international general knowledge থেকে ব্যাংকে নিয়োগের প্রিলিতে প্রশ্ন আসে। তবে ব্যাংকের ক্ষেত্রে যেটা হয় recent international general knowledge থেকেই বেশি প্রশ্ন আসে। মরা মানে সূদূর অতীতের international general knowledge থেকে প্রশ্ন আসে না বললেই চলে। তাই international general knowledge for bank পার্টের জন্য একটু preparation রাখা লাগেই।
international general knowledge for bank: আসছে পরীক্ষার জন্য যেটুকু প্রয়োজন
ব্যাংকের প্রিলি পরীক্ষায় যেহেতু সাম্প্রতিক international general knowledge থেকে প্রশ্ন করা হয়, তাই এবছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ঘটে যাওয়া ঘটনাগুলো থেকে বাছাই করে মাত্র ১৭৫টি international general knowledge এই পোস্টে সন্নিবেশ করা হল। এই ১৭৫টি international general knowledge এর মধ্যে ১৪০টি ৪টি অপশনসহ এবং বাকি ৩৫টি international general knowledge একটা প্রশ্ন একটা উত্তর হিসেবে দেয়া হল। এই international general knowledge পার্টই শেষ নয়, আপনার bank ও bcs এর সার্বিক preparation এর জন্য সনাতন দা‘র আড্ডায় থাকুন।
international general knowledge for bank: কি করবেন
international general knowledgeএই পোস্টটি চোখে পড়ামাত্রই এক টানে পড়ে শেষ করে ফেলবেন। অল্প কয়টা international general knowledge- পরে পড়ার জন্য রেখে দিলে ক্ষতি বই লাভ হবে না। তাই ধর তক্তা মার পেরেক।
উল্লেখ্য যে, সনাতন দা‘র আড্ডার international general knowledge এর মত আরও এবং কার্যকরী পোস্ট আপডেট পেতে notification subscribe করে রাখুন। আড্ডার নতুন পোস্ট আপনাকেই খুজে নিবে।
international general knowledge for bank: ৪টি optionসহ
১. চিলির বর্তমান প্রেসিডেন্ট কে?
- মিশেল ব্যাচেলেট
- আলেহান্দ্রো গিলিয়া
- রিচার্ডো লাওগােস
- সেবাস্তিয়ান পিনেরা
উত্তর: সেবাস্তিয়ান পিনেরা
২. পেরুর বর্তমান প্রেসিডেন্ট কে?
- মার্টিন ভিজকারা
- পেদ্রো পাবলাে কুজেনস্কি
- হেইঞ্জ ফিসার
- এ্যালান গার্সিয়া
উত্তর: মার্টিন ভিজকারা
৩. চীনের প্রেসিডেন্টের মেয়াদ কত বছর?
- ৪ বছর
- ৫ বছর
- ৬ বছর
- অনির্দিষ্টকাল
উত্তর: অনির্দিষ্টকাল
৪. বর্তমানে বৈশ্বিক স্বর্ণ উত্তোলনে শীর্ষ প্রতিষ্ঠান কোনটি?
- ব্যারিক গােল্ড করপােরেশন (কানাডা)
- নিউমন্ট মাইনিং করপােরেশন (যুক্তরাষ্ট্র)
- অ্যাংলােগােল্ড আসান্তি (দক্ষিণ আফ্রিকা)
- কিনরস গােল্ড করপােরেশন (কানাডা)
উত্তর: ব্যারিক গােল্ড করপােরেশন (কানাডা)
৫. বর্তমানে বিশ্বের শীর্ষ ধনী কে?
- কার্লোস স্লিম হেলু
- ওয়ারেন বাফেট
- বিল গেটস
- জেফ বেজোস
উত্তর: জেফ বেজোস
৬. পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং মৃত্যুবরণ করেন কবে?
- ১২ মার্চ ২০১৮
- ১৩ মার্চ ২০১৮
- ১৪ মার্চ ২০১৮
- ১৫ মার্চ ২০১৮
উত্তর: ১৪ মার্চ ২০১৮
৭. পাট উৎপাদনে বিশ্বে শীর্ষ দেশ কোনটি?
- ভারত
- বাংলাদেশ
- চীন
- মিয়ানমার
উত্তর: ভারত
৮. পাট পণ্য রপ্তানিতে বিশ্বে শীর্ষ দেশ কোনটি?
- ভারত
- বাংলাদেশ
- চীন
- মিয়ানমার
উত্তর: ভারত
৯. চা উৎপাদনে বিশ্বে শীর্ষ দেশ কোনটি?
- চীন
- শ্রীলংকা
- কেনিয়া
- ভারত
উত্তর: চীন
১০. চা রপ্তানিতে বিশ্বে শীর্ষ দেশ কোনটি?
- চীন
- শ্রীলংকা
- কেনিয়া
- ভারত
উত্তর: চীন
১১. চা আমদানিতে বিশ্বে শীর্ষ দেশ কোনটি?
- রাশিয়া
- পাকিস্তান
- যুক্তরাজ্য
- যুক্তরাষ্ট্র
উত্তর: রাশিয়া
১২. বর্তমানে বিশ্বে স্বল্পোন্নত দেশ (LDC) কতটি?
- ৪৫টি
- ৪৬টি
- ৪৭টি
- ৪৮টি
উত্তর: ৪৭টি
১৩. সর্বশেষ কোন দেশটি LDCভুক্ত হয়?
- অ্যাঙ্গোলা
- সেনেগাল
- পূর্ব তিমুর
- দক্ষিণ সুদান
উত্তর: দক্ষিণ সুদান
১৪. সর্বশেষ কোন দেশ LDC থেকে বেরিয়ে উন্নয়নশীল দেশের তালিকায় অন্তর্ভুক্ত হয়?
- কম্বােডিয়া
- ভুটান
- নিরক্ষীয় গিনি
- লাওস
উত্তর: নিরক্ষীয় গিনি
১৫. LDC থেকে বেরিয়ে উন্নয়নশীল দেশের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে কতটি দেশ?
- ৫টি
- ৬টি
- ৭টি
- ৯টি
উত্তর: ৫টি
১৬. ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (ICC)-এর নতুন মহাসচিব কে?
