Lal Nil Dipaboli ( লাল নীল দীপাবলি ) বা বাংলা সাহিত্যের জীবনী-০২
হুমায়ুন আজাদ এর লাল নীল দীপাবলি (Lal Nil Dipaboli) বা বাংলা সাহিত্যের জীবনী বাংলা সাহিত্যের এক অসাধারণ বই। বিসিএস বাংলা প্রস্তুতি নিতে গিয়ে এই লাল নীল দীপাবলি ( Lal Nil Dipaboli ) না পড়লে you are living in fool’s paradise। fool’s paradise এর বাইরে আসতে গেলে যদি এটা পড়াই লাগে অোর হাতে যদি সময় কম থাকে তাহলে দুই খণ্ডে সমাপ্ত ২৭৬টি question and answer ঝেড়ে ফেলুন।
বাংলা বিষয়ে আরো জানতে সিলেবাস দেখুন
লাল নীল দীপাবলি ( Lal Nil Dipaboli) ১ম খণ্ড পড়তে ক্লিক করুন
লাল নীল দীপাবলি ( Lal Nil Dipaboli ) বা বাংলা সাহিত্যের জীবনী ২য় ও শেষ খণ্ড
ক্রম | প্রশ্ন | উত্তর |
১৩৯ | বাংলা গদ্য সাহিত্য কখন শুরু হয়? | আধুনিক যুগে। |
১৪০ | বাংলা গদ্যর উৎপত্তি কখন? | আঠার শতকে। |
১৪১ | বাংলা গদ্যের আবির্ভাব কোন শতকে/সালে ঘটে? | ১৮০০ সালের পর থেকে |
১৪২ | বাংলা গদ্যের জনক কে? | ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। |
১৪৩ | বাংলা গদ্যের বিকাশে বলিষ্ঠ ভূমিকা পালন করে-? | সাময়ীক পত্র। |
১৪৪ | বাংলা ছাড়া ব্রাহ্মী লিপি থেকে আর কোন লিপির উদ্ভদ ঘটেছে ? | সিংহলী, শ্যামী, নবদ্বীপি, তিব্বতী ইত্যাদি। |
১৪৫ | বাংলা ভাষা ও সাহিত্যর প্রাচীনতম শাখা কোনটি? | কাব্য। |
১৪৬ | বাংলা ভাষা কোন আদি বা মূল ভাষা গোষ্ঠীর অর্ন্তগত? | ইন্দো-ইউরোপীয় ভাষা গোষ্ঠী। |
১৪৭ | বাংলা ভাষা কোন গোষ্ঠীর বংশধর? | ইন্দ-ইউরোপীয় গোষ্ঠীর। |
১৪৮ | বাংলা ভাষা/সাহিত্যের প্রাচীন, মধ্য, আধুনিক যুগের ব্যাপ্তিকাল লিখুন। | ৯৫০-১২০০; ১৩৫০-১৮০০;১৮০০-বর্তমান |
১৪৯ | বাংলা ভাষায় প্রথম সামাজিক নাটক কোনটি ? | কুলীনকুল সর্বস্ব। |
১৫০ | বাংলা ভাষায় মহাভারত কে অনুবাদ করেন? | কাশীরাম দাস। |
১৫১ | বাংলা ভাষায় রচিত প্রথম নাটক ও নাট্যকার কে? | ভদ্রার্জুন- তারাচরণ সিকদার। |
১৫২ | বাংলা ভাষায় রামায়ন কে অনুবাদ করেন? | কৃত্তিবাস। |
১৫৩ | বাংলা ভাষার আদি কবি ? | কানা হরিদত্ত। |
১৫৪ | বাংলা ভাষার আদি সাহিত্যিক নিদর্শন কি? | শ্রীকৃষ্ণকীর্তন কাব্য। |
১৫৫ | বাংলা ভাষার উৎপত্তি কোন শতাব্দীতে? | সপ্তম শতাব্দী। |
