BCS Preli Preparation Day-9 সনাতন দা’র আড্ডায় চালু করা ১০দিন ভিত্তিক BCS Preli Preparation Crush Program এর ৭ম দিনের কার্যক্রম। চলবে 26.04.2019 পর্যন্ত। তবে তারিখ অাপনার সুবিধামতো করে নিতে পারবেন। নিচে দেয়া রুটিনটা Follow করতে পারেন। রুটিন ২৬.০৪.২০১৯ পর্যন্ত আপডেট করা হবে।
যারা সত্যিকার অর্থে স্বল্প সময়ে মোটামুটিভাবে কাজ চালানোর মত একটা Preparation নিতে চান, তারা BCS Preli Preparation Day-9 শুরু করার আগে Routine অনুযায়ী তারিখভিত্তিক Question and Answer গুলো নিজ দায়িত্বে শেষ করে ফেলুন।
জানি, আপনার সব পড়া আছে। তবু একবার চোখ বুলিয়ে যান। সারাদিনে মাত্র ২ ঘণ্টা ৩০ মিনিট আড্ডায় দিন, আপনাকে পিছনে ফিরে তাকাতে হবে না। BCS Preli Preparation Day-9 জাতীয় Crush Program মূলত তাদের জন্য যাদের হাতে অত সময় নেই; পড়তে ইচ্ছে করে না- তাদের।
BCS Preli Preparation Day-9 তে Question গুলো সাজানো হয়েছে এমনভাবে যেন পড়তে গিয়ে আপনার বিরক্তি না আসে। সর্বমোট ২২২৭টি Exclusive Question ১০ দিনে আমরা আয়ত্ব করব। এর মানে কেউ এটা করে নিবেন না যে, এটুকুতেই আপনার BCS Preli Preparation হয়ে যাবে। তবে একটা কিছু তো হবে নিশ্চয়ই।
এখানে শুধু সম্ভাব্য Preliminary Question and Answer দেয়া হয়েছে। চারটা অপশন আপনাকে যেন বিভ্রান্তিতে না ফেলে সেজন্য প্রযোজ্য ক্ষেত্রে অপশন বাদ দিয়েছি।BCS Preli Preparation Day-9 এ কোন ভুল পেলে কমেন্ট করবেন। কারণ, ভুল হতেই পারে। কিন্তু শুদ্ধ করা যাবে না- এমন কোথাও লেখা নেই।
BCS Preli Preparation Day-9 এবং এর পূর্বাপর সকল কিছুই পড়ার শর্ত একটাই– প্রতিদিনেরটা প্রতিদিনেই শেষ করতে হবে। ৩নম্বর হাত- মানে, অজুহাত দেখাবেন না। পড়ার ফাঁকে পড়ুন BCS Preli Preparation Day-9, কাজের ফাঁকে পড়ুন BCS Preli Preparation Day-9। বাসে পড়ুন, রেস্টরুমে পড়ুন BCS Preli Preparation Day-9.
BCS Preli Preparation: A 10 Day Crush Program Routine
A 10 Day Crush Program: BCS Preli Preparation Day-9
BCS Preli Preparation Day-9:International Affairs
289 | বিশ্বের কোন দেশে সর্বাধিক নিউক্লিয়ার পাওয়ার রিঅ্যাক্টর রয়েছে? | যুক্তরাষ্ট্র |
290 | বিশ্বের কোন নগরটি দুটি মহাদেশে বিস্তৃত? | ইস্তাম্বুল |
291 | বিশ্বের প্রথম কোন দেশে জাতীয় পতাকা প্রচলন শুরু হয়? | ডেনমার্ক |
292 | বিশ্বের বৃহত্তম মুক্ত বাণিজ্যচুক্তি কোন কোন দেশের মধ্যে হয়েছে? | ইইউ-জাপান |
293 | বিশ্বের বৃহত্তম সাহায্যদাতা দেশ কোনটি? | জাপান। |
294 | বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট কোনটি? | EU |
295 | বিশ্বের সর্বকনিষ্ঠ নােবেল বিজয়ী কে? | মালালা ইউসুফজাই |
296 | ব্রিকস কবে প্রতিষ্ঠিত হয়? | ১৬ মে ২০০৮ রাশিয়ায়। |
297 | ব্রিকস কী? | ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা নিয়ে ২০০৮ সালে প্রতিষ্ঠিত উদীয়মন অর্থনীতির ৫ টি দেশ। ব্রিকস এর কোনো সদর দফতর নেই। |
298 | ব্রিটন উডস কোথায় অবস্থিত? | যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পসায়ারে। বিশ্ব ব্যাংক ও আইএমএফ গঠনের সিদ্ধান্ত এখান থেকে নেয়া হয়। |
299 | ব্রেক্সিট বিরোধী পরিকল্পনা | ২০/২০ পরিকল্পনা |
