Lecture-04 Reading Materials: যেকোন চাকরির পরীক্ষার প্রিলিতে টেকার জন্য Previous Year-এর Question গুলো ভালভাবে আয়ত্ব করার কোন বিকল্প নাই। তাই বিগত সকল পরীক্ষার প্রশ্নগুলোকে যাচাই-বাছাই করে Duplicate গুলো বাদ দিয়ে এবং Recent Question গুলোকে আপডেট করে প্রয়োজনীয় সংখ্যক Lecture এ ভাগ করে Reading Materials হিসেবে আপনাদের জন্য আপলোড করা হল। কোন ভুল থাকলে অনুগ্রহ করে জানাবেন।
প্রতিটি Lecture এ আপনার প্রিপারেশন কেমন হল তা যাচাই করার জন্য ৬টি টেস্টসহ একাধিক রিভিশন টেস্ট-এর ব্যবস্থা করা হয়েছে।
তবে Reading Materials এ কোন ভুল থাকলে এক্সামে থাকা উত্তর সঠিক বলে গণ্য হবে।
পরীক্ষা দেয়ার জন্য আপনাকে অবশ্যই Free Registration সহ যেকোন একটি প্যাকেজ ক্রয় করতে হবে। প্যাকেজ ক্রয়ের লিঙ্ক: Click here
প্রশ্নের উত্তরের সপক্ষে ব্যাখ্যা এক্সামগুলোতে দেয়া আছে।
আপনি কম পড়েন- এটা তেমন কোন সমস্যা নয়। তবে নিয়মিত পরীক্ষা দিয়ে প্রস্তুতিকে শাণিত করাই মূলকথা।
Also Read: Reading Materials (Others) Day – 10 for exam of Day-11
Also Read: Reading Materials (Others) Day – 11 for exam of Day-12
Also Read: Reading Materials (Others) Day – 12 for exam of Day-13
Lecture-04 Reading Materials
1|দিনাজপুর জেলার বড় পুকুরিয়ায় কিসের খনিজ প্রকল্প কাজ চলছে? Ans: কয়লা |
2|দেশের কোন এলাকাতেই ভোটার হননি এমন ব্যক্তি সংসদ নির্বাচনে – Ans: কোনোক্রমেই প্রার্থী হতে পারবেন না |
3|দেশের প্রথম ঔষধ পার্ক কোথায় স্থাপিত হচ্ছে? Ans: গজারিয়া |
4|দেশের রপ্তানি আয়ের মধ্যে চামড়ার অবস্থান কত? Ans: ৩য় |
5|(ক) শীতলক্ষ্যা (খ) বুড়িগঙ্গা (গ) ধরলা (ঘ) বংশী এর মধ্যে ধলেশ্বরী নদীর শাখা নদী কোনটি? Ans: বুড়িগঙ্গা |
6|ধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান- Ans: BADC |
7|(ক) খেজুর পাম (খ) সাগু পাম (গ) নিপা পাম (ঘ) তাল পাম এর মধ্যে কোন উদ্ভিদ কেবল ম্যানগ্রোভ বনাঞ্চলে দেখা যায়? Ans: নিপা পাম |
8|(ক) গারো (খ) সাঁওতাল (গ) খাসিয়া (ঘ) মারমা এর মধ্যে কোন বাংলাদেশী উপজাতির পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক? Ans: সাঁওতাল |
9|নিঝুম দ্বীপের আয়তন কত? Ans: ৯১ বর্গমাইল |
10| কোন সংস্থাটি ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দিয়েছে? Ans: UNESCO |
11| কোন দেশ হতে বাংলাদেশ বর্তমানে সবচেয়ে বেশি সাহায্য পায়? Ans: জাপান |
12| কোন পর্যটক সােনারগাঁও এসেছিলেন? Ans: ইবনে বতুতা |
13|নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করার বিষয়টি সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ রয়েছে? Ans: অনুচ্ছেদ ২২ |
14|ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি লি. এর উৎপাদিত সার-এর নাম কোনটি? Ans: ইউরিয়া এবং এএসপি |
15|পরিকল্পনা কমিশনের গৃহীত পদক্ষেপ অনুযায়ী সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা কোন মেয়াদে হবে? Ans: ২০১৬-২০২০ |
16|পলাশী যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল? Ans: জুন ২৩, ১৭৫৭ |
17|পাকিস্তান শাসনতান্ত্রিক পরিষদের (Constituent Assembly) ধারা বিবরণীতে বাংলা ভাষা ব্যবহারের দাবি প্রথম কে করেছিলেন? Ans: ধীরেন্দ্রনাথ দত্ত |
19|পার্বত্য চট্টগ্রামে কয়টি জেলা আছে? Ans: ৩ টি |
