসে। |
229 | ন্যাটো কবে প্রতিষ্ঠিত হয়? | ৪ এপ্রিল ১৯৪৯ সালে। সদর দফতরঃ-ব্রাসেলস, বেলজিয়াম। |
230 | ন্যাটোর সদস্যসংখ্যা কত? | ২৯ |
231 | ন্যাম এর উদ্যোক্তা কে? | জওহর লাল নেহেরু, জোসেফ টিটো, আহমেদ সুকর্ন ও জামাল আবদেল নাসের। |
232 | ন্যাম এর বর্তমান মহাসচিবের নাম কী? | নিকোলাস মাদুরো। দেশ : ভেনিজুয়েলা। |
233 | ন্যামের বর্তমান সদস্য | ১২৫টি |
234 | পণ্যের পরিবেশগত মান বলতে কোনটিকে বােঝায়? | IS0:14001 |
235 | পপুলার ফর দ্য লিবারেশন অব প্যালেস্টান (পিএফএলপি) এর প্রতিষ্ঠাতা কে? | জর্জ হাবাস। |
236 | পরিবেশ আন্দোলনের জনক | ডেভিড থ্যারো |
237 | পশ্চিম ইউরোপে ট্রুম্যান ‘ডকট্রিন’ কবে ঘোষণা করা হয়? | ১৯৪৭ |
238 | পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে? | আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে। |
239 | পারস্য উপসাগরের আঞ্চলিক জোট কোনটি? | GCC |
240 | পার্বত্য শান্তি চুক্তি কখন স্বাক্ষরিত হয়? | ১৯৯৭ সালের ২ ডিসেম্বর। |
241 | পূর্ব তিমুর কিসের জন্য বিখ্যাত? | চন্দনকাঠ। |
242 | পৃথিবীর সবচেয়ে বড় জলবায়ু চুক্তি প্যারিস জলবায়ু চুক্তি (২০১৬) যাতে অংশ নিয়েছিলো | ১৯৬টি দেশ |
243 | পৃথিবীর সর্ববৃহৎ হ্রদ কোনটি? | কাস্পিয়ান সাগর |
244 | পেন’ কোন দেশের লেখকদের সংগঠন? | জার্মানি |
245 | পোশাক রপ্তানি ও আমদানিতে শীর্ষ দেশ | চীন ও যুক্তরাষ্ট্র। |
246 | প্রথম বিশ্বযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন | উড্রো উইলসন |
247 | প্রাচীন নগরী ‘পালমিরা’ কোন দেশে অবস্থিত? | সিরিয়া |
248 | প্রিয়া বিহার প্রাচীন মন্দির নিয়ে যে দুটি দেশের মধ্যে বিরোধ রয়েছে | থাইল্যান্ড ও কম্বোডিয়া |
249 | প্রিস্টিনা কোন দেশের রাজধানী? | কসােভাে |
250 | প্রেসিডেন্সিয়াল ইয়ার আত্মজীবনীমূলক গ্রন্থের লেখক কে? | নেলসন ম্যান্ডেলা |
251 | ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন | ষোড়শ লুই |
252 | ‘ফলকেটিং’ কোন দেশের আইন সভা? | ডেনমার্ক |
BCS Preli Preparation Day-7:Bengali Literature
200 | বঙ্গীয় সাহিত্য পরিষদ প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? | ১৮৯৩ |
201 | বাংলা একাডেমি শব্দের বানান ‘একাডেমী’ থেকে ‘একাডেমি’ হয় কবে? | ২০১৩ |
202 | বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থ কোনটি? | কৃপার শাস্ত্রের অর্থভেদ |
203 | বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃৎ কে ? | মাইকেল মধুসূদন দত্ত |
204 | বাংলা গদ্য চলিত রীতি প্রবর্তনে কোন পত্রিকার অবদান রয়েছে? | সবুজপত্র ঘ. বেগম |
205 | বাংলা গদ্যে যতি বা বিরামচিহ্ন প্রথম স্থাপন করেন | ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর |
206 | বাংলা পিডিয়া কত খণ্ডে প্রকাশিত হয়? | ১৪ |
207 | বাংলা প্রবন্ধধারার প্রবর্তক কে? | রাজা রামমোহন রায় |
208 | বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন কে? | এন বি হ্যালহেড |
209 | বাংলা ভাষায় রচিত প্রথম গদ্যগ্রন্থ কোনটি? | মথি রচিত মিশন সমাচার |
210 | বাংলা ভাষায় সর্বাপেক্ষা তথ্যবহুল শ্রীচৈতন্যদেবের জীবনীগ্রন্থ কোনটি? | চৈতন্যচরিতামৃত |
211 | বাংলা ভাষায় রচিত প্রথম উপন্যাসের নাম | আলালের ঘরের দুলাল |
212 | বাংলা ভাষার যতি চিহ্নর প্রচলন করেন | ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর । |
213 | বাংলা মুদ্রাক্ষরের জনক কে? | চার্লস উইলকিন্স |
214 | বাংলা মৌলিক নাটকের যাত্রা শুরু হয় কোন নাট্যকারের হাতে ? | রামনারয়ণ তর্করত্ন |
215 | বাংলা সাহিত্যে ‘অন্ধকার যুগ’ সম্পর্কিত ধারনাকে খন্ডন করেছেন | আহমদ শরীফ। |
216 | বাংলা সাহিত্যে প্যারোডি রচনার পথিকৃৎ কে? | দ্বিজেন্দ্রলাল রায় |
217 | বাংলা সাহিত্যে প্রথম আত্মচরিতমূলক গ্রন্থ কোনটি? | বিদ্যাসাগরচরিত (ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর) |
218 | বাংলা সাহিত্যে প্রথম প্রণয়োপাখ্যান কোনটি? | ইউসুফ জুলেখা |
219 | বাংলা সাহিত্যে প্রথম মুসলিম নাট্যাকার রচিত নাট্যগ্রন্থ কোনটি? | বসন্তকুমারি |
220 | বাংলা সাহিত্যের “খাঁটি বাঙালি কবি ” কে ? | জসিমউদ্দিন |
221 | বাংলা সাহিত্যের ১ম সার্থক উপন্যাস | বঙ্কিমচন্দ্রের ‘দুর্গেশনন্দিনী ‘ |
222 | বাংলা সাহিত্যের ইতিহাসমূলক শিশুকিশোর রচনা কোনটি | লাল নীল দীপাবলি। |
223 | বাংলা সাহিত্যের কালজয়ী চরিত্র অপু ও দুর্গার স্রষ্টা কে ? | বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় |
224 | বাংলা সাহিত্যের গানের বুলবুল খ্যাত কে ? | কাজী নজরুল ইসলাম |
225 | বাংলা সাহিত্যের দত্ত কুলোদ্ভব কবি কে ? | মাইকেল মধুসূদন দত্ত |
226 | বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটি? | আলালের ঘরের দুলাল |
227 | বাংলা সাহিত্যের প্রথম ঐতিহাসিক নাটক কোনটি? | সাজাহান |
228 | বাংলা সাহিত্যের প্রথম জীবনীকাব্য কাকে অবলম্বন করে লেখা হয়? | শ্রীচৈতন্যদেবকে |
229 | বাংলা সাহিত্যের প্রথম ঠগ চরিত্র কোনটি? | ভাড়ু দত্ত |
230 | বাংলা সাহিত্যের প্রথম মুসলিম নাট্যকার কে? | মীর মশাররফ হোসেন |
231 | বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি ? | দুর্গেশনন্দিনী |
232 | বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি নাটক | কৃষ্ণকুমারী । |
BCS Preli Preparation Day-7:Bangladesh Affairs
204 | বাংলাদেশে মূল্য সংযোজন কর প্রবর্তিত হয় কবে থেকে? | ১৯৯১ সালে |
205 | বাংলাদেশে মোট নোট | ৯টি [সরকারি – ৩টি] |
