Computer Questions for BCS : বলেছিলাম যে, সময় পেলে আপনাদের জন্য কিছু Computer Questions বাছাই করে দেব। ঠগ বাছতে গা উজাড়ের মত করে মাত্র 241 Computer Questions সনাতন দা’র আড্ডায় দিয়ে দিলাম।
Computer Questions এ মার্কস থাকে ১৫। একটু চেষ্টা করলেই Computer Questions এর এই ১৫টি দুগ্ধবতী মার্কস আপনি পেতেই পারেন। আজকের পোস্টে থাকছে-
১। ২৬/০৪/২০১৯ থেকে ০১/০৫/২০১৯ পর্যন্ত BCS Preparation Routine;
২। Computer Questions for BCS Only 241
সংবিধিবদ্ধ সতর্কীকরণ: এই পোস্টের প্রতিটি প্রশ্ন, উত্তর সময় নিয়ে মিনিমাম এক ঘণ্টা জোরে জোরে পড়বেন। যেন কান শুনতে পায়। হাতে কলম নিয়ে খসড়া কাগজে পয়েন্ট করবেন। তাহলে Computer Questions গুলো বুঝতে আপনার সহজ হবে এবং মনে থাকবে। তারিখ নিজের মত করে সাজিয়ে নিবেন।
১। ২৬.০৪.২০১৯ – ০১/০৫/২০১৯ Revision পরিকল্পনা
তারিখ | সকাল থেকে রাত ২টা পর্যন্ত যেকোন চার ভাগে(Day এর উপর Click করুন) তবে অন্যান্য পড়া চলবে | |||
২৭.০৪.২০১৯ | Day-01 | Day-03 | Day-05 | Day-07 |
২৮.০৪.২০১৯ | Day-09 | Day-02 | Day-04 | Day-06 |
২৯.০৪.২০১৯ | Day-08 | Day-10 | Day-01 | Day-04 |
৩০.০৪.২০১৯ | Day-07 | Day-02 | Day-05 | Day-08 |
০১.০৫.২০১৯ | Day-06 | Day-09 | Day-10 |
Computer Questions for BCS : Only 241
Computer Questions for BCS : Only 241(1-40)
1 | ‘হার্ডডিস্ক’ মাপার একক হলো | গিগাবাইট |
2 | “এসপিএসএস সফটওয়্যার কী কাজে। ব্যবহৃত হয়? | গবেষণা ও রিপাের্ট তৈরির কাজে |
3 | ১৯১১ সালে প্রতিষ্ঠিত IBM এর প্রতিষ্ঠাতা কে? | থমাস ওয়াটসন |
4 | 4 বিটের বাইনারি কোড কোনটি? | বিসিডি(Binary Coded Decimal) |
5 | 8086 কত বিটের মাইক্রো প্রসেসর | 16 |
6 | ASCII code এর মাধ্যমে কতটি চিহ্ন | 128টি |
7 | Back up প্রােগ্রাম বলতে কী বােঝানাে হয়? | নির্ধারিত ফাইল কপি করা। |
8 | Bar Code সাধারণত কোথায় ব্যবহার করা হয়? | – Supermarkets |
9 | Cloud Computing সর্বপ্রথম চালু হয় | ২০০৬ সালে |
10 | Coaxial Cable এর সাহায্যে ডিজিটাল প্রেরণ করা যায় কত কিলোমিটার পর্যন্ত | ১ |
11 | COD এর পূর্ণরূপ | Cash on Delivery |
12 | CPU কোন কোডের মাধ্যমে কাজ | BCD code |
13 | Data Definition Language, Data Manipulation Language, Query Language সবগুলােই | ডাটাবেজ ল্যাংগুয়েজ |
14 | Dial up internet connection এ | টেলিফোন লাইন প্রয়ােজন |
15 | Ebook এর পূর্ণনাম কী? – | Electronic Book |
16 | EDSAC কম্পিউটার এ ডাটা সংরক্ষণের জন্য কি ধরনের মেমরী ব্যবহার হতাে? | Mercury Delay lines |
17 | ekanei.com, olx.com & amazon.com | কেনাবেচার জন্য নির্মিত সাইট। |
18 | Email ঠিকানার ডােমেন নামের সর্বশেষ অংশকে বলা হয় | Top Level Domain (TLD) |
