BCS Preli Preparation Day10 : BCS Preli Preparation Day10 সনাতন দা’র আড্ডায় চালু করা ১০দিন ভিত্তিক BCS Preli Preparation Crush Program এর শেষ দিনের কার্যক্রম। নিচে দেয়া রুটিনটা Follow করতে পারেন। রুটিন ২৬.০৪.২০১৯ পর্যন্ত আপডেট করা হয়েছে।
এই পোস্টের একেবারে শেষে দেখুন, ২৬.০৪.২০১৯ রাত থেকে আপনার কর্ম-পরিকল্পনা কী হবে! অন্তত এই পোস্টটি টাইমলাইনে শেয়ার করে রাখুন- কষ্ট করে খুজতে হবে না।
যারা সত্যিকার অর্থে স্বল্প সময়ে মোটামুটিভাবে কাজ চালানোর মত একটা Preparation নিতে চান, তারা BCS Preli Preparation Day10 শুরু করার আগে Routine অনুযায়ী তারিখভিত্তিক Question and Answer গুলো নিজ দায়িত্বে শেষ করে ফেলুন।
জানি, আপনার সব পড়া আছে। তবু একবার চোখ বুলিয়ে যান। সারাদিনে মাত্র ২ ঘণ্টা ৩০ মিনিট আড্ডায় দিন, আপনাকে পিছনে ফিরে তাকাতে হবে না। BCS Preli Preparation Day10 জাতীয় Crush Program মূলত তাদের জন্য যাদের হাতে অত সময় নেই; পড়তে ইচ্ছে করে না- তাদের।
BCS Preli Preparation Day10 এ Question গুলো সাজানো হয়েছে এমনভাবে যেন পড়তে গিয়ে আপনার বিরক্তি না আসে। সর্বমোট ২২২৭টি Exclusive Question ১০ দিনে আমরা আয়ত্ব করব। এর মানে কেউ এটা করে নিবেন না যে, এটুকুতেই আপনার BCS Preli Preparation হয়ে যাবে। তবে একটা কিছু তো হবে নিশ্চয়ই।
এখানে শুধু সম্ভাব্য Preliminary Question and Answer দেয়া হয়েছে। চারটা অপশন আপনাকে যেন বিভ্রান্তিতে না ফেলে সেজন্য প্রযোজ্য ক্ষেত্রে অপশন বাদ দিয়েছি। BCS Preli Preparation Day10 এ কোন ভুল পেলে কমেন্ট করবেন। কারণ, ভুল হতেই পারে। কিন্তু শুদ্ধ করা যাবে না- এমন কোথাও লেখা নেই।
BCS Preli Preparation Day10 এবং এর পূর্বাপর সকল কিছুই পড়ার শর্ত একটাই– প্রতিদিনেরটা প্রতিদিনেই শেষ করতে হবে। ৩নম্বর হাত- মানে, অজুহাত দেখাবেন না। পড়ার ফাঁকে পড়ুন BCS Preli Preparation Day10, কাজের ফাঁকে পড়ুন BCS Preli Preparation Day10। বাসে পড়ুন, রেস্টরুমে পড়ুন BCS Preli Preparation Day10. BCS Preli Preparation Day10 পড়া হলে পড়ুন: BCS Exam Date 03-05-2019 : শেষ সময়ের শেষ কথা
BCS Preli Preparation : A 10 Day Crush Program Routine
A 10 Day Crush Program: BCS Preli Preparation Day10
BCS Preli Preparation Day10 : International Affairs
289 | বিশ্বের কোন দেশে সর্বাধিক নিউক্লিয়ার পাওয়ার রিঅ্যাক্টর রয়েছে? | যুক্তরাষ্ট্র |
290 | বিশ্বের কোন নগরটি দুটি মহাদেশে বিস্তৃত? | ইস্তাম্বুল |
291 | বিশ্বের প্রথম কোন দেশে জাতীয় পতাকা প্রচলন শুরু হয়? | ডেনমার্ক |
292 | বিশ্বের বৃহত্তম মুক্ত বাণিজ্যচুক্তি কোন কোন দেশের মধ্যে হয়েছে? | ইইউ-জাপান |
293 | বিশ্বের বৃহত্তম সাহায্যদাতা দেশ কোনটি? | জাপান। |
294 | বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট কোনটি? | EU |
295 | বিশ্বের সর্বকনিষ্ঠ নােবেল বিজয়ী কে? | মালালা ইউসুফজাই |
296 | ব্রিকস কবে প্রতিষ্ঠিত হয়? | ১৬ মে ২০০৮ রাশিয়ায়। |
297 | ব্রিকস কী? | ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা নিয়ে ২০০৮ সালে প্রতিষ্ঠিত উদীয়মন অর্থনীতির ৫ টি দেশ। ব্রিকস এর কোনো সদর দফতর নেই। |
298 | ব্রিটন উডস কোথায় অবস্থিত? | যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পসায়ারে। বিশ্ব ব্যাংক ও আইএমএফ গঠনের সিদ্ধান্ত এখান থেকে নেয়া হয়। |