- সুনীল ভারতী মিত্তাল (ভারত)
- পল পলম্যান (নেদারল্যান্ডস)
- জন ডব্লিউ. এইচ. ডেন্টন (অস্ট্রেলিয়া)
- হ্যারল্ড ম্যাকগ্রো (যুক্তরাষ্ট্র)
উত্তর: জন ডব্লিউ. এইচ. ডেন্টন (অস্ট্রেলিয়া)
১৭. আন্তর্জাতিক নবায়নযােগ্য শক্তি সংস্থা (IRENA)-এর বর্তমান সদস্য দেশ কতটি?
- ১৫২টি
- ১৫৩টি
- ১৫৪টি
- ১৫৫টি
উত্তর: ১৫৫টি
১৮. এশীয় অবকাঠামাে বিনিয়ােগ ব্যাংক (AIIB)-এর বর্তমান সদস্য দেশ কতটি?
- ৬১টি
- ৬০টি
- ৬২টি
- ৬৩টি
উত্তর: ৬৩টি
১৯. বিশ্বে প্রচলিত ভাষার সংখ্যা কতটি?
- ৭,০৭৭টি
- ৭,০৮৭টি
- ৭,০৯৯টি
- ৭,০৯৭টি
উত্তর: ৭,০৯৭টি
২০. সর্বাধিক ভাষার দেশ কোনটি?
- পাপুয়া নিউগিনি
- ইন্দোনেশিয়া
- নাইজেরিয়া,
- ভারত
উত্তর: পাপুয়া নিউগিনি
২১. পাপুয়া নিউগিনিতে মােট কতটি ভাষা রয়েছে?
- ৮১০টি
- ৮২০টি
- ৮৩০টি
- ৮৪১টি
উত্তর: ৮৪১টি
২২. বিশ্বে শীর্ষ ব্যবহৃত ভাষা কোনটি?
- চৈনিক
- স্প্যানিশ
- ইংরেজি
- আরবি
উত্তর: চৈনিক
২৩. ব্যবহারকারীর দিক থেকে বিশ্বে বাংলা ভাষার অবস্থান কততম?
- ৬ষ্ঠ
- ৭ম
- ৮ম
- ৯ম
উত্তর: ৬ষ্ঠ
২৪. বিশ্বে অস্ত্র আমদানিতে শীর্ষ দেশ কোনটি?
- ভারত
- সৌদি আরব
- মিসর
- সংযুক্ত আরব আমিরাত
উত্তর: ভারত
২৫. বিশ্বে অস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
- যুক্তরাষ্ট্র
- রাশিয়া
- ফ্রান্স
- জার্মানি
উত্তর: যুক্তরাষ্ট্র
২৬. অস্ত্র আমদানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম?
- ১৬তম
- ১৭তম
- ১৮তম
- ১৯তম
উত্তর: ১৯তম
২৭. বিশ্ব সুখ রিপাের্ট ২০১৮ অনুযায়ী শীর্ষ সুখী দেশ কোনটি?
- ফিনল্যান্ড
- ডেনমার্ক
- জার্মানি
- জাপান
উত্তর: ফিনল্যান্ড
২৮. বিশ্ব সুখ রিপাের্ট ২০১৮ অনুযায়ী শীর্ষ সুখী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান কত?
- ৯৭তম
- ১১৫তম
- ১৩৩তম
- ১৪৫তম
উত্তর: ১১৫তম
২৯. প্রকাশিতব্য ভ্রমণকাহিনি নয়াচীন’ কার রচনা?
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
- প্রণব মুখার্জী
- ড. অমর্ত্য সেন
- শেখ হাসিনা
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
৩০. প্রকাশিতব্য ভ্রমণকাহিনি নয়াচীন’ প্রকাশ করবে কোন প্রতিষ্ঠান?
- গণগ্রন্থাগার অধিদপ্তর
- বাংলা একাডেমি
- বাংলাদেশ শিশু একাডেমি
- সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
উত্তর: বাংলা একাডেমি
৩১. যুক্তরাষ্ট্রের হােয়াইট হাউসে জীবনযাপন নিয়ে প্রকাশিতব্য স্মৃতিচারণমূলক গ্রন্থ Becoming কার রচনা?
- মিশেল ওবামা
- হিলারি ক্লিনটন
- লরা বুশ
- জ্যাকুলিন কেনেডি
উত্তর: মিশেল ওবামা
৩২. ৯০তম অস্কার ২০১৮ এর সেরা চলচ্চিত্র কোনটি?
- The Shape of Water
- Call Me by Your Name
- Darkest Hour
- Dunkirk
উত্তর: The Shape of Water
৩৩. ৯০তম অস্কার ২০১৮ এর সেরা পরিচালক কে?
- ক্রিস্টোফার নােলান
- জর্দান পিলে
- পল থমাস অ্যান্ডারসন
- গুইলারমাে দেল তােরাে
উত্তর: গুইলারমাে দেল তােরাে
৩৪. ৯০তম অস্কার ২০১৮ এর সেরা অভিনেতা কে?
- ড্যানিয়েল কালুইয়া
- গ্যারি ওল্ডম্যান
- টিমােথি শ্যালামে
- ডেনজেল ওয়াশিংটন
উত্তর: গ্যারি ওল্ডম্যান
৩৫. ৯০তম অস্কার ২০১৮ এর সেরা অভিনেত্রী কে?
- সারশা রােনান
- মেরিল স্ট্রিপ
- ফ্রান্সিস ম্যাকডােমান্ড
- স্যালি হকিন্স
উত্তর: ফ্রান্সিস ম্যাকডােমান্ড
৩৬. ২৪তম শীতকালীন অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হবে?
- গােল্ডকোস্ট, অস্ট্রেলিয়া
- বেইজিং, চীন
- লন্ডন, যুক্তরাজ্য
- মুম্বাই, ভারত
উত্তর: বেইজিং, চীন
৩৭. ২৪তম শীতকালীন অলিম্পিক গেমস কবে অনুষ্ঠিত হবে?