19 | Fire fox OS কে সংক্ষেপে কি বলা হয়? | B2G |
20 | Flash প্রােগ্রামের ভিত্তি | Timeline |
21 | Gmail চালু হয় | জিমেইল একটি বিনামূল্যে ওয়েবমেইল, যার সার্ভিস দেয় গুগল। জিমেইল এ POP3 এবং IMAP সুবিধা রয়েছে। মূলত জিমেইলের পরীক্ষামূলক সংস্করণ চালু হয় ১লা এপ্রিল ২০০৪ এ বেটা সংস্করণ আকারে এবং সর্বসাধারণের জন্য এটি উন্মুক্ত হয় ৭ই ফেব্রুয়ারি ২০০৭ এ । পরবর্তীতে ৭ই জুলাই ২০০৯ পরিপূর্ণ সংস্করণ হিসেবে প্রকাশ করা হয়। |
22 | GPS এর পূর্ণরূপ– | Global Positioning System |
23 | HTML ফাইল নামের এক্সটেনশন হলাে: | html |
24 | Infrared ব্যবহৃত হয় কোন ক্ষেত্রে? | Remote control |
25 | Intel ITANIUM কত বিট বিশিষ্ট মাইক্রোপ্রসেসর ? | ৬৪ |
26 | IOS অপারেটিং সিস্টেম কারা বাজারজাত করেন? | অ্যাপল |
27 | IP (Internet Protocol) অ্যাড্রেস প্রদানকারী সংস্থার নাম | IANA (Internet Assigned Numbers Authority) |
28 | IPV4 সনাক্ত করার জন্য কত বিট প্রয়োজন ? | ৩২ |
29 | IPV6 এড্রেস কত বিটের ? | ১২৮ |
30 | LAN Topology | BUS, STAR, RING |
31 | LAN card এর অপর নাম কি? | NIC |
32 | একটি বিজনেস অরিয়েন্টেড সােশ্যাল নেটওয়াকিং সার্ভিস, এটি ২০০২ সালে প্রতিষ্ঠিত, ২০০৮ সালে এটির সদস্যসংখ্যা ২০ মিলিয়নের অধিক হয় | |
33 | LTE হলো কোন প্রজন্মের প্রযুক্তি ? | 4G |
34 | Man এর উৎকৃষ্ট উদাহরন – | ক্যাবল টিভি নেটওয়ার্ক |
35 | MICR এর পূর্ণরূপ কী? | Magnetic Ink Character Reader |
36 | Mobile Phone | এর Power Supply – input device নয় |
37 | OCR এর পূর্ণরূপ কী? | Optical Character Recognition |
38 | Oracle Corporation এর প্রতিষ্ঠাতা কে? | Lawrence J। Ellison |
39 | Oracle একটি | ডাটাবেজ language |
40 | OSI মডেলের ফিজিক্যাল লেয়ারে কাজ করে | হাব রিপিটার |
Computer Questions for BCS : Only 241(41-80)
41 | Plotter এক ধরনের | আউটপুট ডিভাইস |
42 | Push and Pop কার সঙ্গে সম্পর্কিত? | Stack |
43 | ROM ভিত্তিক প্রােগ্রামের নাম কি? | firmware |
44 | Skype এর জনক | Niklas Zennstrom and Janus Friis |
45 | TCP দিয়ে কোনটি বােঝায়? | প্রটোকল |
46 | Topologyএর ওপর ভিত্তি করে নেটওয়ার্ক কত রকম? | ৪ রকম |
47 | Twitter এ সর্বোচ্চ কত অক্ষরের বার্তা প্রকাশ করা যায়? | ১৪০ |
48 | VIRUS হচ্ছে | Vital Information Resources Under Sieze |
49 | Visual Basic এ দুই ধরনের | ধ্রুবক থাকে |
50 | VSAT প্রযুক্তি | ভূপৃষ্ঠ হতে স্যাটেলাইটে যােগাযােগ করার জন্য ব্যবহার করা হয় |
51 | Whatsapp এর জনক কে ? | Brian Acton and Jan Koum |
52 | Wifi কোন স্ট্যান্ডার্ড এর উপর ভিত্তি করে কাজ করে? | IEEE 802.11 |
53 | WiMAX এর পূর্ণ রূপ কী? | Worldwide interoperability for microwave access |
54 | Yahoo প্রতিষ্ঠিত হয় | ১৯৯৫সালে। |