300 | ব্রেটন উডস প্রতিষ্ঠান কী কী? | বিশ্ব ব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল। ১৯৪৪ সালে এ দুটি প্রতিষ্ঠিত হয়। |
301 | ‘ব্ল্যাক মানডে’ কিসের সঙ্গে সম্পর্কিত | স্টক মার্কেট |
302 | ‘ব্ল্যাক সেপ্টেম্বর কী? | একটি গেরিলা সংস্থা। |
303 | ভলভাে’ কোন দেশের গাড়ি? | সুইডেন |
304 | ভারত মহাসাগরে অবস্থিত মার্কিন নৌ-ঘাঁটির নাম কী? | দিয়াগো গার্সিয়া। |
305 | ভারতের কোন শহরকে WIFI শহর বলা হয় | বেঙ্গালুর |
306 | ভারতের পার্লামেন্টের কক্ষদুটির নাম কী কী? | রাজ্যসভা ও লোকসভা |
307 | ভারতের প্রথম মুসলমান রাষ্ট্রপতি কে? | ড. জাকির হোসেন। (ভারতের বর্তমান ও ১৪ তম প্রেসিডেন্ট : রামনাথ কোবিন্দ] |
308 | ভারতের সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে স্থলসীমান্ত চুক্তি পাস হয়? | ১০০তম। |
309 | ভুটানের রাষ্ট্রীয় ফুল কী? | নীল পপি |
310 | ভূ-রাজনীতি বিষয়ক Pivots বলতে কোন অঞ্চলকে বােঝায়? | ইউরেশিয়া |
311 | ভেনিজুয়েলা প্রজাতন্ত্র কোন মহাদেশে অবস্থিত? | দক্ষিণ আমেরিকায়। |
312 | মংডু’ কোন দুটি দেশের সীমান্ত এলাকা? | বাংলাদেশ-মায়ানমার |
313 | মাইকেল জর্ডান কোন খেলার সঙ্গে যুক্ত? | বাস্কেটবল |
314 | মাইক্রোসফট কম্পিউটার প্রতিষ্ঠানের বর্তমান নির্বাহী কে? | সত্য নারায়ন নাদেল্লা। |
315 | মাথাপিছু গ্রিণহাউস নিঃসরণে শীর্ষ দেশ | কুয়েত! |
316 | ‘মাদাগাসকারের’ রাজধানীর নাম কী? | আনতানানারিতাে |
317 | মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর ‘পেন্টাগন’ কোথায়? | ভার্জিনিয়া |
318 | মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান ভাইস প্রেসিডেন্টের নাম কী? | মাইক পেন্স। (তার আগে ছিলেন জো বাইডেন)। |
319 | মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনে ইলেক্টরাল কলেজে কতজন নির্বাচক থাকেন? | ৫৩৮। |
320 | মাহাথির মােহাম্মদের প্রধানমন্ত্রীত্বের সময়কাল | ১৯৮১-২০০৩ |
321 | মিয়নমারের বার্তা সংস্থার নাম কী? | মিয়ানমার নিউজ এজেন্সি। |
322 | মিয়ানমারের খ্রিস্টান অধ্যুষিত প্রদেশ | কাচিন |
323 | মিয়ানমারের বর্তমান সীমান্তরক্ষী বাহিনী | BGP (আগে ছিলো নাসাকা/লুনথিন) |
324 | মিয়ানমানের সীমান্তবর্তী দেশ কয়টি? | ৫টি |
BCS Preli Preparation Day-9:Geography, Environment and Disaster Management
401 | সমুদ্রতল থেকে অন্তত ১০০০ মিটারের বেশি উঁচু সুবিস্তৃত ও খাড়া ঢালবিশিষ্ট শিলাস্তুপকে Answer: পর্বত বলে। |
402 | সমুদ্রপৃষ্ঠ থেকে অল্প উঁচু মৃদু ঢালবিশিষ্ট সুবিসতৃত ভূমিকে Answer: সমভূমি বলে। |
403 | সমুদ্রপৃষ্ঠ থেকে ট্রপোস্ফিয়ারের গড় উচ্চতা Answer: ১২ কি মি। |
404 | সমুদ্রপৃষ্ঠ থেকে বাংলাদেশের সবচেয়ে উঁচু জায়গা – দিনাজপুর। উচ্চতা Answer: ৩৭.৫০ মিটার। |
405 | সমুদ্রস্রোত এবং বায়ুপ্রবাহ উত্তর গােলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গােলার্ধে বাম দিকে বেঁকে যায় কাঁর সূত্র অনুযায়ী Answer: ফেরেলের সূত্রের সাহায্যে |
406 | সমুদ্রের তলদেশের ভূমিরূপকে পাঁচটি ভাগে বিভক্ত করা হয় Answer: মহীসােপান (Continental shelf), মহীঢাল (Continental slope), গভীল সমুদ্রের সমভূমি (Deep sea plain), নিমজ্জিত শৈলশিরা (Oceanic ridge), গভীর সমুদ্রখাত (Oceanic trench) |