20|পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ গঠনকালে ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল ও ভাইসরয় ছিলেন Ans: লর্ড কার্জন |
21|পূর্ববঙ্গ জমিদারী দখল ও প্রজাস্বত্ব আইন কবে প্রণীত হয়? Ans: ১৯৫০ |
22|পূর্বাশা দ্বীপের অপর নাম কি? Ans: দক্ষিণ তালপট্টি |
23|প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা কার কর্তৃত্বে প্রযুক্ত হয়? Ans: প্রধানমন্ত্রী |
24|প্রতাপ আদিত্য কে ছিলেন? Ans: বাংলার বারাে ভূঁইয়াদের একজন |
25|প্রথম বাংলাদেশী এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহীম কোন সালে মাউন্ট এভারেস্ট শৃঙ্গে আরোহণ করেন? Ans: ২০১০ |
26|প্রধান নির্বাচন কমিশনারের মেয়াদকাল কত? Ans: ৫ বৎসর |
27|প্রধানমন্ত্রীর নিয়ােগের বাইরে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ব্যতীত কোন কাজ এককভাবে করতে পারেন? Ans: প্রধান বিচারপতি নিয়োগ |
28|প্রস্তাবিত পদ্মা সেতুর দৈর্ঘ্য কত কিমি? Ans: ৬.২ কিমি |
29|প্রাচীন গৌড় নগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? Ans: চাঁপাইনবাবগঞ্জ |
30|প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি? Ans: বরিশাল |
31|প্রাচীন বাংলা মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা কে? Ans: চন্দ্রগুপ্ত মৌর্য |
32|প্রাচীন বাংলার হরিকেল জনপদ অঞ্চলভুক্ত এলাকা – Ans: চট্টগ্রাম |
33|প্রাণের বান্ধব রে বুড়ি হইলাম তাের কারণে গানটির গীতিকার কে? Ans: শেখ ওয়াহিদ |
34|প্রান্তিক হ্রদ কোন জেলায় অবস্থিত? Ans: খাগড়াছড়ি |
35|ফারাক্কা বাঁধ বাংলাদেশের সীমান্ত থেকে কত দূরে অবস্থিত? Ans: ১৬.৫ কিলোমিটার |
36|ফিশারিজ ট্রেনিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত? Ans: চাদপুরে |
37|বখতিয়ার খলজী বাংলা জয় করেন কোন সালে? Ans: ১২০৪ |
38|বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে জন্মগ্রহণ করেন? Ans: ১৭ মার্চ, ১৯২০ খ্রি. |
39|বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্য – Ans: ৪.৮ কি.মি. |
40|বঙ্গবন্ধুর ১৯৭১ সালের ৭ মার্চ ভাষণের সময়কালে পূর্ব পাকিস্তানে যে আন্দোলন চলছিল সেটি হল? Ans: পূর্ব পাকিস্তানের অসহযোগ আন্দোলন |
41|বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে? Ans: পঞ্চম তফসিল |
42|বঙ্গবন্ধুসহ আগড়তলা ষড়যন্ত্র মামলার মােট আসামী সংখ্যা ছিল কত জন? Ans: ৩৫ জন |
43|ডিস্ক ডিফ্রাগমেন্টেশান ব্যবহৃত হয়- Ans: ডিস্কের ফাইলগুলোকে পুনর্বিন্যস্ত করতে |
44| Compiler প্রোগ্রামটি একটি সম্পূর্ণ কম্পিউটার প্রোগ্রামকে একবারে অনুবাদ ও সম্পাদন করে |
45| OMR একটি ইনপুট ডিভাইস |
46| Touch Screen একই সাথে ইনপুট ও আউটপুট হিসেবে কাজ করে |
47| (ক) ফেসবুক (খ) টুইটার (গ) লিংকড ইন (ঘ) উইকিপিডিয়া এর মধ্যে কোনটি সামঞ্জস্যপূর্ণ নয়? Ans: উইকিপিডিয়া |
48|মডেম –এর মধ্যে যা থাকে তা হলো- Ans: একটি মডুলেটর ও একটি ডিমডুলেটর |
49|মাইক্রোওয়েভের মাধ্যমে যে টেলিযোগাযোগ ব্যবস্থা আমাদের দেশে প্রচলিত তাতে মাইক্রোওয়েভ অধিকাংশ দূরত্ব অতিক্রম করে Ans: ওয়েভ গাইডের মধ্য দিয়ে |
50| MICR মুদ্রিত লেখা সরাসরি ইনপুট নেয়ার জন্য নিচের কোনটি ব্যবহৃত হয় |
Lecture-04 Reading Materials51|মোবাইল কমিউনিকেশনে 4G-এর ক্ষেত্রে 3G এর তুলনায় অতিরিক্ত বৈশিষ্ট্য কি? |
52|মোবাইল ফোনে কোন Mode- এ যোগাযোগ হয়? Ans: Full-duplex |