206 | বাংলাদেশে রামসার সাইট | ২টি । সুন্দরবন (১৯৯২) ও টাঙ্গুয়ার হাওড় (১৯৯৯) |
207 | বাংলাদেশে সবচেয়ে বেশি রপ্তানি করে কোন দেশে | চীন |
208 | বাংলাদেশে সাহিত্য সর্বোচ্চ পুরস্কার কোনটি? | বাংলা একাডেমি পুরস্কার |
209 | বাংলাদেশে স্থাপত্য শিল্পে উৎকর্ষতা লাভ করে | পালযুগে |
210 | বাংলাদেশের ১২তম সিটি করপােরেশন কোনটি? | ময়মনসিংহ |
211 | বাংলাদেশের ২য় সার্চ ইন্জিন | চরকি [প্রথম – পিপীলিকা] |
212 | বাংলাদেশের অর্থনীতির ভিত্তিবছর কোনটি? | ২০০৫-২০০৬ |
213 | বাংলাদেশের আইনসভা কয় কক্ষবিশিষ্ট? | এক কক্ষবিশিষ্ট |
214 | বাংলাদেশের ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য? | সুন্দরবন, পাহাড়পুর, ষাটগম্বুজ মসজিদ |
215 | বাংলাদেশের একমাত্র জ্বালানি শোধনাগার কোথায় অবস্থিত? | চট্টগ্রাম |
216 | বাংলাদেশের একমাত্র মৎস্য গবেষণা ইনস্থিটিউট কোথায় অবস্থিত? | ময়মনসিংহ |
217 | বাংলাদেশের একমাত্র লােকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? | সােনার গাঁ |
218 | বাংলাদেশের একমাত্র লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? | সোনার গা |
219 | বাংলাদেশের কৃষি দিবস কবে? | পয়লা অগ্রহায়ণ |
220 | বাংলাদেশের কোন বিজ্ঞানী পাটের জিন বিন্যাস আবিষ্কার করেন? | ড. মাকসুদুল আলম |
221 | বাংলাদেশের কোন রপ্তানি পণ্যটি “White Gold’ নামে পরিচিত? | চিংড়ি |
222 | বাংলাদেশের জাতীয় আয় গণনায় দেশের অর্থনীতিকে কয়টি খাতে ভাগ করা হয়? | ১৫ |
223 | বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার | কামরুল হাসান |
224 | বাংলাদেশের জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়া দ্বিতীয় পণ্য কোনটি? | ইলিশ মাছ |
225 | বাংলাদেশের তৈরি জাহাজ ‘স্টেলা মেরিস রপ্তানি হয়েছে | ডেনমার্কে |
226 | বাংলাদেশের তৈরি প্রথম ন্যানাে স্যাটেলাইটের নাম কী? | ব্র্যাক অন্বেষা |
227 | বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি? | মেঘনা |
228 | বাংলাদেশের দ্বিতীয় সাবমেরিন কেবৃলের ল্যান্ডিং স্টেশন স্থাপন করা হয়েছে কোন জেলায়? | পটুয়াখালী |
229 | বাংলাদেশের প্রথম আদমশুমারি হয় | ১৯৭৪ সালে |
230 | বাংলাদেশের প্রথম নৌ রণতরীর নাম কি? | বি.এন.এস পদ্মা |
231 | বাংলাদেশের প্রথম বাজেট পেশ করা হয় কত সালে? | ১৯৭২ |
232 | বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক | আরব-বাংলাদেশ ব্যাংক |
233 | বাংলাদেশের প্রথম ভাসমান হাসপাতালের নাম কি? | জীবনতরী |
234 | বাংলাদেশের প্রথম মােবাইল ব্যাংকিং শুরু করে | ডাচ-বাংলা ব্যাংক |
235 | বাংলাদেশের প্রথম রঙিন চলচ্চিত্রের নাম কী? | সঙ্গম(মুক্তি: ১৯৭০) |