- ৪-২০ ফেব্রুয়ারি ২০২২
- ৬-২২ ফেব্রুয়ারি ২০২২
- ৮-২৪ ফেব্রুয়ারি ২০২২
- ১০-২৬ ফেব্রুয়ারি ২০২২
উত্তর: ৪-২০ ফেব্রুয়ারি ২০২২
৩৮. বর্তমানে ওয়ানডে ক্রিকেট দলের মর্যাদাপ্রাপ্ত দেশের সংখ্যা কতটি?
- ১৬টি
- ১৭টি
- ১৮টি
- ১৯টি
উত্তর: ১৬টি
৩৯. বর্তমানে ওয়ানডে ক্রিকেট দলের মর্যাদাপ্রাপ্ত স্থায়ী দেশের সংখ্যা কতটি?
- ১৮টি
- ১৯টি
- ১২টি
- ১৪টি
উত্তর: ১২টি
৪০. নিদাহাস ট্রফি ২০১৮-এর চ্যাম্পিয়ন কোন দেশ?
- বাংলাদেশ
- শ্রীলংকা
- ভারত
- পাকিস্তান
উত্তর: ভারত
৪১. ২০১৯ সালের বিশ্বকাপ ক্রিকেটে কতটি দেশ অংশগ্রহণ করবে?
- ১০টি
- ১৪টি
- ১৬টি
- ১১টি
উত্তর: ১০টি
৪২. সীমান্তবর্তী পানমুনজম (Panmunjom) গ্রামটি কোন দুই দেশের মধ্যে অবস্থিত?
- চীন ও মিয়ানমার
- সৌদি আরব ও ইয়েমেন
- উত্তর ও দক্ষিণ কোরিয়া
- ভারত ও পাকিস্তান
উত্তর: উত্তর ও দক্ষিণ কোরিয়া
৪৩. বিশ্বের বৃহত্তম উভচর উড়ােজাহাজ AG 600 কোন দেশের তৈরি?
- চীন
- ফ্রান্স
- জাপান
- যুক্তরাষ্ট্র
উত্তর: চীন
৪৪. আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (IAEA)-এর বর্তমান সদস্য দেশ কতটি?
- ১৬৬টি
- ১৬৭টি
- ১৬৮টি
- ১৬৯টি
উত্তর: ১৬৯টি
৪৫. আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (ICAO)-এর বর্তমান সদস্য দেশ কতটি?
- ১৯০টি
- ১৯১টি
- ১৯২টি
- ১৯৩টি
উত্তর: ১৯২টি
৪৬. আন্তর্জাতিক রাসায়নিক অস্ত্র নিরস্ত্রীকরণ সংস্থা । (OPCW)-এর বর্তমান সদস্য দেশ কতটি?
- ১৯০টি
- ১৯১টি
- ১৯২টি
- ১৯৩টি
উত্তর: ১৯৩টি
৪৭. International Year of Camelids বর্ষ কোন সাল?
- ২০২১
- ২০২২
- ২০২৩
- ২০২৪
উত্তর: ২০২৪
৪৮. International Year of Artisanal Fisheries and Aquaculture বৰ্ষ কোন সাল?
- ২০২১
- ২০২২
- ২০২৩
- ২০২৪
উত্তর: ২০২২
৪৯. United Nations Decade of Family Farming দশক হলাে—
- ২০১৮-২০২৭
- ২০১৯-২০২৮
- ২০২০-২০২৯
- ২০২১-২০৩০
উত্তর: ২০১৯-২০২৮
৫০. আইসল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি?
- ক্যাটরিনা জ্যাকবসদোক্তির
- জোহান্না সিগারদাদোষ্ট্রির
- সিগমুন্ডুর গুনলাউসন
- ইনগি জোহানসন
উত্তর: ক্যাটরিনা জ্যাকবসদোক্তির
৫১. ২০১৮ সালের ওয়ার্ল্ডবুক ক্যাপিটাল কোনটি?
- এথেন্স, গ্রিস
- ভলেটা, মাল্টা
- লিউওয়ার্দেন, নেদারল্যান্ডস
- আল মুহারাক, বাহরাইন
উত্তর: এথেন্স, গ্রিস
৫২. Knyaz Vladimir বা Prince Vladimir সাবমেরিনটি কোন দেশের তৈরি?
- রাশিয়া
- উত্তর কোরিয়া
- ভারত
- ফ্রান্স
উত্তর: রাশিয়া
৫৩. ভারতের কংগ্রেস দলের বর্তমান সভাপতি কে?
- বরুণ গান্ধী
- প্রিয়াঙ্কা গান্ধী
- সোনিয়া গান্ধী
- রাহুল গান্ধী
উত্তর: রাহুল গান্ধী
৫৪. বর্তমানে বিশ্বের সর্বকনিষ্ঠ সরকার প্রধান কে?
- সেবাস্তিয়ান কুর্জ (অস্ট্রিয়ার চ্যান্সেলর)
- জাসিন্দা আর্দার্ন (নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী)
- আনা বার্নাভিচ (সার্বিয়ার প্রধানমন্ত্রী)
- মার্সেডিজ আরাজ (পেরুর প্রধানমন্ত্রী)
উত্তর: সেবাস্তিয়ান কুর্জ (অস্ট্রিয়ার চ্যান্সেলর)
৫৫. নেপালের ফেডারেল পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভস-এর সদস্য সংখ্যা কত?
- ২৬০
- ২৬৫
- ২৭০
- ২৭৫
উত্তর: ২৭৫
৫৬. জাতিসংঘে শান্তিরক্ষী প্রেরণে বর্তমানে শীর্ষ দেশ কোনটি?
- ইথিওপিয়া
- পাকিস্তান
- ভারত
- বাংলাদেশ
উত্তর: ইথিওপিয়া
৫৭. ১৩তম G-20 শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে?