55 | অত্যাধুনিক কম্পিউটারের দ্রুত অগ্রগতির মূলে রয়েছে | ইন্টিগ্রেটেড সার্কিট (আইসি) |
56 | অনুমতি ছাড়া কম্পিউটার নেটওয়ার্কে প্রবেশ করে কম্পিউটারের নিয়ন্ত্রণ নিয়ে নেয়াকে কী বলে | হ্যাকিং |
57 | অনলাইনে জমিজমার তথ্য সংগ্রহের। পদ্ধতিকে কী বলে? | ই-পৰ্চা |
58 | অনলাইনে বিভিন্ন ডকুমেন্ট শেয়ার করা যায় | ই-মেইলের মাধ্যমে |
59 | অল্প খরচের জন্য নেটওয়ার্কের কোন। যন্ত্রটি বেশি উপযােগী? | হাব |
60 | আই,ও,এস (IOS) মােবাইল অপারেটিং সিস্টেমটি কোন প্রতিষ্ঠান বাজারজাত করে ? | অ্যাপেল |
61 | আধুনিক কম্পিউটারের জনক বলা হয় | জন ভন নিউম্যান কে (কম্পিউটারের জনক- চার্লস ব্যাবেজ) |
62 | আধুনিক মুদ্রণ ব্যবস্থায় ধাতু নির্মিত অক্ষরের প্রয়ােজনীয়তা শেষ হওয়ার কারণ | ফটো লিথােগ্রাফী |
63 | আধুনিক ল্যাপটপের জনক | বিল মােগারিজ |
64 | আমাজন.কম কোন ধরনের ইকর্মাস সাইট? | B2B |
65 | ইউনিকোড কত বিটের? | ১৬ বিট |
66 | ইউনিকোডের মাধ্যমে সম্ভাব্য কতগুলাে চিহ্নকে নির্দিষ্ট করা যায় ? | ৬৫৫৩৬ টি |
67 | ইউনিক্স অপারেটিং সিস্টেমে | দুইশ’র অধিক কমান্ড ব্যবহার করতে হয় |
68 | ইকমার্স সাইট amazon.com কত সালে প্রতিষ্ঠিত হয়? | ১৯৯৪ সালে |
69 | ইকমার্সকে কত ভাগে ভাগ করা হয়েছে? | ৪ |
70 | ইক্ষু সরবরাহের স্বয়ংক্রিয় অনুমতিপত্রকে। কী বলে? | ই-পুর্জি |
71 | ইয়াহু’র জনক | জেরি ইয়াং (তাইওয়ান) ও ডেভিড ফেলাে (যুক্তরাষ্ট্র), ১৯৯৫ |
72 | ইন্টারনেট একাউন্ট গ্রহণকারীদের বলা হয় | নেটিজেন |
73 | ইন্টারনেট ব্যবহার করে ঘরে বসে উপার্জন করা যায় | আউটসাের্সিং করে |
74 | ইন্টারনেট লিংক থেকে লিংকে গমণ করাকে বলা হয় | হাইপারলিঙ্ক |
75 | ইন্টারনেট সংযোগ সাধারণত কত প্রকার? | ২ |
76 | ইন্টারনেটের জনক বলা হয় – | Vinton Gray Cert কে |
77 | ইন্টারনেটের মাধ্যমে উন্নত চিকিৎসা পদ্ধতিকে বলা হয় | টেলিমেডিসিন |
78 | ইন্টারপ্রেটার হল | অনুবাদক প্রােগ্রাম |
79 | ইনফ্রারেডের ডেটা ট্রান্সফার রেট কত? | 1-4 Mbps |
80 | ইপৰ্চা কী ধরনের সেবা? | এক ধরনের নাগরিক সেবা |
Computer Questions for BCS : Only 241(81-120)
81 | ইবুক এর জনক | মাইকেল এস হার্ট |
82 | ইমেইল আদান প্রদানে ব্যবহৃত SMTP এর পূর্ণরূপ কি? | Simple Mail Transfer Protocol |
83 | ইমেইল গ্রহণ করার অধিক ব্যবহৃত প্রােটকল কোনটি? | POP3 |
84 | ইমেইল হলাে | বিশ্বব্যাপী দ্রুত ডাক ব্যবস্থা |
85 | ইমেইলের জনক | র্যায়মন্ড স্যামুয়েল টমলিনসন (যুক্তরাষ্ট্র) |
86 | উইকিলিকস (সুইডেন ভিত্তিক) | এর প্রতিষ্ঠাতা জুলিয়ান এস্যাঞ্জ (অষ্ট্রেলিয়া) |
87 | উইকিলিক্স কত সনে যাত্রা শুরু করে? | ২০০৬ |
88 | উপাত্ত গ্রহণ ও নির্গমণ বাসের নাম | ডেটাবেস |
89 | এইচটিএমএল এর উদ্ভাবক হলেন | টিম বার্নার্স লী |
