AUST Bank Computer Question Answer : বর্তমান সময়ে bank preli exam এর কথা আসলেই জলের তোড়ে কুমির আসার মত চলে আসে AUST (Ahsanullah University of Science & Technology) এর নাম। সনাতন দা’র আজকের পোস্টে প্রিলির জন্য AUST Bank Computer Question Answer এর পার্ট -02 দেয়া হল। AUST Bank Computer Question Answer এর এই পোস্টের বৈশিষ্ট্য হল এখানে প্রয়োজনীয় ব্যাখ্যা এবং রেফারেন্স দেয়া হয়েছে।
Previous AUST Bank Computer Question Answer থেকে আমি বাছাই করে সর্বমোট ১৬৮ টা জেনারেল এবং ১০৭টা IT Officer এর (জানামতে কোন ডুপ্লিকেট নেই) প্রশ্ন পেয়েছি। AUST Bank Computer Question Answer এই ১৬৮ টার মধ্যে থেকে রিপিট হওয়ার সম্ভাবনা অনেক বেশি। স্বল্প সময়ে পড়ার সুবিধার্থে এই AUST Bank Computer Question Answer কে ৩ ভাগে ভাগ করে দেয়া হল। প্রথম দুই ভাগ(১৬৮/২ =৮৪) সাধারণদের এবং শেষ বা তৃতীয় ভাগ এবং শেষ বা ৩য় ভাগ IT Officer এর। পরীক্ষার আগে শুধু একটু সময় নিয়ে ঝেড়ে দিবেন। পরীক্ষা নেয়া হবে প্রথম দুইভাগের মোট ৪টি।