407 | সমুদ্রের পানি উপরের দিকে হালকা হয়ে বাস্পাকারে উপরে ওঠে Answer: বাষ্পীভবনের মাধ্যমে। |
408 | সমুদ্রের পানির উচ্চতা বেড়ে গেলে Answer: উপকূলীয় অঞ্চল প্লাবিত হবে। |
409 | সরকারি প্রচেষ্টার পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে আমাদের দেশে কর্মরত যে সংস্থাসমূহ অবদান রাখে Answer: অক্সফাম, ডিজাস্টার ফোরাম, কেয়ার বাংলাদেশ, কারিতাস, প্রশিকা, সিসিডিবি, বিডিপিসি (বাংলাদেশ দুর্যোগ প্রস্তুতি কেন্দ্র) ইত্যাদি। |
410 | সর্বনিম্ম বৃষ্টিপাত Answer: লালপুর, নাটোর |
411 | সর্বশেষ আদমশুমারি অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে কম Answer: বরিশাল বিভাগে। |
412 | সর্বশেষ আদমশুমারি অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি Answer: সিলেট বিভাগে। |
413 | দেশের জনসংখ্যা বৃদ্ধির হার Answer: ১.৩৭%। |
414 | সর্বোচ্চ বৃষ্টিপাত Answer: লালাখাল, জৈন্তাপুর, সিলেট |
415 | সাক্ষরতার হার সবচেয়ে কম Answer: সিলেটে বিভাগে। (৪৫%) |
416 | সাক্ষরতার হার সবচেয়ে বেশি Answer: বরিশাল বিভাগে। (৫৬.৮%) |
417 | সাঙ্গু নদীর উৎপত্তি Answer: আরাকান পাহাড়ে। |
418 | সাধারণত ৬০০ থেকে ১০০০ মিটার উঁচু স্বল্প বিস্তৃত শিলাস্তুপকে Answer: পাহাড় বলে। |
419 | সাধারণত আদমশুমারি হয় Answer: ১০ বছর পরপর। |
420 | সামগ্রিকভাবে বাংলাদেশের জলবায়ু Answer: ক্রান্তীয় মৌসুমি জলবায়ু নামে পরিচিত। |
421 | সুনামি (Tsunami) কোন ভাষার শব্দ Answer: জাপানি শব্দ।জাপানি ভাষায় এর অর্থ হলাে ‘পােতাশ্রয়ের ঢেউ’। |
422 | সুনামি একটি Answer: প্রাকৃতিক দুর্যোগ |
423 | সুনামির কারণ Answer: সমুদ্র তলদেশে ভূমিকম্প। |
424 | সুন্দরবন অবস্থিত Answer: খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা |
425 | সুন্দরবন ও পাবর্ত্য চট্টগ্রাম পর্যটন শিল্পে অপার সম্ভাবনাময়। স্থান দুটি কীসের মাধ্যমে পর্যটকদের আকর্ষণ করে Answer: জীববৈচিত্র্য |
426 | সুমেরুবৃত্ত এর অক্ষাংশ Answer: ৬৬.৫০0 উত্তর। |
427 | সূর্য উত্তরায়ণের শেষ সীমায় পৌঁছায় Answer: ২১শে জুন। |
428 | সূর্য কী Answer: একটি নক্ষত্র । |
429 | সূর্য চন্দ্র অপেক্ষা বড় Answer: দুই কোটি ষাট লক্ষ গুণ। |
430 | সূর্য থেকে গ্রহগুলাে দূরত্ব অনুযায়ী পরপর যেভাবে রয়েছে Answer: বুধ(Mercury), শুক্র (Venus), পৃথিবী (Earth), মঙ্গল (Mars), বৃহস্পতি (Jupiter), শনি (Saturn), ইউরেনাস (Uranus) এবং নেপচুন (Neptune)। |
431 | সূর্য থেকে নেপচুন (Neptune) এর দূরত্ব Answer: প্রায় ৪৫০ কোটি কিলােমিটার। |
432 | সূর্য থেকে পৃথিবীতে আলাে আসতে সময় লাগে Answer: ৮ মিনিট ১৯ সেকেন্ড। |
433 | সূর্য নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয় Answer: ২১শে মার্চ ও ২৩শে সেপ্টেম্বর |
434 | সূর্যকে একবার প্রদক্ষিণ করে আসতে বুধের সময় লাগে Answer: ৮৮ দিন। |
435 | সূর্যের চারদিকে একবার ঘুরতে মঙ্গলের সময় লাগে Answer: ৬৮৭ দিন। |
436 | সূর্যের নিকটতম গ্রহ Answer: বুধ (Mercury)। |