১৫৬ | বাংলা ভাষার উদ্ভব ঘটে কোন দশকে? | খ্রিষ্টিয় দশম শতকের কাছাকাছি সময়ে। |
১৫৭ | বাংলা ভাষার মূল উৎস কোন ভাষা? | বৈদিক ভাষা। |
১৫৮ | বাংলা ভাষার সঙ্গে মিল খুঁজে পাওয়া যায় কোন ভাষার? | মুন্ডা ভাষার। |
১৫৯ | বাংলা লিপি ও বর্ণমালার উদ্ভব হয়েছে কোন লিপি থেকে? | কুটিল লিপি। |
১৬০ | বাংলা সনেটের জনক কে? | মাইকেল মধুসূদন দত্ত। |
১৬১ | বাংলা সাহিত্য কথ্যরীতির প্রবর্তক কে? | প্রমথ চৌধুরী। |
১৬২ | বাংলা সাহিত্য ছোটগল্পের প্রকৃত জনক? | রবীন্দ্রনাথ ঠাকুর। |
১৬৩ | বাংলা সাহিত্যর আধুনিক যুগের সময়কাল কয়পর্বে বিভক্ত ও কি কি? | চারটি পর্বে বিভক্ত। যেমন- ১. প্রস্তুতি পর্ব (১৮০১-১৮০৫)খ্রিঃ, ২. বিকাশ পর্ব (১৮৫১-১৯০০) খ্রিঃ, ৩.রবীন্দ্র পর্ব (১৯০১-১৯৪০) খ্রিঃ ও ৪.অতি-আধুনিক যুগ (১৯০১ বর্তমান কালসীমা)। |
১৬৪ | বাংলা সাহিত্যর প্রথম সার্থক ট্রাজেডি নাটক কোনটি ? | কৃষ্ণকুমারী। |
১৬৫ | বাংলা সাহিত্যর প্রথম সার্থক নাট্যকার কে? | মাইকেল মধুসুদন দত্ত। |
১৬৬ | বাংলা সাহিত্যে গীতিকাব্য ধারার প্রথম কবি? | বিহারীলাল চক্রবর্তী। |
১৬৭ | বাংলা সাহিত্যে মহাকাব্য ধারার অন্যতম মহাকবি? | মাইকেল মধুসুদন দত্ত। |
১৬৮ | বাংলা সাহিত্যে স্বীকৃত চন্ডীদাস কয়জন? | তিনজন। বড়ু চন্ডিদাস, দীন চন্ডিদাস এবং দ্বীজ চন্ডিদাস। |
১৬৯ | বাংলা সাহিত্যের ইতিহাসে প্রধানত কয়টি যুগে ভাগ করা? | তিনটি। (প্রাচীন যুগ, মধ্যযুগ ও অধুনিক যুগ) |
১৭০ | বাংলা সাহিত্যের প্রথম উপন্যাসের নাম কি? | প্যারীচাঁদ মিত্র’র আলালের ঘরের দুলাল |
১৭১ | বাংলা সাহিত্যের প্রথম ট্রাজেডির নাম কি? | কৃষ্ণকুমারী |
১৭২ | বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন কি? | চর্যাপদ। |
১৭৩ | বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্যের নাম কি? | মেঘনাদবধ কাব্য |
১৭৪ | বাংলা সাহিত্যের প্রথম মূদ্রিত গ্রন্থ কোনটি? | ‘কথোপকথন’। |
১৭৫ | বাংলা সাহিত্যের ফসলশূন্য সময় কোনটি? | ১২০০-১৩৫০, অন্ধকারযুগ |
১৭৬ | বাংলা সাহিত্যের মধ্যযুগের প্রথম নির্দশন কি? | শ্রীকৃষ্ণ কীর্তন। |
১৭৭ | বাংলাদেশের লোক সাহিত্যের বিখ্যাত গবেষক কে? | আশরাফ সিদ্দিকী। |
১৭৮ | বাংলাভাষায় একটি কবিতাও না লিখে বাংলা ভাষার কবি হয়ে আছেন কে? | বিদ্যাপতি |