- ২৭-২৮ নভেম্বর ২০১৮
- ২৯-৩০ নভেম্বর ২০১৮
- ৩০ নভেম্বর-১ ডিসেম্বর ২০১৮
- ২-৩ ডিসেম্বর ২০১৮
উত্তর: ৩০ নভেম্বর-১ ডিসেম্বর ২০১৮
৫৮. ১২তম আসেম সম্মেলন কবে অনুষ্ঠিত হবে?
- ১৬-১৭ অক্টোবর ২০১৮
- ১৮-১৯ অক্টোবর ২০১৮
- ২০-২১ অক্টোবর ২০১৮
- ২৩-২৪ অক্টোবর ২০১৮
উত্তর: ১৮-১৯ অক্টোবর ২০১৮
৫৯. ১২তম আসেম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
- সিসিলি, ইতালি
- প্যারিস, ফ্রান্স
- ব্রাসেলস, বেলজিয়াম
- দ্য কুইবেক, কানাডা
উত্তর: ব্রাসেলস, বেলজিয়াম
৬০. WIPO’র বর্তমান সদস্য দেশ কতটি?
- ১৯০টি
- ১৯১টি
- ১৯২টি
- ১৯৩টি
উত্তর: ১৯১টি
৬১. সপ্তম T-20 বিশ্বকাপ ক্রিকেট কবে অনুষ্ঠিত হবে?
- ২৪ জুলাই -১৫ আগস্ট ২০২০
- ২৪ আগস্ট – ১৫ সেপ্টেম্বর ২০২০
- ২৪ সেপ্টেম্বর -১৫ অক্টোবর ২০২০
- ২৪ অক্টোবর – ১৫ নভেম্বর ২০২০
উত্তর: ২৪ অক্টোবর – ১৫ নভেম্বর ২০২০
৬২. সপ্তম T-20 বিশ্বকাপ ক্রিকেট কোথায় অনুষ্ঠিত হবে?
- অস্ট্রেলিয়া
- ভারত
- বাংলাদেশ
- নিউজিল্যান্ড
উত্তর: অস্ট্রেলিয়া
৬৩. ১৩তম বিশ্বকাপ ক্রিকেট কবে অনুষ্ঠিত হবে?
- ৯ ফেব্রুয়ারি-২৬ মার্চ ২০২৩
- ৯ মার্চ-২৬ এপ্রিল ২০২৩
- ৯ এপ্রিল-২৬ মে ২০২৩
- ৯ মে-২৬ জুন ২০২৩
উত্তর: ৯ ফেব্রুয়ারি-২৬ মার্চ ২০২৩
৬৪. ১৩তম বিশ্বকাপ ক্রিকেট কোথায় অনুষ্ঠিত হবে?
- ইংল্যান্ড
- দক্ষিণ আফ্রিকা
- ভারত
- বাংলাদেশ
উত্তর: ভারত
৬৫. নবম আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি কবে অনুষ্ঠিত হবে?
- ২০১৯ সালে
- ২০২০ সালে
- ২০২১ সালে
- ২০২২ সালে
উত্তর: ২০২১ সালে
৬৬. নবম আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি কোন দেশে অনুষ্ঠিত হবে?
- পাকিস্তান
- ভারত
- শ্রীলংকা
- বাংলাদেশ
উত্তর: ভারত
৬৭. মার্কিন কেন্দ্রীয় গােয়েন্দা সংস্থা (CIA)’র বর্তমান ও প্রথম নারী পরিচালক কে?
- জিনা হাসপেল
- ক্লারা সট্রিজ
- ন্যান্সি পেলােসি
- হলি রিড
উত্তর: জিনা হাসপেল
৬৮. যুক্তরাষ্ট্রের বর্তমান ও ৭০তম পররাষ্ট্রমন্ত্রী কে?
- উইলবার রস
- রিক পেরি
- মাইক পম্পেও
- রেক্স টিলারসন
উত্তর: মাইক পম্পেও
৬৯. ১৪ মে ২০১৮ প্রথম দেশ হিসেবে তেলআবিব থেকে জেরুজালেমে দূতাবাস উদ্বোধন করে—
- হাঙ্গেরি
- চেক রিপাবলিক
- গুয়েতেমালা
- যুক্তরাষ্ট্র
উত্তর: যুক্তরাষ্ট্র
৭০. Forbes-এর তথ্য মতে ২০১৮ সালে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি কে?
- সি চিন পিং (চীন)
- ব্লাদিমির পুতিন (রাশিয়া)
- ডােনাল্ড ট্রাম্প (যুক্তরাষ্ট্র)
- নরেন্দ্র মােদি (ভারত)
উত্তর: সি চিন পিং (চীন)
৭১. বিশ্বের সর্বোচ্চ মুদ্রাস্ফীতির দেশ কোনটি?
- ভেনিজুয়েলা
- দক্ষিণ সুদান
- সুদান
- সিরিয়া
উত্তর: ভেনিজুয়েলা
৭২. বিশ্বের প্রথম ভাসমান পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নাম কী?
- Novovoronezh
- Smolensk II
- Akademik Lomonosov
- Kaliningrad
উত্তর: Akademik Lomonosov
৭৩. বিশ্বের প্রথম ভাসমান পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র কোন দেশের?
- রাশিয়া
- যুক্তরাষ্ট্র
- চীন
- ফ্রান্স
উত্তর: রাশিয়া
৭৪. Kh47M2 Kinzhal কোন দেশের তৈরি ক্ষেপণাস্ত্র?
- যুক্তরাষ্ট্র
- রাশিয়া
- চীন
- ফ্রান্স
উত্তর: রাশিয়া
৭৫. ইউরােপের দীর্ঘতম সেতুর দৈর্ঘ্য কত?
- ১৮.১ কিমি
- ১৯.১ কিমি
- ২০.১ কিমি
- ২১.১ কিমি
উত্তর: ১৮.১ কিমি
৭৬. সােকোত্রা দ্বীপটির মালিকানা কোন দেশের?