53|এশিয়া ওয়াচ কর্তৃক উদ্যাটিত কোন অপরাধের জন্য চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র Specila 301 প্রয়োগ করার বিবেচনা করে? Ans: জুন ১৯৮৯ সালে তিয়ানমেন স্কোয়ারে সংঘঠিত ট্রাজেডি |
54|এশিয়ায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতির মূল ভিত্তি কি? Ans: আসিয়ান জোটকে সমর্থন করা |
55|এশিয়ার অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে নতুন জোটগুলাের মধ্যে কোনটিকে অ্যাস্কাপ (ESCAP) সবচেয়ে বেশি উপযোগী বিবেচনা করে? Ans: APEC |
56|এশিয়ার দীর্ঘতম নদী কোনটি? Ans: ইয়াংসিকিয়াং |
57|এশিয়ায় হিন্দু রাষ্ট্র নেই |
58|এসকাপের সদর দপ্তর কোথায় অবস্থিত? Ans: ব্যাংকক |
59|ওআইসি-এর বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক? Ans: ওআইসির বর্তমান মহাসচিব ইউসুফ বিন আল ওথাইমিন সৌদি আরবের নাগরিক |
60|ওজোনস্তরের ফাটলের জন্য মুখ্যতঃ দায়ী কোন গ্যাস? Ans: ক্লোরো ফ্লোরো কার্বন |
61|ওডার নীচ নদী- Ans: পূর্ব জার্মানি ও পোল্যান্ডের মধ্যে সীমা নির্ধারক |
62| ইন্দোনেশিয়া ওপেক ভুক্ত অ-আরব মুসলিম দেশ |
63| ইন্দোনেশিয়া ওপেকভূক্ত একমাত্র অ-আরব এশীয় দেশ কোনটি? |
64|কখন থেকে এশীয় উন্নয়ন ব্যাংকের লেনদেন শুরু হয়? Ans: ১৯৬৬ সাল থেকে |
65|কঙ্গো প্রজাতন্ত্রের বর্তমান নাম Ans: জায়ারে |
66|কানাডার ফরাসিভাষী জনগােষ্ঠী কোন অঙ্গরাজ্যে সর্বাধিক বাস করে? Ans: কুইবেক |
67|কার্টাগেনা প্রটোকল হচ্ছে – Ans: জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি |
68|কার্ল মার্কস কোন দেশে মৃত্যুবরণ করেন? Ans: যুক্তরাজ্য |
69|কালাপানি কোন দুই রাষ্ট্রের মধ্যে অমীমাংসিত ভূখন্ড? Ans: ভারত ও নেপাল |
70|কিউবায় ক্ষেপণাস্ত্র সঙ্কটের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে ছিলেন? Ans: জন এফ কেনেডি |
71|কিরগিস্তানের রাজধানী কোথায়? Ans: বিশকেক |
72| ইবনে খালদুন গণিতবিদ নন |
73| মার্গারেট থ্যাচার – লৌহ মানবী হিসেবে পরিচিত? |
74| (ক) সুদান (খ) সাইপ্রাস (গ) মালদ্বীপ এর মধ্যে কোথায় সেনাবাহিনী নেই? Ans: কোনটিই নয় |
75|কোন চুক্তিতে পারমাণবিক পরীক্ষা বন্ধ হওয়ার কথা বলা হয়েছে? Ans: সিটিবিটি (CTBT) |
76|কোন দেশটি অতীতে কখনও অন্য কোন দেশের উপনিবেশে পরিণত হয়নি? Ans: থাইল্যান্ড |
77| ইরান দেশটি আরব লীগের অন্তর্ভুক্ত নয় |
78| দক্ষিণ কোরিয়া দেশটি আসিয়ান (ASEAN) জোটভুক্ত নয় |
79| অস্ট্রিয়া দেশটি ইউরােপের বাল্টিক অঞ্চলে অবস্থিত নয় |
80| নাউরু দেশটি ওশেনিয়া অঞ্চলের অন্তর্ভুক্ত? |
81| (ক) ব্রাজিল (খ) আর্জেন্টিনা (গ) পেরু এর মধ্যে কোন দেশটি ল্যাটিন আমেরিকার অন্তর্ভুক্ত নয়? Ans: সবগুলো অর্ন্তভূক্ত |
82| নেদারল্যান্ডস দেশটি স্ক্যানডিনেভিয়ার অন্তর্ভুক্ত নয় |
83| আফগানিস্তানে তালেবান নামক রাজনৈতিক দল ক্ষমতায় অধিষ্ঠিত |
84|কোন দেশে প্রথম আণবিক বােমা ফেলা হয়? Ans: জাপান |
85| মিয়ানমার-এর জাতীয় সংসদ দ্বি-কক্ষ বিশিষ্ট |
86|কোন দেশের মহিলারা সর্বপ্রথম ভােটাধিকার লাভ করে? Ans: নিউজিল্যান্ড |
87|কোন সংকটকে কেন্দ্র করে ১৯৫০ সালে শান্তির জন্য ঐক্য প্রস্তাব জাতিসংঘের মাধ্যমে পেশ করা হয়? Ans: কোরিয়া সংকট |
88|কোন সালে হিটলার জার্মান চ্যান্সেলর নিযুক্ত হন? Ans: ১৯৩৩ |
89| ভারত D-৮ ভুক্ত দেশ নয় |
90|কোনটি জাতিসংঘের বহুমুখী কারিগরি ও প্রাক-বিনিইয়োগ সহযোগিতা বাস্তবায়নের সর্ববৃহৎ মাধ্যম? Ans: UNDP |
91| ASEAN (আশিয়ান) জাতিসংঘের সহযোগী নয় |