299 | ব্রেক্সিট বিরোধী পরিকল্পনা | ২০/২০ পরিকল্পনা |
300 | ব্রেটন উডস প্রতিষ্ঠান কী কী? | বিশ্ব ব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল। ১৯৪৪ সালে এ দুটি প্রতিষ্ঠিত হয়। |
301 | ‘ব্ল্যাক মানডে’ কিসের সঙ্গে সম্পর্কিত | স্টক মার্কেট |
302 | ‘ব্ল্যাক সেপ্টেম্বর কী? | একটি গেরিলা সংস্থা। |
303 | ভলভাে’ কোন দেশের গাড়ি? | সুইডেন |
304 | ভারত মহাসাগরে অবস্থিত মার্কিন নৌ-ঘাঁটির নাম কী? | দিয়াগো গার্সিয়া। |
305 | ভারতের কোন শহরকে WIFI শহর বলা হয় | বেঙ্গালুর |
306 | ভারতের পার্লামেন্টের কক্ষদুটির নাম কী কী? | রাজ্যসভা ও লোকসভা |
307 | ভারতের প্রথম মুসলমান রাষ্ট্রপতি কে? | ড. জাকির হোসেন। (ভারতের বর্তমান ও ১৪ তম প্রেসিডেন্ট : রামনাথ কোবিন্দ) |
308 | ভারতের সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে স্থলসীমান্ত চুক্তি পাস হয়? | ১০০তম |
309 | ভুটানের রাষ্ট্রীয় ফুল কী? | নীল পপি |
310 | ভূ-রাজনীতি বিষয়ক Pivots বলতে কোন অঞ্চলকে বােঝায়? | ইউরেশিয়া |
311 | ভেনিজুয়েলা প্রজাতন্ত্র কোন মহাদেশে অবস্থিত? | দক্ষিণ আমেরিকায়। |
312 | মংডু’ কোন দুটি দেশের সীমান্ত এলাকা? | বাংলাদেশ-মায়ানমার |
313 | মাইকেল জর্ডান কোন খেলার সঙ্গে যুক্ত? | বাস্কেটবল |
314 | মাইক্রোসফট কম্পিউটার প্রতিষ্ঠানের বর্তমান নির্বাহী কে? | সত্য নারায়ন নাদেল্লা। |
315 | মাথাপিছু গ্রিণহাউস নিঃসরণে শীর্ষ দেশ | কুয়েত! |
316 | ‘মাদাগাসকারের’ রাজধানীর নাম কী? | আনতানানারিতাে |
317 | মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর ‘পেন্টাগন’ কোথায়? | ভার্জিনিয়া |
318 | মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান ভাইস প্রেসিডেন্টের নাম কী? | মাইক পেন্স। (তার আগে ছিলেন জো বাইডেন)। |
319 | মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনে ইলেক্টরাল কলেজে কতজন নির্বাচক থাকেন? | ৫৩৮ |
320 | মাহাথির মােহাম্মদের প্রধানমন্ত্রীত্বের সময়কাল | ১৯৮১-২০০৩ |
321 | মিয়নমারের বার্তা সংস্থার নাম কী? | মিয়ানমার নিউজ এজেন্সি |
322 | মিয়ানমারের খ্রিস্টান অধ্যুষিত প্রদেশ | কাচিন |
323 | মিয়ানমারের বর্তমান সীমান্তরক্ষী বাহিনী | BGP (আগে ছিলো নাসাকা/লুনথিন) |
324 | মিয়ানমানের সীমান্তবর্তী দেশ কয়টি? | ৫টি |
325 | মিয়ানমারে রোহিঙ্গারা নাগরিকত্ব হারায় কত সালে | ১৯৮২ সালে |
326 | মুক্তবাজার অর্থনীতিতে বিশ্বের শীর্ষ দেশ কোনটি? | হংকং |
327 | মুসলিম প্রধান না হয়েও ওআইসির (OIC) সদস্য | গায়ানা |
328 | ম্যাকমোহন লাইন কী? | ভারত ও চীনের সীমারেখা |
329 | ম্যাজিনো লাইন কী? | জার্মানি ও ফ্রান্সের মধ্যকার সীমারেখা |
330 | যুক্তরাজ্যের রক্ষণশীল দলের বর্তমান নেতার নাম কী ? | থেসারা মে। ২০১৬ থেকে বর্তমান |
331 | যুক্তরাষ্ট্র কখন বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়? | ৪ এপ্রিল ১৯৭২ সালে |
332 | রােহিঙ্গা ইস্যুতে কোন দেশ মিয়ানমারের সাথে সম্পর্ক ছিন্ন করে | মালদ্বীপ |
333 | রিও প্যাক্ট কখন স্বাক্ষরিত হয়? | ১৯৯২ সালে ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে। |
334 | লয়া জিরগা কী? | আফগানিস্তানের সর্বোচ্চ মহাপরামর্শ পরিষদ। |
335 | লাইন অব কন্ট্রোল বলতে কোন দুটি দেশের সীমান্তবর্তী রেখাকে চিহ্নিত করে? | ভারত ও পাকিস্তান |
