general knowledge bangladesh থেকে প্রিলিতে(সে ব্যাংক হোক আর বিসিএসই হোক) প্রশ্ন আসবেই। তবে ব্যাংকের ক্ষেত্রে যেটা হয় recent general knowledge bangladesh থেকেই বেশি প্রশ্ন আসে। মরা মানে সূদূর অতীতের general knowledge bangladesh থেকে প্রশ্ন আসে না বললেই চলে। তাই general knowledge bangladesh পার্টের জন্য একটু preparation রাখা লাগেই।
general knowledge bangladesh: আসছে পরীক্ষার জন্য যেটুকু প্রয়োজন
ব্যাংকের প্রিলি পরীক্ষায় যেহেতু সাম্প্রতিক general knowledge bangladesh থেকে প্রশ্ন করা হয়, তাই এবছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ঘটে যাওয়া ঘটনাগুলো থেকে বাছাই করে মাত্র ৮২টি general knowledge bangladesh এই পোস্টে সন্নিবেশ করা হল। এই ৮২টি general knowledge bangladesh এর মধ্যে ৫২টি ৪টি অপশনসহ এবং বাকি ৩০টি একটা প্রশ্ন একটা উত্তর হিসেবে দেয়া হল। এই general knowledge bangladesh পার্টের পরে সনাতন দা‘র আড্ডায় থাকছে জানুয়ারি থেকে জুন পর্যন্ত বাছাই করা আন্তর্জাতিক বিষয়াবলী।
general knowledge bangladesh: কি করবেন
general knowledge bangladesh এই পোস্টটি চোখে পড়ামাত্রই এক টানে পড়ে শেষ করে ফেলবেন। অল্প কয়টা সাধারন জ্ঞান- পবে পড়ার জন্য রেখে দিলে ক্ষতি বই লাভ হবে না। তাই ধর তক্তা মার পেরেক।
উল্লেখ্য যে, সনাতন দা‘র আড্ডার এরকম আরও এবং কার্যকরী পোস্ট আপডেট পেতে notification subscribe করে রাখুন। আড্ডার নতুন পোস্ট আপনাকেই খুজে নিবে।
general knowledge bangladesh: ৪টি optionসহ
১. বাংলাদেশে কোন দেশ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করতে যাচ্ছে?
- চীন
- জাপান
- ভারত
- ওপরের সবগুলাে
উত্তর: ওপরের সবগুলাে
২. বাংলাদেশ প্রাথমিকভাবে স্বল্পোন্নত দেশ (LDC) থেকে উত্তরণের মানদণ্ড পূরণ করেছে, জাতিসংঘের CDP কবে তা বাংলাদেশকে অবহিত করে?
- ১৩ মার্চ ২০১৮
- ১৪ মার্চ ২০১৮
- ১৫ মার্চ ২০১৮
- ১৬ মার্চ ২০১৮
উত্তর: ১৬ মার্চ ২০১৮
৩. বাংলাদেশে উৎপাদিত পাটজাত সুতার বৃহত্তম বাজার কোন দেশ?
- তুরস্ক
- চীন
- যুক্তরাজ্য
- যুক্তরাষ্ট্র
উত্তর: তুরস্ক
৪. পাট উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম?
- প্রথম
- দ্বিতীয়
- তৃতীয়
- চতুর্থ
উত্তর: দ্বিতীয়
৫. চা রপ্তানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম?
- ৭ম
- ১৭তম
- ৩৭তম
- ৭৭তম
উত্তর: ৭৭তম
৬. বর্তমান মন্ত্রিসভায় টেকননাক্র্যাট মন্ত্রী কতজন?
- ১ জন
- ২ জন
- ৩ জন
- ৪ জন
উত্তর: ৪ জন
৭. শেখ হাসিনা সফটওয়্যার টেকনােলজি পার্ক কোথায় অবস্থিত?
- বেজপাড়া, যশাের
- মহাখালী, ঢাকা
- সােনারগাঁ, নারায়ণগঞ্জ
- কালিয়াকৈর, গাজীপুর
উত্তর: বেজপাড়া, যশাের
৮. আর্থিক লেনদেনের জন্য বাংলাদেশ ডাক বিভাগ কবে ‘ডাক টাকা’ চালু করে?
- ৭ ডিসেম্বর ২০১৭
- ৯ ডিসেম্বর ২০১৭,
- ১১ ডিসেম্বর ২০১৭
- ১৫ ডিসেম্বর ২০১৭
উত্তর: ১১ ডিসেম্বর ২০১৭
৯. রােবট সােফিয়া’ বাংলাদেশে আসে কবে?