92| NATO নিরস্ত্রীকরণের সঙ্গে সম্পৃক্ত নয় |
93|কোন্ চুক্তি অনুসারে বসনিয়া সংকট সমাধানে পথ সুগম হয়েছিল? Ans: ডেটন চুক্তি |
94|কত তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি? Ans: ৪° সেন্টিগ্রেড |
95|কত বছর পর পর হ্যালির ধুমকেতু দেখা যায়? Ans: ৭৬ বছর |
96|কৃষি জমিতে প্রধানত চুন ব্যবহার করা হয় Ans: মাটির অম্লতাহাসের জন্য |
97|কোনটি সিমেন্ট তৈরির অন্যতম কাঁচামাল? Ans: জিপসাম |
98| কুমির স্তন্যপায়ী প্রাণী নয় |
99| ইস্পাত কে চুম্বকে পরিণত করা যায় |
100| ক্রোমােপ্লাস্ট- এর জন্য পুষ্প রঙ্গিন ও সুন্দর হয় |
Lecture-04 Reading Materials101|কোলস্টেরল এক ধরনের— |
102|ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎস কি? Ans: আইসােটোপ |
103|ক্যান্সার চিকিৎসায় যে বিকিরণ ব্যবহার করা হয় তা হলাে Ans: গামা রশ্মি (Gama rays) |
104|ক্যান্সার রােগের কারণ কি? Ans: কোষের অস্বাভাবিক বৃদ্ধি |
105|খাদ্য তৈরির জন্য উজিদ বায়ু থেকে গ্রহণ করে Ans: কার্বন ডাই-অক্সাইড |
106|গাছের খাদ্য তালিকায় আছে- Ans: N,P,K,S ও Zn |
107|গাড়ীর ব্যাটারিতে কোন এসিড ব্যবহৃত হয়? Ans: সালফিউরিক |
108|গােয়েন্দা বিভাগে নিম্নের কোন রশ্মি ব্যবহৃত হয়? Ans: X-রশ্মি |
109|গ্যালিলিও কী? Ans: পৃথিবী থেকে পাঠানাে বৃহস্পতির একটি কৃত্রিম উপগ্রহ |
110|গ্রিন হাউজ ইফেক্ট বলতে বােঝায়- Ans: তাপ আটকে পড়ে সার্বিক তাপমাত্রা বৃদ্ধি |
111|গ্রিন হাউজ প্রতিক্রিয়া এই দেশের জন্য ভয়াবহ আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে এর ফলে- Ans: সমুদ্র তলের উচ্চতা বেড়ে যেতে পারে |
112|গ্রিন হাউজে গাছ লাগানাে হয় কেন? Ans: অত্যধিক ঠান্ডা থেকে রক্ষার জন্য |
113|ঘন পাতাবিশিষ্ট বৃক্ষের নিচে রাতে ঘুমানাে স্বাস্থ্যসম্মত নয় কারণ গাছ হতে Ans: অধিক পরিমাণে কার্বন ডাই অক্সাইড নির্গত হয় |
114|ঘর্মাক্ত দেহে পাখার বাতাস আরাম দেয় কেন? Ans: পাখার বাতাস শীতলতার জলীয়বাষ্প ধারণ করে |
115|চন্দ্রে কোনাে বস্তুর ওজন পৃথিবীর ওজনের- Ans: ছয় ভাগের এক ভাগ |
116|চা পাতায় কোন ভিটামিন থাকে? Ans: ভিটামিন-বি কমপ্লেক্স |
117|চাঁদ দিগন্তের কাছে অনেক বড় দেখায় কেন? Ans: বায়ুমণ্ডলীয় প্রতিসরণে |
118|চাঁদে কোন শব্দ করলে শােনা যাবে না কেন? Ans: চাঁদে বায়ুমন্ডল নেই তাই |
119|জারণ বিক্রিয়ায় ঘটে- Ans: ইলেকট্রন বর্জন |
120|জীবজগতের জন্যে সবচেয়ে ক্ষতিকারক রশ্মি কোনটি? Ans: গামা রশ্মি |
121|জীবাশ্ম জ্বালানি দহনের ফলে বায়ুমণ্ডলে যে গ্রিন হাউজ গ্যাসের পরিমাণ সবচেয়ে বৃদ্ধি পাচ্ছে- Ans: কার্বন ডাই অক্সাইড |
122|জীবের বংশগতির বৈশিষ্ট্য বহন করে- Ans: ক্রোমােজোম |
123|জোয়ার ভাঁটার তেজকটাল কখন হয়? Ans: অমাবস্যায় |
124|From A. in passing his drivers test B. to have passed his drivers test C. to his drivers test D.passing his drivers test, Fill the blanks to complete the sentences: Almost everyone fails ___ on the first try. Ans: to have passed his drivers test |
125|From A. has B. would C. will D.does, Fill the blanks to complete the sentences: If a ruby is heated it ___ temporarily loose its color. Ans: will |
126|Synonym of TENUOUS Ans: Thin |
127|From A. The Bluest Eye B. As I Lay Dying C. Sula D.A Mercy , Find the odd man out: Ans: As I Lay Dying |