336 | লুকা মদরিচ’ কোন দেশের নাগরিক? | ক্রোয়েশিয়া |
337 | লোকসংখ্যায় জাতিসংঘের ক্ষুদ্রতম দেশ কোনটি? | নাউরু। রাজধানী: ইয়েরেন। ওশেনিয়া মহাদেশে অবস্থিত। |
338 | লৌকর্ণ চুক্তি” কিসের সাথে সম্পর্কিত? | জার্মানির জাতিপুঞ্জে ফিরে আসা |
339 | শতবর্ষব্যাপী যুদ্ধের সময়কাল কোনটি? | ১৩৩৮-১৪৫৩ খ্রি. |
340 | শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত প্রথম এশীয় কে? | লি ডাক থো। তিনি ভিয়েতনামের নাগরিক। |
341 | শ্রীলংকার ভাষার নাম কী? | সিংহলি। |
342 | শ্রীলংকার সংসদের নাম | পার্লামেন্ট(২২৫ আসন) |
343 | শ্রীলঙ্কা তাদের কোন বন্দরটি চীনের কাছে ইজারা দেয় | হাম্বানটুটা বন্দর |
344 | সনোরা লাইন কোন দুটি দেশের বিভক্তকারী সীমান্তরেখা? | যুক্তরাষ্ট্র-মেক্সিকো |
345 | সম্প্রতি কোন দুটি দেশ বৃহত্তম তেল চুক্তি করে? | রাশিয়া-সৌদি আরব |
346 | সম্প্রতি কোন দেশ জাতিসংঘের উদ্বাস্তু বিষয়ক কর্মসূচি পরিত্যাগ করে? | তাঞ্জানিয়া |
347 | সম্প্রতি স্বাধীনতার পক্ষে গণভোটের আয়োজন করে | কাতালোনিয়া |
348 | সর্বপ্রথম বাংলাদেশে থ্রিজি সেবা চলু করে কোন প্রতিষ্ঠান? | টেলিটক। ২০১২ সালের ১৪ অক্টোবর। |
349 | সাম্প্রতিক সময়ে কোন দেশটি পুলিশি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেয়েছে? | তিউনিসিয়া |
350 | সার্কের ১৩তম মহাসচিব কে? | আমজাদ হোসেন সিয়াল। |
351 | সাহিত্যে নোবেলজয়ী প্রথম নারী | সেলমা লেগারলফ |
352 | সিনাই উপত্যকা | মিসরে |
353 | সুয়েজ খাল কোন কোন জলরাশিকে যুক্ত করেছে? | ভূমধ্যসাগর ও লোহিত সাগর। |
354 | সুয়েজ খাল কোন দেশে অবস্থিত? | মিশর |
355 | সেভেন সিস্টার্স বলতে কী বোঝায়? | সেভেন সিস্টার্স বলতে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের ৭ টি রাজ্যকে বোঝায়।এরা হল আমিত্রিমেঅনাম- আসাম, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়, অরুনাচল, নাগাল্যান্ড ও মনিপুর। |
356 | স্টিফেন হকিংয়ের জন্ম | ১৯৪২ সালে ব্রিটেনে (মৃত্যু আমেরিকায় ১৪ মার্চ ২০১৮) |
357 | স্টেট অব দি ইউনিয়ন কী? | যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বছরের শেষ ভাষণ |
358 | স্ট্যাচু অব পিস’ কোথায় অবস্থিত? | নাগাসাকি |
359 | স্থায়ী সালিস আদালত কোথায়? | হেগে |
360 | স্পেনের কোন অঞ্চল স্বাধীনতার জন্য বর্তমানে আন্দোলন করছে? | কাতালোনিয়া |
361 | স্বর্ণ নগরী বলা হয় | জোহানেসবার্গকে |
362 | হাজার হ্রদের দেশ হচ্ছে | ফিনল্যান্ড |
363 | হাম্বানটোটা কি? | এটি শ্রীলংকার একটি সমুদ্র বন্দর। |
364 | হিরোশিমায় নিক্ষেপ করা প্রথম আনবিক বোমার নাম কী? | লিটল বয় |
365 | হুতি কোন দেশের বিদ্রোহী গ্রুপ? | ইয়েমেন |
366 | হেবরন হত্যাকাণ্ড কে করেন? | গোল্ড স্টেন বারুচ। ১৯৯৪ সালের ২৫ ফেব্রুয়ারি। |
BCS Preli Preparation Day10 : Bengali Literature
298 | শহিদ বুদ্ধিজীবী সাহিত্যিক শহীদুল্লাহ কায়সার পেশায় কী ছিলেন ? | সাংবাদিক |
299 | শামসুর রাহমানের ” এ লাশ আমরা রাখবো কোথায়” কোন প্রেক্ষােপটে লেখা? | ভাষা আন্দোলনের শহীদ স্মরণে |
300 | ‘শিখা’ পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন | আবুল হুসেন |
301 | শেক্সপিয়রের ‘রোমিও জুলিয়েটের’ ভাবানুবাদ কোনটি? | চারুমুখ চিত্তহারা |
