BCS Preli Preparation Day-8 সনাতন দা’র আড্ডায় চালু করা ১০দিন ভিত্তিক BCS Preli Preparation Crush Program এর ৮ম দিনের কার্যক্রম। চলবে 26.04.2019 পর্যন্ত। নিচে দেয়া রুটিনটা Follow করতে পারেন। রুটিন ২৬.০৪.২০১৯ পর্যন্ত আপডেট করা হবে।
যারা সত্যিকার অর্থে স্বল্প সময়ে মোটামুটিভাবে কাজ চালানোর মত একটা Preparation নিতে চান, তারা BCS Preli Preparation Day-8 শুরু করার আগে Routine অনুযায়ী তারিখভিত্তিক Question and Answer গুলো নিজ দায়িত্বে শেষ করে ফেলুন।
BCS Preli Preparation Day-8 তে Question গুলো সাজানো হয়েছে এমনভাবে যেন পড়তে গিয়ে আপনার বিরক্তি না আসে। সর্বমোট ২২২৭টি Exclusive Question ১০ দিনে আমরা আয়ত্ব করব। এর মানে কেউ এটা করে নিবেন না যে, এটুকুতেই আপনার BCS Preli Preparation হয়ে যাবে। তবে একটা কিছু তো হবে নিশ্চয়ই।
জানি, আপনার সব পড়া আছে। তবু একবার চোখ বুলিয়ে যান। সারাদিনে মাত্র ২ ঘণ্টা ৩০ মিনিট আড্ডায় দিন, আপনাকে পিছনে ফিরে তাকাতে হবে না। BCS Preli Preparation Day-8 জাতীয় Crush Program মূলত তাদের জন্য যাদের হাতে অত সময় নেই; পড়তে ইচ্ছে করে না- তাদের।
এখানে শুধু সম্ভাব্য Preliminary Question and Answer দেয়া হয়েছে। চারটা অপশন আপনাকে যেন বিভ্রান্তিতে না ফেলে সেজন্য প্রযোজ্য ক্ষেত্রে অপশন বাদ দিয়েছি।BCS Preli Preparation Day-8 এ কোন ভুল পেলে কমেন্ট করবেন। কারণ, ভুল হতেই পারে। কিন্তু শুদ্ধ করা যাবে না- এমন কোথাও লেখা নেই।
BCS Preli Preparation Day-8 এবং এর পূর্বাপর সকল কিছুই পড়ার শর্ত একটাই– প্রতিদিনেরটা প্রতিদিনেই শেষ করতে হবে। ৩নম্বর হাত- মানে, অজুহাত দেখাবেন না। পড়ার ফাঁকে পড়ুন BCS Preli Preparation Day-8, কাজের ফাঁকে পড়ুন BCS Preli Preparation Day-8। বাসে পড়ুন, রেস্টরুমে পড়ুন BCS Preli Preparation Day-8.
BCS Preli Preparation: A 10 Day Crush Program Routine
A 10 Day Crush Program: BCS Preli Preparation Day-8
BCS Preli Preparation Day-8:Geography, Environment and Disaster Management
351 | ভূপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডলের নিকটবর্তী স্তর হলো Answer: ট্রপোস্পিয়ার। |
352 | ভূপৃষ্ঠের কোনাে বিন্দু থেকে পৃথিবীর কোনাে ব্যাস ভূকেন্দ্র ভেদ করে অপরদিকে ভূপৃষ্ঠকে যে বিন্দুতে স্পর্শ করে সেই বিন্দুকে প্রথম বিন্দুটির Answer: প্রতিপাদ স্থান বলে। |
353 | ভূপ্রকৃতির ভিক্তিতে বাংলাদেশকে Answer: ৩ টি ভাগে ভাগ করা যায়। |
354 | ভূমি ধসের প্রধান কারণ Answer: প্রচুর বৃষ্টিপাত। |
355 | ভূমিকম্পের কারণ কি কি Answer: ১।ভূপাত, ২।শিলাচ্যুতি বা শিলাতে ভাঁজের সৃষ্টি, ৩।তাপ বিকিরণ , ৪।ভূগর্ভস্থ বাষ্প, ৫।ভূগর্ভস্থ চাপের বৃদ্ধি বা হ্রাস, ৬।আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, ৭ |হিমবাহের প্রভাব |
356 | ভূমিকম্পের তীব্রত সম্পর্কে জানা যায় Answer: রিখটার স্কেল দিয়ে। |
357 | ভূমিকম্পের ফলে Answer: নদীর গতি পরিবর্তিত হয়। |
358 | ভূমিকম্পের সাথে Answer: সুনামির আশংকা থাকে। |
359 | মংলা বন্দর দিয়ে বাণিজ্য সম্পন্ন হয় Answer: মােট রপ্তানির প্রায় ১৩ শতাংশ এবং আমদানির প্রায় ৮ শতাংশ |