- সৌদি আরব
- সংযুক্ত আরব আমিরাত
- ইয়েমেন
- ইরান
উত্তর: ইয়েমেন
৭৭. আন্তর্জাতিক অনুবাদ দিবস কবে?
- ২০ মার্চ
- ২০ এপ্রিল
- ৬ জুন
- ৩০ সেপ্টেম্বর
উত্তর: ৩০ সেপ্টেম্বর
৭৮. মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী কে?
- আনােয়ার ইব্রাহিম
- মাহাথির মােহাম্মদ
- নাজিব রাজাক
- আজিজাহ ওয়ান ইসমাইল
উত্তর: মাহাথির মােহাম্মদ
৭৯. কোস্টারিকার বর্তমান প্রেসিডেন্ট কে?
- অস্কার আরিয়াস
- ম্যানুয়েল জেলায়া
- কার্লোস আলভারাদো
- রবার্তো মিচেলেত্তি
উত্তর: কার্লোস আলভারাদো
৮০. বিশ্বের বয়স্ক প্রধানমন্ত্রী কে?
- মাহাথির মােহাম্মদ (মালয়েশিয়া)
- মােরারজি দেশাই (ভারত)
- ফিলিপ পেটেন (ফ্রান্স)
- বাবিকের অওয়াদাল্লা (সুদান)
উত্তর: মাহাথির মােহাম্মদ (মালয়েশিয়া)
৮১. আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC)-এর বর্তমান প্রেসিডেন্ট কে?
- সাং হায়ুন সং (দক্ষিণ কোরিয়া)
- রােজালিন হিগিন্স (যুক্তরাজ্য)
- চিলি ইবােয়ে ওসুজি (নাইজেরিয়া)
- ফিলিপ কিংস (কানাডা)
উত্তর: চিলি ইবােয়ে ওসুজি (নাইজেরিয়া)
৮২. SWAFF’র প্রথম ও বর্তমান প্রেসিডেন্ট কে?
- আদেল বিন মােহাম্মদ ইজ্জত (সৌদি আরব)
- শেখ আলী বিন খলিফা (বাহরাইন)
- মখদুম ফয়সাল (পাকিস্তান)
- কাজী সালাহউদ্দিন (বাংলাদেশ)
উত্তর: আদেল বিন মােহাম্মদ ইজ্জত (সৌদি আরব)
৮৩. জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থা (UNIDO)-এর বর্তমান সদস্য দেশ কতটি?
- ১৬৫টি
- ১৬৬টি
- ১৬৭টি
- ১৬৮টি
উত্তর: ১৬৮টি
৮৪. ১৭ মে ২০১৮ কোন দেশ UNIDO’র ১৬৮তম সদস্যপদ লাভ করে?
- তাইওয়ান
- কসােভাে
- ফিলিস্তিন
- দক্ষিণ সুদান
উত্তর: ফিলিস্তিন
৮৫. আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IMO)-এর বর্তমান সদস্য দেশ কতটি?
- ১৭১টি
- ১৭২টি
- ১৭৩টি
- ১৭৪টি
উত্তর: ১৭৪টি
৮৬. ১৪ মে ২০১৮ কোন দেশ IMO’র ১৭৪তম সদস্যপদ লাভ করে?
- নাউরু
- আর্মেনিয়া
- বেলারুশ
- জাম্বিয়া
উত্তর: নাউরু
৮৭. ২৭তম এপেক (APEC) শীর্ষ সম্মেলন কবে অনুষ্টিত হবে?
- ১৮ নভেম্বর ২০১৮
- ১৯ নভেম্বর ২০১৮
- ২০ নভেম্বর ২০১৮
- ২১ নভেম্বর ২০১৮
উত্তর: ১৮ নভেম্বর ২০১৮
৮৮. ২৭তম APECশীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
- দানাং, ভিয়েতনাম
- পাের্ট মাের্সবি, পাপুয়া নিউগিনি
- ওসাকা, জাপান
- সিডনি, অস্ট্রেলিয়া
উত্তর: পাের্ট মাের্সবি, পাপুয়া নিউগিনি
৮৯. ৪৪তম G7 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
- কুইবেক, কানাডা
- বার্লিন, জার্মানি
- ওসাকা, জাপান
- রােম, ইতালি
উত্তর: কুইবেক, কানাডা
৯০. ২০১৮ সালের ম্যান বুকার ইন্টারন্যাশনাল প্রাইজ লাভ করেন কে?
- ইসমাইল কাদারে (আলবেনিয়া)
- ওলগা টোকারচুক (পােল্যান্ড)
- ইয়ান লিয়ানকি (চীন)
- ডেভিড গ্রসম্যান (ইসরাইল)
উত্তর: ওলগা টোকারচুক (পােল্যান্ড)
১০০. ওলগা টোকারচুক কোন গ্রন্থের জন্য ম্যান বুকার ইন্টারন্যাশনাল প্রাইজ’ লাভ করেন?
- Flights
- Cities in Mirrors
- Christmas Tales
- The Moment of the Bear
উত্তর: Flights
১০১. ২০১৮ সালে কোন ক্ষেত্রে নােবেল পুরস্কার ঘােষণা করা হবে না?
- সাহিত্য
- শান্তি
- পদার্থবিজ্ঞান
- অর্থনীতি
উত্তর: সাহিত্য
১০২. ২১তম বিশ্বকাপ ফুটবল ২০১৮ এর মাসকটের নাম কী?
- Zabivaka
- Fuleco
- Zakumi
- Footix
উত্তর: Zabivaka
১০৩. প্রথমবারের মতাে খেলবে কোন দুটি দেশ?
- লিথুয়ানিয়া ও টোঙ্গা
- মন্টিনিগ্রো ও ভানুয়াতু
- আইসল্যান্ড ও পানামা
- নাইজার ও ভারত
উত্তর: আইসল্যান্ড ও পানামা
১০৪. বিশ্বকাপ জয়ী একমাত্র দেশ হিসেবে রাশিয়া বিশ্বকাপ ফুটবলে স্থান পায়নি কোন দেশ?