302 | শেখ আবদুর রহিম কর্তৃক প্রকাশিত নয় এমন পত্রিকার নাম | কোহিনূর |
303 | শেষ রাত্রির তারা গল্পগ্রন্থ কার লেখা? | আবু জাফর শামসুদ্দিন |
304 | শেষের কবিতা উপন্যাসের চরিত্র কোনটি? | লাবন্য |
305 | শেষের কবিতা কোন শ্রেণীর রচনা? | উপন্যাস |
306 | ‘শেষের পরিচয়’ কার লেখা? | শরৎচন্দ্র চট্টোপাধ্যায় |
307 | ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যটি কয় খণ্ডের? | ১৩ খণ্ডের |
308 | সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক কে ছিলেন ? | ঈশ্বরচন্দ্র গুপ্ত |
309 | ‘সঞ্চয়ন’ প্রবন্ধটি রচনা করেন কে? | কাজী মোতাহার হোসেন |
310 | ‘সঞ্চিতা’ কোন কবির কাব্য সংকলন? | কাজী নজরুল ইসলাম |
311 | সতীশ, সাবিত্রী , কিরণময়ী চরিত্রত্রয় কোন উপন্যাসের ? | চরিত্রহীন |
312 | সত্য যে কঠিন , কঠিনেরে ভালোবাসিলাম -সে কখনো করে না বঞ্চনা। কবিতাংশটি কার | রবীন্দ্রনাথ ঠাকুর। |
313 | সম্প্রতি চর্যাপদের ইংরেজি অনুবাদ করেন কে ? | হাসনা জসীমউদ্দীন মওদুদ; মার্চ , ২০১৭ |
314 | সাত সাগরের মাঝি’ কাব্যগ্রন্থটির কবি কে? | ফররুখ আহমদ |
315 | সামরিক শাসন বিরোধী দৃষ্টিভঙ্গি প্রকাশিত হয়েছে যে উপন্যাসে | ওস্কার। |
316 | সাহিত্যে বাংলা গদ্যের ব্যবহার শুরু হয় কোন শতকে? | উনিশ শতকে |
317 | সিকান্দার আবু জাফর সম্পাদিত সাহিত্য পত্রিকা কোনটি? | সমকাল |
318 | সুধাকর পত্রিকার সম্পাদক ছিলেন কে ? | শেখ আব্দুর রহিম |
319 | সুধীন্দ্রনাথ তাঁর তন্বী কাব্যগ্রন্থ কাকে উৎসর্গ করেন? | মুজজাফর |
320 | ‘সুরঞ্জনা, ওইখানে যেয়ো নাকো তুমি’ কোন কবির বিখ্যাত পঙক্তি? | জীবনানন্দ দাশ |
321 | ‘সুলতানার স্বপ্ন’ কোন ধরণের গল্প? | উপন্যাস |
322 | সেলিনা হোসেন কোন গ্রন্থ অবলম্বনে চলচ্চিত্র নির্মিত হয়েছে | পোকামাকড়ের ঘরবসতি |
323 | সৈনিক বধূ গল্পের লেখক কে? | নীলিমা ইব্রাহীম |
324 | সৈয়দ মুজতবা আলী রচিত ‘দেশে বিদেশে’ একটি | ভ্রমন কাহিনী। |
325 | সৈয়দ মুজতবা আলীর ‘দেশে বিদেশে’ বইটিতে কোন শহরের কাহিনী প্রাধান্য পেয়েছে ? | কাবুল |
326 | স্ত্রীর মৃত্যুকে উপলক্ষ করে রবীন্দ্রনাথ রচনা করেন | স্মরণ |
327 | স্বাধীন বাংলাদেশের প্রথম গ্রন্থ কোনটি ? | জাগ্রত বাংলাদেশ ( আহমদ ছফা ) |
328 | হরপ্রসাদ শাস্ত্রী পুঁথি সংগ্রহের জন্য গিয়েছেন | তিব্বত, নেপাল |
329 | হাসনা জসীমউদ্দীন মওদুদ কর্তৃক ইংরেজিতে অনূদিত চর্যাপদের নাম কী ? | মিস্টিক পোয়েট্রি অব বাংলাদেশ |
330 | হিং টিং ছট কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যের? | সোনার তরী |
331 | হেমাঙ্গিনী ও কাদম্বিনী কোন গল্পের বিখ্যাত চরিত্র? | মেজ দিদি |
BCS Preli Preparation Day10 : Bangladesh Affairs
307 | শেয়ার বাজারের নিয়ন্ত্রক সংস্থা কোনটি | বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন |
308 | সংবিধান অনুযায়ী বিচারপতিরা স্বীয় পদে বহাল থাকতে পারেন কত বছর বয়স পর্যন্ত? | ৬৭ বছর |
309 | সংবিধান অনুযায়ী সংসদ সদস্যের বাইরে থেকে টেকনােক্র্যাট মন্ত্রী নিয়ােগ দেওয়া যায় | ১০% |
310 | সংবিধান দিবস পালিত হয় কত তারিখ? | ৪ নভেম্বর |
311 | সংবিধান রচনা কমিটির একমাত্র নারী সদস্য | বেগম রাজিয়া বানু |
312 | সংবিধান সংশােধন বিধান লিপিবদ্ধ হয়েছে কত নং অনুচ্ছেদে? | ১৪২নং |
313 | সংবিধানের কত অনুচ্ছেদে ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতার কথা বলা আছে? | ১২ |