236 | বাংলাদেশের প্রথম স্বাধীন নবাব কে? | মুর্শিদ কুলী খান |
237 | বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ এর নির্মাতা প্রতিষ্ঠান কোনটি? | থেলেস এলেনিয়া |
BCS Preli Preparation Day-7:General Science
361 | পতঙ্গ পরাগী ফুল | জবা, কুমড়া, সরিয়া |
362 | পৃথিবীতে বিরাজমান জীব সমুহের প্রাচুর্য ও ভিন্নতাই হলো | জীববৈচিত্র । |
363 | পৃথিবীতে মোট মৌলিক পদার্থের সংখ্যা কত ? | ১০৯ টি |
364 | পৃথিবীর উৎপত্তি ও জীনের উৎপত্তি ঘটনা প্রবাহকে বলে | রাসায়নিক বিবর্তন। |
365 | পৃথিবীর ও একটি বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে বলে | অভিকর্ষ। |
366 | পৃথিবীর কেন্দ্রস্থলে বস্তুর ওজন কেমন ? | শূন্য |
367 | পৃথিবীর ক্ষুদ্রতম স্তন্যপায়ী প্রাণী কোনটি ? | বামন চিকা |
368 | পৃথিবীর পানির মধ্যে শতকরা সমুদ্রের পানি | ৯০ ভাগ। |
369 | পৃথিবীর প্রথম মহাকাশচারী কে ? | উইরি গ্যাগারিন (১৯৬১ সালে) |
370 | পদার্থের জড়তা পরিমাপ হচ্ছে | ভর। |
371 | প্রকৃৃতিতে খনিজ পদার্থ পাওয়া গেছে | ২৫০০ ধরনের। |
372 | প্রকৃতিতে প্রাপ্ত মৌলের মধ্যে ধাতুর সংখ্যা কতটি ? | ৭০ টি |
373 | প্রকৃতিতে প্রাপ্ত মৌলের সংখ্যা কতটি ? | ৯২ টি |
374 | প্রকৃতিতে রেডিও আইসোটোপের সংখ্যা কত ? | ৫০ টি |
375 | প্রকৃতিতে সবচেয়ে কঠিন পদার্থ কোনটি ? | হীরা |
376 | প্রাকৃতিক গ্যাস এর প্রধান উপাদান কী ? | মিথেন |
377 | প্রাকৃতিক পলিমার | রাবার। |
378 | প্রাকৃতিক লাঙ্গল বলা হয় কাকে ? | কেঁচো |
379 | প্রাকৃতিকগতভাবে মানুষের দেহে রোগজীবাণু আক্রমণ প্রতিরোধ ক্ষমতাকে কী বলে? | ইমিউনিটি |
380 | পরাগায়ণ কত প্রকার ? | ২দুই প্রকার । স্বপরাগায়ণ ২. পর-পরগায়ণ । |
381 | প্রাণ সৃষ্টিতে শুরুতে সর্বপ্রথম যৌগটি তৈরি হয় | অ্যামাইনো এসিড। |
382 | প্রাণিকোষে কোষ বিভাজনের সময় এস্টার রে গঠন করে কে? | সেন্টিওল। |
383 | প্রাণিজ উৎসের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে ভিটামিন ‘A’ পাওয়া যায় কোনটিতে? | কড মাছ |
384 | প্রাণিদেহে কয় ধরণের টিস্যু পাওয়া যায় ? | ৪ ধরণের । যথা :ক.এপিথেলিয়াল বা আবরণী টিস্যু, খ। কানেকটিভটিস্যু বা যোজক কলা, খ। পেশিটিস্যু, গ। স্নায়ুটিস্যু। |
385 | প্রাণী পরাগী ফুল | কদম , শিমুল ,কচু। |
386 | প্রাণীদেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটি ? | ত্বক |
387 | প্রাণীর প্রজনন কাজে প্রয়োজন কোন ভিটামিন ? | ভিটামিন-ই |
388 | প্রাণীরা কোনটির মাধ্যমে পরিপোষক বা সৃষ্টি গ্রহণ করে? | খাদ্য |
389 | প্রাণীরা খাদ্যের মাধ্যমে কোনটি গ্রহণ করে? | পরিপোষক |
390 | প্রাণীরা প্রধানত খনিজ পদার্থ পায় | উদ্ভিজ্জ খাদ্য গ্রহণ করে |
391 | প্রাপ্ত বয়স্ক মানুষের প্রত্যহ কত মিলিগ্রাম ক্যালসিয়াম দরকার? | ৪৫০ |