90 | এইচটিএমএল কোড লিখার জন্য আমরা ব্যবহার করি | নােটপ্যাড |
91 | এইচটিএমএল হলাে | প্রােগ্রামিং ভাষা |
92 | এক word কত বিট বিশিষ্ট হর? | ৪(৮) |
93 | একটি LAN এ সর্বোচ্চ রিপিটার স্টেশন | ৪ টি |
94 | একটি নেটওয়ার্ক তৈরি করতে সর্বনিম্ন কয়টি কম্পিউটারের প্রয়ােজন হয়? | ২টি |
95 | একটি প্রতিষ্ঠানে ডিভাইস ভাগাভাগি করে নেয়ার সুবিধা হলাে | অর্থ সাশ্রয়, স্থানের সাশ্রয়, সময় সাশ্রয় |
96 | একটি লজিক গেট এর আউটপুট 1 হয় যখন এর সব ইনপুট (0) থাকে এই গেটটি | NAND |
97 | ওয়াল্ড ওয়াইড ওয়েব (www) এর জনক | টিম বার্নাডস লি (সুইজারল্যান্ড, ১৯৯১) |
98 | ওরাকল | একটি ডেটাবেস সফটওয়্যার |
99 | কী বাের্ডে ফাংশনাল কী | ১২টি |
100 | কোন অনুবাদক দিয়ে সম্পূর্ণ প্রােগ্রামটি এক সাথে অনুবাদ করা সম্ভব? | কম্পাইলার |
101 | কোন ইলেক্ট্রোম্যাগনেটিক স্পেকট্রামকে বলা হয় রেডিও ওয়েভ? | ১০ কিলােহার্টজ থেকে ১ গিগাহার্টজের মধ্যে সীমিত |
102 | কোন চিহ্নটি ইমেইল ঠিকানায় অবশ্যই থাকবে? | @ |
103 | কোন ডেটা ট্রান্সমিশন মােড ব্যবস্থায় একটি প্রেরক থেকে শুধুমাত্র একটি প্রাপকই ডেটা গ্রহণ করতে পারে। | ইউনিকাস্ট (Unicast) |
104 | কোন প্রিন্টার উন্নতমানের এবং দ্রুত গতিসম্পন্ন ? | লেজার |
105 | কোন ভাষা দিয়ে কম্পিউটারের মেমরি অ্যাড্রেসের সঙ্গে সরাসরি সংযােগ সাধন সম্ভব? | মেশিন ভাষা |
106 | কোন ভাষায় লিখিত প্রােগ্রাম কম্পিউটার সরাসরি বুঝতে পারে? | মেশিন ভাষা। |
107 | কোন মাধ্যমে আলাের পালস ব্যবহৃত হয়? | অপটিকাল ফাইবার |
108 | কোন শর্তটি অ্যালগােরিদম সিদ্ধ করে? | সসীম সংখ্যক ধাপে সমস্যার সমাধান হবে, কোন ধাপই দ্ব্যর্থবােধক হবে না, অ্যালগােরিদম সহজবােধ্য হবে |
109 | কোন সংখ্যাপদ্ধতির ভিত্তি 16? | হেক্সাডেসিমাল |
110 | কোনাে পদ্ধতিতে আঙ্গুলের ছাপ ব্যবহার করে পুলিশ অপরাধী ধরতে সক্ষম হয়েছে | বায়ােমেট্রিক্স |
111 | কোনটি High level language? | Pascal |
112 | কোনটি ছাড়া Internet এ প্রবেশ করা সহজ নয়? | Web browser |
113 | কোনটি মাইক্রোসফটের প্রথম প্রােগ্রাম? | MS DOS |
114 | কুয়েরি হল” | ডেটাবেজে থেকে কোন কিছু খুজে বের করা। |
115 | ক্যলকুলেটরের সর্বোচ্চ ক্ষমতা | প্রােগ্রামিং করা |
116 | কমিউনিকেশন সিস্টেমে গেটওয়ে কি কাজে ব্যবহার করা হয়? | দুই বা তার অধিক ভিন্ন ধরনের নেটওয়ার্ককে সংযুক্ত করার কাজে |
117 | কমিউনিকেশন সিস্টেমে গেটওয়ে কি কাজে ব্যবহার হয়? | দুই বা তার অধিক ভিন্ন অরনের নেটওয়ার্ককে সংযুক্ত করার কাজে |
118 | কম্পিউটার Start ও Boot করতে ব্যবহৃত হয় কোনটি? | BIOS |
119 | কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপলের প্রতিষ্ঠাতা | স্টিভ জবস (সানফ্রান্সিসকো, যুক্তরাষ্ট্র) |
120 | কম্পিউটার নেটওয়ার্ক তিন ধরনের | LAN, MAN, WAN |
Computer Questions for BCS : Only 241(121-160)