437 | সূর্যের নিকটতম নক্ষত্র Answer: প্রক্সিমা সেন্টারাই (Proxima Centauri)। |
438 | সূর্যের ব্যাস Answer: প্রায় ১৩ লক্ষ ৮৪ হাজার ১৩ কিলােমিটার। |
439 | সূর্যের ভর Answer: প্রায় ১.৯৯X১০১৩ |
440 | সূর্যের রঙ কী Answer: হলুদ। |
441 | সূর্যেরকিরণ সমুদ্র তলশে প্রবেশ করতে পারে Answer: ২১০ মিটার। |
442 | সৌরজগৎ কিসের অন্তর্গত Answer: ছায়াপথের। |
443 | সৌরজগতের তৃতীয় বৃহত্তম গ্রহ Answer: ইউরেনাস (Uranus) (সবুজ গ্রহ) । |
444 | সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ Answer: শনি। |
445 | স্ট্রাটোমণ্ডল ও মেসােমণ্ডলের মধ্যবর্তী অঞ্চলের স্থিতাবস্থাকে বলে Answer: স্ট্রাটোবিরতি (Stratopause) |
446 | স্পারসো আবহাওয়া অধিদপ্তরকে সাহায্য করে Answer: ভূ-উপগ্রহের মাধ্যমে। |
447 | স্পারসো গবেষণা করে Answer: মহাকাশ। |
448 | স্বাধীন বাংলাদেশে প্রথম আদমশুমারি হয় Answer: ১৯৭৪ সালে। |
449 | স্রোতজ বনভূমি বা সুন্দরবনের বৈশিষ্ট্য কোনটি Answer: সুন্দরী ও গরান এ বনভূমিরে প্রধান গাছ |
450 | স্রোতজ বনভূমির প্রধান গাছ Answer: সুন্দরী |
451 | হরিপুর তেলক্ষেত্র থেকে দৈনিক কত ব্যারেল অপরিশোধিত তেল উত্তোলিত হয় Answer: ৬০০ |
452 | হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে Answer: গঙ্গা নদী । |
453 | হুগলি নদী থেকে পূর্ব দিকে মেঘনার সীমানা পর্যন্ত পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাংশ গঙ্গা ও পদ্মা নদীর বিখ্যাত Answer: ব-দ্বীপ অঞ্চল। |
454 | হ্যালির ধূমকেতু কত বছর পরে দেখা যায় Answer: প্রতি ৭৬ বছরে একবার দেখা যায়। |
455 | হ্যালির ধূমকেতু দেখা গেছে Answer: ১৭৫৯, ১৮৩৫, ১৯১০ ও ১৯৮৬ সালে। |
BCS Preli Preparation Day-9:General Science
481 | মানুষের জীবন সংগ্রামের সব থেকে গুরুত্বপূর্ণ হাতিয়ার কোনটি? | শরীর |
482 | মানুষের দর্শনানুভুতির স্থায়িত্বকাল | ০.১ সেকেন্ড। |
483 | মানুষের পাযের পেশি কোন ধরণের পেশি ? | ঐচ্ছিক পেশি। এটিতে আড়াআড়ি দাগ থাকে বলে একে অমসৃণ পেশিও বলে। |
484 | মানুষের মস্তিষ্কের ওজন কত? | ১.৩৬ কেজি |
485 | মানুষের স্পাইনাল কর্ডের দৈর্ঘ্য | ১৮ ইঞ্চি (প্রায়) |
486 | মানুষের হৃদপিন্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? | ৪ |
487 | মিষ্টি কুমড়ায় কোনটি পাওয়া যায়? | ভিটামিন এ |
488 | মেয়েদের শারীরিক ও মানসিক পরিবর্তনের জন্য দায়ী | ইস্ট্রোজেন ও প্রজেস্টেরন। |
489 | মেরুদন্ডী প্রাণীদের রক্তনালী, পৌষ্টিকনালী, ইত্যাদিতে কোন পেশি থাকে? | অনৈচ্ছিক পেশি বা মসৃন পেশি। |
490 | মূল হতে পানি পাতায় কে সরবরাহ করে ? | জাইলেম টিস্যুু। |
491 | রক্ত এক ধরণের | তরল যোজক কলা |
492 | রক্ত কি ধরণের টিস্যু ? | তরল যোজক টিস্যু। |
493 | রক্ত কোন কোন নালির ভিতর দিয়ে প্রবাহিত হয় ? | শিরা , ধমনী , কৈশিকজালিকা। |
494 | রক্ত জমাট বাঁধার জন্য দায়ী | ক্যালসিয়াম আয়ন ও ভিটামিন কে। |
495 | রক্ত জমাট বাঁধার স্বাভাবিক সময় কত মিনিট? | ৪-৫ মিনিট। |
496 | রক্ত শূন্যতা হয় | সীসার অভাবে। |
497 | রক্তকে জমাট ও রক্ত ক্ষরণে বাঁধা দেয় | অনুচক্রিকা । |
498 | রক্তকণিকা কয় প্রকার? | ৩প্রকার। ১.লোহিত কণিকা (RBC).২শ্বেত কণিকা(WBC) ৩. অনুচক্রিকা |