360 | মকরক্রান্তির অক্ষাংশ হল Answer: ২৩.৫০0 দক্ষিণ। |
361 | মঙ্গলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ Answer: শতকরা ৯৯ ভাগ। |
362 | মধুপুর ও ভাওয়ালের গড়ে ক্রান্তীয় গাছের বনভূমি গড়ে ওঠার কারণ Answer: হলুদ-লাল রঙের লৌহ মৃত্তিকার আধিক্য ও পরিমিত তাপমাত্রা ও বৃষ্টিপাত |
363 | মহাকাশে অসংখ্য কী রয়েছে Answer: জ্যোতিষ্ক |
364 | মহাকাশে অসংখ্য স্বল্পলােকিত তারকার আস্তরণকে কী বলে Answer: নীহারিকা (Nebula)। |
365 | মহাকাশে একপ্রকার জ্যোতিষ্কের আবির্ভাব ঘটে যাদের একটি মাথা ও একটি লেজ আছে Answer: ধূমকেতু (Comet)। |
366 | মহাকাশে গ্রহ, নক্ষত্র, ধূলিকণা, ধূমকেতু বাকুণ্ডের বিশাল সমাবেশকে কী বলে Answer: গ্যালাক্সি বা নক্ষত্র জগৎ। |
367 | মহাবিশ্ব কী নিয়ে গঠিত হয়েছে Answer: চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, ধূমকেতু, উল্কা, নী পালসার, কৃষ্ণবামন (Black Dwarf), কৃষ্ণগহ্বর (Black Hole) প্রভৃতি। |
368 | মহাবৃত্ত বা গুরুবৃত্ত বলা হয় Answer: বিষুবরেখাকে। |
369 | মানচিত্রগুলােকে কয় ভাগে ভাগ করা যায় Answer: দুই ভাগে । ১।স্কেল অনুসারে ২।মানচিত্রের কার্যের উপর ভিত্তি করে। |
370 | মানবসৃষ্ট গ্যাস Answer: সিএফসি। |
371 | মানুষের সবচেয়ে প্রয়োজনীয় স্থর Answer: ট্রপোস্ফিয়ার |
372 | মিঠা পানির উৎস Answer: নদী এবং ভূগর্ভস্থ পানি |
373 | মেঘনা নদীর দৈর্ঘ্য Answer: ৩৩০ কি.মি। |
374 | মেঘনার উপনদী হলো Answer: মনু, বাউলাউ, তিতাস, গোমতী। |
375 | মেঘমুক্ত অন্ধকার রাতে আকাশের দিকে তাকালে কী দেখতে পাই Answer: নক্ষত্রমণ্ডলী (Constellation)। |
376 | মেরুর দিকে যত যাবে পৃথিবীর আবর্তনের বেগ তত Answer: কমতে থাকে। |
377 | মৌলভীবাজার জেলার বরমচাল তেলক্ষেত্র থেকে দৈনিক কত ব্যারেল তেল উত্তোলিত হয় Answer: ১,২০০ |
378 | মৌসুমি জলবায়ুর বৈশিষ্ট্য হলাে Answer: বছরে বিভিন্ন সময় ঋতুর আবির্ভাব। |
379 | যমুনার প্রধান উপনদী হলো Answer: করতোয়া ও আত্রাই। |
380 | যুক্তরাষ্ট্রের প্রমাণ সময় কয়টি Answer: ৪টি |
381 | যে জ্যোতিষ্ক সূর্যকে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পথে পরিক্রমণ করে তাদেরকে Answer: গ্রহ বলে। |
382 | যে যন্ত্রের সাহায্যে সূর্যের উন্নতি পরিমাপ করা যায় তাকে কী বলে Answer: সেক্সট্যান্ট যন্ত্র। অক্ষাংশ নির্ণয়ের আরেকটা পদ্ধতি হল – ধ্রুবতারা। |
383 | যেসব জ্যোতিষ্কের নিজের আলাে আছে তাদেরকে কী বলে Answer: নক্ষত্র। |
384 | রংপুর জেলার রানীপুকুর ও শ্যামপুর এবং দিনাজপুর জেলার মধ্যপাড়ায় Answer: কঠিন শিলার সন্ধান পাওয়া গেছে। |
385 | রংপুরে রানীপুকুর থেকে বছরে প্রায় কত লক্ষ টন কঠিন শিলা উত্তোলন করা যাবে Answer: ১৭ |
386 | লক্ষ কোটি নক্ষত্রের সমষ্টি হচ্ছে Answer: একটি ছায়াপথ। |
387 | লালচে গ্রহ কোনটি Answer: মঙ্গল। |
388 | লিফট ব্যবহার করা উচিত নয় Answer: ভূমিকম্পের সময়। |
389 | শনির বলয় কী দিয়ে তৈরি Answer: বরফ, ধূলিকণা ও শিলা। |
390 | শনির ভূত্বক কিসে ঢাকা Answer: বরফে। |