121 | কম্পিউটার নেটওয়ার্কে OST মডেমের স্তর কয়টি? | ৭ |
122 | কম্পিউটার নেটওয়ার্কের বর্তমান পরিচিতি ইন্টারনেট চালু হয় | ১৯৯৪ সালে |
123 | কম্পিউটার পদ্ধতির দু’টি প্রধান অঙ্গ | হার্ডওয়্যার ও সফটওয়্যার। |
124 | কম্পিউটার প্রােগ্রামের ভাষার সর্বনিম্ন স্তর কোনটি? | মেশিন ভাষা |
125 | কম্পিউটার ভাইরাস হলাে | একটি ক্ষতিকারক প্রােগ্রাম বা সফটওয়্যার। |
126 | কম্পিউটার মেমােরী থেকে সংরক্ষিত ডাটা উত্তোলনের পদ্ধতিকে কি বলে? | Read |
127 | কম্পিউটার সি, পি, ইউ (CPU)এর কোন অংশ গাণিতিক সিদ্ধান্ত গ্রহণের কাজ করে? | এএলইউ (ALU) |
128 | কম্পিউটার সিস্টেম এ Scanner একটি কোন ধরনের যন্ত্র? | Input |
129 | কম্পিউটার হার্ডওয়্যারের মধ্যে থাকে | ৩ টি অংশ |
130 | কম্পিউটারে তথ্যের দৈর্ঘ মাপা হয় | বাইটে |
131 | কম্পিউটারে দেয়া অপ্রয়ােজনীয় ইনফরমেশনকে বলা হয় | Gibberish |
132 | কম্পিউটারের আবিস্কারক | হাওয়ার্ড অ্যাইকেন |
133 | কম্পিউটারের কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ গঠিত | অভ্যন্তরীন স্মৃতি, গাণিতিক যুক্তি অংশ ও নিয়ন্ত্রণ অংশের সমন্বয়ে |
134 | কম্পিউটারের ক্ষেত্রে তথ্য পরিবহনের জন্য পরিবাহী পথকে বলা হয় | বাস |
135 | কম্পিউটারের যন্ত্রাংশ বা যন্ত্রকে বলা হয় | হার্ডওয়্যার |
136 | কম্পিউটারের ব্রেইন হলাে | মাইক্রোপ্রসেসর |
137 | কম্পিউটারের মূল মেমরী তৈরি হয় কি দিয়ে? | সিলিকন |
138 | কম্পিউটারের সুইচ অন করার সাথে সাথে RAM এর জায়গার পরিমাণ পরীক্ষা করে | operating system |
139 | কম্পিউটারের সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে | সেন্ট্রাল প্রসেসিং ইউনিট |
140 | কম্পিউটারের সফটওয়্যার বলতে বুঝায় | এর প্রােগ্রাম বা কর্মপরিকল্পনা কৌশল |
141 | কম্পিউটারের সমস্যা সমাধানের উদ্দেশ্যে সম্পাদনের অনুক্রমে সাজানাে নির্দেশাবলীকে বলা হয় | প্রােগ্রাম |
142 | কমপ্যাক্ট ডিস্ক (সিডি) এর জনক | নােরিও ওহগা (জাপান) |
143 | কমপ্লেক্স কম্পিউটারের নক্সা তৈরী করেন | ড. স্টিবিজ |
144 | ক্রায়ােসার্জারীতে ব্যবহৃত হয়? | তরল নাইট্রোজেন |
145 | ক্লাউড সার্ভার নীচের কোনটিতে সবচেয়ে ভালাে বর্ণনা করা সম্ভব | চাহিদা অনুযায়ী কম্পিউটিং সেবা দেয়া। |
146 | গুগল এর জনক | সার্জেই ব্রিন (যুক্তরাষ্ট্র, ১৯৯৮) |
147 | চিকিৎসাক্ষেত্রে পরিবর্তন সূচিত হয়েছে কিসের সাহায্যে? | তথ্যপ্রযুক্তির প্রভাবে |
148 | টুইটারের জনক | জ্যাক ডােরসেই (যুক্তরাষ্ট্র, ২০০৬) |
149 | টেলিমেডিসিন সেবার উদ্দেশ্য কী? | জনগণের দোরগােড়ায় স্বাস্থ্যসেবা পৌছে দেওয়া |
150 | ডােমেইন নেম হলাে | সাইটের একটি স্বতন্ত্র নাম |
151 | ডিজিটাল ক্যামেরার জনক | স্টিভেন জে সিসােন (যুক্তরাষ্ট্র) |