499 | রক্তে অ্যান্টিজেন নেই | O+ গ্রুপে। |
500 | রক্তে কি পরিমান প্লাজমা থাকে? | ৫৫%। |
501 | রক্তে কোন প্রকার কোলেস্টরল থাকা ক্ষতিকর ? | LDL |
502 | রক্তে কোলেস্টরল এর স্বাভাবিক পরিমাণ কত? | 100-200mg/dl |
503 | রক্তে রেচন পদার্থ | ইউরিয়া। |
504 | রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেল কোন রোগ হয়? | অ্যানিমিয়া |
505 | রক্তের ph কত? | ৭.৩৫-৭.৪৫। |
506 | রক্তের অনুচক্রিকার আয়ু | ৫-১০দিন। |
507 | রক্তের অম্ল-ক্ষারের ভারসাম্য রক্ষা করে | রক্তরস। |
508 | রক্তের উপাদান কয়টি ? | ২টি । যথা। রক্ত রস ও রক্ত কণিকা । |
509 | রক্তের গ্রুপ কে আবিষ্কার করে? | কার্ল ল্যান্ডস্টেইনার (১৯০০সালে ) |
510 | রক্তের তাপমাত্রা কত? | ৩৬-৩৮ ডিগ্রি সেলসিয়াস। |
511 | রক্তের তরল অংশকে বলে | প্লাজমা । |
512 | রক্তের প্রোটিন | ফাইব্রিনোজেন, গ্লোবিউলিন , অ্যালবুমিন, প্রোথ্রম্বিন । |
513 | রক্তের প্রতিরক্ষা মূলক দ্রবাদি | অ্যান্টিটক্সিন, অ্যাগ্লুটিনন। |
514 | রক্তের মধ্যে রক্তকণিকা | ৪৫%। |
515 | রক্তের মধ্যে রক্তরস | ৫৫% |
516 | রক্তের লোহিত কণিকার আয়ু | ১২০দিন |
517 | রক্তের লোহিত কণিকার উৎপত্তিস্হল কোথায়? | অস্হিমজ্জায় |
518 | রক্তের শ্বেত কণিকার আয়ু | ১-১৫দিন |
519 | রক্তের হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে যে রক্তশূন্যতা সৃষ্টি হয় তাকে বলে | থ্যালাসিমিয়া |
520 | রক্তরসে শতকরা কত অংশ পানি ? | ৯১-৯২%। |
521 | রঙ্গীন টেলিভিশন হতে ক্ষতিকর যে রশ্মি বের হয় | গামা রশ্মি। |
522 | রাইবোসোমের প্রধান কাজ কী? | প্রোটিন সংশ্লেষণ করা |
523 | রাঙা আলু কোন ধরনের খাদ্যের উপাদান? | স্টার্চ |
524 | রাফেজ কী জাতীয় খাদ্য? | সেলুলোজ |
525 | রাফেজ যুক্ত খাবারেরে উপকারিতা হচ্ছে | স্থূলতা হ্রাস করে |
526 | রাফেজযুক্ত খাবার | শুকনা, ফল, জিরা, ডাল, ধনে,মটরশুটি, আলু |
527 | রাস্তার বাতিতে ব্যবহার হয় | উত্তল দর্পণ। |
528 | রেফ্রিজারেটরে কমপ্রেসরের কাজ | ফ্রেয়নকে বাষ্পে পরিণত করা |
529 | রেসাস ফ্যাক্টরের সংকেত | Rh। |
530 | রোগ প্রতিরোধক ক্ষমতা কমে গিয়ে সহজে ঠান্ডা লাগে কেন? | ভিটামিন ‘C’ এর অভাবে |
531 | লাল লিটমাস কাগজকে ক্ষারের মধ্যে ডুবালে কোন রং হবে | নীল। |
532 | লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম সংখ্যা | ১ জোড়া। |
533 | লেন্সের ক্ষমতা এস. আই একক | রেডিয়ান/মিটার। |
534 | লোহিত কণিকার সংখ্যা বৃদ্ধি হলে তাকে বলে | পলিসাইথিমিয়া |
535 | লোহিত রক্তকনিকার অপর নাম কি? | এরিথ্রোসাইট। |
536 | লোহিতকণিকা কোথায় সঞ্চিত থাকে? | প্লিহায় । |
537 | ল্যাকটোজ এর উৎস কোনটি? | দুধ |
538 | শক্তি ও তাপ সরবরাহকারী খাদ্য | চাল,গুড়, গাম |
539 | শক্তিশালী এসিড | সালফিউরিক এসিড,নাইট্রিক এসিড,হাইড্রোক্লোরিক এসিড। |
540 | শিমের বীচিতে কোনটির আধিক্য বেশি? | প্রোটিন |
BCS Preli Preparation Day-9:Bengali Literature
265 | মিহির পত্রিকার সম্পাদক কে? | শেখ আবদুর রহীম |
266 | মীর মশাররফ হোসেনের ‘বিষাদসিন্ধু’ গ্রন্থটি সম্পর্কে কোন উক্তিটি উপযোগী? | এটি ঐতিহাসিক ঘটনার আবেগ-নির্ভর মর্মস্পর্শী বর্ণনা |