128|A. George Eliot B. Joseph Conrad C. Thomas Hardy D.James Joyce, Find the odd man out: Ans: George Eliot |
129|First language means the ____ language. Ans: natural |
130|Frailty thy name is women. Here Frailty is: Ans: A noun |
131|Geriatrics is the branch of medicine concerned with the diseases and care of Ans: old people |
132|Give the antonym of the word transitory __ Ans: permanent |
133|Give the correct Passive form of-My teacher embodies all the good qualities. Ans: All the good qualities are embodied in my teacher |
134|Good is to bad as white is to__ Ans: black |
135|Government has been entrusted____elected politicians. Ans: to |
136|He ____ consciousness as a result of his hitting the cars dashboard. Ans: lost |
137|He divided the money –___ the two children. Ans: between |
138|He gave up ____ football when be got married. Ans: playing |
139|He had a __ headache. Ans: bad |
140|He has paid the penalty __ his crimes __ five years in prison. Ans: for, with |
141|He insisted ____________ there. Ans: on my going |
142|He intends to _ in the country for two months. Ans: stay |
143|He is quite ____ in dealing with people. Ans: diplomatic |
144|He knew it was a very _____ operation, but he was determined to carry it out . Ans: risky |
145|He said that he _____ be unable come. Ans: would |
146|He said that he ______ the previous day. Ans: had come |
147|He watched the boat _____ down the river. Ans: floating |
148|He went to ___ hospital because he had _____ heart attack. Ans: no article, a |
149|He worked with all sincerity. The underlined phrase is _____- Ans: An adverbial phrase |
150|Hold water means – Ans: Bear examination |
Lecture-04 Reading Materials151|Honey is__sweet. |
152|How many eggs have your hens ____ this month? Ans: laid |
153|I ____ remember the holiday I spent in your home, she said . Ans: always |
154|I am looking for someone who ____ play the piano. Ans: can |
155|I am not bad— tennis. Ans: at |
156|I cannot _to pay such high prices. Ans: afford |
157|I count _____ your help Ans: upon |
158|I decided to go ______ with my friend as I needed some exercise. Ans: for a walk |
159|I have ____ interest in the matter. Ans: no |
160|I have a __ that one day this nation will live out the true meaning of its creed that all men are created equal. Ans: dream |
161|I have been living in Dhaka ___________ 2000. Ans: since |
162|I have never seen such a slow coach like you, this small work has taken you three full months. What does the idiom a slow coach mean? Ans: a very lazy person |
163|I have not heard from him_____. Ans: for long |
164|I have read the book _____ you lent me. Ans: that |
165|I know him. Make it passive. Ans: He is known to me |
166|I shall not ______ the examination this year. Ans: appear at |
167|I thought that _____ was the last one. Ans: the prettiest one of all |