152 | ডিস্ক ডিফ্রাগমেন্টেশান ব্যবহৃত হয় | ডিস্কের ফাইলগুলােকে পুনর্বিন্যস্ত করতে |
153 | ডেটা এনক্রিপশনের মূল অংশ | প্লেইনটেক্সট (Plaintext), সাইফারটেক্স (Ciphertext), এনক্রিপশন অ্যালগােরিদম |
154 | ডেটা ট্রান্সমিশন পদ্ধতি কয় ধরনের? | ৪ |
155 | ডেটাকে এনক্রিপ্টশন ও ডিক্রিপ্টশন করার বিষয়কে বলে | ক্রিপ্টোগ্রাফী |
156 | ডেটাবেজ থেকে কোন তথ্য খোঁজার জন্য কোনটি ব্যবহার করা হয়? | SQL |
157 | তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট সংযােগের জন্য উপযােগী | ওয়াইম্যাক্স |
158 | তথ্য প্রযুক্তি একটি | সমন্বিত প্রযুক্তি |
159 | তথ্য প্রযুক্তি ব্যবহার ভর্তি প্রক্রিয়া কার্যক্রম শুরু হয় কত সালে? | ২০০৯ |
160 | তথ্যকে উপস্থাপন করার জন্য কোনটি প্রয়ােজন? | নেটওয়ার্ক |
Computer Questions for BCS : Only 241(161-200)
161 | দেশের ১৫টি চিনিকলের চাষি একযোগে তথ্য পাচ্ছে কোথা থেকে? | ই- পুর্জি |
162 | দূরত্ব বেশি হলে বেস স্টেশনের সংখ্যা – | বাড়াতে হয় |
163 | নিচের কোন ব্যান্ড উইডথটি ব্রডব্যান্ড শ্রেণির? | ১ মেগা বিট পার সেকেন্ড বা Mbps হতে অধিক |
164 | নিচের কোন স্মার্টফোন অপারেটিং সিস্টেমটি ওপেন সাের্স প্লাটফর্ম? | Android |
165 | নিচের কোনােটির কারণে পৃথিবী অনেক ছােট হয়ে আসছে | ইন্টারনেট |
166 | নিচের কোনটি ক্লাউড কম্পিউটিং এর বৈশিষ্ট্য? | যেকোন সময় অ্যাপ্লিকেশন ব্যবহার করা যায়। |
167 | নেটওয়ার্কভুক্ত কম্পিউটার সমূহের অবস্থানগত এবং সংযোগ বিন্যাসকে কি বলে? | টপোলজি |
168 | ন্যানো প্রযুক্তির জনক কে ? | রিচার্ড ফাইনম্যান |
169 | পাওয়ার অপেন | একটি অপারেটিং সিস্টেম। |
170 | পাঞ্চ কার্ডের উদ্ভাবক | জোসেফ ম্যারী ভ্যাকুয়ার্ড |
171 | পারসনাল কম্পিউটার যুক্ত করে নিচের কোনটি তৈরি করা যায়? | Network |
172 | পিতৃত্ব মাতৃত্ব শনাক্তকরণ জাতীয় পরিচয়পত্র তৈরি ও পাসপো্র্ট তৈরিতে ব্যবহৃত হয় কোন প্রযুক্তি ? | বায়োমেট্রিক |
173 | পেন ড্রাইভ কোন ধরনের ROM? | EE PROM |
174 | পৃথিবীর প্রথম স্বয়ংক্রিয় গণনার যন্ত্র | মার্ক ১ যন্ত্রটি লম্বায় ছিল ৫১ ফুট দৈর্ঘ্য: |
175 | পৃথিবীর সম্পদ কী? | তথ্য |
176 | প্রােগ্রাম ডিজাইন ধাপে কোন বিষয়টি অন্তভূত থাকে? | ইনপুট ডিজাইন, আউটপুট ডিজাইন, ইনপুট ও আউটপুটের মধ্যে সম্পর্ক |
177 | প্রােগ্রাম থেকে কপি করা ডাটা কোথায় থাকে? | Clipboard |
178 | প্রােগ্রাম রচনা সবচেয়ে কঠিন | মেশিনের ভাষায় |
179 | প্রােগ্রামের ভাষা নির্বাচনের ক্ষেত্রে কোন বিষয়টি বিবেচ্য? | সমস্যার প্রকৃতি, ভাষা ব্যবহারের ও শেখার সুবিধা , ভাষার গঠনগত বিষয়াদি |
180 | প্রত্যন্ত অঞ্চল থেকে ইন্টানেট ব্যবহার করতে চাইলে প্রয়োজন– | মডেম |
181 | প্রথম কম্পিউটার প্রােগ্রামার | লেডি অ্যাডা অগাস্টা বায়রন (কবি লর্ড অ্যাডা বায়রনের কন্যা) |