- ১ ডিসেম্বর ২০১৭
- ৩ ডিসেম্বর ২০১৭
- ৫ ডিসেম্বর ২০১৭
- ৭ ডিসেম্বর ২০১৭
উত্তর: ৫ ডিসেম্বর ২০১৭
১০. বাংলাদেশ কততম দেশ হিসেবে বিশ্ব পরমাণু ক্লাবে যুক্ত হয়?
- ৩১তম
- ৩২তম
- ৩৩তম
- ৩৪তম
উত্তর: ৩২তম
১১. জাতিসংঘে শান্তিরক্ষী প্রেরণে বর্তমানে বাংলাদেশের অবস্থান কততম?
- প্রথম
- দ্বিতীয়
- তৃতীয়
- চতুর্থ
উত্তর: দ্বিতীয়
১২. ২৫ মে ২০১৮ ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোন ভবন উদ্বোধন করা হয়?
- বঙ্গবন্ধু ভবন
- জয় বাংলা ভবন
- বাংলাদেশ ভবন
- মুক্তিযুদ্ধ ভবন
উত্তর: বাংলাদেশ ভবন
১৩. দেশের প্রথম ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (LNG) টার্মিনাল কোথায় অবস্থিত?
- সন্দ্বীপ, চট্টগ্রাম
- মহেশখালী, কক্সবাজার
- রামপাল, বাগেরহাট
- কুয়াকাটা, পটুয়াখালী
উত্তর: মহেশখালী, কক্সবাজার
১৪. দেশের প্রথম কোম্পানি হিসেবে ICANN’র সদস্য হয়—
- ইনােভেডিয়াস প্রাইভেট লিমিটেড
- ইনসেপটা প্রাইভেট লিমিটেড
- ইনসাইড প্রাইভেট লিমিটেড
- ডেল্টা প্রাইভেট লিমিটেড
উত্তর: ইনােভেডিয়াস প্রাইভেট লিমিটেড
১৫. প্রথম বাংলাদেশি বংশােদ্ভূত নাগরিক হিসেবে কে যুক্তরাষ্ট্রের সিনেটর পদে বিজয়ী হতে যাচ্ছেন?
- আখলাক চৌধুরী
- ড. এম মুজাহিদুর রহমান
- কাজী গিয়াস উদ্দিন
- শেখ মােজাহিদুর রহমান
উত্তর: শেখ মােজাহিদুর রহমান
১৬. বঙ্গবন্ধু-১ উৎক্ষেপণ করা হয় কবে?
- ৮ মে ২০১৮
- ৯ মে ২০১৮
- ১০ মে ২০১৮
- ১১ মে ২০১৮
উত্তর: ১১ মে ২০১৮
১৭. বঙ্গবন্ধু-১ এর নির্মাতা বা প্রস্তুতকারক প্রতিষ্ঠান কোনটি?
- Thales Alenia Space
- SpaceX
- Intersputnik
- NASA
উত্তর: Thales Alenia Space
১৮. বঙ্গবন্ধু-১ উৎক্ষেপণকারী প্রতিষ্ঠান কোনটি?
- Thales Alenia Space
- SpaceX
- Intersputnik
- NASA
উত্তর: SpaceX
১৯. স্যাটেলাইট পরিচালনা করবে কোন প্রতিষ্ঠান?
- বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড (BSCCL)
- বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (BTCL)
- বাংলাদেশ কমিউনিকেশন্স স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (BCSCL)
- বাংলাদেশ টেলিযােগাযােগ নিয়ন্ত্রণ কমিশন (BTRC)
উত্তর: বাংলাদেশ কমিউনিকেশন্স স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (BCSCL)
২০. জাতীয় ভােটার দিবস কবে?
- ৫ জানুয়ারি
- ১ মার্চ
- ৭ মার্চ
- ৭ মার্চ
উত্তর: ১ মার্চ
২১. ‘প্রবাহমান’৭১’ভাস্কর্যটি কোথায় অবস্থিত?
- মাগুরা
- মাদারীপুর
- ভােলা
- রাজবাড়ী
উত্তর: মাদারীপুর
২২. দেশের কর্মসংস্থানে শীর্ষ খাত কোনটি?
- তৈরি পােশাক
- কৃষি খাত
- তাঁত শিল্প
- মৎস্য খাত
উত্তর: তৈরি পােশাক
২৩. ২৮ মার্চ ২০১৮ দেশের কোন কারাগারে প্রথম স্বজনদের সাথে কারাবন্দিদের ফোনে কথা বলার কার্যক্রম শুরু হয়?
