Reading Materials (Others) Day-06
Preli Preparation –এর এই পোস্টে Reading Materials (Others) Day-06 একবারে দেয়া হল।প্রবাদ বাক্যগুলো আপনারা মুখস্ত করে ফেলবেন। এটা আপনারা লেখার ক্ষেত্রেও ব্যবহার করতে পারবেন। এতে লেখা মানসম্মত হবে। এখানে Day অনুযায়ী ভাগ করে দেয়া আছে। আপনাদের কাজ হচ্ছে প্রতিদিনেরটা প্রতিদিন শেষ করে ফেলা। কোনভাবেই ফেলে রাখা যাবে না।
তবে Reading Materials এ কোন ভুল থাকলে এক্সামে থাকা উত্তর সঠিক বলে গণ্য হবে।
পরীক্ষা দেয়ার জন্য আপনাকে অবশ্যই Free Registration সহ যেকোন একটি প্যাকেজ ক্রয় করতে হবে। প্যাকেজ ক্রয়ের লিঙ্ক: Click here
প্রশ্নের উত্তরের সপক্ষে ব্যাখ্যা এক্সামগুলোতে দেয়া আছে।
Also Read: Preli Preparation Reading Materials Lecture-02 (Part 01-06)
Day-06: প্রবাদ বাক্য Reading Materials
1| চোর পালালে বুদ্ধি বাড়ে। Ans: After death comes the doctor. |
2| নুন আনতে পান্তা ফুরায়। Ans: After meat comes mustard. |
3| যত হাসি তত কান্না, বলে গেছে রাম শর্মা। Ans: After sweetmeat comes sauce. |
4| ঝড়ের সময় সবাই ধার্মিক। Ans: All criminals turn preacher when under the gallows. |
5| চক চক করলেই সোনা হয় না। Ans: All that glitters is not gold. |
Day-06: Vocabulary Reading Materials
Head Word: | Disparage |
Meaning: | অপমান করা |
Synonym: | belittle, denigrate, deprecate, depreciate, downgrade, disdain |
Antonym: | Applaud, Praise, Honour, overrate |
Head Word: | Culpable |
Meaning: | নিন্দনীয় |
Synonym: | blame, guilty, censurable, reproachable, reprovable, responsible, answerable, liable, accountable |
Antonym: | blameless, innocent |
Head Word: | Stranger |
Meaning: | অপরিচিত |
Synonym: | newcomer, visitor, foreigner, outsider, alien |
Antonym: | Acquaintance |
Head Word: | Unkempt |
Meaning: | অমসৃণ, অমার্জিত |
Synonym: | Tousled, Disheveled, untidy, messy, disordered, disarranged, rumpled, shabby, slovenly |
Antonym: | Tidy, Orderly, neat |
Head Word: | Immutable |
Meaning: | অপরিবর্তনীয় |
Synonym: | unchangeable, fixed, rigid, inflexible, unyielding, unbending, permanent, unshakeable, irremovable, indelible, unchanging, constant, lasting, persistent |
Antonym: | Alterable, variable, changeable, flexible, yielding, bending, movable, changing |
Head Word: | Immense |
Meaning: | অপরিমেয় |
Synonym: | huge, vast, massive, enormous, gigantic, colossal, tremendous, substantial, mammoth |
Antonym: | Small , Tiny, Limited, Puny, Insignificant |
Head Word: | Crass |
Meaning: | অপরিশোধিত, অনুভূতিশূন্য |
Synonym: | Unrefined, Gross, Stupid, Coarse, Crude, insensitive, boorish |
Antonym: | Refined, Polished, intelligent |
Head Word: | Essential |
Meaning: | অপরিহার্য |
Synonym: | Mandatory, Necessary, Crucial, Important, Unavoidable |
Antonym: | inessential, unimportant, optional |
Head Word: | Obsolete |
Meaning: | অপ্রচলিত |
Synonym: | outdated, outmoded, antiquated, antediluvian, anachronistic, discarded, discontinued, old |