267 | মীর মশাররফ হোসেনের ‘বিষাদসিন্ধু’ উপন্যাসে কয়টি পর্ব আছে? | তিনটি |
268 | মুক্তিযুদ্ধকালে শামসুর রাহমান কী নামে লিখতেন ? | মজলুম আদীব |
269 | মুক্তিযুদ্ধভিত্তিক ‘ক্ষুদে সোশ্যালিস্ট’ গ্রন্থটির রচয়িতা কে ? | শওকত ওসমান |
270 | মুক্তিযুদ্ধভিত্তিক ১ম উপন্যাস কোনটি? | রাইফেল রুটি আওরাত |
271 | মুক্তিযুদ্ধভিত্তিক নাটক ‘ পঙ্কজ বিভাগ’ কার লেখা ? | জিয়া হালদার |
272 | মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র “Rahman: The Father of Nations” এর পরিচালক কে? | নাগিসা ওশিমা |
273 | মুক্তিযুদ্ধভিত্তিক শামসুর রাহমানের কাব্যগ্রন্থটি হলো | বন্দী শিবির থেকে। |
274 | মুনীর চৌধুরীর অনূদিত নাটক কোনটি? | রুপার কৌটা |
275 | মুনীর চৌধুরীর কোন নাটকে কোন নারী চরিত্র নেই? | কবর |
276 | মুসলমান কবি রচিত প্রাচীনতম বাংলা কাব্য | ইউসুফ-জুলেখা |
277 | মুহম্মদ আব্দুল হাই কার সহযোগিতায় ‘বাংলা সাহিত্যের ইতিবৃত্ত’ রচনা করেন ? | সৈয়দ আলী আহসান |
278 | ‘মেঘ বলে চৈত্রে যাব’ কাব্যগ্রন্থটির লেখক কে ? | আহসান হাবীব |
279 | মেঘনাদবধ কাব্য’ কত সালে প্রকাশিত হয় ? | ১৮৬১ সালে |
280 | ‘যাপিত জীবন’ উপন্যাসের রচয়িতা কে? | সেলিনা হোসেন |
281 | রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ‘ পূরবী ‘ কাব্য কাকে উৎসর্গ করেছিলেন ? | ভিক্টোরিয়া ওকামপো |
282 | রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ ছোটগল্প | ল্যাবরেটরি |
283 | রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ছিন্নপত্র’ রচনাটি কোন শ্রেণির ? | আত্মকথন |
284 | রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যকে অনুবিশ্ব বলা হয়? | মানসী |
285 | রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যে গতিতত্ত্বের প্রকাশ ঘটেছে? | বলাকা |
286 | রবীন্দ্রনাথ ঠাকুরের বৃহত্তম ও সর্বশ্রেষ্ঠ উপন্যাস কোনটি? | গোরা |
287 | রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম ছোটগল্প কোনটি? | ভিখারিণী |
288 | রবীন্দ্রনাথের কোন গল্পে যৌতুক প্রথার প্রাধান্য পেয়েছে? | হৈমন্তী |
289 | রম্যরচনার জন্য বিখ্যাত লেখক কে? | আবুল মনসুর আহমেদ |
290 | রাইফেল রুটি আওরাত এর কেন্দ্রীয় চরিত্র কে ? | সুদীপ্ত শাহীন |
291 | ‘রাজলক্ষ্মী’ চরিত্রের স্রষ্টা ঔপন্যাসিক | শরৎচন্দ্র |
292 | লাইলী-মজনু প্রণয়োনখ্যান সম্পাদনা করেন | আহমদ শরীফ। |
293 | লাবণ্য কোন উপন্যাসের চরিত্র | শেষের কবিতা। |
294 | ‘লাল নীল দীপাবলী’ কার রচনা? | হুমায়ুন আজাদ |
295 | লিপিকা যে ধরনের গ্রন্থ | গদ্য। |
296 | লোকসাহিত্য বলতে বোঝায় | ছড়া, গান, ধাঁধা, প্রবাদ প্রবচন |
297 | শরৎচন্দ্র চট্রোপাধ্যায়কে ঢাকা বিশ্ববিদ্যালয় কোন ডিগ্রি প্রদান করে | সম্মানসূচক ডি.লিট। |
BCS Preli Preparation Day-9:Ethics, Values and Good governance
161। সমাজতন্ত্রের যুক্তিভিত্তিক ও বিজ্ঞানসম্মত ব্যাখ্যা প্রদান করেন
ক. এরিস্টটল
খ. প্লেটো
গ, কার্ল মার্কস
ঘ. হিটলার
Answer: গ, কার্ল মার্কস
162। সমাজতান্ত্রিক সরকার প্রচলিত রয়েছে কোন দেশে?
ক. আমেরিকার যুক্তরাষ্ট্র
খ, রাশিয়া
গ. জার্মানি
ঘ. কিউবা
Answer: ঘ. কিউবা
163। সমার্থক শব্দ কোনটি?