182 | প্রথম কম্পিউটার প্রােগ্রামিং ল্যাঙ্গুয়েজ | ফরট্রান(Formula Translator) |
183 | প্রথম ল্যাপটপ কম্পিউটার | এপসন, ১৯৮১ |
184 | প্রথম সফল কম্পিউটার বাজারে আসে | ১৯৭৬ সালে। |
185 | ফেসবুক এর যাত্রা শুরু হয় | ২০০৪ সালে। |
186 | ফেসবুকের জনক | মার্ক জুকারবার্গ (যুক্তরাষ্ট্র, ২০০৪) |
187 | বাংলাদেশে 4G চালু হয় কত সালে? | ১৯ ফেব্রুয়ারি ২০১৮(২০০৬ সালে দক্ষিণ কোরিয়ায় ৪জি নেটওয়ার্ক সরব প্রথম চালু করা হয়।) |
188 | বাংলাদেশে অনলাইন ইন্টারনেট সেবা চালু হয় | ৪ জুন, ১৯৯৬ তারিখে |
189 | বাংলাদেশে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান | প্রশিকানেট, গ্রামীণ সাইবার নেট, বাংলাদেশ অনলাইন |
190 | বাংলাদেশে কবে Ecommerce চালু হয়? | ২০০৯ |
191 | বাংলাদেশে প্রথম অফলাইন ইন্টারনেট চালু হয় | ১৯৯৪ সালে |
192 | বাংলাদেশে সরকারিভাবে ইবুকের ওয়েবসাইটের নাম- | www।ebook।gov।bd |
193 | বাংলাদেশের কোন ব্যাংক সর্বপ্রথম মোবাইল ব্যাংকিং সেবা চালু করে? | ডাচ বাংলা ব্যাংক |
194 | বাংলাদেশের প্রথম অনলাইন পত্রিকা – | bdnews24.com |
195 | বাংলাদেশের সাবমেরিন ল্যান্ডিং স্টেশন অবস্থিত – | কক্সবাজার |
196 | বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ এর ধারণাটি কে প্রথম উল্লেখ করেন? | মার্শাল ম্যাকলুহান |
197 | বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ প্রতিষ্ঠার মেরুদন্ড? | ইন্টারনেট কানেকটিভিটি |
198 | বিশ্বের প্রথম ওয়েব ব্রাউজার | মােজাইক |
199 | বিশ্বের প্রথম কম্পিউটার নেটওয়ার্ক আরপানেট চালু হয় | ১৯৬৯ সালে |
200 | বিশ্বের প্রথম কম্পিউটার নেটওয়ার্কের নাম | ARPANET |
Computer Questions for BCS : Only 241(201-241)
201 | বিশ্বের প্রথম মোবাইল ব্যাংকিং চালু হয় কখন? | ১৯৯৭ |
202 | বিশ্বব্যাপী বিপর্যয় সৃষ্টিকারী সিআইএইচ (চেংইয়ং-হাে) ভাইরাস | ২৬ এপ্রিল ১৯৯৯ তারিখে আক্রমণ করে। |
203 | ব্যাংকিং খাতে এটিএম পদ্ধতির জনক | জন শেফার্ড ব্যারন |
204 | বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম | DOS, UNIX |
205 | বর্তমানে ইন্টারনেট ব্যবহারে শীর্ষে কোন দেশ? | চীন |
206 | বর্তমানে কৃষকেরা কীভাবে পুর্জি পাচ্ছেন? | ফোনে |
207 | বর্তমানে ছবি আপলোড করার জনপ্রিয় সাইট কোনটি? | ইয়াহুর ফ্লিকার |
208 | বর্তমানে মাইক্রোসফট এর প্রধান নির্বাহী কর্মকর্তা | সত্য নাদেলা |
209 | ব্লগিং এর জনক | ইভান উইলিয়াম |
210 | বুলেটিন বোর্ড ব্যবহৃত হয় কি কাজের জন্য? | ইন্টারনেটে বিজ্ঞান প্রদানের জন্য |
211 | ভাইরাস নামকরণ করেন | গবেষক ফ্রেডরিক কোহেন |
212 | মাইক্রোসফট এর জনক | বিল গেটস (১৯৭৫) |
213 | মােবাইল কমিউনিকেশনে 4G এর ক্ষেত্রে 3G এর তুলনায় অতিরিক্ত বৈশিষ্ট্য কি? | ব্রডবেন্ড ইন্টারনেট সেবা |