168|I took a map with me, as I didnt want to ………… my way on the journey. on the journey. Ans: lose |
169|P.B. Shelleys Adonais is an elegy on the death of_____. Ans: John Keats |
170|Restoration period in English literature refers to _____. Ans: 1660 |
171|Riders to the sea is ______. Ans: a one-act play |
172|Shakespeare composed much of his plays in what sort of verse? Ans: Iambic pentameter |
173|Shakespeares Measure for Measure is a successful_______. Ans: comedy |
174|T.S. Eliot was born in ______. Ans: U.S.A |
175|The Climax of a plot is what happens____. Ans: at the height |
176|The comparison of unlike things using the words like on as is known to be_____ Ans: simile |
177|কদাকার শব্দটি কোন উপসর্গ যোগে গঠিত? Ans: দেশী উপসর্গ যোগে |
178|কর্মে যাহার ক্লান্তি নাই- বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কী? Ans: অক্লান্তকর্মী |
179|শুদ্ধ বাক্য- একটা গোপনীয় কথা বলি। |
180|কোনটি শুদ্ধ বানান? Ans: পাষাণ |
181| ইন্দ্রিয়, দ্বন্দ্ব, প্রোজ্জ্বল, স্বায়ত্তশাসন – শুদ্ধ বানান |
185|সৌজন্য -শুদ্ধ |
186| গােলাপ – সাধিত শব্দ নয় |
187|কোনটি সার্থক বাক্যের গুণ নয়?/ কোনটি বাক্যের বৈশিষ্ট্য নয়? Ans: আসক্তি (বানান খেয়াল করুন) |
188| একত্রিত শব্দটিতে অপ প্রয়োগ ঘটেছে |
189|কোনটির অর্থ পাকা অর্থে প্রকাশ পায়? Ans: পাকা আম |
190| ধরি মাছ না ছুই পানি – কৌশলে কার্যোদ্ধার |
191|ক্রিয়া পদের মূল অংশকে বলা হয়- ধাতু |
192|ক্রিয়াপদ- কখনো কখনো বাক্যে উহ্য থাকতে পারে |
193|ক্ষমার যোগ্য এর বাক্য সংকোচন- Ans: ক্ষমার্হ |
194|খাঁটি বাংলা উপসর্গ কয়টি? Ans: ২১ টি |
195|খাটি বাংলা উপসর্গ – অতি |
196|গাছপাথর বাগধারাটির অর্থ- Ans: হিসাব-নিকাশ |
197|গিন্নী, কেষ্ট শব্দ দুটি কোন ধরনের শব্দ? Ans: অর্ধ-তৎসম |
198| শবদাহ – গুরুচন্ডালী দোষ মুক্ত কোনটি |
199|গ্রিক শব্দ – দাম |
200|চর্যাচর্যবিনিশ্চয়- এর অর্থ কি? Ans: কোনটি আচরণীয় আর কোনটি নয় |
Lecture-04 Reading Materials201|চাঁদমুখ এর ব্যাসবাক্য হলো- |
202|চৌহদ্দি শব্দটি কোন কোন ভাষার শব্দ মিলে হয়েছে? Ans: ফারসি+আরবি |
203|কল্লোল- পত্রিকা কোন সালে প্রকাশিত হয়? Ans: ১৯২৩ সালে |
204|কল্লোল পত্রিকার প্রথম সম্পাদকের নাম কি? Ans: দীনেশরঞ্জন দাশ |
205|কুলীন কুলসর্বস্ব- নাটকটি কার লেখা? Ans: রামনারায়ণ তর্করত্ন |
206|কুহেলিকা – উপন্যাসটির রচয়িতা কে? Ans: কাজী নজরুল ইসলাম |
207|কৃষ্ণকুমারী- নাটকের রচয়িতা কে? Ans: মাইকেল মধুসূদন দত্ত |
208|খনার বচন এর মূলভাব কি? Ans: লৌকিক প্রণয়সঙ্গীত |
209|গঠনরীতিতে শ্রীকৃষ্ণকীর্তন কাব্য মূলত- Ans: নাট্যগীতি |
210|গাড়ি চলে না, চলে না, চলে নারে…… গানের গীতিকার কে? Ans: শাহ আব্দুল করিম |
211|গােরক্ষ বিজয- এর আদি কবির নাম কী? Ans: শেখ ফয়জুল্লাহ |
212|গীতাঞ্জলি কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় কত সালে? Ans: 1910 |
213|গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ সম্পাদনা করেছেন- Ans: ডব্লিউ. বি. ইয়েটস |
214|গোরক্ষ বিজয় কাব্য কোন ধর্মমতের কাহিনী অবলম্বনে লেখা? Ans: নাথ ধর্ম |
215|গ্রামীণ সমাজের সাধারণ মানুষের সরলতাকে কেন্দ্র করে ধর্মকে ব্যবসার উপাদানরূপে ব্যবহারের একটি নগ্ন চিত্র ফুটে উঠেছে- Ans: লালসালুতে |