১৭৯ | বাংলাভাষায় প্রথম মুসলমান কবি কে ছিলেন? | শাহ মুহম্মদ সগীর |
১৮০ | বাংলাভাষার প্রথম মহাকবি কে? | বড়ু চন্ডীদাস |
১৮১ | বাংলার প্রথম মুদ্রন প্রতিষ্ঠানের নাম কি ? | শ্রীরামপুর মিশন। |
১৮২ | বাংলাসাহিত্য কত বছর ধরে রচিত হচ্ছে? | হাজার বছরের ও বেশি সময় |
১৮৩ | বাংলাসাহিত্যের জন্মলগ্নে কোন ভাষা টি সমাজের উঁচু শ্রেণীর ভাষা ছিল? | সংস্কৃত |
১৮৪ | বাংলাসাহিত্যের প্রথম কাব্যগ্রন্থ/ গ্রন্থ কোনটি? | চর্যাপদ |
১৮৫ | বাংলাসাহিত্যের মধ্যযুগে কোন সমস্যাটি বিদ্যমান? | চন্ডীদাস |
১৮৬ | বাঙালি রক্তধারায় কোন কোন জাতির রক্ত মিশে আছে? | ভেড্ডা, মঙ্গোলীয়, ইন্দো-আর্য, শক |
১৮৭ | বিদ্যাপতি কোন রাজ্যের সভাকবি ছিলেন? | রাজা শিবসিংহের রাজধানী মিথিলা |
১৮৮ | বিদ্যাপতির কি কি উপাধি ছিল? | কবিকণ্ঠহার, মৈথিলি কোকিল, অভিনব জয়দেব, নব কবি শেখর |
১৮৯ | বিষাদসিন্ধু কোন যুগের গ্রন্থ? | আধুনিক যুগের। |
১৯০ | বেহুলার বাড়ি কই ছিল? | উজানিনগর |
১৯১ | বৈদিক ভাষা থেকে বাংলা ভাষা পর্যন্ত বিবর্তনের প্রধান তিনটি ধারা কি কি? | প্রাচীন ভারতীয় আর্য, মধ্য ভারতীয় আর্য ও নব্য ভারতীয় আর্য। |
১৯২ | বৈষ্ণব কবিতার চার মহাকবির নাম লিখুন। | বিদ্যাপতি, চন্ডীদাস, জ্ঞানদাস, গোবিন্দ দাস |
১৯৩ | বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা কে? | বড়ু চন্ডিদাস। |
১৯৪ | বৈষ্ণবদের মতে রস কত প্রকার, কি কি? | পাঁচ। শান্ত, দাস্য, বাৎসল্য, সখ্য, মধুর |
১৯৫ | ব্রজবুলি কোন স্থানের উপভাষা ? | মিথিলার উপভাষা । |
১৯৬ | ব্রজবুলি ভাষা কোন জাতীয় ভাষা? | মৈথলী এবং বাংলা ভাষার মিশ্রনে যে ভাষার সৃষ্টি হয়। |
১৯৭ | ব্রজবুলি ভাষায় রচিত রবীন্দ্রনাথের রচনা কোনটি? | ভা্নুসিংহের পদাবলী |
১৯৮ | ব্রজবুলি ভাষার বিখ্যাত সাহিত্যিকের/শ্রেষ্ঠ কবি নাম কি? | বিদ্যাপতি এবং জয়দেব। |
১৯৯ | ব্রজবুলী ভাষার উদ্ভব কখন হয়? | কবি বিদ্যাপতি যখন মৈথিল ভাষায় রাধাকৃষ্ণ লীলার গীতসমূহ রচনা করেন। |
২০০ | ব্রাহ্মী লিপির পূর্ববর্তী লিপি কোনটি? | খরোষ্ঠী লিপি। |
২০১ | ব্রাহ্মী লিপির বিবর্তনের ধারায় কোন বর্নমালা থেকে বাংলা বর্নমালার উৎপত্তি ? | পূর্ব ভারতীয় বর্ণমালা কুটিল থেকে। |