- উরুগুয়ে
- ইতালি
- ফ্রান্স
- আর্জেন্টিনা
উত্তর: ইতালি
১০৫. ২১তম বিশ্বকাপ ফুটবল ২০১৮ এর বলের নাম কী?
- Fevernova
- Jabulani
- Brazuca
- Telstar 18
উত্তর: Telstar 18
১০৬. সাউথ ওয়েস্ট এশিয়ান ফুটবল ফেডারেশন (SWAFE) কবে গঠিত হয়?
- ৮ মে ২০১৮
- ৯ মে ২০১৮
- ১০ মে ২০১৮
- ১১ মে ২০১৮
উত্তর: ১০ মে ২০১৮
১০৭. SWAFFর সদর দপ্তর কোথায়?
- তেহরান, ইরান
- জেদ্দা, সৌদি আরব
- আম্মান, জর্ডান
- করাচি, পাকিস্তান
উত্তর: জেদ্দা, সৌদি আরব
১০৮. বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর বর্তমান ও ২১তম বিদেশি কোচ কে?
- অ্যান্ড্রু ওর্ড (অস্ট্রেলিয়া)
- জেমি ডে (যুক্তরাজ্য)
- টম সেন্টফিট (বেলজিয়াম)
- রায়ান স্ট্রান্ডফোর্ড (নিউজিল্যান্ড)
উত্তর: জেমি ডে (যুক্তরাজ্য)
১০৯. বর্তমানে T-20 মর্যাদাপ্রাপ্ত দেশ কতটি?
- ১০১টি
- ১০২টি
- ১০৩টি
- ১০৪টি
উত্তর: ১০৪টি
১১০. ১৯ এপ্রিল ২০১৮ সােয়াজিল্যান্ড দেশের নাম। পরিবর্তন করে কী রাখা হয়?
- Kingdom of Swaziland
- Kingdom of Swatini
- Republic (of Swaziland
- Republic of Swatini
উত্তর: Kingdom of Swatini
১১১. তুরস্কের প্রথম পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের নাম কী?
- Tayyip Nuclear Power Plant
- Rosatom Nuclear Power Plant
- Mersin Nuclear Power Plant
- Akkuyu Nuclear Power Plant
উত্তর: Akkuyu Nuclear Power Plant
১১২. এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (ACC) বর্তমান সদর দফতর কোথায়?
- ইসলামাবাদ, পাকিস্তান
- নয়া দিল্লি, ভারত।
- কলম্বাে, শ্রীলংকা
- কুয়ালালামপুর, মালয়েশিয়া
উত্তর: কলম্বাে, শ্রীলংকা
১১৩. বিশ্বের কোন দেশে প্রথম বাণিজ্যিক হাইপারলুপ চালু হচ্ছে?
- সংযুক্ত আরব আমিরাত
- সৌদি আরব
- কাতার
- ইরাক
উত্তর: সংযুক্ত আরব আমিরাত
১১৪. মিয়ানমারের বর্তমান প্রেসিডেন্টের নাম কী?
- মান উইন খাইন
- থেইন সেইন
- উইন মিন্ট
- অং সান সু চি
উত্তর: উইন মিন্ট
১১৫. কিউবার বর্তমান প্রেসিডেন্টের নাম কী?
- রাউল কাস্ত্রো
- মিগুয়েল দিয়াজ-কানেল
- অসভালদো দরতিকস
- ম্যানুয়েল উরুতিয়া
উত্তর: ম্যানুয়েল উরুতিয়া
১১৬. সিয়েরা লিওনের বর্তমান প্রেসিডেন্টের নাম কী?
- জুলিয়াস মাদা বাও
- সামুরা কামারা
- আহমেদ তেজান কাব্বা
- জান্তা জুলিয়াস মাদা
উত্তর: জুলিয়াস মাদা বাও
১১৭. ত্রিনিদাদ ও টোবাগোের প্রথম নারী প্রেসিডেন্টের নাম কী?
- ন্যান্সি পেলােসিও
- তা ইং-ওয়েন
- পলা ইভানকা
- পলা মে উইক
উত্তর: পলা মে উইক
১১৮. কমনওয়েলথের বর্তমান চেয়ারপারসন কে?
- জোসেপ মাসকাট, মাল্টা
- থেরেসা মে, যুক্তরাজ্য
- এমিলিয়া লিফাকা, ক্যামেরুন
- নরেন্দ্র মােদি, ভারত
উত্তর: থেরেসা মে, যুক্তরাজ্য
১১৯. প্রবাসী আয় বা রেমিট্যান্স কোন দেশের জিডিপি’তে সর্বাধিক অবদান রাখে?
- কিরগিজস্তান
- নেপাল
- লাইবেরিয়ার
- হাইতি
উত্তর: কিরগিজস্তান
১২০. বিশ্বে অভিবাসী হওয়ায় শীর্ষ দেশ কোনটি?
- ভারত
- মেক্সিকো
- রাশিয়া
- চীন
উত্তর: ভারত
১২১. অভিবাসী হওয়ার ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান কত?
- দ্বিতীয়
- তৃতীয়
- চতুর্থ
- পঞ্চম
উত্তর: পঞ্চম
১২২. ২৬তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন (CHOGM) কবে অনুষ্ঠিত হবে?
- ২০১৯ সালে
- ২০২০ সালে
- ২০২১ সালে
- ২০২২ সালে
উত্তর: ২০২০ সালে
১২৩. ২৬তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন (CHOGM) কোথায় অনুষ্ঠিত হবে?
- বাংলাদেশ
- ভারত
- কানাডার
- মালয়েশিয়া
উত্তর: মালয়েশিয়া
১২৪. ২২তম কমনওয়েলথ গেমস কবে অনুষ্ঠিত হবে?
- ২১ জুলাই – ১ আগস্ট ২০২২
- ২৩ জুলাই -৩ আগস্ট ২০২২
- ২৫ জুলাই – ৫ আগস্ট ২০২২
- ২৭ জুলাই – ৭ আগস্ট ২০২২
উত্তর: ২৭ জুলাই – ৭ আগস্ট ২০২২
১২৫. ২২তম কমনওয়েলথ গেমস কোথায় অনুষ্ঠিত হবে?