- গাজীপুর
- কুমিল্লা
- টাঙ্গাইল
- বরিশাল
উত্তর: টাঙ্গাইল
২৪. ২ এপ্রিল ২০১৮ দেশের কয়টি জেলার ইংরেজি নামের বানান পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়?
- ৫টি
- ৬টি
- ৭টি
- ৮টি
উত্তর: ৫টি
২৫. কবি বেলাল চৌধুরী মৃত্যুবরণ করেন কবে?
- ১৮ এপ্রিল ২০১৮
- ২০ এপ্রিল ২০১৮
- ২২ এপ্রিল ২০১৮
- ২৪ এপ্রিল ২০১৮
উত্তর: ২৪ এপ্রিল ২০১৮
২৬. বর্তমানে দেশের সিটি কর্পোরেশন কতটি?
- ১১টি
- ১২টি
- ১৩টি
- ১৪টি
উত্তর: ১২টি
২৭. দেশের ১২তম সিটি কর্পোরেশন কোনটি?
- পটুয়াখালী
- বগুড়া
- ফরিদপুর
- ময়মনসিংহ
উত্তর: ময়মনসিংহ
২৮. বর্তমানে দেশে পৌরসভা কতটি?
- ৩২৭টি
- ৩২৮টি
- ৩২৯টি
- ৩৩০টি
উত্তর: ৩২৭টি
২৯. প্রথম বাংলাদেশি বংশােদ্ভূত হিসেবে কে যুক্তরাজ্যের কেইম্যান আইল্যান্ডের গভর্নর নির্বাচিত হন?
- আনােয়ার চৌধুরী
- আখলাকুর রহমান
- টিউলিপ সিদ্দিকী
- রুশনারা আলী
উত্তর: আনােয়ার চৌধুরী
৩০. বাংলাদেশের জনগণের মাথাপিছু আয় কত?
- ১,৭৫২ মা. ড.
- ১,৭৬২ মা, ড.
- ১,৭৭২ মা, ড.
- ১,৭৮২ মা, ড.
উত্তর: ১,৭৫২ মা. ড.
৩১. বাংলাদেশের জনগণের মাথাপিছু জিডিপি কত?
- ১,৬৬৭ মা, ড:
- ১,৬৭৭ মা, ড.
- ১.৬৮৭ মা, ড,
- ১.৬৯৭ মা, ড.
উত্তর: ১,৬৭৭ মা, ড.
৩২. বাংলাদেশের জনসংখ্যা কত?
- ১৬১.৬৫ মিলিয়ন
- ১৬২.৫ মিলিয়ন
- ১৬৩.৬৫ মিলিয়ন
- ১৬৪.৬৫ মিলিয়ন
উত্তর: ১৬৩.৬৫ মিলিয়ন
৩৩. বাংলাদেশের GDP র প্রবৃদ্ধির হার কত?
- ৭.৬৫%
- ৭.৭৫%
- ৮.৬৫%
- ৮.৭৫%
উত্তর: ৭.৬৫%
৩৪. GDP তে কৃষি খাতের প্রবৃদ্ধির হার কত?
- ৩.০৬%
- ৩.৩%
- ৪৩.৪০%
- ৪.৩৭%
উত্তর: ৩.০৬%
৩৫. GDP তে কৃষি খাতের অবদানের হার কত?
- ১২.১০%
- ১৩.১০%
- ১৪.১০%
- ১৫.১০%
উত্তর: ১৪.১০%
৩৬. GDP তে শিল্প খাতের প্রবৃদ্ধির হার কত?
- ১০.১৬%
- ১১.৯৯%
- ১২.৫০%
- ১৩.০৯%
উত্তর: ১১.৯৯%
৩৭. GDP তে শিল্প খাতের অবদানের হার কত?
- ৩০.৭১%
- ৩১.৭১%
- ৩২.৭১%
- ৩৩.৭১%
উত্তর: ৩৩.৭১%
৩৮. GDP তে সেবা খাতের প্রবৃদ্ধির হার কত?
- ৬.০৫%
- ৬.৩০%
- ৬.৩৩%
- ৬.৫০%
উত্তর: ৬.৩৩%
৩৯. GDP তে সেবা খাতের অবদানের হার কত?
- ৪৯.১৮%
- ৫০.১৮%
- ৫১.১৮%
- ৫২.১৮%
উত্তর: ৫২.১৮%
৪০. দেশের ২২তম ও বর্তমান প্রধান বিচারপতি কে?