২০২ | ভারতচন্দ্র রায়গুণাকর কোথায় জন্মগ্রহণ করেন? | বর্ধমানের(বর্তমানের হাওড়া) পেঁড়োবসন্তপুর বা পান্ডুয়া গ্রামে, ( আনু্মানিক ১৭১২ ) |
২০৩ | ভারতচন্দ্র রায়গুণাকর কোন রাজসভার কবি ছিলেন? | নবদ্বীপ |
২০৪ | ভারতচন্দ্র রায়গুণাকর রচিত অন্নদামঙ্গল কাব্যের কয়টি ভাগ ও কি কি? | ৩টি, অন্নদামঙ্গল, বিদ্যাসুন্দর, ভবানন্দ-মান্সিং কাহিনী |
২০৫ | ভারতচন্দ্র রায়গুণাকরের বিখ্যাত কাব্য কোনটি যা দুশো বছর ধরে আলোড়ন জাগিয়ে যাচ্ছে? | বিদ্যাসুন্দর |
২০৬ | ভারতচন্দ্রকে ‘রায়গুনাকর’ উপাধি দেন কে? | নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র |
২০৭ | ভারতীয় আর্য ভাষার প্রাচীন রূপ কোথায় পাওয়া যায়? | প্রাচীন গ্রন্থ ঋগ্বেদের মন্ত্রগুলোতে। |
২০৮ | ভারতীয় লিপিমালার প্রাচীনতম রূপ কয়টি ও কি কি? | দুইটি ক. খরোষ্ঠী, খ. বাহ্মী। |
২০৯ | ভারতের মৌলিক লিপি কোন লিপিকে বলা বলে? | ব্রাহ্মী লিপি। |
২১০ | ভাষা কী মেনে চলে? | নিয়ম কানুন |
২১১ | মঙ্গলকাব্যকে অপাঠ্য বলেছেন আধুনিক কোন কবি? | সুধীন্দ্রনাথ দত্ত |
২১২ | মঙ্গলকাব্যর ধারার অন্যতম কবি? | মুকুন্দরাম |
২১৩ | মধ্য যুগের বাংলা ভাষার পরিধি কত সাল পর্যন্ত বিস্তৃৃত ছিল? | ১২০১-১৮০০ সাল পর্যন্তু। |
২১৪ | মধ্যযুগের অন্যতম সাহিত্য নিদর্শন কি? | পদ্মাবতী ও অন্নদামঙ্গল। |
২১৫ | মধ্যযুগের অবসান ঘটে কখন? | ঈশ্বর গুপ্তের মৃত্যুর সঙ্গে। |
২১৬ | মধ্যযুগের একজন দেশপ্রেমিক কবি কে? | দৌলত কাজী |
২১৭ | মধ্যযুগের কবিতায় কি প্রকাশ পেত? | ধর্ম |
২১৮ | মধ্যযুগের কোন ভাষায় রবীন্দ্রনাথ কবিতা রচনা করেছেন? | ব্রজবুলি |
২১৯ | মধ্যযুগের প্রধান কাব্যধারার নাম | মঙ্গলকাব্য |
২২০ | মধ্যযুগের বলিষ্ঠ আত্মবিশ্বাসী প্রতিবাদী পুরুষ কে? | চাঁদসওদাগর |
২২১ | মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি কে? | মুকুন্দরাম চক্রবর্তী। |
২২২ | মধ্যযুগের শ্রেষ্ঠ ফসল | বৈষ্ণব পদাবলি |
২২৩ | মধ্যযুুগের বাংলা সাহিত্যর প্রধান দুটি ধারা কি ? | ১। কাহিনীমূলক ও ২। গীতিমূলক। |
২২৪ | মনসা মঙ্গলকাব্যের দু’জন সেরা কবি কে কে? | বিজয়গুপ্ত, বংশীদাস |
২২৫ | মনসামঙ্গলকাব্যের কবিগণের নাম লিখুন। | হরি দত্ত, নারায়ণ দেব, বিজয় গুপ্ত, বিপ্রদাস, |
২২৬ | মহাভারত ও রামায়ণ কে লিখেন? | বাল্মীকি, বেদব্যাস |