ক. জনমত ও একনায়কতন্ত্র
খ. জনমত ও সমাজতন্ত্র
গ, জনমত ও গণতন্ত্র
ঘ, জনমত ও স্বৈরতন্ত্র
Answer: গ, জনমত ও গণতন্ত্র
164। সরকারের অঙ্গ বা বিভাগ কয়টি?
ক, ২টি
খ, ৩টি
গ. ৪টি
ঘ, ৫টি
Answer: খ, ৩টি
165। সরকারের কতটি বিভাগ রয়েছে?
ক, দুইটি
খ, তিনটি
গ, চারটি
ঘ. পাচটি
Answer: খ, তিনটি
166। সরকারের কাজ কত প্রকার?
ক. দুই
খ, তিন
গ. চার
ঘ. পাচ
Answer: খ, তিন
167। সরকারের কার্যকারিতা নষ্ট হয়—
ক. টাকা পয়সার অভাবে
খ. নীতি প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণে দক্ষতার অভাবে
গ. বিরোধী দলের সহিংস আচরণের জন্য
ঘ. দাতা দেশগুলোর সাহায্য না দেওয়ার কারণে
Answer: খ. নীতি প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণে দক্ষতার অভাবে
168। সরকারের বিভাগ কয়টি?
ক. দুইটি
খ, তিনটি
গ. চারটি
ঘ. পাচটি
Answer: খ, তিনটি
169। সরকারের বিভাগ কোনটি?
ক. আইন বিভাগ
খ. শাসন বিভাগ
গ. বিচার বিভাগ
ঘ, ক, খ ও গ
Answer: ঘ, ক, খ ও গ
170। সার্বভৌম ক্ষমতার অবস্থান অনুসারে সরকার হয় দু রকম; যথা
ক. নিয়মতান্ত্রিক রাজতন্ত্র ও প্রজাতন্ত্র
খ. গণতন্ত্র ও একনায়কতন্ত্র
গ. সংসদীয় ও রাষ্ট্রপতিশাসিত
ঘ, এককেন্দ্রিক ও যুক্তরাষ্ট্রীয়
Answer: খ. গণতন্ত্র ও একনায়কতন্ত্র
171। সুইজারল্যান্ডের শাসন ক্ষমতা কতজনের হাতে ন্যস্ত?
ক. ৬
খ. ৭
গ. ৮
ঘ. ৯
Answer: খ. ৭
172। সুযোগ্য নেতার জন্য কোনটি অপরিহার্য?
ক, জনগণের আনুগত্য
খ, সীমাহীন ক্ষমতা
গ. উচ্চশিক্ষা
ঘ. আকর্ষণীয় চেহারা
Answer: ক, জনগণের আনুগত্য
173। সুশাসন কোন ধরনের বিজ্ঞান?
ক. রাজনৈতিক
খ. অর্থনৈতিক
গ. সামাজিক
ঘ, সাংস্কৃতিক
Answer: গ. সামাজিক
174। সুশাসন বাধাগ্রস্ত হয়—
ক. আইনের শাসন না থাকলে
খ. অর্থ সম্পদ না থাকলে
গ.সুসজ্জিত সেনাবাহিনী না থাকলে
ঘ. জনসংখ্যা কম থাকলে
Answer: ক. আইনের শাসন না থাকলে
175। সুশাসন শব্দটির ইংরেজি প্রতিশব্দ কী?
ক. Good Government
খ. Good Governor
গ. Good Gang
ঘ. Good Governance
Answer: ঘ. Good Governance
176। সুশাসনের একটি সমস্যা হলো-
ক. বড় বড় অট্টালিকার অভাব
খ. সম্মোহনী নেতার অভাব
গ, জবাবদিহিতার অভাব
ঘ. দাতা দেশগুলোর সমর্থনের অভাব
Answer: গ, জবাবদিহিতার অভাব
177। সুষ্ঠ জনমত গঠনে কীসের গুরুত্ব অপরিসীম?
ক. শিক্ষার প্রসার
খ. মতামত প্রকাশের স্বাধীনতা
গ. সামাজিক স্বার্থ
ঘ. ঐক্য ও সংহতির মনোভাব
Answer: খ. মতামত প্রকাশের স্বাধীনতা
178। স্থানীয় পর্যায়ে নাগরিক সুযোগ-সুবিধা প্রদান বা সৃষ্টি করে কোন প্রতিষ্ঠান বা সংগঠন
ক. পরিবার প্রধান
খ. রাষ্ট্রীয় কর্তৃপক্ষ
গ. স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান
ঘ. এন.জি.ও
Answer: গ. স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান
179। স্বাধীনতা ও আইনের বিরোধ নেই- উক্তিটি কার?