- বিচারপতি সৈয়দ মাহমুদ হােসেন
- বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞা
- বিচারপতি মাে. ইমান আলী
- বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী
উত্তর: বিচারপতি সৈয়দ মাহমুদ হােসেন
৪১. দেশের ৩১তম সেনানিবাসের নাম কী?
- শেখ হাসিনা সেনানিবাস
- বঙ্গবন্ধু সেনানিবাস
- কাদিরাবাদ সেনানিবাস
- শহীদ মাহবুব সেনানিবাস
উত্তর: শেখ হাসিনা সেনানিবাস
৪২. শেখ হাসিনা সেনানিবাস কোথায় অবস্থিত?
- লেবুখালী, পটুয়াখালী
- নিশানবাড়ীয়া, বরগুনা
- গােপালপুর, গােপালগঞ্জ
- পাড়েরহাট, পিরােজপুর
উত্তর: লেবুখালী, পটুয়াখালী
৪৩. বাংলাদেশ সেনাবাহিনীতে পদাতিক ডিভিশনের সংখ্যা কতটি?
- ৭টি
- ৮টি
- ৯টি
- ১০টি
উত্তর: ১০টি
৪৪. বাংলাদেশ সেনাবাহিনীর দশম পদাতিক ডিভিশন কোনটি?
- সপ্তম পদাতিক ডিভিশন
- ১১ পদাতিক ডিভিশন
- ১৭ পদাতিক ডিভিশন
- ৬৬ পদাতিক ডিভিশন
উত্তর: সপ্তম পদাতিক ডিভিশন
৪৫. বর্তমানে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কতটি?
- ৯৩টি
- ৯৪টি
- ৯৫টি
- ৯৬টি
উত্তর: ৯৬টি
৪৬. দেশের ২৭তম গ্যাসক্ষেত্র কোনটি?
- পাথরিয়া
- সিংগাইর
- সুনেত্র
- ভােলা নর্থ
উত্তর: ভােলা নর্থ
৪৭. ভােলা নর্থ গ্যাসক্ষেত্র কোথায় অবস্থিত?
- সঁথিয়া, পাবনা
- কাহালু, বগুড়া
- ভোলা সদর, ভােলা
- গুরুদাসপুর, নাটোর
উত্তর: ভোলা সদর, ভােলা
৪৮. বাংলাদেশে ফোরজি (4G) চালু হয় কবে?
- ১৬ ফেব্রুয়ারি ২০১৮
- ১৭ ফেব্রুয়ারি ২০১৮
- ১৮ ফেব্রুয়ারি ২০১৮
- ১৯ ফেব্রুয়ারি ২০১৮
উত্তর: ১৯ ফেব্রুয়ারি ২০১৮
৪৯. দেশের প্রথম পতাকা ভাস্কর্য ‘পতাকা ৭১’ কোথায় অবস্থিত?
- ঢাকা
- মুন্সিগঞ্জ
- নরসিংদী
- নারায়ণগঞ্জ
উত্তর: মুন্সিগঞ্জ
৫০. বাংলাদেশের প্রথম স্যাটেলাইটের নাম কি?
- বঙ্গবন্ধু-১
- বাংলাদেশ-১
- বীরশ্রেষ্ঠ-১
- বীর সেনা-১
উত্তর: বঙ্গবন্ধু-১
৫১. ‘বঙ্গবন্ধু-১’ স্যাটেলাইটের ট্রান্সপন্ডার কতটি?
- ১৪টি
- ২০টি
- ৩০টি
- ৪০টি
উত্তর: ৪০টি
৫২. ‘বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের তত্ত্বাবধানে থাকবে কোন প্রতিষ্ঠান?