216|ঘরে-বাইরে উপন্যাসটি কার লেখা- Ans: রবীন্দ্রনাথ ঠাকুর |
217|চণ্ডীদাস সমস্যা – কী? Ans: চণ্ডীদাসের আবির্ভাবের স্থান ও কাল নিয়ে মতভেদ |
218|চণ্ডীমঙ্গল- কাব্যের রচয়িতা কে? Ans: মুকুন্দরাম চক্রবর্তী |
219|চতুর্দশপদী কবিতাবলী কার রচনা? Ans: মাইকেল মধুসূদন দত্ত |
220|চন্দরা চরিত্রের স্রষ্টা কে? Ans: রবীন্দ্রনাথ ঠাকুর |
221|চন্দ্রাবতী কি? Ans: কাব্য |
222|চরিত্রহীন- উপন্যাস কার লেখা? Ans: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের |
223|চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে? Ans: ১৯০৭ |
224|চর্যাপদ আবিষ্কৃত হয় কোথা থেকে? Ans: বাকুরা জেলার এক গৃহস্থের গোয়ালঘর থেকে |
225|চর্যাপদ এ কোন ধর্ম মতের কথা আছে? Ans: বৌদ্ধধর্ম |
226|চর্যাপদ কোন ছন্দে লেখা? Ans: মাত্রাবৃত্ত |
227|চর্যাপদ কোন ধর্মের? Ans: বৌদ্ধ সহজিয়া ধর্ম |
228|চর্যাপদের কবিদের মধ্যে সবচেয়ে বেশি পদ রচনা করেন কে? Ans: কাহ্নপা |
229|চর্যাপদের পদকর্তা কতজন? Ans: ২৪ জন |
230|চলিত ভাষায় লেখা রবীন্দ্রনাথের প্রথম উপন্যাস কোনটি? Ans: ঘরে বাইরে |
231|চাঁদের অমাবস্যা- উপন্যাসটির রচয়িতা কে? Ans: সৈয়দ ওয়ালীউল্লাহ |
232|চিলে কাঠার সেপাই কে লিখেছেন? Ans: আখতারুজ্জামান ইলিয়াস |
233|ছিন্নপত্রের অধিকাংশ পত্র কাকে উদ্দেশ্য করে লেখা? Ans: ইন্দিরা দেবী |
234|জয়দেব রচিত সংস্কৃত কাব্যগ্রন্থের নাম কী? Ans: গীতগােবিন্দ |
235|জসিমউদ্দীনের রচনা – যাঁদের দেখেছি Ans: যাঁদের দেখেছি |
236|জসীমউদ্দীনকে কেন পল্লিকবি বলা হয়? Ans: তাঁর কবিতায় পল্লি-প্রকৃতির রূপবৈচিত্র ফুটে উঠেছে তাই |
237|জসীমউদ্দীনের কবর কবিতা কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? Ans: কল্লোল |
238|জসীমউদ্দীনের নাটক- বেদের মেয়ে |
239|জসীমউদ্দীনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ – রাখালী |
240|জসীমউদ্দীনের সােজান বাদিয়ার ঘাট- কাব্যের প্রধান চরিত্র কী কী? Ans: সােজান ও দুলি |
241|জীবন স্মৃতি কার রচনা? Ans: রবীন্দ্রনাথ ঠাকুর |
242|জীবনানন্দ দাশকে নির্জনতার কবি- বলে আখ্যায়িত করেন কে? Ans: বুদ্ধদেব বসু |
243|জীবনানন্দ দাশের জন্মস্থান কোন জেলায়? Ans: বরিশাল |
244|জীবনানন্দ দাশের প্রবন্ধগ্রন্থ কোনটি? Ans: কবিতার কথা |
245|জীবনানন্দ দাশের রচিত কাব্যগ্রন্থ- Ans: ধূসর পাণ্ডুলিপি |
246|ক. ঝরা পালক খ. ধূসর পাণ্ডুলিপি গ. বনলতা সেন এর মধ্যে জীবনানন্দ দাসের কাব্যগ্রন্থের নাম নয় কোনটি? Ans: সবকটি |
247|জীবনীকাব্য রচনার জন্য বিখ্যাত- Ans: বৃন্দাবন দাস |
248|জীবনে জ্যাঠামি ও সাহিত্যে ন্যাকামি সহ্য করতে পারতেন না- Ans: প্রমথ চৌধুরী |
249|জেলে বন্দি অবস্থায়ই পরীক্ষা দিয়ে ঢাবি থেকে ১৯৫৪ সালে বাংলা বিষয়ে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করে এমএ ডিগ্রি লাভ করেন – Ans: মুনীর চৌধুরী |
250|জ্ঞান যেখানে সীমাদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব – উক্তিটি কোন পত্রিকার প্রতি সংখ্যায় লেখা থাকত? Ans: শিখা |
Lecture-04 Reading Materials251|a – [a-{a-(a- a-1)}] |
252|a + b + c= 9, a2 +b2 + c2 = 29 হলে ab + bc + ca এর মান কত? Ans: 26 |
253|a + b = 7 এবং ab = 12 হলে 1/a2 + 1/b2 এর মান কত? Ans: 25/144 |
254|A = {x|x ধনাত্মক পূর্ণসংখ্যা সংখ্যা এবং x2 <25}, B = {x|x মৌলিক সংখ্যা এবং x2 <25}, C={x|x মৌলিক সংখ্যা এবং x2 = 25}, হলে, A⋂B⋂C= ? Ans: Ø |