391 | শীতলতম স্থান Answer: শ্রীমঙ্গল, মৌলভীবাজার |
392 | সবচেয়ে কম দূষণ সৃষ্টিকারী জ্বালানি হলো Answer: প্রাকৃতিক গ্যাস। |
393 | সবচেয়ে কম বৃষ্টিপাত হয় Answer: নাটোরের লালপুরে। |
394 | সবচেয়ে বড় গ্রহ Answer: বৃহস্পতি। |
395 | সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় Answer: সিলেটের লালখানে। |
396 | সবচেয়ে ছোট গ্রহ Answer: বুধ। |
397 | সবচেয়ে বড় উপগ্রহ আছে Answer: শনির। |
398 | সমুদ্র তলদেশে প্রচণ্ড ভূমিকম্প ও অগ্ন্যুৎপাতের ফলে Answer: সুনামির সৃষ্টি হয়। |
399 | সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি সংক্রান্ত ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান Answer: দশম। |
400 | সমুদ্র সমতল থেকে বায়ুমণ্ডলের ঊর্ধসীমা Answer: ১০, ০০০ কি. মি.। |
BCS Preli Preparation Day-8:International Affairs
253 | ফারাক্কার পানি বণ্টন চুক্তি কখন সাক্ষরিত হয়? | ১৯৭৫ সালের ১৮ ই এপ্রিল। |
254 | ফিলিপাইনের ভাষার নাম কী? | ফিলিপিনো। |
255 | ফিলিপাইনের মিন্দানাও দ্বীপে একটি স্বাধীন মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠায় সংগ্রাম করছে নিচের কোন গেরিলা সংগঠনটি? | MNLF |
256 | ফিলিস্তিনিদের মাতৃভূমিতে কখন ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়? | ১৯৪৮ |
257 | ফেয়ার ফ্যাক্স কী? | গােয়েন্দা সংস্থা। |
258 | বংসামরো কোন দেশ হতে আলাদা হয়? | ফিলিপাইন |
259 | বঙ্গভঙ্গের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? | লর্ড কার্জন। |
260 | বর্তমান টি-২০ বিশ্বকাপ জয়ী দেশ কোনটি? | ওয়েস্ট ইন্ডিজ। |
261 | বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি কার্বন নির্গমনকারী দেশ কোনটি? | চীন |
262 | বর্তমানে জাপানের প্রধানমন্ত্রী কে? | শিনজো এবে। |
263 | বর্তমানে পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? | চীন |
264 | বর্তমানে বিশ্বে তেল আমদানিতে শীর্ষে কোন দেশ? | চীন |
265 | বলিভার কোন দেশের মুদ্রা | ভেনেজুয়েলা |
266 | বসনিয়া হার্জেগােভিনাকে বিভক্তকারী নদীর নাম | দ্ৰিনা |
267 | বাংলাদেশ ও ভারতের মধ্যে কতসালে গঙ্গার পানি বণ্টন চুক্তি হয়? | ১২ ডিসেম্বর ১৯৯৬ সালে। |
268 | বাংলাদেশ কত সালে সিটিবিটি চুক্তি স্বাক্ষর করে? | ২৪ অক্টবর ১৯৯৬ সালে। |
269 | বাংলাদেশ ভারতের মধ্যে অভিন্ন নদী কতটি? | ৫৪ টি। |
270 | বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম দুটি দেশের নাম কী কী? | ভূটান ৬ ডিসেম্বর, ১৯৭১, ভারত ৬ ডিসেম্বর ১৯৭১। (সম্প্রতি জাতীয় সংসদের তথ্য মতে) |
271 | বাংলাদেশের সর্বপ্রথম সাফারি পার্ক কোথায় অবস্থিত? | ডুলাহাজরা, কক্সবাজার। |
272 | বাইজেনটাইন সাম্রাজ্যের রাজধানী ছিল কোন নগরী? | কনস্টান্টিনােপল |
273 | বাস্তিল দুর্গ’ কোন বিপ্লবের সঙ্গে জড়িত? | ফরাসি বিপ্লব |
274 | বিখ্যাত গেটিসবার্গ ভাষণ কে প্রদান করেন? | আব্রাহাম লিংকন। |
275 | বিবিসির বর্তমান কার্যালয় | ব্রডকাস্টিং হাউজ (আগে ছিলো বুশ হাউজ) |
276 | ‘বিমসটেক’-এর সদর দপ্তর কোথায় | ঢাকা |
277 | বিশ্ব জীববৈচিত্র্য দিবস কোনটি? | ২২ মে |
