Bank Analytical Ability for Preliminary Exam পোস্টে কিছু Bank Analytical Ability যোগ করার একটা কারণ আছে। আমি যখন AUST এর Bank preli question গুলো দেখছিলাম, তখন দেখলাম যে, তারা কিছু Bank Analytical Ability question দিয়েছে। তাই আপনাদের সুবিধার জন্য মাত্র কয়েকটা গুরুত্বপূর্ণ Bank Analytical Ability Question দিয়ে দিলাম। এই Bank Analytical Ability Question গুলোর Explanation ও দিয়ে দিলাম। ভাগ্যে থাকলে কমনও পড়ে যেতে পারে। পাওয়ামাত্রই অন্তত একবার সম্পূর্ণটা দেখে যান। লস হবে না।