২২৭ | মহাভারত ও রামায়ণ বাংলায় কারা অনুবাদ করেন? | কাশীরাম দাস, কৃত্তিবাস |
২২৮ | মহাভারতের আদি রচয়িতা কে? | বেদব্যাস। |
২২৯ | মাইকেল মধুসূদন দত্তের প্রহসন দুটি কি? | একেই কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়ে রোঁ |
২৩০ | মাগন ঠাকুরের অনুরোধে আলাওল কোনটি অনুবাদ করেন? | পদ্মাবতী |
২৩১ | মালাধরবসুর রচনা কোনটি? | শ্রীকৃষ্ণবিজয় |
২৩২ | মিথিলার রাজা বিদ্যাপতিকে কোন উপাধি দেন? | কবিকণ্ঠহার |
২৩৩ | মীর মোশাররফ সাহিত্য ক্ষেত্রে আবির্ভূত হন? | উনিশ শতকের শেষার্ধে। |
২৩৪ | মুরারি শীল, ভাড়ুদত্ত, কলিঙ্গের রাজা কিসের চরিত্র? | চন্ডীমঙ্গল |
২৩৫ | মুসলমানরা কাকে পরাজিত করে বাংলায় আসে? | লক্ষ্মণ সেন |
২৩৬ | যুগ সন্ধিক্ষনের কবি কে ? | ঈশ্বরচন্দ্র দত্ত। |
২৩৭ | রবীন্দ্রনাথ যদি মধ্যযুগে জন্মাতেন তাহলে তিনি কি হয়ে জন্মগ্রহন করতেন? | বৈষ্ণব কবি |
২৩৮ | রসুলবিজয় ও বিদ্যাসুন্দর কার রচনা? | সাবিরিদ খান |
২৩৯ | রাজা লক্ষন সেনের রাজসভার পঞ্চরত কে কে ছিলেন? | উমাপতিধর, শরণ, ধোয়ী, গোবর্ধন আচার্য ও জয়দেব। |
২৪০ | রাধা ও কৃষ্ণ কিসের প্রতীক? | মানবাত্মা, পরমাত্মা |
২৪১ | রামরাম বসু কে ছিলেন? | উইলিয়াম কেরির সহযোগী |
২৪২ | রামায়নের আদি রচয়িতা কে? | কবি বাল্মীকি। |
২৪৩ | রূপকথা কে সংগ্রহ করেছিলেন? | দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। |
২৪৪ | রোমান্টিক প্রণয় উপখ্যান ধারার অন্যতম গ্রন্থ? | ইউসূফ- জুলেখা(শাহ মুহাম্মদ সগীর) |
২৪৫ | লক্ষ্মণ সেন কোন অঞ্চের রাজা ছিলেন? | নবদ্বীপ |
২৪৬ | লখিন্দর কার পুত্র , কার স্বামী ছিলেন? | চাঁদসওদাগর – সনকা, বেহুলা |
২৪৭ | লাইলি মজনু বাংলা অনুবাদ করেন কে? | বাহরাম খান |
২৪৮ | শশাঙ্ক ও পাল রাজারা নিজেদের কি বলে পরিচয় দিতেন? | গৌড়াধিপতি |
২৪৯ | শ্রী চৈতন্যর নামানুসারে মধ্যযুগের বিভাজন কিরূপ? | চৈতন্য পূর্ববর্তী যুগ (১২০১-১৫০০ খ্রিঃ), চৈতন্য যুগ (১৫০১-১৬০০) ও চৈতন্য পরবর্তী যুগ (১৬০১-১৮০০) |
২৫০ | শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কোথা থেকে উদ্ধার করা হয়? | পশ্চিম বঙ্গের বাকুড়া জেলার কাকিলা গ্রামের এক গৃহস্থ বাড়ীর গোয়ালঘর থেকে উদ্ধার করেন। |