278 | বিশ্ব ব্যাংক ও আইএমএফ এর সদর দফতর কোথায়? | এই দুই প্রতিষ্ঠানের সদর দফতর ওয়াসিংটন ডিসিতে। |
279 | বিশ্ব ব্যাংকের বর্তমান সভাপতির নাম কী | জিম ইয়ং কিম। (দক্ষিণ কোরিয়া) |
280 | বিশ্ব শিশু দিবস কবে? | ২০ নভেম্বর। বাংলাদেশের শিশু দিবস -১৭ মার্চ। |
281 | বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বায়ুদূষণে শীর্ষ শহর | নয়াদিল্লি |
282 | বিশ্বকাপ ক্রিকেট ২০১৯ অনুষ্ঠিত হবে | ইংল্যান্ড |
283 | বিশ্বকাপ ক্রিকেট ২০১৯’-এর ফাইনাল ম্যাচটি কোথায় অনুষ্ঠিত হবে? | লর্ডসে |
284 | বিশ্বকাপ ক্রিকেটে প্রথম ডাবল সেঞ্চুরি করেন? | ক্রিস গেইল |
285 | বিশ্বব্যাংকটির কোন সংস্থা বেসরকারি খাতে আর্থিক সহায়তা ও উপদেশ দিয়ে থাকে? | IFC |
286 | বিশ্বব্যাংকের কোন অঙ্গ সংগঠনটি ‘Soft-Ioan window’ নামে পরিচিত? | IDA |
287 | বিশ্বের কোন দেশে প্রথম 3G চালু হয়? | জাপান |
288 | বিশ্বের কোন দেশে সর্বাধিক দরিদ্র মানুষের বসবাস? | ভারত |
BCS Preli Preparation Day-8:Bengali Literature
233 | বাংলা সাহিত্যের প্রাচীনতম শাখা কোনটি | কাব্য |
234 | বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ শাখা হচ্ছে | গীতিকবিতা |
235 | বাংলাদেশ কবিতাটি কার লেখা ? | অমিয় চক্রবর্তী |
236 | বাংলাদেশের অন্যতম বিজ্ঞান বিষয়ক লেখক কে ? | আব্দুল্লাহ আল মুতি শরফুদ্দীন |
237 | বাংলায় টি এস এলিয়টের কবিতার প্রথম অনুবাদক | বিষ্ণু দে |
238 | বাংলার গদ্যের জনক বলা হয় | ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। |
239 | ‘বাংলার স্কট’ বলা হয় কাকে? | বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় |
240 | বাউল গানকে কী সাহিত্য বলে? | তত্ত্ব সাহিত্য |
241 | ‘বাঙালি ও বাঙলা সাহিত্য’ গ্রন্থের রচয়িতা | আহমদ শরীফ |
242 | বাঙালি কর্তৃক বাংলায় মুদ্রিত প্রথম মৌলিক গ্রন্থ কোনটি? | রাজা প্রতাপাদিত্য চরিত্র |
243 | বাঙালি রচিত বাংলা সাহিত্যের প্রথম ও শ্রেষ্ঠ মহাকাব্য কোনটি? | মেঘনাধ বধ |
244 | বিখ্যাত ‘কবিতা’ বুদ্ধদেব বসুর কী ধরনের প্রকাশনা? | পত্রিকা |
245 | বিদ্রোহী বালিকা বধু ‘জমিলা’ কোন উপন্যাসের চরিত্র ? | সৈয়দ ওয়ালীউল্লাহর ‘লালসালু’র |
246 | ‘বিশ্বভারতী’ কে প্রতিষ্ঠা করেন? | রবীন্দ্রনাথ ঠাকুর |
247 | ‘বিষাদ সিন্ধু’ উপন্যাসের নায়ক কে? | এজিদ |
248 | ‘বিষাদসিন্ধু’ কী ধরণের রচনা? | উপন্যাস |
249 | বুদ্ধদেব বসু কোন দশকের কবি হিসেবে খ্যাত ছিলেন ? | ত্রিশ দশকের |
250 | বেগম রোকেয়ার শ্রেষ্ঠ গ্রন্থ কোনটি ? | অবরোধবাসিনী |
251 | বেগম সুফিয়া কামাল কোন ধরনের কবি ? | গীতিকবি |
252 | বেনের মেয়ে কার উপন্যাস | হরপ্রসাদ শাস্ত্রীর উপন্যাস |
253 | ‘বৈকুণ্ঠের উইল’ কার রচনা? | শরৎচন্দ্র চট্টোপাধ্যায় |
254 | ভাষা আন্দোলনের ভিত্তিক ‘কবর’ গ্রন্থটির রচয়িতা কে | মুনীর চৌধুরী। |
255 | ‘ভাষা ও সাহিত্য’ কার রচনা? | ড. মুহম্মদ শহীদুল্লাহ |
256 | ‘ভাষার প্রাঙ্গণে তব, আমি কবি তোমারি অতিথি’র কবি রবীন্দ্রনাথ ঠাকুর কার উদ্দেশে এ উক্তি করেছিলেন? | ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর |
257 | ‘মতিচূর’ গ্রন্থের রচয়িতা কে? | রোকেয়া সাখাওয়াত হোসেন |
258 | মধ্যযুগের কবিদের মধ্যে শ্রেষ্ঠ কবি কে? | মুকুন্দরাম চক্রবর্তী |
259 | ‘মরিতে চাহিনা আমি সুন্দর ভূবনে’ কার রচনা? | রবীন্দ্রনাথ ঠাকুর |
260 | ‘মহাশ্মশান’ মহাকাব্য কোন সালের পানিপথের যুদ্ধের ওপর ভিত্তি করে রচিত? | ১৭৬১ |
261 | ‘মহেন্দ্র, বিনোদিনী, আশালতা, বিহারী ‘ কোন উপন্যাসের নায়ক-নায়িকা? | চোখের বালি |
262 | মাইকেল মধুসূদন দত্ত কত সালে জন্মগ্রহণ করেন? | ১৮২৪ |
263 | ‘মানচিত্র’ নামক কাব্যগ্রন্থটি কার? | আলাউদ্দিন আল আজাদ |
264 | ‘মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ’-কার উক্তি? | রবীন্দ্রনাথের |
BCS Preli Preparation Day-8:Bangladesh Affairs
238 | বাংলাদেশের বর্তমান প্রধানবিচারপতির নাম কী? | সৈয়দ মাহমুদ হোসেন |
239 | বাংলাদেশের বৈদেশিক মুদ্রার সিংহভাগ আসে কোন খাত থেকে? | তৈরি পােশাক |
240 | বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন | নিকোলাই পদগনি |
241 | বাংলাদেশের রাষ্ট্রীয় মনােগ্রামের ডিজাইনার কে? | এ.এন.এ সাহা |
242 | বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনীর উদ্দেশ্য ছিল | ৯৩হাজার যুদ্ধবন্দির বিচার |
243 | বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক আছে কিন্তু কূটনৈতিক সম্পর্ক নেই কোন দেশের? | ক্যামেরুন |
244 | বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র কোনটি? | হালদা |
245 | বাংলাদেশের সরকারি EPZ এর সংখ্যা | ৮টি |
246 | বাংলাদেশের সরকারি বিমা প্রতিষ্ঠান | ২টি |
247 | বাংলাদেশের সর্ববৃহৎ কাগজকল কোনটি | কর্ণফুলী পেপার মিল |
248 | বাংলাদেশের সর্বশেষ ৪৯২তম উপজেলার নাম কী? | শায়েস্তাগঞ্জ |
249 | বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কারের নাম কী? | স্বাধীনতা পুরস্কার |
250 | বাংলাপিডিয়া প্রকাশ করে কোন সংস্থা? | বাংলাদেশ এশিয়াটিক সােসাইটি |
251 | বাংলায় বার ভূঁইয়াদের উত্থান ঘটে কোন সম্রাটের আমলে? | আকবর |
252 | বাংলায় স্বাধীন সুলতানি যুগের সূচনা করেন কে? | ফখরুদ্দীন মােবারক শাহ |
253 | বাংলায় আসা সর্ব প্রথম ইউরোপীয় জাতি? | পর্তুগিজ |
254 | বাংলায় মোগল শাসন চলে | ১৬১০ থেকে ১৭৫৭ পর্যন্ত |
255 | বাংলায় যে আফগান নেতার নাম উল্লেখযোগ্য | শেরখান শূর |
256 | বাংলার বড় বড় জমিদারদের বলা হত | বারভূঁইয়া |
257 | বাংলার মধ্যযুগ বলা হয় | সুলতানি থেকে মোগল যুগ পর্যন্ত সময়কে |
258 | বাগদা চিংড়ি কোন দশক থেকে রপ্তানি পণ্য হিসেবে স্থান করে নেয়? | আশির দশক |
259 | বিশ্ব বাজারে বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগলের চামড়া পরিচিত কী নামে? | কুষ্টিয়া গ্রেড |
260 | বিশ্বে বাংলাদেশের মিশন | ৭৭টি (৫৮ দেশে) |
261 | বীরাঙ্গনা | ২৭১ জন |
262 | বেনাপােল স্থলবন্দরের ভারতীয় অংশের নাম কী? | পেট্রাপােল |
263 | বৈদেশিক বাণিজ্যের প্রসারের জন্য দূতাবাসে নিযুক্ত ব্যক্তিকে কী বলে? | ইকোনমিক কাউন্সিলর |
264 | বৈশ্বিক পাসপোর্ট সূচকে বাংলাদেশ | ৯৭তম (২০১৯) |
265 | ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় কত সালে? | ১৬০০ |