392 | প্রাপ্তবয়স্ক পুরুষ ও মহিলাদের দৈনিক কী পরিমাণে নিয়াসিন গ্রহণ করা উচিত? | ১২-১৮ মিলিগ্রাম |
393 | প্রেসার কুকারে রান্না তারাতারি হওয়ার কারণ কী ? | উচ্চ চাপে তরলের স্ফুটনাংক বৃদ্ধি |
394 | প্রোটিন কতভাগ নাইট্রোজেন থাকে? | ১৬% |
395 | প্রোটিন জাতীয় খাদ্যের প্রধান কাজ কী ? | দেহের ক্ষয় পূরণ ও বৃদ্ধি সাধন |
396 | প্রোটন কণিকা আবিস্কার করেন কে ? | রাদারফোর্ড |
397 | পূর্ণ বয়স্ক পুরুষ দেহে প্রতি ঘন মিলিলিটারে | ৪.৫-৫.৫লাখ লোহিত কণিকা থাকে। |
398 | পূর্ণাঙ্গ স্নায়ু কোষকে কী বলে ? | নিউরন |
399 | পূর্ণবয়স্ক মানুষের নাড়ীর স্বাভাবিক স্পন্দন প্রতি মিনিটে গড়ে | ৭২ |
400 | প্রতিদিন কী পরিমাণে প্রোটিন জাতীয় খাদ্য গ্রহণ করলে ভালো থাকা যায়? | ৫০g |
401 | প্রধানত কয় ধরণের রক্তের গ্রুপ পাওয়া যায় ? | চার ধরণের । যথা : A, B , AB, O |
402 | পূর্নবয়স্ক পুরুষে লোহিত রক্তকনিকার সংখ্যা কতটি? | ৫০ লাখ। |
403 | পর-পরাগায়ণের উদাহরণ | শিমুল, পেঁপে ইত্যাদি। |
404 | পরমানুর চার্জ নিরপেক্ষ কণিকা কোনটি ? | নিউট্রন |
405 | পরমানুর নিউক্লিয়াসে কি থাকে ? | প্রোটন ও নিউট্রন |
406 | পরমানুর নেগেটিভ চার্জযুক্ত/সর্বাপেক্ষা হালকা কণিকা কোনটি ? | ইলেকট্রন |
407 | পরমানুর পজেটিভ চার্জযুক্ত কণিকা কোনটি ? | প্রোটন |
408 | পুরুষ মানুষের জনন বৈশিস্টের জন্য দায়ী কোন ক্রোমোজম ? | Y ক্রোমোজম |
409 | প্লাস্টিড কত প্রকার ? | তিন প্রকার । যথা : ১। ক্লোরোপ্লাস্ট – সবুজ ২। ক্রোমোপ্লাস্ট – সবুজ বাদে রঙ্গিন ৩। লিউকোপ্লাস্ট – বর্ণ হীন |
410 | পুষ্টিগত দিক থেকে শরীর সুস্থ বলা হয় | উচ্চতার সাথে ওজনের সামঞ্জস্য থাকলে |
411 | ফারেনহাইট স্কেল এ মানব দেহের সাভাবিক উষ্ণতা কত ? | ৯৮.৪ ডিগ্রী |
412 | ফাস্ট ফুড কোনটি অধিক পরিমাণে থাকে? | রাসায়নিক পদার্থ |
413 | ফিটকিরি | K2SO4. Al2(SO4)3. 24H2O |
414 | ফল পাকানোর জন্য দায়ী | ক্যালসিয়াম কার্বোইড। |
415 | ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায় কোন প্রাণী ? | মাছ |
416 | ফুলের পরাগধানীতে হতে একই ফুলে অথবা একই জাতের অন্য ফুলের গর্ভমুন্ডে স্থানান্তরিত হওয়াকে | পরাগায়ণ বলে |
417 | ফুলের মধুতে পাওয়া যায় কোনটি? | ফ্রুকটোজ |
418 | ফ্লোয়েম এর কোষ গুলো কি কি? | সিভকোষ, সঙ্গীকোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম তন্তু। |
419 | ফসলের পরিপক্কতা বিলম্বিত হয় কিসের অভাবে? | সালফারের অভাবে |
420 | বংশগতিবিদ্যা বা জেনেটিক্স কি বিষয়ে আলোচনা করা হয় ? | জিন ও বংশধারা |
BCS Preli Preparation Day-7:Ethics, Values and Good governance
121। ফোয়েডাস কোন ভাষার শব্দ?