ক, মন্টেস্কু
খ, বার্কার
গ. লক
ঘ, উইলোবি
Answer: খ, বার্কার
BCS Preli Preparation Day-9:Bangladesh Affairs
273 | মানব উন্নয়ন সূচকে বাংলাদেশ | ১৩৬ তম |
274 | মােগল সম্রাটদের মধ্যে কে প্রথম আত্মজীবনী লিখেছিলেন? | বাবর |
275 | মিঠা পানির মাছ উৎপাদনে বাংলাদেশ বিশ্বে | ৫ম |
276 | মিন্টু’ কিসের নাম? | বাংলাদেশে উদ্ভাবিত প্রথম হাইব্রিড টমেটো জাত |
277 | মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের কয়টি জেলার সীমান্ত রয়েছে? | ৩টি |
278 | মুক্তিযােদ্ধা দিবস কবে? | ১ ডিসেম্বর |
279 | মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র A state is Borm এর চলচ্চিত্রকার কে? | জহির রায়হান |
280 | মুক্তিযুদ্ধের সময় কোন সেক্টরটি নৌ সেক্টর ছিল | ১০ নম্বর |
281 | মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর কত নং সেন্টারের অধীন ছিল? | ৮ নম্বর |
282 | মুঘল সম্রাট হুমায়ূন বাংলার নাম কি দেন? | জান্নাতাবাদ |
283 | মুজিব বর্ষ ঘােষণা করা হয়েছে কোন সালকে? | ২০২০-২১ |
284 | ‘মুজিব ভাই’ গ্রন্থটি কার লেখা? | এবিএম মূসা |
285 | মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসনমন্ত্রী কে ছিলেন? | এ এইচ এম কামারুজ্জামান |
286 | মুজিবনগর সরকারের মন্ত্রণালয় বা বিভাগ ছিল | ১২টি |
287 | মুজিবনগর স্মৃতিসৌধের স্থপতি কে? | তানভীর কবির |
288 | মুসলিম উপজাতি পাঙ্গনের বাস | মৌলভীবাজার |
289 | মুসলিম নারী জাগরণের অগ্রদূত | রোকেয়া |
290 | মুসলিম নারী জাগরণের কবি | শামছুন্নাহার |
291 | মেঘনা দৈর্ঘ্য | ৩৩০ কিমি (গভীরতা – ২৭ মিটার) |
292 | মেট্রোরেল এর দৈর্ঘ্য | ২০.১ কিমি (উত্তরা থেকে মতিঝিল) |
293 | মোগল শাসনের কেন্দ্র ছিল | দিল্লি |
294 | যশাের জেলার পরিবর্তিত ইংরেজি বানান কোনটি? | Jashore |
295 | যে জেলায় হাজংদের বসবাস নেই? | সিলেট |
296 | রুপপুরে রাশিয়ার বিনিয়োগ | ৯০% (বাংলাদেশ ১০%) |
297 | রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ইউনিট ১ এর উৎপাদন ক্ষমতা কত? | 1200MW |
298 | রোহিঙ্গা সঙ্কট অবসানে প্রধানমন্ত্রীর প্রস্তাব/সুপারিশ | ৩ টি |
299 | রোহিঙ্গাদের উপর নির্মিত ‘A Pair of Sandal ‘ চলচ্চিত্রটির নির্মাতা কে? | জসীম আহমদ |
300 | লর্ড রিপন কর্তৃক গঠিত হান্টার কমিশন কিসের নাম | শিক্ষা কমিশন |
301 | লালবাগ কেল্লার অভ্যন্তরে অবস্থিত পরিবিবির মাজার। পরিবিবির আসলনাম কি? | ইরান দুখত |
302 | লালবাগ দূর্গ নির্মাণ করেন কে? | শায়েস্তা খান |
303 | শান্তিরক্ষা কার্যক্রমে শান্তিরক্ষী প্রেরণে বিশ্বে বাংলাদেশের বর্তমান অবস্থান কততম? | ৩য় |
304 | শিউর ক্যাশ স্কুল ব্যাংকিং | রুপালী ব্যাংক |
305 | শুকতারা’ কিসের নাম? | উন্নত জাতের বেগুন |
306 | শেখ মুজিব শিল্প পার্ক | ফেনী নদীর তীরে! |
BCS Preli Preparation Day-9 ছাড়া আরও দেখুন:
15th NTRCA College Exam Question Solution 2019
15th NTRCA School Exam Question Solution 2019
আপনার যে কোন প্রয়োজনে, চাকরির সার্কুলার ও আপডেট, এক্সাম ডেট, আপনার কোন কিছু জানার থাকলে নির্দ্বিধায় যোগদান করুন একঝাঁক প্রাণোচ্ছল তরুণের ফেসবুক গ্রুপ: BCS Limelight এ।
ফেসবুক বাটনে ক্লিক করে BCS Preli Preparation Day-9 কে আপনার টাইমলাইনে শেয়ার করে রাখুন।কষ্ট করে খুজতে হবে না। Notification অন করে রাখুন। নতুন পোস্ট এমনিতেই আপনার কাছে পৌছে যাবে।