266 | ভারত উপমহাদেশে ব্রিটিশ শাসন চলে | ১৭৫৭ থেকে ১৯৪৭ সাল পর্যন্ত। |
267 | ভারতীয় উপমহাদেশে প্রথম পুলিশ ব্যবস্থা প্রবর্তন করেন কে? | লর্ড ক্যানিং |
268 | ভূগর্ভস্থ স্বাধীনতা যাদুঘর | সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা | |
269 | ভূমি কর একটি | প্রত্যক্ষ কর |
270 | ‘মধুমালা কিসের নাম? | তরমুজ |
271 | মনিপুরি উপজাতি কোথায় বাস করে? | সিলেট |
272 | মাছ উৎপাদনে শীর্ষ জেলা | ময়মনসিংহ। |
BCS Preli Preparation Day-8:General Science
421 | বংশগতির গুনাবলী বহন করে িএক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে নিয়ে যায় কে? | জিন বা ক্রোমাটিন জালিকা । এটি ক্রোমোজোমে থাকে। |
422 | বংশগতির বিদ্যার জনক | গ্রেগর জোহান মেন্ডেল। |
423 | বংশগতির ভৌত ভিত্তি কে? | ক্রোমোজোম |
424 | বাংলাদেশে সম্প্রতি GMO বৈশিষ্ট্য সম্পন্ন কোন উদ্ভিদ উত্পাদিত হয়েছে? | বিটি বেগুন। |
425 | বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্ম কাকে বলে ? | রাজ কাঁকড়া . |
426 | বাংলাদেশের জলবায়ু | সমভাবাপন্ন |
427 | বাদুড় চলাফেরা করে | সৃষ্ট শব্দের প্রতিধ্বনি শুনে। |
428 | বালক-বালিকাদের দৈনিক কমপক্ষে কত সময় ঘুমানো প্রয়োজন? | ৮/৯ ঘন্টা |
429 | বাসা বাড়িতে রান্নার প্রাকৃতিক গ্যাসের ব্যবহার | ১১ ভাগ। |
430 | বায়ুপরাগী ফুল | ধান |
431 | বিপদ সংকেতের জন্য লাল আলো ব্যবহৃত হয় কেন? | লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য সর্বাধিক তাই সহজেই দূর থেকে সবার চোখে পড়ে। |
432 | বিবর্তনবিদ্যা(Evolution )কি বিষয়ে আলোচনা করা হয় ? | পৃথিবীতে প্রাণের বিকাশ, জীরের বিবর্তন এবং ক্রমবিকাশের তথ্যসমূহ। |
433 | বিভিন্ন ফল দ্রুত পাকাতে কোনটি ব্যবহার করা হয় | Ripen, Ethylene |
434 | বিশুদ্ধ পানির pH | ৭। |
435 | বিশুদ্ধ পানির ধর্ম | স্বাদহীন,বর্ণহীন,গন্ধহীন। |
436 | বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় | প্রতিবছর ৫ জুন |
437 | বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট যে ধাতু দিয়ে তৈরি | টাংষ্টেন। |
438 | বট গাছের আঠায় কোন এমজাইম থাকে? | ফাইসিন । যা কৃমিরোগে ব্যবহৃত হয় । |
439 | বয়স্ক মানুষের স্বাভাবিক চোখের স্পষ্ট দৃষ্টির নূন্যতম দূরত্ব | ২৫ সেমি। |
440 | ব্রাইন বলা হয় | লবনের দ্রবনকে। |
441 | বরফের গলনাঙ্ক | ০ ডিগ্রী সে:। |
442 | বল নির্ভর করে | ত্বরণের উপর। |
443 | ব্লাক টাইগার | বাগদা চিংড়ি |
444 | ব্লিচিং পাউডার | Ca(OCl)Cl |
445 | ব্লিচিং পাউডারের সংকেত | Ca(OC1)C1। |
446 | বলের একক | নিউটন। |
447 | ভূ-গর্ভস্থ শতকরা লবণাক্ত পানির পরিমান | ৯৭ ভাগ। |
448 | ভাইরাসকে বলা হয় | অকোষীয় জীব। |
449 | ভাইরাসজনিত রোগ? | পোলিও |
450 | ভিটামিন ‘A’ এর অভাবে যেসব উপসর্গ দেখা দেয় | গলা ব্যাথা, সর্দি কাশি |
451 | ভিটামিন B কমপ্লেক্সের মধ্যে গুরুত্বপূর্ণ | থায়ামিন (B1), পাইরিডক্সিন (B6), রিবোফ্ল্যোভিন (B2) |
452 | ভিটামিন B2 এর উৎস | গাছের কচি ডগা |
453 | ভিটামিন ‘C’ এর অভাবে | স্কার্ভি রোগ হয় |
