AUST Bank English Question Answer Part-02 : বর্তমান সময়ে bank preli exam এর কথা আসলেই জলের তোড়ে কুমির আসার মত চলে আসে AUST (Ahsanullah University of Science & Technology) এর নাম। সনাতন দা’র আজকের পোস্টে প্রিলির জন্য AUST Bank English Question Answer এর সকল প্রশ্ন দেয়া হল। AUST Bank English Question Answer এর এই পোস্টের বৈশিষ্ট্য হল এখানে মোটামুটিভাবে সকল প্রশ্নের ব্যাখ্যা এবং রেফারেন্স দেয়া হয়েছে।
Previous AUST Bank English Question Answer থেকে আমি বাছাই করে সর্বমোট ২৩৭টা (জানামতে কোন ডুপ্লিকেট নেই) পেয়েছি। AUST Bank English Question Answer এই ২৩৭ টা স্বল্প সময়ে পড়ার সুবিধার্থে ৩ ভাগে ভাগ করে দেয়া হল।