314 | সংবিধানের কত নং অনুচ্ছেদে জীবন ও স্বাধীনতা কথা আছে? | ৩২ |
315 | সংবিধানের কোন অনুচ্ছেদে সরকারি কর্মকমিশন গঠনের কথা উল্লেখ আছে? | ১৩৭ |
316 | সংরক্ষিত নারী আসনসংখ্যা ৫০ এ উন্নীত করা হয় কততম সংশােধনীতে? | পঞ্চদশ |
317 | সংসদ অধিবেশন সমাপ্ত হওয়ার কত দিন আবার ডাকা বাধ্যতামূলক ? | ৬০ |
318 | সংসদে ফোরামের জন্য কতজন সংসদ সদস্যের উপস্থিতি প্রয়োজন | ৬০ |
319 | সংসদে সংরক্ষিত নারী আসন ৫০ করা হয় | ২০১১ সালে (২০৪৪ সাল পর্যন্ত থাকবে) |
320 | সন্ধ্যাকর নন্দী ছিলেন | পালযুগের কবি |
321 | সন্ধ্যাকর নন্দী রচিত পাল যুগের শ্রেষ্ঠ সাহিত্য | রামচরিত |
322 | সমুদ্রসীমা জয় | ১৪ মার্চ ২০১২ (মিয়ানমারের সাথে) |
323 | সম্রাট বাবর রচিত আত্মজীবনীর নাম কী? | তুযুক-ই-বাবর |
324 | সরকারি হিসাবমতে বাংলাদেশিদের গড় আয়ু | ৭১.৬ বছর |
325 | সরকারি হিসেবে বাংলাদেশের আদিবাসীর সংখ্যা কত? | ৪৮ |
326 | সর্ব বৃহৎ যমুনা সার কারখানা কোতায় অবস্থিত? | জামালপুর |
327 | সর্বপ্রথম জিডিপি প্রবৃদ্ধি ৭ শতাংশ অতিক্রম করে | ২০১৫-১৬ অর্থ বছরে |
328 | সর্বপ্রথম রেডিক্যাশ চালু করে | জনতা ব্যাংক |
329 | সর্বশেষ শহীদ হন কোন বীরশ্রেষ্ঠ? | ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর |
330 | সুন্দরবনের বাঘ গণনার ব্যবহৃত হয় | পাগমার্ক |
331 | সুপ্রিম কোর্টের আপিল বিভাগের প্রথম নারী বিচারপতির নাম কী? | নাজমুন আরা সুলতানা |
332 | সুলতান মাহমুদের সভাকবি কে ছিলেন? | মহাকবি ফেরদৌসি |
333 | সেন বংশে পন্ডিত ও কবি ছিলেন | লক্ষণ সেন |
334 | সেন বংশের শেষ রাজার নাম কী? | লক্ষণ সেন |
335 | সেন যুগের অমর সাহিত্য | জয়দেবের গীতগোবিন্দসও কবীন্দ্র ধোয়ারির ” পবনদূত” |
336 | সেন যুগের শেষের দিকে মানুষের মুখে প্রচলিত কবিতা গুলো সংকলিত হয় | শ্রীধর দাসের ” সদুক্তিকর্ণামৃত ” নামক সাহিত্যে |
337 | সেভেন সামিট’ এর কৃতিত্ব অর্জন করেন কে? | ওয়াসফিয়া নাজনীন |
338 | সৈয়দ শামসুল হকের উপন্যাস নিষিদ্ধ লেবান অবলম্বনে নির্মিত চলচ্চিত্র | গেরিলা |
339 | স্বাক্ষরতা | ৭১% (৭১ সাল ৭১%) |
340 | স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে চরমপত্র পাঠ করতেন কে? | এম আর আক্তার মুকুল |
341 | স্মার্টকার্ডে তথ্য | ৩২ ধরণের (সেবা-২২ ধরনের) |
342 | হলওয়েল মনুমেন্ট’ কার বিরুদ্ধে নির্মিত হয় | নবাব সিরাজউদ্দৌলা |
343 | হাবিব ব্যাংক ও কমার্স ব্যাংকের বর্তমান নাম কী? | অগ্রণী ব্যাংক |
344 | হেমন্ত মেলার আয়োজক | বিসিক (বাণিজ্য মেলা-ইপিবি) |
BCS Preli Preparation Day10: General Science
541 | শিশুর স্বাভাবিক চোখের স্পষ্ট দৃষ্টির নূন্যতম দূরত্ব | ৫ সেমি। |
542 | শ্বেত কণিকা কয় প্রকার ? দুই প্রকার। | যথা ১.অ্যাগ্রানুসাইট, ২. গ্রানালোসাইট। |
543 | শ্বেত কণিকার পরিমাণ স্বাভাবিক থেকে ২০, ০০০- ৩০, ০০০ হয় তখন | লিউকোসাইটোসিস হয় । |
544 | শ্বেত কণিকার সংখ্যা বেড়ে গেলে তাকে বলে | লিউকোমিয়া । যদি শ্বেত কণিকার সংখ্যা ৫০,০০০-১,০০০,০০০ হয় তাহলে তাকে লিউকোমিয়া বা ব্লাড ক্যান্সার বলে। |
545 | শ্বেত রক্তকনিকার অপর নাম কি? | লিউকোসাইট। |
546 | শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্র | অডিও মিটার |
547 | শর্করা গঠনের উপাদান নিচের কোনটি? | কার্বন |
548 | শর্করা বিপাকের দ্বারা শক্তি উৎপাদনে সাহায্য করে কোনটি? | ফসফরাস |