- BTRC
- SPARRSO
- BTCL
- BSCCL
উত্তর: BTRC
general knowledge bangladesh: ঝটপট প্রশ্ন, চটপট উত্তর
ক্রম | প্রশ্ন | উত্তর |
১ | ১৬ জানুয়ারি ২০১৮ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কাকে ‘সম্মানসূচক ডি.লিট উপাধিতে ভূষিত করে? | ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে |
২ | ১৭ জানুয়ারি ২০১৮ মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের জারি করা পরিপত্র অনুযায়ী মুক্তিযােদ্ধা বিবেচনার ন্যূনতম বয়স কত? | ১২ বছর ৬ মাস |
৩ | ২০১৮ সালের Product of the Year কোনটি? | ওষুধ |
৪ | ২০১৮ সালের ‘গ্লোবাল উইমেনস নতশিপ অ্যাওয়ার্ড লাভ করেন কে? | প্রধানমন্ত্রী শেখ হাসিনা |
৫ | আকাশবীণা, হংসবলাকা, গাঙচিল ও রাজহংস কী? | বাংলাদেশের চারটি বিমানের প্রস্তাবিত নতুন নাম |
৬ | এভিয়েশন সুবিধাসহ দেশের বৃহত্তম – নৌঘাটি নির্মাণ করা হচ্ছে কোথায়? | পটুয়াখালীতে |
৭ | কুমিল্লা জেলার বর্তমান ইংরেজি বানান কী? | Cumilla |
৮ | চট্টগ্রাম জেলার বর্তমান ইংরেজি বানান কী? : | Chattogram |
৯ | দেশে চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর হচ্ছে কোনটি? | সৈয়দপুর বিমানবন্দর |
১০ | দেশের প্রথম ছয় লেনের ফ্লাইওভার – কোথায় অবস্থিত? | মহিপাল, ফেনী; মূল দৈর্ঘ্য ৬৯০ মিটার |
১১ | দেশের প্রথম ছয় লেনের ফ্লাইওভার (উড়ালসেতু) উদ্বোধন করা হয় কবে? | ৪ জানুয়ারি ২০১৮ |
১২ | পাটের আঁশ থেকে পচনশীল পলিমার ব্যাগ তৈরির পদ্ধতির উদ্ভাবক কে? | অধ্যাপক মােবারক আহমদ খান |
১৩ | প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য কত? | ২১৭.৫০ কিলােমিটার |
১৪ | বগুড়া জেলার বর্তমান ইংরেজি বানান কী? | Bogura |
১৫ | বরিশাল জেলার বর্তমান ইংরেজি বানান কী? | Barishal |
১৬ | বর্তমানে GDP’র ভিত্তিবছর কোনটি? | ২০০৫-০৬ অর্থবছর। |
১৭ | বর্তমানে কতটি খাতের ওপর ভিত্তি করে মােট দেশজ উৎপাদন (GDP) নিরূপণ করা হয়? | ১৫টি। |
১৮ | বর্তমানে তথ্য প্রতিমন্ত্রী কে? | বেগম তারানা হালিম |
১৯ | বর্তমানে বিজ্ঞানীদের অবসরে যাওয়ার বয়সসীমা কত? | ৫৯ বছর পূর্বে ছিল ৬৭ বছর |
২০ | বর্তমানে শিক্ষা প্রতিমন্ত্রী কে? | কাজী কেরামত আলী |
২১ | বাংলাদেশ উন্নয়ন ফোরাম (BDF)-এর ৩৭তম বৈঠক কবে, কোথায় অনুষ্ঠিত হয়? | ১৭-১৮ জানুয়ারি ২০১৮; ঢাকা, বাংলাদেশ |
২২ | বাংলাদেশ-ভারত-নেপাল বাস সার্ভিস চালু হয় কবে? | ২৩ এপ্রিল ২০১৮ |
২৩ | বাংলাদেশের ইতিহাসে শীতলতম দিন কোনটি? | ৮ জানুয়ারি ২০১৮; সােমবার |
২৪ | বাংলাদেশের সর্বোচ্চ ওয়াচ টাওয়ার – কোথায় অবস্থিত? | চরফ্যাশন, ভােলা |
২৫ | বাংলাদেশের সর্বোচ্চ ওয়াচ টাওয়ারের নাম কি? | জ্যাকব টাওয়ার; উচ্চতা ২২৫ ফুট |
২৬ | বানৌজা শেখ হাসিনা সাবমেরিন – ঘাঁটি নির্মাণ করা হচ্ছে কোথায়? | কুতুবদিয়া, কক্সবাজার |
২৭ | মহাগ্রন্থ আল কুরআনের আদলে দেশের প্রথম কুরআন ভাস্কর্য তৈরি করা হয় কোথায়? | কসবা, ব্রাহ্মণবাড়িয়া; ভাস্কর : কামরুল হাসান শিপন |
২৮ | যশাের জেলার বর্তমান ইংরেজি বানান কী? | Jashore |
২৯ | সকল পরিবহনের ভাড়া পরিশােধের একক কার্ড র্যাপিড পাস’ উদ্বোধন করা হয় কবে? | ৪ জানুয়ারি ২০১৮ |
৩০ | সরকারি চাকরিতে নিয়ােগের ক্ষেত্রে বাংলাদেশে কত ধরনের কোটা রয়েছে? | ২৫৭ ধরনের |
আরও যা পড়বেন
bank job circular: total preparation
download option nei via plz see it
Good effort sir