একটা চিঠি এল। খাম খুলে দেখা গেল যে, লেখা আছে Sonali Bank Exam Senior Officer-2016, পোস্টসংখ্যা – ৬৮৬, মোট পরীক্ষার্থী- ১,০৬,৭৭১ জন, তারিখ- ১ জুন, ২০১৮, সময়- সকাল ১০:৩০-১১:৩০টায় অনুষ্ঠিত হবে।
তবে যেটা জানা সবথেকে জরুরী তা হচ্ছে- প্রশ্ন করবে কারা। কেননা, কারা প্রশ্ন করবে এটা জানা থাকলে এবং সেই অনুযায়ী প্রিপারেশন নিলে নিজের মনোবলটা অটুট থাকে। আর যদি তাদের বিগত প্রশ্নগুলো কমপক্ষে একবার পড়ে যাওয়া যায় তাহলে সেখান থেকেও কমন পাওয়ার নিশ্চয়তা থাকে।
জানা গেছে যে, প্রশ্ন করবে Arts Faculty, DU। এরা আগে ব্যাংকের ৭টি প্রিলি নিয়েছে । আপনাদের সুবিধার জন্য এই সকল প্রিলির ইংরেজি অংশ থেকে Sonali Bank Exam Question(English) এর জন্য ১১০ টি প্রশ্ন বাছাই করে দেয়া হল। শুধু পড়ে যান। পরবর্তীতে আসছে বাংলা।