২৫১ | শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কোন যুগের নিদর্শন? | চৈতন্যপূর্ব যুগ। |
২৫২ | শ্রীকৃষ্ণকীর্তন কাব্য কার রচনা? | বড়ু চন্ডীদাস |
২৫৩ | শ্রীকৃষ্ণকীর্তন কাব্য কে উদ্ধার করেন? | বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ |
২৫৪ | শ্রীকৃষ্ণকীর্তন কাব্য কোন জায়গা থেকে উদ্ধার করা হয়? | বাঁকুড়ার এক গোয়ালঘর থেকে |
২৫৫ | শ্রীকৃষ্ণবিজয়ের অপর নাম কি? | ভগবত |
২৫৬ | শ্রীচৈতন্যদেব কোন ধর্ম প্রচার করেন? | বৈষ্ণব ধর্ম |
২৫৭ | শ্রীচৈতন্যদেবের জীবনকাল লিখুন। | ১৪৮৬-১৫৩৩ |
২৫৮ | ষোড়শ শতকে্র মধুমালতী কার লেখা? | মহম্মদ কবির |
২৫৯ | সংস্কৃত ভাষা কত অব্দে চূড়ান্তভাবে বিধিবদ্ধ হয়? | খ্রিষ্টপূর্ব ৪০০ দিকে। |
২৬০ | সংস্কৃত ভাষায় রচিত ‘পুরুষপরীক্ষা’ কার রচনা? | বিদ্যাপতি |
২৬১ | সংস্কৃত ভাষার অপর নাম কী? | প্রাচীন ভারতীয় আর্যভাষা |
২৬২ | সনকা কার পূজা করত? | দেবীচন্ডী |
২৬৩ | সনকা কার স্ত্রী? | চাঁদসওদাগর |
২৬৪ | সনেটের জনক কে? | ইটালীর পেত্রার্ক |
২৬৫ | সন্ধ্যার কুহেলিকা কার পঙতিতে পঙতিতে ছড়ানো? | চর্যাপদ |
২৬৬ | সবচেয়ে বেশী পদ কে রচনা করেছেন ? | কাহ্নপা-১৩ টি। |
২৬৭ | সর্বসমেত কয়টি চর্যাগীতি পাওয়া গিয়েছে? | সাড়ে ছেচল্লিশটি। |
২৬৮ | সীতাচরিত কার লেখা? | লোকনাথ দাস |
২৬৯ | সুনিতি কুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা ভাষার উদ্ভর কোন অপভ্রংশ থেকে কোন সময় কালে? | পূর্ব ভারতে প্রচলিত মাগবী অপভ্রংশ এবং খ্রিষ্টিয় দশম শতকের কাছাকাছি সময়ে বাংলা ভাষার উদ্ভব হয়। |
২৭০ | সেকান্দর নামা ও হপ্তপয়করের মূল লেখক কে? | কবি নিজামী |
২৭১ | সৈয়দ সুলতানের রচনাগুলি লিখুন। | নবীবংশ, শবেমিরাজ, রসুল বিজয়, ওফাতে রসুল, জয়কুম রাজার লড়াই, ইবলিশনামা, জ্ঞানচৌতিশা, জ্ঞানপ্রদীপ |
২৭২ | স্বর্গের ধোপানীর নাম কি? | নেতা |
২৭৩ | স্বর্ণগোধিকা কি? | গুইসাপ |
২৭৪ | স্বর্ণগোধিকার বেশে কে মর্ত্যে আসে? | দেবীচন্ডী |
২৭৫ | হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষার বৌদ্ধগান ও দোহা বাংলা ও ইংরেজী কত সালে প্রকাশিত হয়? | ১৩২৩, ১৯১৬ |
২৭৬ | হানিফা ও কয়রা পরী কার রচনা? | সাবিরিদ খান |
লাল নীল দীপাবলি ১ম খণ্ড পড়তে ক্লিক করুন