549 | শর্করার ক্ষেত্রে সঠিক উক্তি | শর্করা কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন নিয়ে গঠিত এবং ইহা শর্করা বর্ণহীন, গন্ধহীন ও মিষ্টি স্বাদযুক্ত |
550 | শরীর ঠিক রাখার জন্য নিয়মিত কী করা উচিত? | শরীরচর্চা করা |
551 | শরীরে ক্যালসিয়ামের অভাব হলে | শিশুদের দাঁত দেরীতে ওঠে, অস্টিওম্যালেসিয়া রোগ হয় |
552 | শরীরের ক্ষত পুনর্গঠনের কাজে প্রয়োজন হয় কোন ভিটামিন? | ভিটামিন ‘C’ |
553 | শরীরেরে পানি শতকরা কতভাগ কমলে সংজ্ঞা লোপ পায় এমনকি মৃত্যুও ঘটতে পারে? | ১০% |
554 | শ্রেণিবিন্যাসের কয়টি ধাপ আছে ? | ৭টি। সর্বোচ্চ একক > জগত , সর্বনিম্ন > প্রজাতি |
555 | শ্রেণিবিন্যাসের/দ্বিপদ নামকরণের জনক কে? | ক্যারোল্যাস লিনিয়াস |
556 | সুক্রোজ এর উৎস? | আখের রস |
557 | সকল প্রকার পরিবেশে জীবনকে মানিয়ে চলাই জীবনের | ধর্ম |
558 | সাধারণ তাপমাত্রায় | চর্বি কঠিন অবস্থায় থাকে এবং অসম্পৃক্ত ফ্যাটি এসিড তরল অবস্থায় থাকে |
559 | সাধারণত আমাদের রক্তে কত % LDL থাকে? | ৭০% |
560 | সালোক সংশ্লেষণ কোন আলোতে সবচেয়ে বেশি হয় ? | লাল |
561 | সিএনজি এর মূল উপাদান | মিথেন গ্যাস। |
562 | সিনেমাস্কোপ প্রজেক্টরে যে ধরনের লেন্স ব্যবহৃত হয় | অবতল |
563 | সিমেন্ট ও প্লাস্টার অব প্যারিস তৈরির কাঁচামাল | জিপসাম। |
564 | সেলুলোজ জাতীয় খাদ্য? | বাদাম |
565 | স্যাটেলাইট কোথায় পাওয়া যায় ? | ক্রোমোজমে। |
566 | স্থায়ী টিস্যু কত প্রকার ? | ২ প্রকার । যথা । ১. সরল টিস্যু ২. জটিল টিস্যু । |
567 | সুনামীকে পৃথিবীর কত নম্বর প্রাকৃতিক দূর্যোগ বলা হয় | ৩য়। |
568 | স্নায়ুটিস্যুর একক কি? | নিউরণ |
569 | স্নেহ বা লিপিড জাতীয় খাদ্যের মৌলিক উপাদান হচ্ছে | ফ্যাটি এসিড ও গ্লিসারল |
570 | স্নেহে দ্রবনীয় | ভিটামিন A,D,E,K। |
571 | সন্তানসম্ভবা মহিলাদের ক্ষেত্রে কোনটি গুরুত্বপূর্ণ? | Rh ফ্যাক্টর |
572 | স্বাভাবিক চোখের দূরবিন্দুর দূরত্ব | অসীম। |
573 | স্বাভাবিকে তুলনায় অনুচক্রিকার পরিমাণ বেশি হলে রক্তনালীর অভ্যন্তরে রক্ত জমাট বাধাকে বলে | থ্রম্বোসিস |
574 | সবচেয়ে পুরোনো কয়লা | অ্যানথ্রাসাইট। |
575 | সবচেয়ে বেশি পরিমাণ প্রোটিন পাওয়া যায় কোনটি থেকে? | শিং মাছ |
576 | সবচেয়ে বেশি লোহিত কণিকা থাকে | ভ্রণে(৮০-৯০লাখ) । |
577 | সবুজ বিপ্লব শুরু হয় | ১৯৪৫ সালে আমেরিকায় |
578 | স্বপরাগায়ণের উদাহরণ | সরিষা, কুমড়া, ধুতুরা ইত্যাদি |
579 | সময়ের সাথে নতুন প্রজাতির সৃষ্টিকে বলে | জৈব বিবর্তন। |
580 | সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে | ১০ নিউটন। |
581 | সমুদ্রের গভীরতা মাপা হয় যে যন্ত্র দ্বারা | ফ্যাদোমিটার |
582 | সরিষার বীজে শতকরা কত ভাগ তৈল থাকে | প্রায় ৪০ভাগ |
583 | সরিয়া ফুল একটি | বহুপ্রতিসম ফুল |
584 | সূর্যালোকের অতিবেগুণি রশ্নির সহায়তার মানুষের ত্বকে কোন ভিটামিন সংশোষিত হয়? | ভিটামিন ডি |
585 | সূর্যমুখী একটি | নিরপেক্ষ দিনের উদ্ভিদ |
586 | সর্বজন দাতা গ্রুপ | O+ গ্রুপ। |
587 | সর্বপ্রথম এইডস চিহ্নিত হয় | আফ্রিকায়। |
588 | সর্বপ্রথম কে “ইভোলিউশন” শব্দটি ব্যবহার করেন | হার্বাট স্পেনসার। |
589 | সরল টিস্যু কয় প্রকার ? | ৩প্রকার । যথা : ১. প্যারেনকাইমা ২. কোলেনকাইমা ৩. স্ক্লেরেনকাইমা। |