Antonym: | Modern, Advanced, contemporary, current, modern, new |
Head Word: | Scanty |
Meaning: | অপ্রতুল |
Synonym: | Sparse, Scarce, Insufficient, meagre, minimal, limited, modest, restricted |
Antonym: | Copious, Plentiful, Lavish, Multitude, abundant, ample |
Day-06: General Knowledge Reading Materials
Question and Answer |
1| বাংলাদেশ শতভাগ বিদ্যুতের আওতায়’-প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ঘােষণা দেন কবে? Ans: ২১ মার্চ ২০২২ |
2| ১৬ মার্চ ২০১২ কোন দেশ কাউন্সিল অব ইউরােপ ত্যাগ করে? Ans: রাশিয়া |
3| ৫ মার্চ ২০২২ বাংলাদেশ কোন দেশের বিপক্ষে প্রথম বিশ্বকাপ ম্যাচে অংশগ্রহণ করে? Ans: দক্ষিণ আফ্রিকা |
4| ১৪ মার্চ ২০২২ বাংলাদেশ কোন দেশকে হারিয়ে বিশ্বকাপে প্রথম জয় পায়? Ans: পাকিস্তান |
5| ৯ মার্চ ২০১২ কোন দেশ কলম্বো সিকিউরিটি কনক্লেভের চতুর্থ সদস্য হিসেবে যােগদান করে? Ans: মরিশাস |
6| পঞ্চম স্বল্পোন্নত দেশবিষয়ক জাতিসংঘ সম্মেলনের প্রথম পর্ব কবে অনুষ্ঠিত হয়? Ans: ১৭ মার্চ ২০২২ |
7| আন্তর্জাতিক ইসলামভীতি প্রতিরােধ দিবসকবে? Ans: ১৫ মার্চ |
8| পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করা হয় কবে? Ans: ২১ মার্চ ২০২২৪ |
9| দ্বাদশ আইসিসি মহিলা বিশ্বকাপ ক্রিকেট কবে কোথায় অনুষ্ঠিত হয়? Ans: ৪ মার্চ-৩ এপ্রিল ২০২২, নিউজিল্যান্ড |
10| পঞ্চম স্বল্পোন্নত দেশবিষয়ক জাতিসংঘ সম্মেলনের দ্বিতীয় পর্ব কবে অনুষ্ঠিত হবে? Ans: ৫-৯ মার্চ ২০২৩ |
11| ১৩ মার্চ ২০২২ খাদ্য ও কৃষি সংস্থাকে (FAO) আন্তর্জাতিক বীজ ব্যাংক প্রতিষ্ঠার প্রস্তাব দেন কে? Ans: শেখ হাসিনা |
12| ৯ মার্চ ২০২২ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন কে? Ans: ইউন সুক-ইওল |
13| ১৮ মার্চ ২০২২ রাশিয়া কোথায় প্রথমবারের মতাে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়? Ans: ইউক্রেন |
14| ১০ মার্চ ২০২২ হাঙ্গেরির প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হন কে? Ans: কাতালিন নােভাক |
15| মুজিববর্ষের সময়কাল কত? Ans: ১৭ মার্চ ২০২০-৩১ মার্চ ২০২২ |
16| পঞ্চম BIMSTEC’র শীর্ষ সম্মেলনকবে অনুষ্ঠিত হয়? Ans: ৩ মার্চ ২০২২ |
17| ৩১ মার্চ ২০২২ কোন দেশ ১৭২তম দেশ হিসেবে CTBT অনুমোদন করে? Ans: টুভ্যালু |
18| মার্চ ২০২২ বাংলাদেশ পুলিশ কোন সংস্থার পর্যবেক্ষকের মর্যাদা লাভ করে? Ans: আসিয়ানাপােল |
19| ২৯ মার্চ ২০২২ কোন দেশ EAC’র সপ্তম সদস্যপদ লাভ করে? Ans: গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র |
20| পদ্মা সেতুর দ্বিাপত্তার জন্য ২৯ মার্চ ২০২২ উদ্বোধন করা সেনানিবাসের নাম কী? Ans: শেখ রাসেল সেনানিবাস |
21| রাশিয়ার নেতৃত্বাধীন সামরিক জোট ‘কালেকটিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশন (CSTO) কতটি দেশ নিয়ে গঠিত? Ans: ৬টি |
22| রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ (RCEP) জোটভুক্ত দেশের সংখ্যা কতটি? Ans: ১৫টি |
23| ২০২২ সালের কাতার বিশ্বকাপ ফুটবলে মােট কতটি দেশ অংশগ্রহণ করবে? Ans: ৩২টি |
24| যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক স্ট্রাটেজিতে (কৌশলপত্রে) কতটি লক্ষ্য রয়েছে? Ans: ৫টি |
25| সম্প্রতি কোন দেশটি মিয়ানমারের রােহিঙ্গা নিধনকে গণহত্যা আখ্যা দিয়েছে? Ans: যুক্তরাষ্ট্র |
Also Read: Preli Preparation Reading Materials Lecture-02 (Part 01-06)