214 | মােবাইল ফোনে কথা বলার কোন ধরনের ডেটা ট্রান্সমিশন মােড়? | ফুল-ডুপ্লেক্স (Full-Duplex) |
215 | মােবাইল ফোনের জনক | মার্টিন কুপার (যুক্তরাষ্ট্র, ১৯৭৩) |
216 | মানুষের জিনােম রহস্য ভেদ করা হয়েছে কিসের কল্যাণে? | তথ্যপ্রযুক্তির |
217 | মেশিন ভাষায় রুপান্তরিত প্রোগ্রামকে কি বলা হয় | অবব্জেক্ট প্রোগ্রাম |
218 | মেশিন ল্যাঙ্গুয়েজ | দুইটি সংকেত সমস্বয়ে গঠিত |
219 | মেশিনের ভাষায় লিখিত প্রােগ্রামকে বলা হয় | এসেম্বলি |
220 | মোবাইল ডিভাইসের প্রাণ বলা হয় | অ্যাপকে |
221 | মোবাইল ফোনে যোগাযোগ, ভিডিও কনফারেন্সিং ইত্যাদি | ফুল ডুপ্লেক্স এর উদাহরণ। |
222 | মৌলিক যৌক্তিক বা লজিক্যাল অপারেশন কয়টি? | ৩টি |
223 | ম্যাক্সেমিডিয়া ক্লাশ | একটি এনিমেশন সফটওয়্যার |
224 | রানিসমওয়্যার কী? | ম্যালওয়ার |
225 | লগারিদম এর উদ্ভাবক | জন নেপিয়ার |
226 | লাইন বাই লাইন অনুবাদ করে কোন অনুবাদক প্রোগ্রাম? | ইন্টারপ্রেটার |
227 | লিনাক্স অপারেটিং সিস্টেমের জনক | ট্যাভেলড লিনাক্স |
228 | শিক্ষার্থীরা সহজে আয়ত্ত করতে পারে | BASIC প্রােগ্রাম |
229 | সুইজারল্যান্ডের বিজ্ঞানীগণ www ব্যবস্থাটি উদ্ভাবন করেন | ১৯৯১ সালে |
230 | সােশ্যাল নেটওয়ার্কিং টুইটার কত সালে তৈরি হয়? | ২০০৬ |
231 | সাধারণত ইনফ্রারেড ডিভাইস ব্যবহার করা হয় | WAN-এ |
232 | সার্চ ইঞ্জিনের জনক | এলান এমটাজ |
233 | সার্ভার অর্থ কী? | তথ্য সার্ভ করা |
234 | সার্ভার কিসের সঙ্গে সম্পর্কিত? | কম্পিউটার নেটওয়ার্ক |
235 | সিম্বিয়ান অপারেটিং সিস্টেমে ব্যবহৃত প্রথম মোবাইল ফোন | – এরিকসন আর ৩০৮ |
236 | সিস্টেম সফটওয়্যার কোনটি? | উইন্ডােজ |
237 | সবচেয়ে দ্রুতগতিসম্পন্ন টেপ | ম্যাগনেটিক টেপ |
238 | সবচেয়ে দ্রুতি গতির তারবিহীন নেটওয়ার্ক Wimax এর স্ট্যান্ডার্ড? | EEE.802.16 |
239 | সরােবর্ণ | জাপানের অ্যাবাকাস |
240 | সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল কম্পিউটার হলো | Mark – 1 |
241 | হেক্সাডেসিমেল গণনার মৌলিক অংশ | ১৬টি |
আরও দেখুন:
BCS English Questions Suggestions
আপনার যে কোন প্রয়োজনে, চাকরির সার্কুলার ও আপডেট, এক্সাম ডেট, আপনার কোন কিছু জানার থাকলে নির্দ্বিধায় যোগদান করুন একঝাঁক প্রাণোচ্ছল তরুণের ফেসবুক গ্রুপ: BCS Limelight এ।
ফেসবুক বাটনে ক্লিক করে Computer Questions কে আপনার টাইমলাইনে শেয়ার করে রাখুন।কষ্ট করে খুজতে হবে না। Notification অন করে রাখুন। নতুন পোস্ট এমনিতেই আপনার কাছে পৌছে যাবে।
thanks dada,but bank ar post gula to pachi na dada
ইন্টারনেট লিংক থেকে লিংকে গমণ করাকে—- এটা কি hyperlink হবে নাকি..? জানালে উপকৃত হব। ধন্যবাদ।
Log in
hyperlink হওয়া উচিত
Pdf dile valo hoy
187. 19feb 2019 hobe sir
4. Binary Coded Decimal
21. 2004
DADA PDF deya jay na?
Pdf chai
Pdf dile valo hoy