590 | সুষম খাদ্য তালিকায় কোনটির পরিমাণ সবচেয়ে বেশি? | কার্বোহাইড্রেট |
591 | সুষম খাদ্যে প্রয়োজনীয় উপাদানগুলো উপযৃুক্ত পরিমাপে অন্তর্ভুক্তির ক্ষেত্রে কোনটি গুরুত্বপূর্ণ নয়? | শারীরিক প্রতিবন্ধকতা |
592 | সুষম খাদ্যের পিরামিযে শর্করা স্থান কোনটি? | নিচু স্তরে |
593 | হাঁটতে গেলে উচু নিচু জায়গায় হোঁচট খাই কেন | স্থিতি জড়তার জন্য। |
594 | হার্ট-বিটের স্বাভাবিক গতি | একজন সুস্থ্য প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে প্রতি মিনিটে ৬০-১০০ বার |
595 | হিমোগ্লোবিন কি? | আয়রণ বা লৌহজাত |
596 | হৃৎপিন্ডের আকৃতি | ত্রিকোণাকার। |
597 | হৃদপিণ্ডের করোনারি ধমনি কোন কারণে বন্ধ হয়ে গেলে হৃদপেশির রক্ত সরবরাহ বন্ধ হয়ে গিয়ে যে রোগ সৃষ্টি হয় তাকে কি বলে ? | হ্যার্ট অ্যাটাক |
598 | হৃদপিণ্ডের প্রসারণ কি বলে ? | ডায়াস্টোল |
599 | হৃদপিণ্ডের স্পন্দন প্রবাহ উত্পাদন ত্রুটিপূর্ণ হলে বা উত্পন্ন প্রবাহ সঠিকপথে পরিবাহিত না হলে তাকে কি বলে? | হার্ট ব্লক বা হাট অবরোধ |
600 | হৃদপিন্ডের সংকোচনকে কি বলে ? | সিস্টোল |
601 | হরমোন কোন গ্রন্থি থেকে নিসৃত হয় ? | অন্ত:ক্ষরা |
BCS Preli Preparation Day10: Ethics, Values and Good governance (সংগৃহীত- সোর্স মনে নেই)
180 | “শাসক ও উন্নয়ন”শীর্ষক প্রতিবেদন প্রথম প্রকাশ করে ? | বিশ্বব্যাংক (১৯৯২)। |
182 | “শাসন ও ক্রমবর্ধমান মানবিক উন্নয়ন’ শীর্ষক প্রতিবেদন প্রথম প্রকাশ করে? | জাতিসংঘ (১৯৯৭)। |
183 | AFDB এর মতে সুশাসনের উপাদান কতটি ? | ৫টি। |
184 | IDA এর মতে সুশাসনের উপাদান কতটি ? | ৪টি। ক. দায়িত্বশীলতা খ. স্বচ্ছতা গ. আইনি কাঠামাে ও ঘ. অংশগ্রহণ |
185 | IMF সুশাসনকে এজেন্ডা হিসেবে গ্রহণ করে কবে ? | ১৯৯৬ |
186 | Modern Moral Philosophy গ্রন্থটির রচয়িতা কে? | W. D. Hudson. |
187 | Power :A New Social Analysis’ গ্রন্থটি কার লেখা ? | বার্ট্রান্ড রাসেল। |
188 | UNDP এর মতে সুশাসনের উপাদান কতটি ? | ৯টি। |
189 | UNHCR এর মতে সুশাসনের উপাদান কতটি ? | ৫টি। |
190 | WB সুশাসনকে এজেন্ডা হিসেবে গ্রহণ করে কবে? | আশির দশকের দ্বিতীয়ার্ধে |
191 | অপরাধ একটি সামাজিক ঘটনা এবং সমাজের ‘স্বাভাবিক’ রূপ কথাটি কে বলেছেন? | এমিল ডুর্খেইম। |
192 | আইনের অনুশাসন বলতে প্রধানত দুটি ধারাকে বুঝায়। কি কি? | আইনের প্রাধান্য এবং আইনের দৃষ্টিতে সাম্য। |
193 | অাইনের উৎস কতটি? | ৬টি। |
194 | আমলাতন্ত্রের উপর বিশেষ গুরত্ব প্রদান করে রচিত “The Ruling class’ গ্রন্থটি কার? | গাইটানাে মসকার। |
195 | কে মূল্যবােধকে মানুষের ইচ্ছার একটি মানদণ্ড বলেছেন? | MR William. |
196 | জনগণ ও সরকারের Win Win Game বলা হয় – | সুশাসনকে। |
197 | জাতিসংঘ এর মতে সুশাসনের উপাদান কতটি ? | ৮টি। |
198 | জাতিসংঘ সনদে কতটি গুরত্বপূর্ণ মানবাধিকারের ঘােষণা দেয়া হয়েছে?/সার্বজনীন মানবাধিকার ঘােষণাপত্রের অনুচ্ছেদ সংখ্যা কতটি? | ৩০ টি। |
199 | নীতিবিদ্যার মূলধারা কয়টি? | ৪টি। |
200 | ন্যায় সংরক্ষণের তাগিদে রাষ্ট্র যেসব নীতি স্বীকার করে এবং প্রয়ােগ করে তাই অাইন- উক্তিটি করেছেন – | অধ্যাপক স্যালমন্ড। |
201 | বিশ্বব্যাংকের মতে সুশাসনের উপাদান কতটি ? | ৬টি। |
202 | বৈশ্বিক মানব উন্নয়ন সূচক প্রকাশ করে কে? | UNDP |
203 | মুল্যবােধ হলাে ব্যক্তি বা সামাজিক দলের অভিপ্রেত ব্যবহারের সুবিন্যস্ত প্রকাশ। উক্তিটি কার? | এম ডব্লিউ পামফ্রে |