ক. গ্রিক
খ, ল্যাটিন
গ. রোমান
ঘ, জার্মান
Answer: খ, ল্যাটিন
122। ফোয়েডাস শব্দের অর্থ কী?
ক. যুদ্ধ-বিগ্রহ
খ. শান্তি
গ, মিলন/সন্ধি
ঘ, সহযোগিতা
Answer: গ, মিলন/সন্ধি
123। বর্তমান সময়ে গণতন্ত্রের অপর নাম কী?
ক. ক্শমতাসীন দলের নেতার শাসন
খ. গুটি কয়েক নেতার শাসন
গ. দলীয় শাসন
ঘ. কতিপয় স্বার্থান্বেষী ব্যক্তির শাসন
Answer: গ. দলীয় শাসন
124। বাংলাদেশ রাষ্ট্রটি কোন ধরনের?
ক. রাজতান্ত্রিক
খ. সমাজতান্ত্রিক
গ, প্রজাতান্ত্রিক
ঘ. ধর্মতান্ত্রিক
Answer: গ, প্রজাতান্ত্রিক
125। বাংলাদেশে কোন ধরনের সরকার ব্যবস্থা প্রচলিত?
ক. রাষ্ট্রপতি শাসিত
খ, যুক্তরাষ্ট্রীয়
গ, সংসদীয়/মন্ত্রিপরিষদ শাসিত
ঘ, নিয়মতান্ত্রিক রাজতন্ত্র
Answer: গ, সংসদীয়/মন্ত্রিপরিষদ শাসিত
126। বাংলাদেশের রাষ্ট্রপতি হলেন নামমাত্র শাসক। কারণ প্রকৃত শাসন ক্ষমতা ন্যস্ত থাকে—
ক. রাজনৈতিক দল ও দলীয় নেতার হাতে
খ. প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিসভার হাতে
গ. জনগণ ও জননেত্রীর হাতে
ঘ. বিচারপতির নেতৃত্বাধীন বিচারকদের হাতে
Answer: খ. প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিসভার হাতে
127। বাজেট পাস বা অনুমোদন করে সরকারের কোন বিভাগ?
ক, আইন বিভাগ
খ. শাসন বিভাগ
গ, বিচার বিভাগ
ঘ. কোন বিভাগই নয়
Answer: ক, আইন বিভাগ
128। বিশ্ব মানবাধিকার দিবস কোনটি?
ক, ১০ ডিসেম্বর
খ. ১৫ ডিসেম্বর
গ, ২০ ডিসেম্বর
ঘ, ৩০ ডিসেম্বর
Answer: ক, ১০ ডিসেম্বর
129। ব্যক্তিস্বাধীনতার বিরোধী কোনটি?
ক, একদলীয় ব্যবস্থা
খ, দ্বি-দলীয় ব্যবস্থা
গ, গণতান্ত্রিক শাসনব্যবস্থা
ঘ, বহুদলীয় ব্যবস্থা
Answer: ক, একদলীয় ব্যবস্থা
130। ব্রিটেনের উচ্চকক্ষ গঠিত হয় কীভাবে?
ক. নির্বাচনের মাধ্যমে
খ, উত্তরাধিকার সূত্রে
গ. প্রত্যক্ষ ভোটের মাধ্যমে
ঘ, সাংসদদের ভোটের মাধ্যমে
Answer: খ, উত্তরাধিকার সূত্রে
131। ব্রিটেনের নিম্নকক্ষের নাম কী?