454 | ভিটামিন বি | ২০ প্রকার। |
455 | ভিটামিন বি-১ এর অভাবে কোন রোগ দেখা যায়? | বেরি বেরি |
456 | ভিটামিন-ই এর উল্লেখযোগ্য উৎস হচ্ছে | লেটুস পাতা, সূর্যমুখী বীজের তেল |
457 | ভিটামিনের অভাবজনিত রোগ হলো | রাতকানা, বেরিবেরি, পেলেগ্রা |
458 | ভিনেগারের অপর নাম | এসিটিক এসিড,সিরকা। অ্যাসেটিক এসিডের ৫% দ্রবন। |
459 | ভূ-পৃষ্টের মোট পানির শতকরা মিঠাপানি | ১ ভাগ। |
460 | ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র | সিসমোগ্রাফ। |
461 | ভূমিকম্পের ফলে বাংলাদেশের যে নদীর গতিপথ পরিবর্তন হয় | ব্রহ্মপুত্র। |
462 | মাংস ও শাকসবজিতে কোন ভিটামিন বেশি থাকে? | বি-৬ |
463 | মাইট্রোকন্ড্রিয়া অনুপস্হিত | ব্যাকটেরিয়ায় |
464 | মাছ অক্সিজেন নেয় | পানির মধ্যে দ্রবীভূত বাতাস হতে। |
465 | মাছ থেকে কতভাগ প্রোটিন অাসে | ৮০ ভাগ। |
466 | মাটিতে কত ভাগ পানি থাকা দরকার | ২৫ ভাগ |
467 | মাটিতে বিদ্যমান পানির পরিমান | ২৫%। |
468 | মাদক আসক্তি নিয়ন্ত্রেণে কী পদক্ষেপ নেয়া উচিত? | মাদক সেবন, বিক্রয় বন্ধ করা |
469 | মানব কোষে ক্রোমোজোম সংখ্যা | ২৩ জোড়া। |
470 | মানব দেহের জন্য ক্ষতিকারক এসিড | হাইড্রোক্লোরিক। |
471 | মানবদেহে ওজনের মোট পানি | ৬০ থেকে ৭৫ভাগ। |
472 | মানবদেহে কশেরুকা আছে | ৩৩টি |
473 | মানবদেহে নিষ্কিয় অঙ্গটি | অ্যাপেন্ডিক্স। |
474 | মানবদেহের গ্রন্থিরাজ বলা হয় কাকে? | পিটুইটারিকে |
475 | মানবদেহের রক্তে গ্লুকোজের স্বাভাবিক মাত্রা কত ? | ৮০-১২০mg/dl এর বেশি হলে ডায়াবেটিস মেলিটাস বা মধুমেহ রোগ হয়। |
476 | মানুষের অ্যামাইনো এসিড কত ধরনের? | ২০ |
477 | মানুষের অটোসোম | ৪৪ টি। |
478 | মানুষের করোটির হাড়ের সংখ্যা কয়টি? | ২৯ টি |
479 | মানুষের গায়ের রং নির্ভর করে যে উপাদানের উপর | মেলানিন |
480 | মানুষের চলাফেরা, ভাবনা চিন্তা সবকিছু নির্ভর করে কোনটির কার্যক্ষমতার উপর? | স্নায়ুতন্ত্রের |
BCS Preli Preparation Day-8:Ethics, Values and Good governance
141। মৌলিক অধিকারের রক্ষক কে?
ক. বিচার বিভাগ
খ. ন্যায়পাল
গ. সংবিধান
ঘ. প্রধানমন্ত্রী
Answer: গ. সংবিধান
142। যুক্তরাষ্ট্রীয় সরকার প্রচলিত রয়েছে কোন দেশে?
ক. ভারত
খ. যুক্তরাজ্য
গ. বাংলাদেশে
ঘ, চীন
Answer: ক. ভারত
143। ‘যুক্তিসিদ্ধ ইচ্ছার অভিব্যক্তিই আইন—উক্তিটি কার?
ক. সক্রেটিস
খ, এরিস্টটল
গ. টমাস হবস
ঘ জন অষ্টিন
Answer: খ, এরিস্টটল
144। যেখানে আইন থাকে না, সেখানে স্বাধীনতা থাকতে পারে না—উক্তিটিতে কী প্রকাশ পাচ্ছেঃ
ক. আইন স্বাধীনতার প্রচারক
খ, আইন স্বাধীনতার সম্পূরক
গ, আইন স্বাধীনতার রক্ষক
ঘ. আইন স্বাধীনতার প্রতিবন্ধক
Answer: গ, আইন স্বাধীনতার রক্ষক
145। রাজনৈতিক অধিকার নাগরিকের কোন শ্রেণির অধিকার?
ক. সামাজিক
খ. নৈতিক
গ. আইনগত
ঘ. অর্থনৈতিক
Answer: গ. আইনগত
146। রাজনৈতিক জোট গড়ে ওঠার প্রবণতা দেখা যায় কী ধরনের শাসনব্যবস্থায়?
ক, একদলীয় ব্যবস্থায়
খ, দ্বিদলীয় ব্যবস্থায়
গ, বহুদলীয় ব্যবস্থায়
ঘ, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায়
Answer: গ, বহুদলীয় ব্যবস্থায়
147। রাজনৈতিক দল ও গণতন্ত্রের মধ্যে সম্পর্ক কীরূপ?