- গােলকোস্ট, অস্ট্রেলিয়া
- জোহানেসবার্গ, দ. আফ্রিকা
- বার্মিংহাম, যুক্তরাজ্য
- মুম্বাই, ভারত
উত্তর: বার্মিংহাম, যুক্তরাজ্য
১২৬. দক্ষিণ আফ্রিকার বর্তমান প্রেসিডেন্ট কে?
- সিরিল রামাফোসা
- জ্যাকব জুমা
- থামাে এমবেকি
- কালেমা মতলানথে
উত্তর: সিরিল রামাফোসা
১২৭. নেপালের বর্তমান প্রধানমন্ত্রী কে?
- ঝালনাথ খানাল
- বাবুরাম ভট্টরায়
- কে পি শৰ্মা অলি
- খিল রাজ রেগমি
উত্তর: কে পি শৰ্মা অলি
১২৮. রােমানিয়ার প্রথম নারী প্রধানমন্ত্রী কে?
- ইরিনা বােকোভা
- সেভিল শাইদেহ
- ভিওরিকা ড্যানসিলা
- রবার্টা অ্যানাস্টেস
উত্তর: ভিওরিকা ড্যানসিলা
১২৯. ২০১৯ সাল নিম্নের কোন বর্ষ?
- International Year of Indigenous Languages
- International Year of Moderation
- htеmational Year of the Periodic Table of Chemical Elements
- ওপরের সবগুলাে
উত্তর: ওপরের সবগুলাে
১৩০. Polar Silk Road এর প্রস্তাবক কোন দেশ?
- চীন
- ফ্রান্স
- জাপান
- যুক্তরাষ্ট্র
উত্তর: চীন
১৩১. ‘ওয়াখান করিডর’ কোন দেশে অবস্থিত?
- ইরান
- পাকিস্তান
- েআফগানিস্তান
- নেপাল
উত্তর: আফগানিস্তান
১৩২. আন্তর্জাতিক আদালত (IC)-এর বর্তমান প্রেসিডেন্ট কে?
- রনি আব্রাহাম (ফ্রান্স)
- আলফা কোন্দে (গিনি)
- পিটার তেমকা (স্লোভাকিয়া)
- অলিকাজ আহমেদ ইউসুফ (সােমালিয়া)
উত্তর: অলিকাজ আহমেদ ইউসুফ (সােমালিয়া)
১৩৩. কমনওয়েলথ-এর বর্তমান সদস্য দেশ কতটি?
- ৫১টি
- ৫২টি
- ৫৩টি
- ৫৪ টি
উত্তর: ৫৩টি
১৩৪. দশম BRICS শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে?
- ৩-৫ সেপ্টেম্বর ২০১৮
- ৫-৭ সেপ্টেম্বর ২০১৮
- ৭-৯ সেপ্টেম্বর ২০১৮
- ৯-১১ সেপ্টেম্বর ২০১৮
উত্তর: ৩-৫ সেপ্টেম্বর ২০১৮
১৩৫. দশম BRICS শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
- বেইজিং, চীন
- জোহানেসবার্গ, দ. আফ্রিকা
- মস্কো, রাশিয়া
- মুম্বাই, ভারত
উত্তর: জোহানেসবার্গ, দ. আফ্রিকা
১৩৬. শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি?
- আফগানিস্তান
- সিরিয়া
- দক্ষিণ সুদান
- সােমালিয়া
উত্তর: সােমালিয়া
১৩৭. কম দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি?
- নিউজিল্যান্ড
- ডেনমার্ক
- ফিনল্যান্ড
- নরওয়ে
উত্তর: নিউজিল্যান্ড
১৩৮. ২০১৮ সালের EPA প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের শীর্ষ দূষিত বায়ুর দেশ কোনটি?
- চীন
- পাকিস্তান
- বাংলাদেশ
- নেপাল
উত্তর: নেপাল
১৩৯. ২০১৮ সালের EPA’র প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের শীর্ষ নির্মল বায়ুর দেশ কোনটি?
- অস্ট্রেলিয়া
- বার্বাডােজ
- জর্ডান
- কানাডা
উত্তর: অস্ট্রেলিয়া
১৪০. ২০১৮ সালের EPA’র প্রতিবেদন অনুযায়ী, দূষিত বায়ুর দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান কততম?