বিসিএস বিগত সালগুলোর প্রিলিমিনারি প্রশ্ন ও সমাধান (১০-৩৮)(বাছাইকৃত): বাংলা-০১
best tags:
bcs, bcs exam, bcs exam bangladesh, bcs exam results, bcs exam question, bcs exam quesitons, bcs exam time table 2018, bcs exam 2018, bcs exam papers, bcs exam preparation, bcs exam preparation books, bcs exam requirements, bcs exam fees, bcs exam results portal, bcs exam result 2018, bcs exam results release date, bcs exam bangladesh 2018, bcs exam bangladesh syllabus, bcs exam bangladesh preparation, bcs exam bangladesh sample quesitons, bcs exam bangladesh rules, bcs exam question and answer, bcs exam question and answer 2018, bcs exam question and answer 2018, bcs exam question and answer 2018, bank job bangladesh 2018, bank job bangladesh circular, bank job bd circular, bank job bd guide, Bangladesh bank recruitment, Bangladesh bank recruitment model question, বিসিএস, বিসিএস প্রস্তুতি, বিসিএস সিলেবাস, বিসিএস প্রশ্ন, বিসিএস বই ডাউনলােড, বিসিএস লিখিত পরীক্ষার বই, বিসিএস কি, বিসিএস পরীক্ষা, বিসিএস পুলিশ ক্যাডার, বিসিএস লিখিত পরীক্ষার সিলেবাস, বিসিএস শিক্ষা ক্যাডার, বিসিএস প্রস্তুতি বই ডাউনলােড, বিসিএস প্রস্তুতি ৩৯, বিসিএস প্রস্তুতি রুটিন, বিসিএস প্রস্তুতির বই, বিসিএস প্রস্তুতি প্রশ্ন, বিসিএস প্রস্তুতি pdf, বিসিএস সিলেবাস ৩৯তম, বিসিএস সিলেবাস ৩৮তম, বিসিএস সিলেবাস ৩৬তম, বিসিএস সিলেবাস ৩৫তম, বিসিএস সিলেবাস pdf, বিসিএস সিলেবাস ডাউনলােড, বিসিএসের সিলেবাস, বিসিএস এর সিলেবাস, ৩৮তম বিসিএস এর সিলেবাস, ৩৮ তম বিসিএস ৩৮ তম বিসিএস প্রস্তুতি, ৩৮ তম বিসিএস সিলেবাস, ৩৯ তম বিসিএস কবে হতে পারে, ৩৯ তম বিসিএস প্রিলি প্রস্তুতি, ৩৯ তম বিসিএস পরীক্ষা, ৩৯তম বিসিএস প্রিলি, ব্যাংক জব প্রস্তুতি বই ব্যাংক জব প্রশ্ন, ব্যাংক জব সার্কুলার ২০১৮, ব্যাংক জব ২০১৮, ব্যাংক জবের প্রস্তুতি, ব্যাংক জব কোচিং ব্যাংক জব সিলেবাস, ব্যাংক জব সলুশন, ব্যাংক জব ভাইভা, ব্যাংক জব নিয়ােগ, লাল নীল দীপাবলি থেকে যে প্রশ্ন আসে, লাল নীল দীপাবলি থেকে যা পড়তে হবে, লাল নীল দীপাবলি এর গুরুত্বপূর্ণ প্রশ্ন, Lal Nil Dipaboli
Thank You Sonaton Da