ক. বৈরী সম্পর্ক
খ. কোনো সম্পর্ক নেই
গ. পরম্পরবিরোধী সম্পর্ক
ঘ, ঘনিষ্ঠ সম্পর্ক
Answer: ঘ, ঘনিষ্ঠ সম্পর্ক
148। রাজনৈতিক দল কিসের ভিত্তিতে গড়ে ওঠে?
ক. নীতি ও কর্মসূচির ভিত্তিতে
খ, বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতে
গ. ন্যায়নীতির ভিত্তিতে
ঘ. ভ্রাতৃত্ববোধের ভিত্তিতে
Answer: ক. নীতি ও কর্মসূচির ভিত্তিতে
149। রাজনৈতিক দল বলতে কোনটি বোঝায়?
ক. একদল লোক
খ. আবাহনী সমর্থকগণ
গ. সংঘবদ্ধ একদল লোক
ঘ. স্বার্থান্বেষী একদল লোক
Answer: গ. সংঘবদ্ধ একদল লোক
150। রাজনৈতিক সংস্কৃতি হলো—
ক. রাজনৈতিক আদর্শ
খ. রাজনৈতিক ধ্যান-ধারণা
গ. রাজনৈতিক আবেগ
ঘ, রাজনৈতিক মনোভাব ও দৃষ্টিভঙ্গির সুনির্দিষ্ট প্রতিকৃতি
Answer: ঘ, রাজনৈতিক মনোভাব ও দৃষ্টিভঙ্গির সুনির্দিষ্ট প্রতিকৃতি
151। রাজনৈতিকভাবে সংগঠিত সমাজকে কী বলে?
ক. সমাজ
খ. রাজনৈতিক সমাজ
গ. নির্বাচকমণ্ডলী
ঘ, জাতি
Answer: ঘ, জাতি
152। শাসন করা বা আইনকে বাস্তবে প্রয়োগ করা কোন বিভাগের কাজ?
ক. আইন বিভাগ
খ, শাসন বিভাগ
গ. বিচার বিভাগ
ঘ, স্বরাষ্ট্র বিভাগ
Answer: খ, শাসন বিভাগ
153। শাসন বিভাগের মূল কাজ হলো—
ক, আইন প্রয়োগ
খ. আইন প্রণয়ন
গ. আইন সংশোধন
ঘ. বিচার করা
Answer: ক, আইন প্রয়োগ
154। সংবাদপত্রে মিথ্যা ও বিকৃত সংবাদ পরিবেশন করা উচিত নয়। কারণ এর ফলে রাষ্ট্রে সৃষ্টি হয়—
ক, বিশৃঙ্খলা
খ. বিদ্রোহ
গ. গৃহযুদ্ধ
ঘ. অনৈক্য
Answer: ক, বিশৃঙ্খলা
155। সংবিধানের অভিভাবক কে?
ক. শাসন বিভাগ
খ. আইন বিভাগ
গ, বিচার বিভাগ
ঘ. সামরিক বাহিনী
Answer: গ, বিচার বিভাগ
156। সংসদীয় সরকারে সরকারপ্রধান কে?
ক. রাষ্ট্রপতি
খ. প্রধানমন্ত্রী
গ. স্পিকার
ঘ, চীফ হুইপ
Answer: খ. প্রধানমন্ত্রী
157। সকলের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য কোনটি?
ক. সত্তা
খ. সমিতি
গ, আইন
ঘ. প্রশাসন
Answer: গ, আইন
158। সচেতন জনমতের প্রভাবে কী হয়?
ক. সরকার সচেতন হয়
খ, সরকার গতিশীল হয়
গ. সরকার দক্ষ হয়
ঘ, সরকার আরো গণতান্ত্রিক হয়
Answer: খ, সরকার গতিশীল হয়
159। সভ্য সমাজের মানদণ্ড কোনটি?
ক. গণতন্ত্র
খ. বিচার ব্যবস্থা
গ. সংবিধান
ঘ. আইনের শাসন
Answer: ঘ. আইনের শাসন
160। সভ্য সমাজের মানদণ্ড কোনটি?
ক. নারী স্বাধীনতা
খ. বিজ্ঞানের উন্নতি
গ. উন্নত যোগাযোগ ব্যবস্থা
ঘ, আইনের শাসন
Answer: ঘ, আইনের শাসন
আরও দেখুন:
15th NTRCA College Exam Question Solution 2019
15th NTRCA School Exam Question Solution 2019
আপনার যে কোন প্রয়োজনে, চাকরির সার্কুলার ও আপডেট, এক্সাম ডেট, আপনার কোন কিছু জানার থাকলে নির্দ্বিধায় যোগদান করুন একঝাঁক প্রাণোচ্ছল তরুণের ফেসবুক গ্রুপ: BCS Limelight এ।
ফেসবুক বাটনে ক্লিক করে BCS Preli Preparation Day-8 কে আপনার টাইমলাইনে শেয়ার করে রাখুন।কষ্ট করে খুজতে হবে না। Notification অন করে রাখুন। নতুন পোস্ট এমনিতেই আপনার কাছে পৌছে যাবে।