204 | শারীরিক মূল্যবােধকে সৌন্দর্যবােধ হিসেবে আখ্যায়িত করেছেন কে? | এডওয়ার্ড স্পেন্সার। |
205 | সুশাসন নিশ্চিত করতে ‘White paper’ প্রকাশ করে কে? | EEC. |
206 | সুশাসন প্রতিষ্ঠার অপরিহার্য বিষয় হলাে? | গণতান্ত্রিক মূল্যবােধ। |
207 | সুশাসন প্রত্যয়টি উদ্ভাবন করে কে? | বিশ্ব ব্যাংক(1989); ধারণা দেয় ১৯৯৪ সালে। |
208 | সুশাসন প্রত্যয়টিকে প্রথম সুস্পষ্ট ব্যাখ্যা দেয় কে? | বিশ্ব ব্যাংক। |
209 | সুশাসনের মূলনীতি প্রকাশ করে কে? | UNDP (১৯৯৭)। |
10 Day BCS Preli Crush Program এ আমরা কাজ চালানোর মত করে Preparation নিলাম-
১. Bengali Literature
২. Bangladesh Affairs
৩. International Affairs
৪. Geography, Environment and Disaster Management
৫. General Science
৬. Ethics, Values and Good governance
বিষয়গুলোতে। বাকি থাকল-
১. English Language and Literature – একটা পোস্ট দিব। একদিনেই পারবেন।
২. Computer and Information Technology- একটা পোস্ট দিব। একদিনেই পারবেন।
৩. Mathematical Reasoning – দেয়া হবে না।
৪. Mental Ability – দেয়া হবে না।
২৬.০৪.২০১৯ রাত থেকে BCS Preli Preparation Day10 সমাপ্তপূর্বক Revision পরিকল্পনা
তারিখ | সকাল থেকে রাত ২টা পর্যন্ত যেকোন চার ভাগে(Day এর উপর Click করুন) তবে অন্যান্য পড়া চলবে | |||
২৭.০৪.২০১৯ | Day-01 | Day-03 | Day-05 | Day-07 |
২৮.০৪.২০১৯ | Day-09 | Day-02 | Day-04 | Day-06 |
২৯.০৪.২০১৯ | Day-08 | Day-10 | Day-01 | Day-04 |
৩০.০৪.২০১৯ | Day-07 | Day-02 | Day-05 | Day-08 |
০১.০৫.২০১৯ | Day-06 | Day-09 | Day-10 |
BCS Preli Preparation Day10 ছাড়া আরও দেখুন:
BCS Exam Date 03-05-2019 : শেষ সময়ের শেষ কথা
15th NTRCA College Exam Question Solution 2019
15th NTRCA School Exam Question Solution 2019
আপনার যে কোন প্রয়োজনে, চাকরির সার্কুলার ও আপডেট, এক্সাম ডেট, আপনার কোন কিছু জানার থাকলে নির্দ্বিধায় যোগদান করুন একঝাঁক প্রাণোচ্ছল তরুণের ফেসবুক গ্রুপ: BCS Limelight এ।
ফেসবুক বাটনে ক্লিক করে BCS Preli Preparation Day10 কে আপনার টাইমলাইনে শেয়ার করে রাখুন।কষ্ট করে খুজতে হবে না। Notification অন করে রাখুন। নতুন পোস্ট এমনিতেই আপনার কাছে পৌছে যাবে।
দাদা, কিছু ব্যক্তিগত সমস্যার কারণে প্রিপারেশন বলতে গেলে তেমন একটা নেয়াই হয় নাই। এখন চরম হতাশাতে ভুগছি। দাদা, এই শেষ সময়ে আপনার ১০ দিনের প্ল্যানটা যদি শুধু ফলো করে এক্সাম দিতে যাই, তাইলে কি পাশ করার আশা করতে পারি?
আপনি প্রেসার নিয়ে ১০ দিনের প্রোগ্রাম শেষ করেন। যদিও কোন নিশ্চয়তা নেই তবুও একটা কিছু অন্তত করতে পারবেন- এই বেজ দ্বারা।
Dada , Bangla Grammar niye kichu post den plzzz…
and 10days program e ,ei e last episode {Geography} nei dekhun .. vule ki den nai naki jene sunei den ni.. post ta abr ektu check korun .. Thanks
Dada , Bangla Grammar niye kichu post den plzzz…
and 10days program e ,ei e last episode {Geography} nei dekhun .. vule ki den nai naki jene sunei den ni.. post ta abr ektu check korun .. Thanks
চেষ্টা করছি।
অনেক অনেক ধন্যবাদ দাদা। একটু হলেও আশা জাগছে মনে।
Vabchilam abar dibona bcs,akon mony hocha di,thanks dada,
Thanks