ক, লর্ডসভা
খ. কমন্সসভা
গ.সিনেট
ঘ. নেসেট
Answer: খ. কমন্সসভা
132। ভারত, গ্রেট ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের আইনসভা কত কক্ষবিশিষ্ট?
ক. এক কক্ষবিশিষ্ট
খ, দুই কক্ষবিশিষ্ট
গ তিন কক্ষবিশিষ্ট
ঘ. চার কক্ষবিশিষ্ট
Answer: খ, দুই কক্ষবিশিষ্ট
133। ভিক্ষুককে ভিক্ষা দেওয়া-এটা নিচের কোন আইনের সাথে সম্পৃক্ত –
ক, ধর্মীয় আইন
খ, নৈতিক আইন
গ. প্রথাভিত্তিক আইন
ঘ সামাজিক আইন
Answer: খ, নৈতিক আইন
134। মন্টেস্কু কোন দেশের অধিবাসী?
ক. জাপান
খ. অস্ট্রিয়া
গ.ফ্রান্স
ঘ. স্পেন
Answer: গ.ফ্রান্স
135। মানবসভ্যতা রক্ষার জন্য পৌরনীতি ও সুশাসন পাঠের জনপ্রিয়তার ওপর গুরুত্ব আরোপ করেছেন কে?
ক. ই.এম. হোয়াইট
খ. এফ. আই. গ্লাউড
গ. জর্জ বার্নার্ড শ
জ্যাঁ জ্যাক রুশো
Answer: গ. জর্জ বার্নার্ড শ
136। মানবাত্মার অনুভূতিকে কী বলা হয়?
ক. দেশাত্মবোধ
খ, মমত্ববোধ
গ. মূল্যবোধ
ঘ, মানবতাবোধ
Answer: ঘ, মানবতাবোধ
137। মানবাধিকার ঘোষিত হয়েছে জাতিসংঘের কোন পরিষদে?
ক. নিরাপত্তা পরিষদ
খ. সাধারণ পরিষদ
গ, অছিপরিষদ
ঘ, আন্তর্জাতিক আদালত
Answer: খ. সাধারণ পরিষদ
138। মানবাধিকার নিশ্চিত করার জন্য কোন ধরনের সরকার উপযোগী?
ক. গণতন্ত্র
খ. একনায়কতন্ত্র
গ. সর্বাত্মকবাদ
ঘ. সামরিক তন্ত্র
Answer: ক. গণতন্ত্র
139। মানবাধিকারের জন্ম হয়েছে—
ক. প্রেম-ভালোবাসা থেকে
খ. স্নেহ-মায়া-মমতা থেকে
গ, ভ্রাতৃত্ববোধ থেকে
ঘ, মানুষের প্রতি মানুষের শ্রদ্ধাবোধ থেকে
Answer: ঘ, মানুষের প্রতি মানুষের শ্রদ্ধাবোধ থেকে
140। মানুষ নিঃসঙ্গ জীবনযাপন করতে পারে না, কেননা সে–
ক. সৃষ্টির সেরা জীব
খ, রাজনৈতিক জীব
গ.সামাজিক জীব
ঘ, অন্যের উপর নির্ভরশীল জীব
Answer: গ.সামাজিক জীব
আপনার যে কোন প্রয়োজনে, চাকরির সার্কুলার ও আপডেট, এক্সাম ডেট, আপনার কোন কিছু জানার থাকলে নির্দ্বিধায় যোগদান করুন একঝাঁক প্রাণোচ্ছল তরুণের ফেসবুক গ্রুপ: BCS Limelight এ।
ফেসবুক বাটনে ক্লিক করে BCS Preli Preparation Day-7 কে আপনার টাইমলাইনে শেয়ার করে রাখুন।কষ্ট করে খুজতে হবে না। Notification অন করে রাখুন। নতুন পোস্ট এমনিতেই আপনার কাছে পৌছে যাবে।