- প্রথম
- দ্বিতীয়
- তৃতীয়
- চতুর্থ
উত্তর: দ্বিতীয়
international general knowledge for bank: ঝটপট প্রশ্ন, চটপট উত্তর
ক্রম | international general knowledge | উত্তর |
১ | ১৪তম এশিয়া কাপ ক্রিকেট কবে, বা কোথায় অনুষ্ঠিত হবে? | ১৮-৩০ সেপ্টেম্বর ২০১৮; সংযুক্ত আরব আমিরাত |
২ | ১৮ এপ্রিল ২০১৮ কোন দেশে Black Panther চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে সিনেমা হলের নবযাত্রা হয়? | সৌদি আরব |
৩ | ২০১৮ সালে কোন দুটি দেশ বাণিজ্যযুদ্ধে জড়িয়ে পড়ে? | যুক্তরাষ্ট্র-চীন |
৪ | ২০১৮ সালের ২১তম কমনওয়েলথ গেমসে প্রথম স্বর্ণপদক লাভ করেন কে? | ফ্লোরা ডাফি (বারমুডা) |
৫ | ২০১৮ সালের ২১তম কমনওয়েলথ গেমসে বাংলাদেশের কে কে রৌপ্য পদক লাভ করে? | আবদুল্লাহ হেল বাকী (এয়ার রাইফেল) এবং শাকিল আহমেদ (শু্যটিং) |
৬ | ২০১৮ সালের ২১তম কমনওয়েলথ গেমসে সর্বাধিক পদক লাভ করে কোন দেশ? | অস্ট্রেলিয়া; ১৯৮টি |
৭ | ২০১৮ সালের কমনওয়েলথ উদ্ভাবনী টি সূচকে বাংলাদেশের অবস্থান কততম? | ২৪তম |
৮ | ২০১৮ সালের জন্য জি-৭৭-এর চেয়ারম্যান দেশ কোনটি? | মিসর |
৯ | ২০২০ সালের ওয়ার্ল্ড এক্সপাে অনুষ্ঠিত হবে কোথায়? | দুবাই, সংযুক্ত আরব আমিরাত |
১০ | ৭ এপ্রিল ২০১৮ জাপানে কোন মেরিন ইউনিট চালু হয়? | Amphibious Rapid Deployment Brigade (ARDB) |
১১ | ৯ জানুয়ারি ২০১৮ যুক্তরাজ্যের মন্ত্রিসভায় প্রথম মুসলিম নারী মন্ত্রী হিসেবে নিয়ােগ পান কে? | নূস ঘানি |
১২ | ইতিহাসের প্রথম চারদিনের দিবারাত্রির টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয় কবে? | ২৬-২৭ ডিসেম্বর ২০১৭ |
১৩ | ইসরাইল কবে UNESCO’র সদস্য পদ ছাড়বে? | ৩১ ডিসেম্বর ২০১৮ |
১৪ | এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (ACU) লেনদেনসংক্রান্ত দেনা পরিশােধের ক্ষেত্রে কতটি বিদেশি মুদ্রা ব্যবহার করে? | ৩টি ইউএস ডলার, ইউরাে এবং জাপানি ইয়েন |
১৫ | এশিয়ার প্রথম পুরুষ অভিনেতা হিসেবে গােল্ডেন গ্লোব পুরস্কার লাভ করেন কে? | ভারতীয় বংশােদ্ভূত অভিনেতা আজিজ আনসারি, ২০১৮ সালে |
১৬ | ওয়ার্ল্ড এক্সপাে অনুষ্ঠিত হয় কত বছর পর পর? | ৫ বছর |
১৭ | চীনা মহাকাশ স্টেশন Tiangong-1 কবে, কোথায় পৃথিবীতে আছড়ে পড়ে? | ২ এপ্রিল ২০১৮; প্রশান্ত মহাসাগরে |
১৮ | জাতিসংঘ কর্তৃক স্বীকৃত বিশ্বে মােট প্রচলিত মুদ্রার সংখ্যা কতটি? | ১৮০টি |
১৯ | তিয়াস (Tiyas) বা টি-৪ (T-4) বিমানঘাটি কোথায় অবস্থিত? | সিরিয়া |
২০ | দশম সাফ চ্যাম্পিয়নশিপ কবে, ২ কোথায় অনুষ্ঠিত হবে? | ৪-১৫ সেপ্টেম্বর ২০১৮; ঢাকা, বাংলাদেশ |
২১ | নাগরিকদের একাকিত্ব দূর করতে ১৭ জানুয়ারি ২০১৮ ‘নিঃসঙ্গ মন্ত্রণালয় গঠন করে কোন দেশ? | যুক্তরাজ্য |
২২ | প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম বাংলাদেশি এ ব্যাটসম্যান হিসেবে ১০,০০০ রানের মাইলফলক স্পর্শ করেন কে? | তুষার ইমরান |
২৩ | প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম বাংলাদেশি বােলার হিসেবে ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন কে? | আবদুর রাজ্জাক |
২৪ | বর্তমান বিশ্বে সর্বাধিক মুদ্রাস্ফীতির দেশ কোনটি? | ভেনিজুয়েলা; ২,৬১৬% (২০১৭) |
২৫ | বর্তমানে বিশ্বে তেল আমদানিতে শীর্ষ দেশ কোনটি? | চীন |
২৬ | বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) মন্ত্রী পর্যায়ের ” ১২তম সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? | ২০১৯ সালে |
২৭ | বিশ্বে প্রথম বাণিজ্য যুদ্ধ শুরু হয়েছিল কবে? | ১৯৩০ সালে |
২৮ | বিশ্বে মােবাইল ফোন সেট উৎপাদনে শীর্ষ দেশ কোনটি? | চীন; দ্বিতীয় ভারত |
২৯ | বিশ্বের কোন দেশ প্রথম আইন করে কর্মক্ষেত্রে নারীর চেয়ে পুরুষের বেতন বা মজুরি বেশি দেয়াকে নিষিদ্ধ করেছে? | আইসল্যান্ড |
৩০ | বিশ্বের বৃহত্তম সমুদ্র সেতুর নাম কী? | Hong Kong-Zhuhai-Macau Bridge (HKZMB) |
৩১ | বিশ্বের সর্বশেষ প্রচলিত মুদ্রা কোনটি? | South Sudanese Pound (SSP) |
৩২ | মহাসাগরীয় বিজ্ঞান দশক হলাে— | ২০২১-২০৩০ |
৩৩ | লাইবেরিয়ার বর্তমান প্রেসিডেন্টের নাম কি? | জর্জ উইয়াহ |
৩৪ | সােয়াতি ভাষায় ইসওয়াতিনি (eSwatini)-এর অর্থ কী? | সােয়াজিদের ভূমি (Land of the Swazis) |
৩৫ | সৌদি যুবরাজ মােহাম্মদ বিন সালমান-এর নিজস্ব এলিট বাহিনীর নাম কী? | Al-Saif Al-Ajrab |
আরও যা পড়বেন:
general knowledge bangladesh for bank: ৮২টি
sonali bank senior-officer question : ২৮১টি(বাছাইকৃত)
চর্যাপদ (charyapada): যেভাবে পড়া উচিত
bank job circular: total preparation
বাহ বা বাহ বা!
excellent
2021 সালের জন্য এইরকম দিলে ভালো হয়
ধন্যবাদ ভাই। দুই নং এর উত্তর টা কি পেদ্রো কাস্তিলো হবে ভাই?
good
এগুলো কী হালনাগাদ তথ্য?
হলে গ্রেট জব।