255|A farmer had I7 hens. All but 9 dieD. How many live hens were left? Ans: 9 |
256|a: b = 4:7 এবং b :c=5:6 হলে তবে a:b:c = কত? Ans: 20:35; 42 |
257|a-{a -(a+1)} = কত? Ans: a+1 |
258| a+(1/a) = √3 হলে a2+(1/a2) এর মান- Ans: 1 |
259|a+b =2, ab = 1 হয়, তবে a এবং b এর মান যথাক্রমে – Ans: 1,1 |
260|a+b+c=0 হলে a3+b3+c3 এর মান কত? Ans: 3abc |
261|a+b=5 এবং a-b=3 হলে ab এর মান কত? Ans: 4 |
262|a+b=7 এবং a2+b2=25 হলে, নিন্মের কোনটি ab এর মান হবে- Ans: 12 |
263|A={x:x মৌলিক সংখ্যা এবং x ≤ 5} হলে P(A) এর সদস্য সংখ্যা কত? Ans: 8 |
264| a=1, b =-1, c = 2, d = -2 হলে a-(-b)-(-c) –(-d) এর মান কত? Ans: 0 |
265|a-1/a = 3 হলে a3 + 1/a3 এর মান কত? Ans: 36 |
266|a4 + 4 এর উৎপাদক কি কি? Ans: (a2 + 2a +2) (a2 -2a + 2) |
267|ABCD চতুর্ভুজ AB || CD এবং AC = BD হলে এবং ∠A = 90° হলে সঠিক চতুর্ভুজ কোনটি? Ans: আয়তক্ষেত্র |
268|ABD বৃত্তে AB এবং CD দুটি সমান জ্যা পরস্পর P বিন্দুতে ছেদ করলে কোনটি সত্য? Ans: PB = PD |
269|am.an=am+n কখন হবে? Ans: m ও n ধনাত্বক হলে (m and n are positive) |
270|B শহরটি Aশহরের ৫ মাইল পূর্বে অবস্থিত। Cশহরটি B শহরের ১০ মাইল দক্ষিণ-পূর্বে অবস্থিত।নিচের কোনটি A শহর হতে B শহরের দূরত্বের নিকটতম মান নির্দেশ করে? Ans: ১৪ মাইল |
271|CALCUTTA শব্দটির বর্ণগুলোকে একত্রে নিয়ে বিন্যাস সংখ্যা AMERCA শব্দটির বর্ণগুলো একত্রে নিয়ে বিন্যাস সংখ্যা কত গুণ? Ans: 2 |
272|cos (nπ/2) অনুক্রমটির চতুর্থ পদ কোনটি? Ans: 1 |
273|Divide 30 by half and add 10. What do you get? Ans: 70 |
274|f(x) = x2+kx2-6x-9; k এর মান কত হলে f(3)=0 হবে? Ans: 0 |
275|f(x)=x2+ 1/x +1-এর অনুরুপ কোনটি? Ans: f(1)=3 |
276|f(x)=x3-2x+10 হলে f(0) কত? Ans: 10 |
277|If the second day of the month is a Monday, the eighteenth day of is month is a- Ans: Wednesday |
278|If you count 1 to 100, how many 5’s will you pass on the way? Ans: None |
279|Log√381 কত? Ans: 8 |
280|Log2(1/32) এর মান কত? Ans: -5 |
281|log2+og4+og8+….ধারাটির প্রথম দশটি পদের সমষ্টি কত? Ans: 55log2 |
282|log28 = কত? Ans: 3 |
283|log2log√ee2 =? Ans: 2 |
284|log3(1/9) এর মান- Ans: -2 |
285|Loga(m/n) = কত? Ans: Logam – logan |
286|Logax = 1, logay = 2 এবং logaz = 3 হলে loga(x3y2/z) এর মান কত? Ans: 4 |
287|logx(1/8) = -2 হলে x = কত? Ans: 2√2 |
288|logx(3/2) = – ½ হলে x এর মান – Ans: 4/9 |
289|logx1/9=-2 হলে x এর মান কত? Ans: 3 |
290|M সংখ্যক সংখ্যার গড় A এবংN সংখ্যকসংখ্যার গড় Bহলে সবগুলাে সংখ্যার গড় কত? Ans: (AM+BN)/(M+N) |
291|P = {x: x, 12 এর গুণনীয়কসমূহ) এবং Q = {x: x, 3 এর গুণিতক এবং x ≠ 12} হলে, P – Q কত? Ans: {1, 2, 4} |
292|P এর মান কত হলে 4x2 – Px+9 একটি পূর্ণ বর্গ হবে? Ans: 12 |
293|p(A) = 1/3; p(B) =2/3; A ও B স্বাধীন হলে p(B/A) = কত? Ans: 2/3 |
294|P={x:x,12 এর গুননীয়ক এবং Q = {x:x,3 এর গুনিতক এবং x<12} হলে, P-Q কত? Ans: {1, 2, 4} |
Also Read: Reading Materials (Others) Day – 10 for exam of Day-11
Also Read: Reading Materials (Others) Day – 11 for exam of Day-12
Also Read: Reading Materials (Others) Day – 12 for exam of Day-13